- Get link
- X
- Other Apps
Part IX Supplementary Provisions
নবম ভাগ - পরিপূরক বিধান
Chapter 38 - Of the Public Prosecutors -পাবলিক প্রসিকিউটর বিষয়ে
ধারা ৪৯২ পাবলিক প্রসিকিউটর নিয়ােগের ক্ষমতা
১) সরকার বা কোন স্থানীয় এলাকায় সাধারণভাবে, বা কোন মােকদ্দমায় বা কোন নির্দিষ্ট শ্রেণীর মােকদ্দমার নিমিত্তে পাবলিক প্রসিকিউটর নামক এক বা একাধিক কর্মকর্তা নিয়ােগ করতে পারবেন।
২) পাবলিক প্রসিকিউটরের অনুপস্থিতিতে, বা যেক্ষেত্রে কোন পাবলিক প্রসিকিউটর নিয়ােজিত হন নাই সেক্ষেত্রে মােকদ্দমা পরিচালনার জন্য জেলা ম্যাজিস্ট্রেট সরকার কর্তৃক এতদ্বিষয়ে নির্ধারিত পদের নিম্নপদস্থ পুলিশ কর্মকর্তা ব্যতিত অপর যে কোন ব্যক্তিকে পাবলিক প্রসিকিউটর নিয়ােগ করতে পারবেন।
ধারা ৪৯৩ পাবলিক প্রসিকিউটর সমস্ত আদালতে তার দায়িত্বে ন্যাস্ত মােকদ্দমা পরিচালনা করতে পারবেন। ব্যক্তিগত নিযুক্ত কৌসুলীগণ তার নির্দেশাধীন কাজ করবেন
পাবলিক প্রসিকিউটর যে মােকদ্দমায় ভারপ্রাপ্ত হয়েছেন, সেই মােকদ্দমা যে আদালতে অনুসন্ধান, বিচার বা আপিলে রহিয়াছে, তিনি সেই আদালতে কোন প্রকার লিখিত কর্তৃত্ব ব্যতিরেকেই হাজির হতে ও মােকদ্দমা পরিচালনা করতে পারবেন এবং কোন বেসরকারি ব্যক্তি যদি কাহারাে বিপক্ষে অভিযােগ পরিচালনার নিমিত্তে কৌসুলী নিয়ােগ করেন তা হলে পাবলিক প্রসিকিউটর সরকার পক্ষে মামলা পরিচালনা করবেন এবং অনুরূপে নিযুক্ত কৌসুলী উক্ত মােকদ্দমায় তার নির্দেশাধীনে কার্য করবেন।
ধারা ৪৯৪ মােকদ্দমা প্রত্যাহারের ফল
পাবলিক প্রসিকিউটর রায় ঘােষিত হওয়ার পূর্বে আদালতের অনুমতি লইয়া কোন ব্যক্তির বিরুদ্ধে আনিত মােকদ্দমা সাধারণভাবে বা যে সমস্ত অপরাধে তার বিচার হচ্ছে, তার যে কোন এক বা একাধিক অপরাধ সম্পর্কে পরিচালনা প্রত্যাহার করতে পারবেন; এবং এতদ্ প্রত্যাহারের ফলে-
ক) অভিযােগ প্রণয়নের পূর্বে ইহা করা হলে উক্ত এক বা একাধিক অপরাধ সম্পর্কে আসামিকে অব্যাহতি প্রদান করতে হবে; এবং
খ) অভিযােগ প্রণয়নের পর ইহা করা হলে কিংবা এই বিধির অধীন কোন অভিযােগ প্রণয়ন করা প্রয়ােজন না হলে উক্ত এক বা একাধিক অপরাধ সম্পর্কে আসামিকে খালাস দিতে হবে।
ধারা ৪৯৫ সরকারপক্ষে মােকদ্দমা পরিচালনার অনুমতি
১) কোন মােকদ্দমার অনুসন্ধান বা বিচারকারি ম্যাজিস্ট্রেট সরকার কর্তৃক এই সম্পর্কে নির্ধারিত পদের নিম্নপদস্থ কোন পুলিশ কর্মকর্তা ছাড়া অন্য যে কোন ব্যক্তিকে বাদীপক্ষের মােকদ্দমা পরিচালনার অনুমতি দিতে পারবেন, কিন্তু এটর্নি জেনারেল, সরকারি সলিসিটর, পাবলিক প্রসিকিউটর কিংবা সরকার কর্তৃক এতদৃবিষয়ে সাধারণ বা বিশেষভাবে ক্ষমতাপ্রাপ্ত কোন কর্মকর্তা ছাড়া কোন ব্যক্তি উক্ত অনুমতি ব্যতিত সরকার পক্ষের মামলা পরিচালনার অধিকারি হবে না।
২) মােকদ্দমা প্রত্যাহারের বিষয়ে এইরূপ কর্মকর্তার ৪৯৪ ধারায় উল্লিখিত ক্ষমতা থাকবে এবং তার প্রত্যাহৃত মােকদ্দমার ক্ষেত্রে উক্ত ধারার বিধানসমূহ প্রযােজ্য হবে।
৩) বাদি পক্ষের মােকদ্দমা পরিচালনাকারি কোন ব্যক্তি উহা ব্যক্তিগতভাবে বা কোন উকিলের দ্বারা এইরূপ করতে পারেন।
৪) যে অপরাধে আসামির বিচার হচ্ছে সেই অপরাধের কোন তদন্তে অংশ গ্রহণ করে থাকলে কোন পুলিশ কর্মকর্তাকে সরকার পক্ষে মামলা পরিচালনার অনুমতি প্রদান করা হবে না।