- Get link
- X
- Other Apps
Chapter XLII -Provision as to Bonds
বিয়াল্লিশতম অধ্যায় -মুচলেকা সংক্রান্ত বিধান।
ধরা ৫১৩ জামিননামার পরিবর্তে টাকা জমা
যখন কোন আদালত বা কর্মকর্তা কোন ব্যক্তিকে জামিনদারসহ বা ব্যতিত কোন জামিননামা সম্পাদনের নির্দেশ দেন, তখন সদাচরণের মুচলেকা ব্যতিরেকে অপরাপর ক্ষেত্রে উক্ত আদালত বা কর্মকর্তা তাকে অনুরূপ জামিননামা সম্পাদনের বিপরীতে আদালতে বা কর্মকর্তা কর্তৃক নির্ধারিত পরিমাণ অর্থ বা সমমূল্যের সরকারি প্রমিসরি নােট জমা প্রদান করার অনুমতি দিতে পারবেন।
ধারা ৫১৪ জামিননামা বাজেয়াপ্তির বিষয়ে পদ্ধতি
১) যে আদালত এই বিধির অধীন জামিননামা গ্রহণ করেছেন সেই আদালত কিংবা কোন মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এর আদালত বা প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট আদালতের পরিতুষ্টিক্রমে, অথবা জামিননামাটি আদালতে হাজির হওয়ার জন্য প্রদত্ত হলে সেই আদালতের পরিতৃষ্টি বিধান করে, যখন প্রমাণিত হয় যে, জামিননামা বাজেয়াপ্ত হয়েছে, তখন আদালত এইরূপ প্রমণ লিপিবদ্ধ করবেন এবং এইরূপ মুচলেকাবদ্ধ ব্যক্তিকে উহাতে বর্ণিত অর্থ পরিশােধ করতে কিংবা কেন উহা পরিশােধ করা হবে না তার কারণ দর্শাইতে বলিতে পারবেন।
২) যদি যথেষ্ট কারণ প্রদর্শন করা না হয় এবং জরিমানার টাকা প্রদান না হয়ে থাকে, তা হলে উক্ত ব্যক্তির অস্থাবর সম্পত্তি বা সেই ব্যক্তি মারা গেলে তার পরিত্যক্ত সম্পত্তির মধ্য হতে অস্থাবর সম্পত্তি ক্রোক ও বিক্রয়ের জন্য পরােয়ানা জারিপূর্বক আদালত উক্ত অর্থ আদায়ের ব্যবস্থা অবলম্বন করতে পারবেন।
৩) যে আদালত এইরূপ পরােয়ানা ইস্যু করেন সেই আদালতের অধিক্ষেত্রের স্থানীয় সীমার মধ্যে তা কার্যকরি করা যাবে এবং এই আদালত উক্ত সীমার বাহিরে উক্ত ব্যক্তির অস্থাবর সম্পত্তি ক্রোক ও বিক্রয়ের ক্ষমতা দিতে পারবেন, যদি উক্ত সম্পত্তি যে জেলা ম্যাজিস্ট্রেটের অধিক্ষেত্রের স্থানীয় সীমার মধ্যে অবস্থিত তার দ্বারা উহা পৃষ্ঠাঙ্কিত হয়।
৪) উক্ত অর্থ যদি পরিশােধ করা না হয় এবং উক্ত ক্রোক ও বিক্রয় দ্বারা যদি আদায় করা না যায়, তা হলে যে আদালত ওয়ারেন্ট ইস্যু করেছিলেন সেই আদালত আদেশক্রমে মুচলেকাবদ্ধ ব্যক্তিকে দেওয়ানি কারাগারে ছয়মাস পর্যন্ত আবদ্ধ রাখা যাবে।
৫) আদালত, তার সুবিবেচনায় উল্লিখিত অর্থের অংশবিশেষ মওকুফ করতে এবং অবশিষ্ট অংশবিশেষ পরিশােধে বাধ্য করতে পারবেন।
৬) কোন জামিননামা বাজেয়াপ্ত হওয়ার পূর্বে উহার জামিনদার মারা গেলে তার সম্পত্তি উক্ত জামিননামা সম্পর্কিত সমস্ত দায় হতে মুক্ত হয়ে যাবে।
৭) যে ব্যক্তি ১০৬ বা ১১৮ ধারার অধীন জামানত দিয়াছে সেই ব্যক্তি যদি এমন কোন অপরাধে দণ্ডিত হয়, যে অপরাধ করা তার জামিননামার শর্তাবলি লংঘন বলে বিবেচিত হয়, বা তার ৫১৪খ ধারার জামিননামায় সম্পাদিত শর্ত লংঘন বলে বিবেচিত হয়, তা হলে যে আদালত তাকে উক্ত অপরাধে দণ্ডিত করেছেন, সেই আদালতের রায়ের একটি সহিমােহরকৃত নকল অত্র ধারা অনুসারে তার জামিনদার বা জামিনদারগণের বিরুদ্ধে আনিত কার্যধারায় সাক্ষ্য হিসাবে ব্যবহার করা যাবে এবং এই নকল এইরূপে ব্যবহৃত হলে বিপরীত সত্য প্রমাণিত না হওয়া অবধি আদালত ধরিয়া লইবেন যে, সে উক্ত অপরাধ করেছে।
ধারা ৫১৪ক জামিনদার দেউলিয়া হলে কিংবা তার মৃত্যু হলে কিংবা জামিননামা বাজেয়াপ্ত হলে উহার পরবর্তী পদ্ধতি
এই বিধির অধীনে সম্পাদিত কোন জামিননামার জামিনদার দেউলিয়া হয়ে পড়িলে কিংবা মারা গেলে, ৫১৪ ধারার বিধানানুসারে কোন জামিননামা বাজেয়াপ্ত হলে যে আদালতের আদেশক্রমে এই জামিননামা গ্রহণ করা হয়েছিল সেই আদালত, বা কোন মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বা প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট যে ব্যক্তির নিকট হতে এই জামানত দাবি করা হয়েছিল তাকে মূল আদেশের নির্দেশ মতে নূতন জামানত দেওয়ার আদেশ দিতে পারবেন এবং এই নূতন জামানত না দেওয়া হলে উক্ত আদালত বা ম্যাজিস্ট্রেট মূল আদেশ পরিপালন করা হয় নাই বলে ধরিয়া লইয়া ব্যবস্থা অবলম্বন করতে পারবেন।
ধারা ৫১৪খ নাবালক হতে জামিননামা
কোন আদালত বা কর্মকর্তা যে ব্যক্তিকে জামিননামা সম্পাদনের আদেশ দেন সেই ব্যক্তি নাবালক হলে উক্ত আদালত বা কর্মকর্তা উক্ত জামিননামার পরিবর্তে শুধুমাত্র এক বা একাধিক জামিনদার কর্তৃক সম্পাদিত জামিননামা গ্রহণ করতে পারবেন।
ধারা ৫১৫ ৫১৪ ধারার আদেশের বিরুদ্ধে আপিল ও রিভিশন
নির্বাহী বা জুডিসিয়াল বা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কর্তৃক ৫১৪ ধারার অধীন প্রদত্ত, সকল আদেশ, যথাক্রমে জেলা ম্যাজিস্ট্রেট, দায়রা জজ বা মহানগর দায়রা জজের নিকট আপিলযােগ্য হবে, এইরূপভাবে কোনাে আপিল না করা হলে তা রিভিশন করা যাবে
ক) জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটের কর্তৃক, যদি চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ব্যতিত অন্য কোন জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট কর্তৃক আদেশটি জারি হয়ে থাকে;
খ) চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কর্তৃক, যদি চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ব্যতিত, অন্য কোন ম্যাজিস্ট্রেট আদেশটি জারি হয়ে থাকে।
গ) জেলা ম্যাজিস্ট্রেট কর্তৃক, যদি জেলা ম্যাজিস্ট্রেট ব্যতিত অন্য কোনাে নির্বাহী ম্যাজিস্ট্রেট কর্তৃক আদেশটি জারি হয়ে থাকে।
ধারা ৫১৬ কতিপয় জামিননামার টাকা আদায়ের আদেশ দেওয়ার ক্ষমতা
হাইকোর্ট বিভাগ বা দায়রা আদালতে হাজির হওয়ার জন্য সম্পাদিত কোন জামিননামার প্রাপ্য অর্থ আদায়ের নিমিত্তে হাইকোর্ট বিভাগ বা দায়রা আদালত কোন ম্যাজিস্ট্রেটকে নির্দেশ প্রদান করতে পারবেন।