- Get link
- X
- Other Apps
Chapter Fourteen - Of Offences Affecting the Public Health, Safety, Convenience, Decency and Morals
চতুর্দশ অধ্যায় -জনস্বাস্থ্য, নিরাপত্তা, সুবিধা, কালিনতা ও নৈতিকতা বিষয়ক অপরাধ সম্পর্কিত
ধারা ২৬৮ গণ-উপদ্রব
যে লােক, এমন কোন কার্য করে বা এমন কোন বেআইনি বিচ্যুতির অপরাধে অপরাধি হয়, যা নিকটবর্তী অধিবাসী বসবাসকারি সম্পত্তির ব্যবহারকারি বা জনসাধারণ বা সাধারণভাবে জনগণের কোন সাধারণ ক্ষতি, বিপদাশংকা বা বিরক্তি উৎপাদন হয়, বা যা অনিবার্যভাবে যে জনগণ কোন কর্তৃত্ত্ব ব্যবহার করার সুযােগ অর্জন করতে পারে, সে জনগণের ক্ষতিসাধন, ব্যাঘাত, বিপদাশংকা বা বিরক্তি উদ্ভব করবে, সে লােক গণউপদ্রব্যের অপরাধে অপরাধি বলে সাব্যস্ত হবে।
কিছু সুবিধা বা সুযােগ উদ্ভব করার অজুহাতে কোন সাধারণ উপদ্রব ক্ষমা করা যেতে পারে না।
ধারা ২৬৯ অবহেলামূলক কার্য যার মাধ্যমে জীবন বিপন্নকারি রােগের সংক্রমণ বিস্তার করার আশংকা রয়েছে
যে লােক, বেআইনিভাবে ও অবহেলামূলকভাবে এমন কোন কার্য করে, যার মাধ্যমে জীবন বিপন্নকারি কোন রােগের সংক্রমণ বিস্তার করার আশংকা আছে ও যার মাধ্যমে জীবন বিপন্নকারি রােগের সংক্রমণ বিস্তার করতে পারে জানা সত্ত্বেও বা তার বিশ্বাস করার কারণ থাকার পরও তা করে, সে লােক যে কোন কারাদণ্ডে যার মেয়াদ ছয় মাস পর্যন্ত হতে পারে বা জরিমানা দণ্ডে বা উভয় দণ্ডে দণ্ডিত হবে।
ধারা-২৭০ বিদ্বেষপ্রসূত কার্য যার মাধ্যমে জীবন বিপন্নকারি রােগের সংক্রমণ বিস্তারের আশংকা রয়েছে
যে লােক বিদ্বেষপ্রসূত এমন কোন কার্য করে, যার মাধ্যমে জীবন বিপন্নকারি কোন রােগের সংক্রমণ বিস্তার করার আশংকা আছে ও যার মাধ্যমে জীবন বিপন্নকারি কোন রোগের সংক্রমণ বিস্তার করে জানা সত্ত্বেও বা তার বিশ্বাস করার কারণ থাকার পরও সে করে, সে লােক যে কোন বর্ণনার সশ্রম বা বিনাশ্রম কারাদণ্ডে-যার মেয়াদ দুই বৎসর পর্যন্ত হতে পারে বা জরিমানা দণ্ডে বা উভয় দণ্ডে দণ্ডিত হবে।
এই ধারার অপরাধ নিম্নোক্তভাবে প্রমাণ করা যায়
কোন ব্যক্তিকে দণ্ডবিধির ২৭০ ধারার অপরাধে অভিযুক্ত করতে হলে যে সকল উপাদান অপরিহার্য তা হচ্ছে
১। আসামি কোন কাজ করেছিলেন কিনা;
২। আসামি জানতেন কিনা কিংবা তার পক্ষে বিশ্বাস করো যুক্তিযুক্ত কারন ছিল কিনা যে, তার কাজের দ্বারা রােগের সংক্রমণ বিস্তৃত হবে;
৩। ঐ সংক্রমণ এমন এক রোগ সম্পর্কে ছিল কিনা যা মানুষের জীবনের পক্ষে বিপজ্জনক
৪। আসামি ঐ কাজ বেআইনিভাবে বা অবহেলায় করেছিলেন কিনা এবং
৫। আসামি বিদ্বেষপূর্ণভাবে ঐ কাজ করেছিলেন কিনা।
বিচার প্রক্রিয়া
অত্র ধারার অপরাধ আমলযােগ্য, জামিনযােগ্য, মীমাংসারযােগ্য নয়, যেকোন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কর্তৃক বিচার্য ।
ধারা ২৭১ সঙ্গরােধ বিষয়ক নিয়ম অমান্য করা
যে লােক জ্ঞাতসারে, জাহাজকে বা জলযানের সঙ্গরােধ্যবস্থায় রাখার জন্য বা সঙ্গরােধ্যবস্থায় স্থাপিত জাহাজগুলাের বা তীরভূমির সঙ্গে বা অন্যান্য জাহাজের সঙ্গে মেলামেশা নিয়ন্ত্রণের জন্য বা যে স্থানসমূহে সংক্রামক ব্যাধি বিদ্যমান রয়েছে, সে স্থানগুলাে ও অন্যান্য স্থানগুলাের ভিতর মেলামেশা নিয়ন্ত্রণের জন্য সরকার দ্বারা প্রণীত ও জারীকৃত কোন বিধি বা নিয়ম কোন লােক যদি জ্ঞাতসারে অমান্য করে, তা হলে সে লােক যে কোন বর্ণনার সশ্রম বা বিনাশ্রম কারাদণ্ডে যার মেয়াদ ছয় মাস পর্যন্ত হতে পারে বা জরিমানা দণ্ডে বা উভয় দণ্ডে দণ্ডিত হবে।
ধারা-২৭২ বিক্রয়ের জন্য অভিপ্রেত খাদ্য বা পানীয় দ্রব্যে ভেজাল মিশ্রণ
যে লােক, কোন দ্রব্যকে খাদ্য বা পানীয় হিসেবে বিক্রয়ের উদ্দেশ্যে বা এটা খাদ্য বা পানীয় হিসেবে বিক্রয় হবার আশংকা আছে জানা সত্ত্বেও, কোন খাদ্য বা পানীয় দ্রব্যে এমনভাবে ভেজাল মিশ্রণ করে যাতে এরূপ দ্রব্য; খাদ্য বা পানীয় হিসেবে ক্ষতিকর হয়, সে লােক যে কোন বর্ণনার সশ্রম বা বিনাশ্রম কারাদণ্ডে, যার মেয়াদ ছয়মাস পর্যন্ত হতে পারে, বা এক হাজার টাকা পর্যন্ত যে কোন পরিমাণ জরিমানা দণ্ডে বা উভয় দণ্ডেই দণ্ডিত হবে।
ধারা-২৭৩ অস্বাস্থ্যকর খাদ্য বা পানীয় বিক্রয়
যে লােক, খাদ্য বা পানীয় হিসেবে ক্ষতিকর এই কথা জেনে বা বিশ্বাস করার কারণ থাকার পরও যে দ্রব্য ক্ষতিকর হয়ে পড়েছে বা ক্ষতিকর বানিয়াছে বা খাদ্য বা পানীয় হিসেবে ব্যবহারের অনুপযােগী হয়ে গিয়েছে, সে দ্রব্যকে খাদ্য বা পানীয় হিসেবে বিক্রয় করে, প্রদান করে বা বিক্রয়াৰ্থে হাজির করে, যা সে স্বাস্থ্যহানিকর সে জানে, সে লােক যেকোন বর্ণনার সশ্রম বা বিনাশ্রম কারাদণ্ডে- যার মেয়াদ দুই মাস পর্যন্ত হতে পারে বা জরিমানা দণ্ডে যার পরিমাণ একহাজার টাকা পর্যন্ত হতে পারে বা উভয় দণ্ডে দণ্ডিত হবে।
ধারা-২৭৪ ঔষধে ভেজাল মিশ্রণ
যে লােক, কোন ভেষজ পদার্থ বা তৈরী ঔষধ কোন চিকিৎসা দ্রব্যে ভেজাল মেশান হয় নাই বলে বিক্রীত, ব্যবহৃত হবে এরূপ উদ্দেশ্যে বা এরূপ আশংকা আছে জেনে ঐ ভেষজ পদার্থ ঔষধ এমনভাবে ভেজাল মিশ্রণ করে, এরূপ ভেষজ পদার্থ বা তৈরী ঔষধের উপযােগিতা হ্রাস পায় বা এর কার্যকারিতা পরিবর্তিত হয় বা স্বাস্থ্য হানিকর হয়ে পড়ে, সে লােক যে কোন বর্ণনার সশ্রম বা বিনাশ্রম কারাদণ্ডে, যার মেয়াদ ছয়মাস পর্যন্ত হতে পারে বা অর্থদণ্ডে-যার পরিমাণ এক হাজার টাকা পর্যন্ত হতে পারে বা উভয় দণ্ডে দণ্ডিত হবে।
ধারা-২৭৫ ভেজাল মিশ্রিত ঔষধ বিক্রয় করা
যে লােক কোন ভেষজ পদার্থ বা তৈরী ঔষধ এমনভাবে ভেজাল মিশ্রিত করে, যাতে এর ক্রিয়ার পরিবর্তন ঘটেছে বা কার্যকারিতা পরিবর্তিত হয় বা স্বাস্থ্য হানিকর হয়ে পড়েছে, জানা সত্ত্বেও এটা বিক্রয় করে বা বিক্রয়ের জন্য প্রস্তাব করে বা দেখায় বা চিকিৎসার উদ্দেশ্যে এটা ভেষজ মিশ্রিত নন বলে কোন ঔষধালয় হতে ইস্যু করে, বা ভেজাল মিশানাের কথা জ্ঞাত নন, এরূপ কোন লােক দ্বারা চিকিৎসার উদ্দেশ্যে এটা।
ব্যবহার করায় সে লােক যে কোন বর্ণনার সশ্রম বা বিনাশ্রম কারাদণ্ডে, যার মেয়াদ ছয়মাস পর্যন্ত হতে পারে বা অর্থদণ্ডে- যার পরিমাণ এক হাজার টাকা পর্যন্ত হতে পারে বা উভয় দণ্ডে দণ্ডিত হবে।
ধারা-২৭৬ কোন ঔষধকে ভিন্ন কোন ঔষধ বা চিকিৎসা দ্রব্য হিসেবে বিক্রয় করা
যে লােক জ্ঞাতসারে কোন ভেষজ পদার্থ বা ঔষধ তৈরী প্রক্রিয়াকে কোন ভিন্ন ভেষজ পদার্থ বা তৈরী ঔষধ হিসেবে বিক্রয় করে, প্রদান করে বা বিক্ৰায়র্থে হাজির করে, বা চিকিৎসার সম্পর্কে কোন ঔষধালয় হতে প্রদান করে, সে লােক যে কোন বর্ণনার সশ্রম বা বিনাশ্রম কারাদণ্ডে যার মেয়াদ ছয়মাস পর্যন্ত হতে পারে বা জরিমানা দণ্ডে যার পরিমাণ এক হাজার টাকা পর্যন্ত হতে পারে বা উভয় দণ্ডে দণ্ডিত হবে।
ধারা-২৭৭ সাধারণের ব্যবহার্য ফোয়ারা বা জলাধারের জল দূষিত করা
যে লােক, স্বেচ্ছাকৃতভাবে কোন সাধারণের ব্যবহার্য ফোয়ারা বা জলাধারের জল এমনভাবে দূষিত হয় বা কলুষিত করে যে, ঐ জল সাধারণত যে উদ্দেশ্যে ব্যবহৃত হয়, সে উদ্দেশ্যে ব্যবহারের ক্ষেত্রে এর উপযােগিতা হ্রাস পায়, সে লােক যে কোন বর্ণনার সশ্রম বা বিনাশ্রম কারাদণ্ডে যার মেয়াদ তিন মাস পর্যন্ত হতে পারে বা অর্থদণ্ডে-যার পরিমাণ পাঁচশত টাকা পর্যন্ত হতে পারে বা উভয় দণ্ডে দণ্ডিত হবে।
ধারা-২৭৮ বায়ুমণ্ডলকে স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর করে তােলা
যে লােক, ইচ্ছাকৃতভাবে কোন স্থানের বায়ুমণ্ডল এমনভাবে দূষিত করে তােলে, যাতে এটা ঐ স্থানের আশেপাশের বাসিন্দাদের বা ব্যবসায় পরিচালনাকারি বা কোন রাজপথ অতিক্রমকারি ব্যক্তিবর্গের স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর হয়ে পড়ে, সে লােক অর্থদণ্ডে-যার পরিমাণ পাঁচশত টাকা পর্যন্ত হতে পারে-দণ্ডিত হবে।
ধারা ২৭৯ রাজপথে বেপরােয়া গাড়ি চালান বা অশ্বারােহণ
যে লােক, কোন জনপথে এমন বেপরােয়াভাবে বা অবহেলামূলকভাবে কোন গাড়ি চালায় বা অশ্বারােহন করে বেড়ায়, যাতে মনুষ্য জীবন বিপন্ন হতে পারে, অপর কোন লােককে আহত বা জখম করার আশংকা থাকে, সে লােক যে কোন বর্ণনার সশ্রম বা বিনাশ্রম কারাদণ্ডে যার মেয়াদ তিন বৎসর পর্যন্ত হতে পারে বা জরিমানা দণ্ডে যার পরিমাণ সর্বনিম্ন একহাজার ও যা পাচঁ হাজার টাকা পর্যন্ত হতে পারে বা উভয় দণ্ডে দণ্ডিত হবে।
ব্যাখ্যাঃ কোন লােক উক্ত রাস্তায় যদি এরূপ দ্রুত কোন যান বা অশ্ব চালনা করেন যার গতি চলমান কোন আইনের আওতায় এতদুদ্দেশ্যে ধার্য গতিসীমা অতিক্রম করে, তা হলে তিনি এই ধারার উদ্দেশ্যে মানুষের জীবন বিপন্ন করা বা অপর কোন লােককে আঘাত করা আহত করার মত বেপরােয়াভাবে বা তাচ্ছিল্যভাবে যান বা অশ্বচালনা করেছেন বলে পরিগণিত হবে।
ধারা-২৮০ বেপরােয়া নৌ চালানা
যে লােক এরূপ বেপরােয়াভাবে বা তাচ্ছিল্যের সঙ্গে কোন নৌ-যান চালনা করে, যাতে মনুষ্য জীবন বিপন্ন হতে পারে বা বিপন্ন কোন লােককে আহত বা জখম করার আশংকা থাকে, সে লােক যেকোন বর্ণনার সশ্রম বা বিনাশ্রম কারাদণ্ডে-যার মেয়াদ ছয়মাস পর্যন্ত হতে পারে বা জরিমানা দণ্ডে যার পরিমাণ এক হাজার টাকা পর্যন্ত হতে পারে বা উভয় দণ্ডে দণ্ডিত হবে।
ধারা-২৮১ কৃত্রিম বাতি, মার্ক বা বয়া প্রদর্শন
যে লােক, এরূপ উদ্দেশ্যে বা এরূপ আশংকা আছে জেনে কোন কৃত্রিম, বাতি, মার্ক বা বয়া দেখায় যে, এরূপ প্রদর্শনের কারণে কোন নাবিক বিপদগামী হবে, সে লােক যে কোন বর্ণনার সশ্রম বা বিনাশ্রম কারাদণ্ডে যার মেয়াদ সাত বৎসর পর্যন্ত হতে পারে বা জরিমানা দণ্ডে বা উভয় দণ্ডে দণ্ডিত হবে।
ধারা-২৮২ ভাড়ার জন্য জলপথে বিপজ্জনক বা অতিরিক্ত বােঝাইকৃত নৌযানে লােক পারাপার করা
যে লােক, ভাড়ার জন্য কোন লােককে জলপথে এমন কোন জলযানে জ্ঞাতসারে বা তাচ্ছিল্য সহকারে পরিবহন করে বা পারাপারের ব্যবস্থা করে, যে জলযান এমন অবস্থায় আছে বা এই হিসেবে বােঝাই করা হয়েছে, যাতে ঐ লােকের জীবন বিপন্ন হতে পারে, সে লােক যে কোন বর্ণনার সশ্রম বা বিনাশ্রম কারাদণ্ডে যার মেয়াদ ছয় মাস পর্যন্ত হতে পারে বা অর্থদণ্ডে যার পরিমাণ এক হাজার টাকা পর্যন্ত হতে পারে বা উভয় দণ্ডে দণ্ডিত হবে।
ধারা-২৮৩ রাজপথে বা সাধারণের ব্যবহার্য সড়কে বা নৌপথে বিপদ বা বাধার উদ্ভব করা
যে লােক, কোন কার্য সম্পন্ন করে বা তদীয় দখলভুক্ত বা তদীয় কর্তৃত্ত্বাধীনে কোন সম্পত্তি বিষয়ক আদেশ পালনে বিচ্যুতি করে, কোন সরকারি রাস্তায় বা সরকারি জলপথে কোন লােককে বাধাদান করে, বাধার উদ্ভব করে বা তার ক্ষতিসাধন করে, সে লােক অর্থদণ্ডে, যার পরিমাণ দুইশত টাকা পর্যন্ত হতে পারে-দণ্ডিত হবে ।
ধারা-২৮৪ বিষাক্ত বস্তু নিয়ে অবহেলামূলক আচরণ
যে লােক কোন বিষাক্ত বস্তু নিয়ে কোন কার্য এরূপ বেপরােয়াভাবে বা অবহেলামূলকভাবে সম্পন্ন করে, যাতে মানুষের জীবন বিপন্ন হয় বা কোন লােককে আঘাত বা জখম করার আশংকা থাকে; অথবা জ্ঞাতসারে বা অবহেলামূলকভাবে তদীয় দখলভুক্ত কোন বিষাক্ত বস্তু বিষয়ে এরূপ বিষাক্ত বস্তু হতে উদ্ভূত মানুষের জীবনের প্রতি কোন সম্ভাব্য বিপদের বিরুদ্ধে যথার্থ সতর্কতা অবলম্বনের জন্য আবশ্যকিয় আদেশ পালনে অন্যথা করে; তা হলে সে লােক যেকোন বর্ণনার সশ্রম বা বিনাশ্রম কারাদণ্ডে, যার মেয়াদ ছয়মাস পর্যন্ত হতে পারে বা অর্থদণ্ডে-যার পরিমাণ এক হাজার টাকা পর্যন্ত হতে পারে বা উভয় দণ্ডে দণ্ডিত হবে।
ধারা-২৮৫ অগ্নি বা দাহ্য বস্তু নিয়ে অবহেলামূলক আচরণ
যে লােক, অগ্নি বা কোন দাহ্য বস্তু নিয়ে কোন কার্য এরূপ বেপরােয়াভাবে বা অবহেলামূলকভাবে সম্পন্ন করে, যাতে মানুষের জীবন বিপন্ন হয় বা অপর কোন লােককে আঘাত বা জখম করার আশংকা থাকে, অথবা জ্ঞাতসারে বা অবহেলামূলকভাবে তদীয় দলভুক্ত যেকোন অগ্নি বা যে কোন দাহ্য বস্তু সম্পর্কে- এরূপ অগ্নি বা দাহ্য বস্তু হতে উদ্ভুত মানুষের জীবনের প্রতি কোন সম্ভাব্য বিপদের বিরুদ্ধে যথার্থ সতকর্তা অবলম্বনের জন্য আবশ্যকিয় আদেশ পালনেঅন্যথা করে, সেই লােক, যে কোন বর্ণনার সশ্রম বা বিনাশ্রম কারাদণ্ডে যার মেয়াদ ছয়মাস পর্যন্ত হতে পারে বা উভয় দণ্ডে দণ্ডিত হবে।
ধারা-২৮৬ বিস্ফোরক পদার্থ নিয়ে অবহেলামূলক আচরণ
যে লােক, কোন বিস্ফোরক পদার্থ নিয়ে কোন কার্য এরূপ বেপরােয়াভাবে বা অবহেলামূলকভাবে সম্পন্ন করে, যাতে মানুষের জীবন বিপন্ন হয় বা অপর কোন লােককে আঘাত বা জখম করার আশংকা থাকে বা জ্ঞাতসারে বা অবহেলামূলকভাবে তদীয় অধিকারভুক্ত কোন বিস্ফোরক পদার্থ বিষয়ে এরূপ বিস্ফোরক বস্তু হতে উদ্ভূত মানুষের জীবনের প্রতি কোন সম্ভাব্য বিপদের বিরুদ্ধে যথার্থ সতর্কতা অবলম্বনের জন্য আবশ্যকিয় আদেশ পালনে অন্যথা করে, সেই লােক যে কোন বর্ণনার সশ্রম বা বিনাশ্রম কারাদণ্ডে, যার ছয় মাস পর্যন্ত হতে পারে বা অর্থদণ্ডে- যার পরিমাণ এক হাজার টাকা পর্যন্ত হতে পারে বা উভয় দণ্ডে দণ্ডিত হবে।
ধারা-২৮৭ যন্ত্রপাতি নিয়ে অবহেলামূলক আচরণ
যে লােক কোন যন্ত্রপাতি নিয়ে কোন কার্য এরূপ বেপরােয়াভাবে বা অবহেলামূলকভাবে সম্পন্ন করে, যাতে মানুষের জীবন বিপন্ন হয় বা অপর কোন লােককে আঘাত বা জখম করার আশংকা থাকে, বা জ্ঞাতসারে বা অবহেলামূলকভাবে তদীয় দখলভুক্ত বা তদীয় কর্তৃত্ত্বাধীন কোন যন্ত্রপাতি সম্পর্কে-অনুরূপ যন্ত্রপাতি হতে উদ্ভূত মানুষের জীবনের প্রতি সম্ভাব্য বিপদের বিরুদ্ধে যথার্থ সতর্কতা অবলম্বনের জন্য আবশ্যকিয় আদেশ পালনে অন্যথা করে; সেই লােক, যে কোন বর্ণনার সশ্রম বা বিনাশ্রম কারাদণ্ডে, যার মেয়াদ ছয় মাস পর্যন্ত হতে পারে বা অর্থদণ্ডে-যার পরিমাণ এক হাজার টাকা হতে পারে বা উভয় দণ্ডে দণ্ডিত হবে।
ধারা-২৮৮ দালান ভাঙ্গবার বা মেরামত করার সম্পর্কে অবহেলামূলক আচরণ
যে লােক কোন দালান ভেঙ্গে ফেলবার বা মেরামত করার সম্পর্কে জ্ঞাতসারে বা অবহেলামূলকভাবে ঐ দালান বা এর কোন অংশের পতন হতে উদ্ভূদ মানুষের জীবনের প্রতি কোন বিপদের বিরুদ্ধে যথার্থ সতর্কতা অবলম্বনের জন্য আবশ্যকিয় আদেশ পালনে অন্যথা করে, সে লােক যে কোন বর্ণনার সশ্রম বা বিনাশ্রম কারাদণ্ডে, যার মেয়াদ ছয় মাস পর্যন্ত হতে পারে বা জরিমানা দণ্ডে যার পরিমাণ এক হাজার টাকা পর্যন্ত হতে পারে বা উভয় দণ্ডে দণ্ডিত হবে।
ধারা-২৮৯ পশু-সম্পর্কে তাচ্ছিল্য আচরণ
যে লােক জ্ঞাতসারে বা অবহেলামূলকভাবে তদীয় দখলভুক্ত কোন পশু-সম্পর্কে এরূপ পশু হতে উদ্ভূত মানুষের জীবনের প্রতি কোন সম্ভাব্য বিপদের বা কোন সম্ভাব্য গুরুতর আঘাতের বিরুদ্ধে যথার্থ সাবধানতা অবলম্বনের জন্য আবশ্যকিয় আদেশ পালনে অন্যথা করে, সে লােক যে কোন বর্ণনার সশ্রম বা বিনাশ্রম কারাদণ্ডে, যার মেয়াদ ছয় মাস পর্যন্ত হতে পারে বা জরিমানা দণ্ডে যার পরিমাণ এক হাজার টাকা পর্যন্ত হতে পারে বা উভয় দণ্ডে দণ্ডিত হবে।
ধারা-২৯০ প্রকারান্তরে ব্যবস্থিত নন এরূপ ক্ষেত্ৰসমূহে গণ-উপদ্রবের শাস্তি
যে লােক, প্রকারান্তরে এই বিধিবলে শাস্তিযােগ্য নন এরূপ ক্ষেত্রে কোন গণ-উপদ্রব অনুষ্ঠান করে, সে লােক জরিমানা দণ্ডে যার পরিমাণ দুইশত টাকা পর্যন্ত হতে পারে দণ্ডিত হবে।
ধারা-২৯১ নিষেধাজ্ঞার পরেও গণ-উপদ্রব চালিয়ে যাওয়া
যে কোন লােক কোন গণ-উপদ্রব পুনরায় অনুষ্ঠান না করার বা অব্যাহত না রাখার সম্পর্কে কোন নির্দেশ জারি করার জন্য বৈধ কর্তৃত্ব সম্পন্ন কোন সরকারি কর্মচারি দ্বারা অদিষ্ট হবার পরেও এরূপ গণ-উপদ্রব পুনরায় অনুষ্ঠান করে বা চালিয়ে যায়, সে লােক বিনাশ্রম কারাদণ্ডে যার মেয়াদ ছয় মাস পর্যন্ত হতে পারে বা জরিমানা দণ্ডে বা উভয় দণ্ডে দণ্ডিত হবে।
ধারা-২৯২ অশ্লীল পুস্তকাদি বিক্রয় ইত্যাদি
যে লােক,
(ক) কোন অশ্লীল পুস্তক, পুস্তিকা, কাগজ, ড্রয়িং, চিত্র, প্রতিবেদন বা প্রতিমূর্তি বা অপর যে কোন প্রকারের অশ্লীল বস্তু বিক্রয় করে, ভাড়া দেয়, বিতরণ করে, প্রকাশ্যভাবে দেখায় বা যে কোন প্রকারে প্রচার করে বা বিক্রয়, ভাড়া, বিতরণ প্রকাশ্যে প্রদর্শন বা প্রচারের উদ্দেশ্যে তৈরী করে, উৎপাদন করে বা নিজের দখলে রাখে, অথবা
(খ) যে কোন অশ্লীল বস্তু পূর্বোক্ত যে কোন উদ্দেশ্যে বা এরূপ বস্তু বিক্রয় করা হবে, ভাড়া দেওয়া হবে বা প্রকাশ্যভাবে প্রদর্শন করা হবে বা যে কোন প্রকারে প্রচার করা হবে বলে জেনে বা বিশ্বাস করার কারণ থাকার পরও আমদানী করে বা রপ্তানী করে বা পরিবহন করে, অথবা
(গ) এমন কোন ব্যবসায়ে অংশগ্রহণ করে বা এর মুনাফার শরীক হয়, যে ব্যবসায় পরিচালনাকালে এরূপ অশ্লীল বস্তুগুলাে পূর্বোক্ত যে কোন উদ্দেশ্যে তৈরী, প্রণীত, ক্রীত, রক্ষিত, আমদানীকৃত, রপ্তানীকৃত, প্রকাশ্যে প্রদর্শন বা যে কোন বিশেষ প্রকারে প্রচার করা হয় বলে সে জানে বা তার করার কারণ থাকে, বা
(ঘ) কোন লােক এই ধারার আওতায় অপরাধ হিসেবে পরিগণিত কোন কার্যে নিয়ােজিত আছে বা নিয়ােজিত হবার জন্য তৈরি আছে, বা এরূপ যে কোন অশ্লীল বস্তু যে কোন লােকের কাছে হতে বা মাধ্যমে অর্জন করা যেতে পারে বলে যে কোন প্রকারে বিজ্ঞাপন দান করে বা যে কোন প্রকারে গােচরীভূত করে, অথবা
(ঙ) এই ধারার আওতায় অপরাধ বলে পরিগণিত কোন কার্য সম্পাদনের প্রস্তাব করে বা চেষ্টা করে, সে লােক যে কোন বর্ণনার সশ্রম বা বিনাশ্রম কারাদণ্ডে, যার মেয়াদ তিন মাস পর্যন্ত হতে পারে বা জরিমানা দণ্ডে বা উভয় দণ্ডে দণ্ডিত হবে।
ব্যতিক্রম
এই ধারা প্রকৃতই ধর্মীয় উদ্দেশ্যে সংরক্ষিত বা ব্যবহৃত কোন পুস্তক, পুস্তিকা, লেখা, রেখা বা চিত্রের ক্ষেত্রে, বা যে কোন মন্দিরের উপর বা অভ্যন্তরে বা বাইরে কৃত ভাস্কর্য, খােদাই, চিত্রণ বা অপর কোন রূপ প্রতিবেদনের ক্ষেত্রে, বা প্রতিমাগুলাে পরিবহনের জন্য ব্যবহৃত বা কোন কোন ধর্মীয় উদ্দেশ্যে সংরক্ষিত বা ব্যবহৃত কোন কল্পমূর্তির ক্ষেত্রে প্রয়োগযোগ্য হবে না।
ধারা-২৯৩ অল্পবয়স্ক লােকের কাছে অশ্লীল বস্তু বিক্রয় ইত্যাদি।
যে লােক, বিশ বৎসরের নিম্ন বয়স্ক কোন লােকের কাছে পূর্ববর্তী শেষ ধারায় উল্লেখিত কোন অশ্লীল বস্তু বিক্রয় করে, ভাড়া দেয়, বিতরণ করে, দেখায় বা প্রচার করে, বা তা করতে প্রস্তাব করে বা চেষ্টা করে, সে লােক যেকোন বর্ণনার সশ্রম বা বিনাশ্রম কারাদণ্ডে, যার মেয়াদ ছয় মাস পর্যন্ত হতে পারে বা জরিমানা দণ্ডে বা উভয় দণ্ডে দণ্ডিত হবে।
ধারা-২৯৪ অশ্লীল কার্য ও গান
যে লােক, অন্যদের বিরক্ত উদ্ভব করে-
(ক) কোন প্রকাশ্য জায়গায় কোন অশ্লীল কার্য করে, অথবা
(খ) কোন প্রকাশ্য জায়গায় বা ব্যক্ত জায়গায় সন্নিকটে কোন অশ্লীল গানের গাঁথা, সঙ্গীত বা পদাবলি গায়, আবৃত্তি করে বা উচ্চারণ করে; সেই লােক যেকোন বর্ণনার সশ্রম বা বিনাশ্রম কারাদণ্ডে যার মেয়াদ তিনমাস পর্যন্ত হতে পারে বা জরিমানা দণ্ডে বা উভয় দণ্ডে দণ্ডিত হবে।
ধারা-২৯৪ক লটারি অফিস পরিচালনা করা
যে লােক, কোন রাষ্ট্রীয় লটারি বা সরকার দ্বারা অনুমােদিত কোন লটারি নন এরূপ কোন লটারি সংগঠন করার উদ্দেশ্যে কোন অফিস বা স্থান সংরক্ষণ করে, সে লােক যে কোন বর্ণনার কারাদণ্ডে-যার মেয়াদ ছয়মাস পর্যন্ত হতে পারে বা জরিমানা দণ্ডে বা উভয় প্রকার দণ্ডে দণ্ডিত হবে। এবং যে লােক, এরূপ কোন লটারিতে কোন ভাগ্য পরীক্ষা, সংখ্যা ৰা অংকের সঙ্গে সম্পর্কযুক্ত বা তৎপ্রতি প্রয়ােগযােগ্য ঘটনা বা আকস্মিকতায় কোন লােকের উপকারার্থে কোন অর্থ প্রদান করা বা কোন মাল সমর্পণ করা, বা কোন কিছু করা বা না করার প্রস্তাব ব্যক্ত করে, সে লােক অর্থদণ্ডে-যার পরিমাণ এক হাজার টাকা পর্যন্ত হতে পারে- দণ্ডিত হবে।
ধারা-২৯৪খ বাণিজ্য প্রভৃতি উপলক্ষে পুরস্কার প্রদানের প্রস্তাব
যে লােক কোন বাণিজ্য বা ব্যবসায় বা কোন দ্রব্যের বিক্রয় উপলক্ষে ঐ বাণিজ্য বা ব্যবসায় বা কোন দ্রব্যের ক্রয়ের সম্পর্কে প্রলােভন বা উৎসাহস্বরূপ বা কোন দ্রব্যের প্রচার বা জনপ্রিয়তার উদ্দেশ্যে যে কোন নামে, অর্থে বা দ্রব্যে যে কোন কুপন টিকিট, নম্বর বা মূর্তি বা অপর কোন পদ্ধতির মাধ্যমে কোন পুরস্কার পারিতােষিক বা এরূপ অপর কোন প্রতিদান প্রদানের প্রস্তাব করে বা এরূপ প্রস্তাবের অঙ্গীকার করে, সে লােক ও যে লােক এরূপ কোন প্রস্তাব ব্যক্ত করে, সে লোক যে কোন বর্ণনার কারাদন্ডে-যার মেয়াদ ছয় মাস পর্যন্ত হতে পারে বা জরিমানা বা উভয় দণ্ডে দণ্ডিত হবে।