- Get link
- X
- Other Apps
Of Rape
নারী ধর্ষণ বিষয়ক, অস্বাভাবিক অপরাধগুলোর বিষয়ক
ধারা ৩৭৫ নারী ধর্ষণ
কোন লােক যদি, অতপর উল্লেখিত ক্ষেত্র ছাড়া নিম্নোক্ত পাঁচ রকম বর্ণনাধীন যে কোন অবস্থায় কোন স্ত্রীলােকের সঙ্গে যৌন-সহবাস করে, সে লােক “নারী ধর্ষণ" করেছে বলে পরিগণিত হবে-
প্রথমতঃ স্ত্রীলােকটির ইচ্ছার বিরুদ্ধে।
দ্বিতীয়তঃ স্ত্রীলােকটির বিনা সম্মতিতে ।
তৃতীয়তঃ স্ত্রীলােকটির সম্মতি অনুযায়িই, যখন মৃত্যু বা আঘাতের ভয়ে অভিভূত করে স্ত্রীলােকটির সম্মতি আদায় করা হলে।
চতুর্থতঃ স্ত্রীলােকটির সম্মতি অনুযায়ি, যখন পুরুষটি জানে যে, সে তার স্বামী নন ও সে (স্ত্রীলােকটি) এই বিশ্বাসে সম্মতি দান করে যে, যে সে (পুরুষটি) এমন কোন লােক যার সঙ্গে সে আইনত বিবাহিত বা সে নিজেকে তার সঙ্গে আইনত বিবাহিত বলে বিশ্বাস করে।
পঞ্চমতঃ স্ত্রীলােকটির সম্মতিসহ বা সম্মতি ব্যতীত, যখন স্ত্রীলােকটির বয়স চৌদ্দ বৎসরের নিম্ন হয়।
ব্যাখ্যা, ধর্ষণের অপরাধের জন্য আবশ্যকীয় যৌনসঙ্গমের জন্য যৌনাঙ্গ প্রবিষ্ট করাই যথার্থ পরিগণিত হবে।
ব্যতিক্রম. কোন পুরুষ দ্বারা তার স্ত্রীর সঙ্গে যৌন-সহবাস-যদি স্ত্রীর বয়স তের বৎসরের নিম্ন না হয়, তা হলে নারী ধর্ষণ বলে পরিগণিত হবে না।
ধারা ৩৭৬ ধর্ষণের শাস্তি
কোন লােক যদি, নারী ধর্ষণ করে, তা হলে সে লােক যাবজ্জীবন কারাদন্ডের বা যে কোন বর্ণনার কারাদন্ডে যার মেয়াদ দশ বৎসর পর্যন্ত হতে পারে-দণ্ডিত হবে ও এতদ্ব্যতীত জরিমানদণ্ডে ও শাস্তিযােগ্য হবে, ধর্ষিত নারীটি তার নিজ স্ত্রী হলে ও তার বয়স বার বৎসরের নিম্ন হলে শেষােক্ত ক্ষেত্রে সে লােক যে কোন বর্ণনার কারাদন্ডে যার মেয়াদ দুই বৎসর পর্যন্ত হতে পারে বা অর্থদন্ডের বা উভয় বিধ দণ্ডের দণ্ডিত হবে।
ধারা ৩৭৭ স্বাভাবিক অপরাধগুলাে
কোন লােক যদি, ইচ্ছাকৃতভাবে কোন পুরুষ, স্ত্রীলােক বা পশুর সঙ্গে প্রাকৃতিক নিয়মের বিরুদ্ধে যৌন-সহবাস করে, তা হলে সে লােক যাবজ্জীবন কারাদণ্ডে বা যে কোন বর্ণনার কারাদণ্ডে- যার মেয়াদ দশ বৎসর পর্যন্ত হতে পারে-দণ্ডিত হবে ও এতদ্ব্যতীত জরিমানাদণ্ডেও শাস্তিযােগ্য হবে।
ব্যাখ্যা: অনুপ্রবেশই এই ধারায় উল্লেখিত অপরাধ হিসেবে পরিগণিত হবার যােগ্য যৌন-সহবাস সংগঠনের জন্য যথার্থ বলে পরিগণিত হবে।