- Get link
- X
- Other Apps
Chapter IV -Of Oral Evidence
চতুর্থ অধ্যায় -মৌখিক সাক্ষ্য
ধারা ৫৯ মৌখিক সাক্ষ্য দ্বারা ঘটনা প্রমাণ
দলিলের বিষয়বস্তু ছাড়া সমস্ত ঘটনা মৌখিক সাক্ষ্য দ্বারা প্রমাণ করা যেতে পারে।
ধারা ৬০ মৌখিক সাক্ষ্য অবশ্যই প্রত্যক্ষ হতে হবে
মৌখিক সাক্ষ্য সমস্ত ক্ষেত্রে অবশ্যই প্রত্যক্ষ হতে হবে, অর্থাৎ সাক্ষ্যে উল্লেখিত ঘটনা যদি দেখা যেতে পারে, তবে যে সাক্ষী বলবে যে, সে এটা দেখেছে তার সাক্ষ্য দিতে হবে।
সাক্ষ্যে উল্লেখিত ঘটনা যদি শােনা যেতে পারে তবে যে সাক্ষী বলবে যে সে তা শুনেছে, তার সাক্ষ্যই দিতে হবে,
সাক্ষ্য উল্লেখিত ঘটনা যদি অপর কোন ইন্দ্রিয় দ্বারা বা অপর কোন উপায়ে উপলব্ধি করা যেতে পারে, তবে যে সাক্ষী বলবে যে, সে তা সে ইন্দ্রিয় দ্বারা বা সে উপায়ে উপলব্ধি করেছে, তার সাক্ষ্যই দিতে হবে;
সাক্ষ্যে উল্লেখিত বিষয় যদি কারাে অভিমত অথবা অভিমতের ভিত্তি হয় তবে সে ব্যক্তি যে ভিত্তিতে সে অভিমত পােষণ করে তার সাক্ষ্যই দিতে হবে। তবে, বিশেষজ্ঞের অভিমত সম্বলিত গ্রন্থ যদি সাধারণভাবে বাজারে বিক্রয় হয়, সেক্ষেত্রে সে অভিমত এবং যে যুক্তির পর প্রতিষ্ঠিত তা প্রমাণের জন্য সে গ্রন্থ উপস্থাপন করা যেতে পারে, যদি সে গন্থের প্রণেতার মৃত্যু হয়ে থাকে, অথবা যদি তার সন্ধান পাওয়া না যায়, অথবা যদি তিনি সাক্ষ্য দিতে অসমর্থ হয়ে থাকেন, অথবা যদি তাকে সাক্ষ্য হিসাবে হাজির করতে এরূপ বিলম্ব ও ব্যয় হয় যা আদালত অযৌক্তিক বলে বিবেচনা করেন।
এটা ছাড়া, মৌখিক সাক্ষ্য যদি দলিল ভিন্ন অন্য বস্তুর অস্তিত্ব বা অবস্থা সম্পর্কে উল্লেখ করা হয়, তবে আদালতে উপযুক্ত মনে করলে সে বস্তু আদলতের পরিদর্শনের জন্য হাজির করার নির্দেশ দিতে পারেন।