- Get link
- X
- Other Apps
General Exceptions
সাধারণ ব্যতিক্রমগুলো
Of the Right of the Private Defence
ব্যক্তিগত প্রতিরক্ষার কর্তৃত্ব বিষয়ক
ধারা ৯৬ ব্যক্তিগত প্রতিরক্ষায় প্রীত বিষয়গুলো
ব্যক্তিগত আত্মরক্ষার কর্তৃত্ব প্রয়োগের সময় কৃত কোন কিছুই অপরাধ নয়।
ধারা ৯৭ দেহ ও সম্পত্তি সম্পর্কিত ব্যক্তিগত প্রতিরক্ষার ক্ষমতা
৯৯ ধারায় বলা বিধি নিষেধ সাপেক্ষে, প্রতিটি ব্যক্তির
প্রথমত - মনুষ্য দেহ বিষয়ক কোন অপরাধের বিরুদ্ধে তার নিজের দেহ ও অপর যে কোন লােকের দেহ রক্ষা করার কর্তৃত্ত্ব আছে;
দ্বিতীয়ত - চুরি, দস্যুতা, অনিষ্টকারিতা বা অপরাধজনক অনধিকার প্রবেশের সংজ্ঞাধীন অপরাধ বা চুরি, দস্যুতা, অনিষ্ট বা অপরাধমূলক অনধিকার প্রবেশের উদ্যোগের বিরুদ্ধে স্বীয় কিংবা অপর কোন লােকের অস্থাবর কিংবা স্থাবর সম্পত্তির, রক্ষার কর্তৃত্ত্ব থাকবে।
ধারা ৯৮ অসুস্থমনা লােক প্রভৃতি কার্যের বিরুদ্ধে ব্যক্তিগত প্রতিরক্ষার অধিকার
যখন কোন কার্য যা প্রকারান্তরে একটি বিশেষ অপরাধ বলে পরিগণিত হত তা ঐ কার্য সম্পন্নকারি লােকের অল্প বয়স্কতা, অপরিণত বিবেক, মনে অপ্রকৃতস্থতা বা নেশার ঘােরে এরূপ অপরাধ বলে পরিগণিত হয় না, তখন প্রতিটি লােকের কার্যটি এরূপ অপরাধ বলে পরিগণিত হবার ক্ষেত্রে ঐ কার্যের বিরুদ্ধে যদরূপ ব্যক্তিগত প্রতিরক্ষা কর্তৃত্ত্ব থাকত তদরূপ ব্যক্তিগত প্রতিরক্ষা কর্তৃত্ত্ব থাকবে।
উদাহরণগুলাে
(ক) য মস্তিষ্ক বিকৃতির প্রভাবে ক-কে হত্যা করার উদ্যোগ করে, য কোন অপরাধে অপরাধি বলে সাব্যস্ত হবে না। কিন্তু য সুস্থ মস্তিষ্ক হলে ক-র যদরূপ ব্যক্তিগত প্রতিরক্ষা কর্তৃত্ত্ব থাকত এই ক্ষেত্রে তদরূপ ব্যক্তিগত প্রতিরক্ষা কর্তৃত্ত্ব থাকবে।
(খ) ক রাত্রিকালিন সময়ে এরূপ একটি বাড়িতে প্রবেশ করে, যে ঘরে প্রবেশ করার জন্য তার আইনসম্মত কর্তৃত্ত্ব রয়েছে। খ সরল বিশ্বাসে ক-কে অপথে গৃহ প্রবেশকারি মনে করে ক-কে আক্রমণ করে। এইক্ষেত্রে খ এই ভ্রান্ত ধারণার বশবর্তী না হয়ে থাকলে খএর বিরুদ্ধে ক এর যদরূপ ব্যক্তিগত প্রতিরক্ষা কর্তৃত্ত্ব কার্যত থাকত এই ক্ষেত্রে ক-র তদ্রুপ ব্যক্তিগত প্রতিরক্ষা কর্তৃত্ত্ব রয়েছে।
ধারা ৯৯ যেসব কার্যের বিরুদ্ধে ব্যক্তিগত আত্মরক্ষামূলক কর্তৃত্ব নেই
পদমর্যাদাবলে সদুদ্দেশ্যে প্রণােদিত সম্পন্নকারি সরকারি কর্মচারি দ্বারা সম্পাদিত, বা সম্পাদনের জন্য উদ্যোগকৃত কোন কার্য যা, সূক্ষ্ম বিচারে আইনসম্মত না হলেও, ন্যায়সম্মতভাবে মৃত্যু বা গুরুতর আঘাতের আশঙ্কা উদ্ভব করে না তার বিরুদ্ধে ব্যক্তিগত প্রতিরক্ষা কর্তৃত্ত্ব থাকবে না।
পদমর্যাবলে সদবিশ্বাসে সম্পন্নকারি কোন সরকারি কর্মচারি, নির্দেশক্রমে সম্পন্ন বা সম্পাদনের জন্য হলেও যুক্তিসঙ্গতভাবে মৃত্যু বা গুরুতর আঘাতের আশঙ্কা উদ্ভব করে না, তার বিরুদ্ধে কোন ব্যক্তিগত প্রতিরক্ষা কর্তৃত্ত্ব থাকবেনা।
যে সব ক্ষেত্রে সরকারি কর্তৃপক্ষগুলাের আশ্রয় লাভের সময় থাকে, সে সব ক্ষেত্রে ব্যক্তিগত আত্মরক্ষার কর্তৃত্ত্ব থাকবে না।
অধিকার যতটুকু প্রয়ােগযােগ্য
আত্মরক্ষার জন্য যতখানি ক্ষতি করা দরকার তার বেশি ক্ষতি পর্যন্ত আত্মরক্ষার কর্তৃত্ত্ব কোন অবস্থায় বিস্তৃত নয়।
ব্যাখা ১- সরকারি কর্মচারি দ্বারা তদীয় পদমর্যাদাবলে কৃত কোন কার্য নির্বাহকালে বা কার্যনির্বাহের প্রচেষ্টার সময় কোন লােক যদি তাকে সরকারি কর্মচারি বলে না জানে বা তিনি যে সরকারি কর্মচারি ঐ লােকের এরূপ বিশ্বাস করার কারণ না থাকে তা হলে ঐ লােক আত্মরক্ষার ব্যক্তিগত কর্তৃত্ত্ব হতে বঞ্চিত হবে না।
ব্যাখা ২ - কোন সরকারি কর্মচারির নির্দেশক্রমে, কৃত বা করার জন্য উদ্যোগকৃত কার্যের বিরুদ্ধে কোন ব্যক্তিগত আত্মরক্ষার কর্তৃত্ত্ব হতে বঞ্চিত হবে না, যদি না সে জানে বা তার বিশ্বাস করার কারণ থাকে যে, ঐ কার্য সম্পন্নকারি লােক এরূপ নির্দেশক্রমে কার্য করছে বা যদি না এরূপ লােক যে কর্তৃত্ত্ব বলে ঐ কার্য সংগঠন করে তা ব্যক্ত করে, বা তার কাছে লিখিত কর্তৃত্ব থাকার ক্ষেত্রে যদি না সে এরূপ কর্তৃত্ত্ব চাওয়া মাত্র পেশ করে।
ধারা ১০০ যে ক্ষেত্রে দেহের রক্ষার জন্য আত্মরক্ষার ব্যক্তিগত কর্তৃত্ব প্রয়োগ করে মৃত্যু ঘটানো যায়
দেহের ব্যক্তিগত আত্মরক্ষার অধিকার, পূর্ববর্তী শেষ ধারায় আরোপিত নিয়ন্ত্রণ সাপেক্ষে আক্রমণকারীর ইচ্ছাকৃত মৃত্যু ঘটানো বা তার অপর কোনো ক্ষতির প্রতি প্রয়ােগযােগ্য হবে, যদি যে অপরাধের জন্য প্রয়ােগের প্রয়ােজন হয়ে পড়ে সে অপরাধ অতঃপর উল্লেখিত যে কোন বর্ণনাধীন হয় -
প্রথমতঃ এরূপ আক্রমণ যা এমন ন্যায়সঙ্গতভাবে আতঙ্ক উদ্ভব করে যে প্রকারান্তরে মৃত্যুই হবে এরূপ আক্রমণের পরিণতি;
দ্বিতীয়তঃ এরূপ আক্রমণ যা এমন ন্যায়সঙ্গতভাবে আতঙ্ক উদ্ভব করে যে প্রকারান্তরে মারাত্মক আঘাতই হবে এরূপ আক্রমণের পরিণতি;
তৃতীয়তঃ ধর্ষণের ইচ্ছায় আক্রমণ;
চতুর্থতঃ অস্বাভাবিক কামনা চরিতার্থ করণের ইচ্ছায় আক্রমণ;
পঞ্চমতঃ মনুষ্য হরণ বা অপহরণের ইচ্ছায় হামলা;
ষষ্ঠঃ এরূপ পরিস্থিতিতে কোন লােককে বেআইনিভাবে আটক করে রাখার ইচ্ছায় আক্রমণ যে পরিস্থিতির জন্য এরূপ আতঙ্ক উদ্ভব হবার আশংকা থাকে যে, তার মুক্তির জন্য সে সরকারি কর্তৃপক্ষগুলাের আশ্রয় নিতে সামর্থ্য হবে না।
ধারা-১০১ যেক্ষেত্রে এরূপ কর্তৃত্ত্ব মৃত্যু অনুষ্ঠান ছাড়া অপর যেকোন ক্ষতির প্রতি প্রয়ােগযােগ্য হয়
অপরাধটি যদি পূর্ববর্তী শেষ ধারার বর্ণনাসমূহে না হয় তা হলে ব্যক্তিগত দৈহিক আত্মরক্ষা কর্তৃত্ত্ব স্বেচ্ছাক্রমে আক্রমণকারির মৃত্যু সংঘটনের প্রতি প্রয়ােগযােগ্য হবে না। কিন্তু ৯৯ ধারায় আরােপিত নিয়ন্ত্রণ সাপেক্ষে, আক্রমণকারির প্রতি স্বেচ্ছাকৃতভাবে মৃত্যু অপরবিধ যেকোন ক্ষতি সাধনের প্রতি প্রয়ােগযােগ্য হবে।
ধারা ১০২ দেহের ব্যক্তিগত আত্মরক্ষার কর্তৃত্ত্ব প্রয়ােগের প্রারম্ভ ও স্থিতিকাল
দেহের প্রতি বিপদের চেষ্টার বা হুমকির কারণে আইনানুগভাবে দেহের প্রতি বিপদের আশংকা দেখা দেওয়ার সঙ্গে সঙ্গে দেহের রক্ষার জন্য আত্মরক্ষার ব্যক্তিগত অধিকারের সূচনা হয়, যদিও অপরাধটি প্রকৃতই অনুষ্ঠান না হয়ে থাকে; ও দেহের প্রতি বিপদের উক্তরূপ আইনগত আংশকা যতক্ষণ অবধি বিদ্যমান থাকে ততক্ষণ পর্যন্ত ও অধিকারটি বলবত থাকে।
ধারা ১০৩ যেক্ষেত্রে সম্পত্তি বিষয়ক ব্যক্তিগত প্রতিরক্ষার কর্তৃত্ত্ব মৃত্যু সংঘটনের ক্ষেত্রেও প্রয়ােগযােগ্য হয়
সম্পত্তি রক্ষার ব্যক্তিগত কর্তৃত্ত্ব ৯৯ ধারায় উল্লেখিত বিধি নিষেধ সাপেক্ষে ইচ্ছাকৃতভাবে অপরাধকারির মৃত্যু অনুষ্ঠান বা তৎপ্রতি অপর কোন ক্ষতি সাধনের প্রতি প্রয়ােগযােগ্য হবে, যদি যে অপরাধ সংগঠন বা যে অপরাধ সংগঠনের উদ্যোগের জন্য ঐ কর্তৃত্ত্ব প্রয়ােগ আবশ্যকিয় হয়ে পড়ে সে অপরাধ অতঃপর উল্লেখিত বর্ণনাগুলাের যে কোন একটি অপরাধ হিসেবে পরিগণিত হয় -
প্রথমতঃ দস্যুতা;
দ্বিতীয়তঃ রাত্রি ক্ষেত্রে ঘর ভেঙ্গে ঘরে অনুপ্রবেশ;
তৃতীয়তঃ বাসগৃহ বা সম্পত্তি সংরক্ষণের স্থান হিসেবে ব্যবহৃত হয় এমন ইমারত, তাবু বা যানবাহনে অগ্নিকার্যের সাহায্যে অনুষ্ঠিত ক্ষতি;
চতুর্থতঃ এরূপ অবস্থায় চুরি, অনিষ্টকারিতা বা অনধিকার গৃহপ্রবেশ, যা যুক্তিযুক্তভাবে এরূপ ভয়ের উদ্ভব করতে পারে যে এরূপ ব্যক্তিগত প্রতিরক্ষা কর্তৃত্ত্ব প্রয়ােগ করা না হলে মৃত্যু বা মারাত্মক আঘাত হবে এর পরিণতি।
ধারা-১০৪ যেক্ষেত্রে এরূপ কর্তৃত্ত্ব মৃত্যু ছাড়া অপর কোন ক্ষতিসাধন পর্যন্ত সম্প্রসারিত হয়:
যে অপরাধের সংগঠন বা যে অপরাধ সংগঠনের উদ্যোগের কারণে আত্মরক্ষার ব্যক্তিগত কর্তৃত্ত্ব প্রয়ােগ দরকার হয়ে পড়ে, সে অপরাধ পূর্ববর্তী শেষ ধারায় উল্লেখিত বর্ণনাগুলাের অন্তর্ভুক্ত না হয়ে চুরি, ক্ষতিকর কার্য বা অপরাধজনক অনধিকার প্রবেশ হলে ঐ কর্তৃত্ত্ব স্বেচ্ছাক্রমে মৃত্যু সংঘটনের প্রতি প্রযােজ্য হবে না, তবে ৯৯ ধারায় উল্লেখিত নিয়ন্ত্রণ সাপেক্ষে ইচ্ছাকৃতভাবে অবৈধকারির মৃত্যু ছাড়া অপর যে কোন ক্ষতি সাধনের প্রতি প্রয়ােগযােগ্য হবে।
ধারা-১০৫ সম্পত্তি রক্ষার ব্যক্তিগত কর্তৃত্ত্ব প্রয়ােগের আরম্ভ ও স্থিতিকাল
সম্পত্তি রক্ষার ব্যক্তিগত কর্তৃত্ত্ব সম্পত্তি বিপন্নকারি ন্যায়সঙ্গতভাবে বিপদের আশংকা আরম্ভ হবার সঙ্গে সঙ্গে আরম্ভ হয়।
চুরির বিরুদ্ধে সম্পত্তি রক্ষার ব্যক্তিগত কর্তৃত্ত্ব ঐ সম্পত্তি সহকারে অপরাধকারির পলায়ন না করা বা সরকারি কর্তৃপক্ষগুলাের সাহায্য অর্জন না করা বা ঐ সম্পত্তি পুনরুদ্ধার না করা অবধি অব্যাহত থাকে।
দস্যুতার বিরুদ্ধে সম্পত্তি রক্ষার ব্যক্তিগত কর্তৃত্ত্ব অপরাধকারি দ্বারা কোন লােকের মৃত্যু ঘটান বা আঘাত প্রদান বা অবৈধ অবরােধ করা বা এর উদ্যোগ অব্যাহত থাকা পর্যন্ত বা তাৎক্ষণিক অবৈধ অবরােধ থাকা পর্যন্ত অব্যাহত থাকে।
অপরাধজনক অনধিকার প্রবেশ বা অনিষ্টকর কার্যের বিরুদ্ধে সম্পত্তি রক্ষার ব্যক্তিগত অধিকার, অপরাধকারি দ্বারা অপরাধজনক অনধিকার প্রবেশ বা অনিষ্ট সাধন কার্য অব্যাহত রাখা পর্যন্ত অব্যাহত থাকে।
রাত্রি ক্ষেত্রে সিঁধেল চুরির বিরুদ্ধে সম্পত্তি রক্ষার ব্যক্তিগত অধিকার, এরূপ সিঁধেল চুরির সাহায্যে যে অনধিকার গৃহ প্রবেশ আরম্ভ হয়েছে সে অনধিকার গৃহপ্রবেশ অব্যাহত থাকা পর্যন্ত অব্যাহত থাকে।
ধারা-১০৬ নির্দোষ লােকের ক্ষতিসাধনের সম্ভাবনার প্রেক্ষিতে মারাত্মক আক্রমণের বিরুদ্ধে আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার
ন্যায়সঙ্গতভাবে মৃত্যুভয় উদ্ভব করে এরূপ আক্রমণের বিরুদ্ধে আত্মরক্ষার ব্যক্তিগত কর্তৃত্ত্ব প্রয়ােগের ক্ষেত্রে প্রতিরক্ষক যদি এরূপ পরিস্থিতির সম্মুখীন হন যে, কোন নিরাপরাধ লােকের প্রতি ক্ষতি সাধনের ঝুঁকি না নিয়ে তিনি এরূপ কর্তৃত্ত্ব কার্যকরিভাবে প্রয়ােগ করতে পারেন না, তা হলে ঐ ঝুঁকি নেওয়ার প্রতিও তাঁর আত্মরক্ষার ব্যক্তিগত কর্তৃত্ত্ব প্রয়ােগযােগ্য হবে।
উদাহরণ
ক একদল লােক দ্বারা আক্রান্ত হয়। ঐ দলভুক্ত লােক তাকে হত্যা করার উদ্যোগ করে। তাদের উপর গুলিবর্ষণ না করে সে তার আত্মরক্ষার ব্যক্তিগত কর্তৃত্ত্ব কার্যকরিভাবে প্রয়ােগ করতে পারে না, ও সে হত্যাপ্রয়াসী লােকগুলির দলের সঙ্গে মিশ্রিত ছােট ছােট শিশুদের ক্ষতির ঝুঁকি না নিয়ে গুলি চালাতে পারে না। অনুরূপভাবে গুলি চালিয়ে কোন শিশুর ক্ষতি করলেও সে কোন অপরাধ করে নি।