- Get link
- X
- Other Apps
সাক্ষ্য আইন দলিল সম্পর্কে অনুমান।
সাক্ষ্য আইন ধারা ৭৯ জাবেদা নকলের শুদ্ধতা সম্পর্কে অনুমান।
সাক্ষ্য আইন ধারা ৮০ লিপিবদ্ধ সাক্ষ্য হিসেবে দাখিলকৃত দলিল সম্পর্কে অনুমান।
সাক্ষ্য আইন ধারা ৮২ ইংল্যান্ডে যে সব দলিল সীল ও স্বাক্ষরের প্রমাণ ছাড়া গ্রাহ্য হয় সেগুলি সম্পর্কে অনুমান।
সাক্ষ্য আইন ধারা ৮৩ সরকারি কর্তৃত্বধীনে প্রণীত নকশা বা পকিল্পনা সম্পর্কে অনুমান।
সাক্ষ্য আইন ধারা ৮৪ আইন ও আদালতের সিদ্ধান্তের রিপোর্ট সংকলন সম্পর্কে অনুমান।
সাক্ষ্য আইন ধারা ৮৫ আম-মােক্তারনামা সম্পর্কে অনুমান।
সাক্ষ্য আইন ধারা ৮৬ বিদেশী বিচার বিষয়ক নথিপত্রের জাবেদা নকল সম্পর্কে অনুমান।
সাক্ষ্য আইন ধারা ৮৭ পুস্তক, মানচিত্র ও চার্ট সম্পর্কে অনুমান।
সাক্ষ্য আইন ধারা ৮৮ তারবার্তা সম্পর্কে অনুমান।
সাক্ষ্য আইন ধারা ৮৯ দাখিল করা হয় নি এরূপ দলিলের যথাযথ সম্পাদন ইত্যাদি সম্পর্কে অনুমান।
সাক্ষ্য আইন ধারা ৯০ ত্রিশ বৎসরের দলিল সম্পর্কে অনুমান।
সাক্ষ্য আইন ধারা ৭৯ জাবেদা নকলের শুদ্ধতা সম্পর্কে অনুমান।
সাক্ষ্য আইন ধারা ৮০ লিপিবদ্ধ সাক্ষ্য হিসেবে দাখিলকৃত দলিল সম্পর্কে অনুমান।
সাক্ষ্য আইন ধারা ৮২ ইংল্যান্ডে যে সব দলিল সীল ও স্বাক্ষরের প্রমাণ ছাড়া গ্রাহ্য হয় সেগুলি সম্পর্কে অনুমান।
সাক্ষ্য আইন ধারা ৮৩ সরকারি কর্তৃত্বধীনে প্রণীত নকশা বা পকিল্পনা সম্পর্কে অনুমান।
সাক্ষ্য আইন ধারা ৮৪ আইন ও আদালতের সিদ্ধান্তের রিপোর্ট সংকলন সম্পর্কে অনুমান।
সাক্ষ্য আইন ধারা ৮৫ আম-মােক্তারনামা সম্পর্কে অনুমান।
সাক্ষ্য আইন ধারা ৮৬ বিদেশী বিচার বিষয়ক নথিপত্রের জাবেদা নকল সম্পর্কে অনুমান।
সাক্ষ্য আইন ধারা ৮৭ পুস্তক, মানচিত্র ও চার্ট সম্পর্কে অনুমান।
সাক্ষ্য আইন ধারা ৮৮ তারবার্তা সম্পর্কে অনুমান।
সাক্ষ্য আইন ধারা ৮৯ দাখিল করা হয় নি এরূপ দলিলের যথাযথ সম্পাদন ইত্যাদি সম্পর্কে অনুমান।
সাক্ষ্য আইন ধারা ৯০ ত্রিশ বৎসরের দলিল সম্পর্কে অনুমান।
Presumptions as to Documents
সাক্ষ্য আইন দলিল সম্পর্কে অনুমান
সাক্ষ্য আইন ধারা ৭৯ জাবেদা নকলের শুদ্ধতা সম্পর্কে অনুমান
যে দলিলকে কোন সার্টিফিকেট বলে বুঝতে দেয়া হয়, অথবা অন্য কোন দলিলের জাবেদা নকল বলে বুঝতে দেয়া হয়, যা কোন বিশেষ ঘটনার স্বাক্ষ্য হিসাবে আইনত গ্রহণযোগ্য বলে ঘোষিত হয়েছে এবং যা সরকারের কোন অফিসার কর্তৃক সহিমোহরকৃত হয়ে থাকলে আদালত সে দলিলকে যথাযথ বলে অনুমান করবেন। তবে উক্ত দলিল সংশ্লিষ্ট আইনে যেরূপ নির্দেশিত আছে মোটামোটিভাবে সে আকারে প্রণীত এবং সে পদ্ধতিতে সম্পাদিত বলে বুঝতে দিততে হবে। আদালত এটাও অনুমান করবেন যে, যে অফিসার উক্ত দলিলে স্বাক্ষর বা সহিমোহর করেছেন বলে বুঝতে দেয়া হয়েছে, সে অফিসার তার সহিকৃত কাগজে যে পদাধিকার দাবি করেছিলেন তৎকালে তিনি সে পদে অধিষ্ঠিত ছিলেন।
সাক্ষ্য আইন ধারা ৮০ লিপিবদ্ধ সাক্ষ্য হিসেবে দাখিলকৃত দলিল সম্পর্কে অনুমান
কোন আদালতে যখন কোন দলিল উপস্থপিত করা হয় এবং তা লিপিবদ্ধ সাক্ষ্য বা সাক্ষ্যর স্মারক লিপি বলে বুঝতে দেয়া হয়, অথবা কোন মামলায় বা সাক্ষ্য গ্রহণের কর্তৃত্বপ্রাপ্ত কোন অফিসারের কাছে কোন সাক্ষীর প্রদত্ত স্বাক্ষ্যের অংশ বলে বুঝতে দেয়া হয়, অথবা আইন মোতাবেক গৃহীত কোন আটক ব্যক্তি বা আসামির বিবৃতি বা স্বীকারোক্তি বলে বুঝতে দেয়া হয় এবং তা কোন জজ, ম্যাজিস্ট্রেট বা উপরোক্ত অফিসার কর্তৃক স্বাক্ষরিত বলে বুঝতে দেয়া হয়, তখন আদালত অবশ্যই অনুমান করবেন যে, দলিলটি যথাযর্থ যে পরিস্থিতিতে তা গ্রহণ করা হয়েছে তৎসম্পর্কে দলিলটিতে স্বাক্ষর দানকারী ব্যক্তি যে বিবৃতি দিয়েছে বলে বুঝতে দেয়া হয়েছে, তা সত্য এবং অনুরূপ সাক্ষ্য বিবৃতি বা স্বীকারোক্তি যথাবিহিতভাবে নেওয়া হয়েছে।
সাক্ষ্য আইন ধারা ৮২ ইংল্যান্ডে যে সব দলিল সীল ও স্বাক্ষরের প্রমাণ ছাড়া গ্রাহ্য হয় সেগুলি সম্পর্কে অনুমান
কোন আদালতে যখন এমন কোন দলিল হাজির করা হয় এবং বুঝতে দেয়া হয় যে, ইংল্যান্ড ও আয়ারল্যান্ডে বর্তমান প্রচলিত আইন মোতাবেক ইংল্যান্ডে ও আয়ারল্যান্ডে কোন বিচারাদালতে তাতে প্রদত্ত সীল, স্ট্র্যাম্প বা তার অনুমোদনসূচক স্বাক্ষর প্রমাণ করা ব্যতীতই, অথবা যে ব্যক্তি তাতে স্বাক্ষর করেছে বলে বুঝতে দেয়া হয়, সে ব্যক্তি বিচার বিভাগীয় বা অপর যে সরকারি পদাধিকার দাবি করে তার প্রমাণ ব্যতীতই তা কোন বিষয়ের প্রমাণ হিসাবে গ্রহনযোগ্য, তবে আদালত অবশ্যই তা অনুমান করবেন যে, উপরোক্ত সীল, স্ট্যাম্প বা স্বাক্ষর যথার্থ এবং যে ব্যক্তি তাতে স্বাক্ষর দিয়েছেন, তিনি বিচার বিভাগীয বা অপর যে সরকারি পদাধিকার দাবি করেছেন, স্বাক্ষর দানকালে তিনি সে পদে অধিষ্ঠিত ছিলেন। এই উক্ত দলিল ইংল্যান্ড ও আয়ারল্যান্ডে যে উদ্দেশ্যে গ্রহণযোগ্য হতে সে উদ্দেশ্যে তা অবশ্যই গ্রহণযোগ্য হবে।
সাক্ষ্য আইন ধারা ৮৩ সরকারি কর্তৃত্বধীনে প্রণীত নকশা বা পকিল্পনা সম্পর্কে অনুমান
সে সমস্ত মানচিত্র বা পরিকল্পনা সরকারের কর্তৃত্বধীনে প্রণীত বলে বুঝতে দেয়া হয়, আদালত অবশ্যই সেগুলিকে অনুরূপভাবে নির্ভুল ও সঠিক বলে অনুমান করবেন কিন্তু যে সমস্ত মানচিত্র বা পরিকল্পনা কোন বিশেষ উদ্দেশ্যে প্রনীত, সেগুলি সঠিক বলে অবশ্যই প্রমাণ করতে হবে।
সাক্ষ্য আইন ধারা ৮৪ আইন ও আদালতের সিদ্ধান্তের রিপোর্ট সংকলন সম্পর্কে অনুমান
কোন দেশের সরকারের কর্তৃত্বাধীনে যে গ্রন্থ মুদ্রিত বা প্রকাশিত এবং যাতে সে দেশের কোন আইন অন্তর্ভুক্ত রয়েছে বলে বুঝতে দেওয়া হয় এরূপ প্রত্যেকটি পুস্তকের বা গেজেটের যথার্থ ও আদালত অবশ্যই অনুমান করবেন এবং সংশ্লিষ্ট দেশের আদালতসমূহের সিদ্ধান্তের বিবরণ যে পুস্তকে অন্তর্ভুক্ত হয়েছে বলে বুঝতে দেওয়া হয় তার যথার্থতাও আদালত অবশ্যই অনুমান করবেন।
সাক্ষ্য আইন ধারা ৮৫ আম-মােক্তারনামা সম্পর্কে অনুমান
আম-মােক্তারনামা বলে যা বুঝতে দেয়া হয় এবং যা কোন নােটারী পাবলিক বা কোন আদালত, জজ, ম্যাজিস্ট্রেট, কন্সল বা ভাইস কন্সল অথবা সরকারের কোন প্রতিনিধির সম্মুখে সম্পাদিত হয়েছে এবং তৎকর্তৃক অনুমােদিত হয়েছে বলে বুঝতে দেয়া হয়, তা অনুরূপভাবে সম্পদিত হয়েছে বলে আদালত অবশ্যই অনুমান করবেন।
সাক্ষ্য আইন ধারা ৮৬ বিদেশী বিচার বিষয়ক নথিপত্রের জাবেদা নকল সম্পর্কে অনুমান
বাংলাদেশে বহির্ভূত কোন দেশের বিচার বিষয়ক নথির জাবেদা নকল বলে যা বুঝতে দেয়া হয়েছে এরূপ কোন দলিল যথার্থ ও নির্ভূল বলে আদালত অনুমান করতে পারেন যদি ঐ দেশে অবস্থিত বা ঐ দেশের জন্য নিযুক্ত সরকারের কোন প্রতিনিধি কর্তৃক এরূপ পদ্ধতিতে তা সহিমোহরকৃত হয়েছে বলে বুঝতে দেয়া হয়, যে পদ্ধতিতে সাধারণত ঐ দেশে বিচার বিষয়ক নথির নকল সহিমোহরকৃত হয়ে থাকে।
সাক্ষ্য আইন ধারা ৮৭ পুস্তক, মানচিত্র ও চার্ট সম্পর্কে অনুমান
সাধারণের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে তথ্যের জন্য আদালত যে পুস্তকের কথা উল্লেখ করতে পারেন তা এবং প্রকাশিত কোন মানচিত্র বা তালিকার বর্ণিত বিষয়সমূহ প্রসাঙ্গিক ঘটনা হলে এবং তা পরিদর্শনের জন্য উপস্থাপন করা হলে আদালত অনুমান করতে পারেন যে, যে ব্যক্তি কর্তৃক তা লিখিত ও প্রকাশিত হয়েছে এবং যে সমযে ঐ স্থানে তা লিখিত প্রকাশিত হয়েছে বলে বুঝতে দেয়া হয়, প্রকৃতপক্ষে তা সে ব্যক্তি কর্তৃক সে সময়ে ঐ স্থানে লিখিত ও প্রকাশিত হয়েছে।
সাক্ষ্য আইন ধারা ৮৮ তারবার্তা সম্পর্কে অনুমান
আদালত অনুমান করতে পারেন যে, যে ব্যক্তির নামে কোন তারবার্তা প্রেরিত হয়েছে বলে বুঝতে দেওয়া হয়, যে ব্যক্তির কাছে টেলিগ্রাফ অফিস হতে যে বার্তা অর্পণ করা হয়, তা এবং যে অফিস হতে বার্তাটি প্রেরিত বলে বুঝতে দেওয়া হয়, তারযোগে প্রেরণের জন্য সে অফিসে অর্পিত বার্তা অভিন্ন। কিন্তু বার্তাটি তারযোগে প্রেরণের জন্য যে ব্যক্তি তা অর্পণ করেছে তার সম্পর্কে আদালত অবশ্যই কিছু অনুমান করবেন না।
সাক্ষ্য আইন ধারা ৮৯ দাখিল করা হয় নি এরূপ দলিলের যথাযথ সম্পাদন ইত্যাদি সম্পর্কে অনুমান
আদালত যে দলিল তলব করেছে এবং তা উপস্থাপন করার নোটিশ দেয়া সত্ত্বেও উপস্থাপন করা হয় নি, এরূপ প্রত্যেক দলিল আইনের বিধান মোতাবেক সহিমোহরকৃত স্টাম্পযুক্ত ও সম্পাদিত হয়েছে বলে আদালত অবশ্যই অনুমান করবেন।
সাক্ষ্য আইন ধারা ৯০ ত্রিশ বৎসরের দলিল সম্পর্কে অনুমান
যখন কোন একটি দলিল ত্রিশ বৎসরের পুরাতন বলে বুঝতে দেয়া হয় বা প্রমাণ করা হয় এবং তা সংশ্লিষ্ট মোকাদ্দমায় যে পক্ষের হেফাজতে থাকা সঙ্গত বলে আদালত মনে করেন, সে পক্ষের হেফাজত হতে তা আদালত হাজির হয়, তখন আদালত অনুমান করতে পারেন যে, সে দলিলের স্বাক্ষর এবং অপরাপর সমস্ত অংশ যে ব্যক্তির হস্তাক্ষর বলে বুঝতে দেয়া হয়, তা সে ব্যক্তিরই হস্তাক্ষর এবং যেক্ষেত্রে দলিলটির সম্পাদন সহিমোহরকরণের বিষয় বিবেচ্য সেক্ষেত্রে আদালত অনুমান করতে পারেন যে, যে ব্যক্তির দ্বারা তা সম্পাদিত ও সহিমোহরকৃত বলে বুঝতে দেয়া হয়, সে ব্যক্তি দ্বারা তা যথাবিহিতরূপে সম্পাদিত ও সহিমোহরকৃত হয়েছে।
ব্যাখ্যাঃ কোন দলিল স্বাভাবিকভাবে যেস্থানে ও যে ব্যক্তির হেফাজতে থাকা উচিত, তা যদি সে স্থানে ও সে ব্যক্তির হেফাজতে থেকে থাকে, তবে তা উপযুক্ত হেফাজতে আছে বলে বুঝাবে। কিন্তু দলিলটি যে হেফাজতে থাকে, তার আইনসঙ্গত সূত্র আছে বলে যদি প্রমাণিত হয়, অথবা সংশ্লিষ্ট মোকদ্দমায় ঘটনাবলীর পরিপ্রেক্ষিতে অনুরূপ সূত্র থাকা সম্ভব বলে যদি গণ্য হয়, তবে সে হেফাজত অনুপযুক্ত বলিয়া পরিগণিত হবে না। এই ব্যাখ্যা ৮১ ধারার ক্ষেত্রেও প্রযোজ্য।
উদাহরণ ত্রিশ বছরের দলিল সম্পর্কে অনুমান
(ক) একটি ভুসম্পত্তি দীর্ঘকাল যাবত ক-এর দখলে আছে। জমি সংক্রান্ত এরূপ দলিলপত্র সে তার হেফাজত হতে উপস্থাপন করে, যার দ্বারা ঐ জমিতে তার স্বত্ব প্রতীয়মান হয়। এক্ষেত্রে দলিলগুলির হেফাজত উপযুক্ত ।
(খ) ক যে ভূসম্পত্তির বন্ধক গ্রহিতা তৎসংক্রান্ত দলিলপত্র সে উপস্থাপন করল। জমি বন্ধকদার দখলে আছে এক্ষেত্রে দলিলগুলির হেফাজত উপযুক্ত।
(গ) খ-এর জনৈক আত্মীয় খ এমন দলিলপত্র উপস্থাপন করল যেগুলি খ-এ দখলী জমি সংক্রান্ত এবং নিরাপদ সংরক্ষনের জন্য খ যেগুলি ক-এর কাছে রেখেছিল। এক্ষেত্রে দলিলগুলির হেফাজত উপযুক্ত।
টপিকস
সাক্ষ্য আইন দলিল সম্পর্কে অনুমান। সাক্ষ্য আইন ধারা ৭৯ জাবেদা নকলের শুদ্ধতা সম্পর্কে অনুমান। সাক্ষ্য আইন ধারা ৮০ লিপিবদ্ধ সাক্ষ্য হিসেবে দাখিলকৃত দলিল সম্পর্কে অনুমান। সাক্ষ্য আইন ধারা ৮২ ইংল্যান্ডে যে সব দলিল সীল ও স্বাক্ষরের প্রমাণ ছাড়া গ্রাহ্য হয় সেগুলি সম্পর্কে অনুমান। সাক্ষ্য আইন ধারা ৮৩ সরকারি কর্তৃত্বধীনে প্রণীত নকশা বা পকিল্পনা সম্পর্কে অনুমান। সাক্ষ্য আইন ধারা ৮৪ আইন ও আদালতের সিদ্ধান্তের রিপোর্ট সংকলন সম্পর্কে অনুমান। সাক্ষ্য আইন ধারা ৮৫ আম-মােক্তারনামা সম্পর্কে অনুমান। সাক্ষ্য আইন ধারা ৮৬ বিদেশী বিচার বিষয়ক নথিপত্রের জাবেদা নকল সম্পর্কে অনুমান। সাক্ষ্য আইন ধারা ৮৭ পুস্তক, মানচিত্র ও চার্ট সম্পর্কে অনুমান। সাক্ষ্য আইন ধারা ৮৮ তারবার্তা সম্পর্কে অনুমান। সাক্ষ্য আইন ধারা ৮৯ দাখিল করা হয় নি এরূপ দলিলের যথাযথ সম্পাদন ইত্যাদি সম্পর্কে অনুমান। সাক্ষ্য আইন ধারা ৯০ ত্রিশ বৎসরের দলিল সম্পর্কে অনুমান।