- Get link
- X
- Other Apps
chapter Three
Of the Rectification of Instruments
দলিল সংশোধন সম্বন্ধীয় ব্যাপারে
ধারা ৩১ যখন দলিল সংশােধনযােগ্য
যেক্ষেত্রে প্রতারণার মাধ্যমে বা পক্ষসমূহের পারস্পরিক ভুলের কারণে কোন চুক্তি বা অপর কোন লিখিত দলিল সত্যিকারভাবে তাদের উদ্দেশ্য প্রকাশ করে না, যে কোন পক্ষ বা তাদের স্বার্থ-সংশ্লিষ্ট প্রতিনিধি দলিল সংশােধিত করার মােকদ্দমা রুজু করতে পারে এবং যদি আদালত ইহা সুস্পষ্টভাবে প্রমাণিত দেখতে পান যে, দলিল প্রণয়নের ক্ষেত্রে প্রতারণা বা ভুল করা হয়েছে এবং তা বলবতের ব্যাপারে পক্ষসমূহের সত্যিকার উদ্দেশ্য নিরুপণে সক্ষম হয় না, সেখানে আদালত তার ইচ্ছাধীন ক্ষমতা অনুসারে যতদূর পর্যন্ত তা তৃতীয় পক্ষ কর্তৃক সরল বিশ্বাসে এবং মূল্যের বিনিময়ে অর্জিত অধিকারে হস্তক্ষেপ না করেই করা যায়, ততদূর পর্যন্ত দলিল সংশােধন করতে পারেন, যাতে তা সে উদ্দেশ্য প্রকাশে সক্ষম হয়।
উদাহরণসমূহ - যখন দলিল সংশােধনযােগ্য
ক) 'ক' 'খ'-এর কাছে তার বাড়ি ও বাড়ি সংলগ্ন তিনটি গুদামের একটি বিক্রয়ে রাজীপূর্বক খ এর মাধ্যমে প্রস্তুতকৃত কাবালা সম্পাদন করেন যাতে খ-এর প্রতারণার ফলে তিনটি গুদামই অন্তর্ভুক্ত করা হয়। প্রতারণামূলকভাবে অন্তর্ভুক্ত অপর দুইটি গুদামের একটি খ, গ-কে প্রদান করে এবং অন্যটি ঘ-কে ভাড়া প্রদান করে। গ বা ঘ কেউই এই প্রতারণার বিষয়ে জানত না। খ ও গ-এর বিরুদ্ধে কাবালা গ-কে প্রদত্ত গুদাম বাদ দেওয়ার ব্যাপারে সংশােধন করা যেতে পারে; কিন্তু ঘ-এর ইজারা প্রভাবিত করতে পারে, এমনভাবে তা সংশােধন করা যাবে না।
খ) একটি বিবাহ সম্পর্কিত চুক্তির মাধ্যমে ভাবী বধূ খ-এর পিতা ক ভাবী জামাতা গ-এর সাথে প-কে তার কার্যনির্বাহী, প্রশাসক ও স্বত্বনিয়ােগীকে, ক তার জীবনকালে বার্ষিক ৫,০০০ টাকা বৃত্তি প্রদানের জন্য চুক্তিপত্র সম্পাদন করে। গ দেউলিয়া অবস্থায় মারা যায় এবং তার স্বত্বনিয়ােগী ‘ক’-এর কাছ থেকে বার্ষিক বৃত্তি দাবি করে। আদালত ইহা স্পষ্টভাবে প্রমাণিত দেখতে পান যে, পক্ষসমূহের সব সময় লক্ষ্য ছিল যে, ‘খ’ এবং তার ছেলেমেয়েদের একটা ব্যবসা হিসেবেই এই বার্ষিক বৃত্তি প্রদান করা হবে। আদালত চুক্তিপত্রের সংশােধন করতে পারেন এবং ডিক্রি প্রদান করতে পারেন যে, বার্ষিক বৃত্তির কোন অংশেই স্বত্বনিয়ােগীর কোন অধিকার নেই।
ধারা ৩২ পক্ষসমূহের ইচ্ছা সম্বন্ধে অনুমান
লিখিত চুক্তি সংশােধনের লক্ষ্যে আদালত অবশ্যই নিশ্চিত হবেন যে, চুক্তির সকল পক্ষের লক্ষ্য হচ্ছে সুষম ও সুবিচারমূলক চুক্তি সম্পাদন করা।
ধারা ৩৩ সংশােধন সম্বন্ধীয় মূলনীতিসমূহ
লিখিত দলিল সংশােধনের সময় আদালত অনুসন্ধান করতে পারেন, কি অর্থ বহন করা দলিলের অভিপ্রেত ছিল এবং চুক্তির বৈধ ফলাফলের ব্যাপারে অভিপ্রায় কি ছিল, কেবল সে ব্যাপারেই অনুসন্ধান সীমিত থাকবে না।
ধারা ৩৪ সংশােধিত চুক্তি সুনির্দিষ্টভাবে বলবৎকরণ
প্রথমত লিখিত চুক্তি সংশােধিত হতে পারে এবং বাদী আরজিতে প্রার্থনা করে থাকলে এবং আদালত তা যুক্তিযুক্ত মনে করলে পরে তা সুনির্দিষ্টভাবে বলবৎ করা যেতে পারে।
উদাহরণ
‘ক’ তার এটর্নী ‘খ’-কে ব্যয়ের টাকার পরিবর্তে একটি নির্দিষ্ট অর্থ প্রদানের জন্য লিখিতভাবে চুক্তিবদ্ধ হল। চুক্তিতে মক্কেলের নাম ও অধিকার ভুলভাবে অন্তর্ভুক্ত হয়। সঠিকভাবে তা ব্যাখ্যা করা হলে তা চুক্তির অধীনে সমস্ত অধিকার থেকে ‘খ’-কে বঞ্চিত করবে। আদালত যথােপযুক্ত মনে করলে ‘খ’ চুক্তি সংশােধনের ও নির্দিষ্ট অংকের অর্থপ্রদানের আদেশ পাবার অধিকারী।