- Get link
- X
- Other Apps
নবম অধ্যায়- সরকারি কর্মচারীবৃন্দের মাধ্যমে বা সরকারি কর্মচারীবৃন্দ বিষয়ক অপরাধগুলো প্রসঙ্গে
ধারা ১৬১ সরকারি কর্মচারি দ্বারা কোন সরকারি কার্য বিষয়ে বৈধ পারিশ্রমিক ছাড়া অপরবিধ পারিতােষিক গ্রহণ
যে লােক, সরকারি কর্মচারি হয়ে বা হবার প্রত্যাশায় কোন সরকারি কার্য সম্পন্ন করার জন্য বা সম্পন্ন করা হতে বিরত থাকার জন্য বা তদীয় সরকারি কর্তব্যগুলাে সম্পন্নের সময় কোন লােকের প্রতি সরকার বা আইন পরিষদের বা সরকারি কর্মচারির তরফ হতে অনুগ্রহ প্রদর্শন বা নিগ্রহ প্রদর্শন করার জন্য বা প্রদর্শন করা হতে বিরত থাকার জন্য বা কোন লােকের প্রতি কোন উপকার বা অপকার সাধন করার জন্য বা করার উদ্যোগ করার জন্য, কোন প্রতিদান বা পারতােষিক হিসাবে, নিজের জন্য বা অপর কোন লােকের জন্য যে কোন লােকের কাছে পারিশ্রমিক ছাড়া যে কোন পারতােষিক গ্রহণ করে বা অর্জন করে বা গ্রহণ করতে সম্মত হয় বা অর্জন করার উদ্যোগ করে, সে লােক যে কোন বর্ণনার সশ্রম বা বিনাশ্রম কারাদণ্ড, যার মেয়াদ তিন বৎসর পর্যন্ত হতে পারে বা জরিমানা দণ্ডে বা উভয় দণ্ডে দণ্ডিত হবে।
ব্যাখ্যাঃ “সরকারি কর্মচারি হবার প্রত্যাশায়” কোন লােক যদি পদে সমাসীন হবার প্রত্যাশা না করে, সে পদে সমাসীন হবে ও অন্যান্যদের উপকার সাধন করবে এরূপ প্রতারণার সাহায্যে তাদের ভ্রান্ত বিশ্বাস জন্মিয়ে পারতােষিক গ্রহণ করে, তা হলে সে লােক প্রতারণার অপরাধে অপরাধি হতে পারে, কিন্তু সে এই ধারায় উল্লেখিত অপরাধে অপরাধি হবে না।
পারিতােষিক
“পারিতােষিক” শব্দটি আর্থিক বকশিশের বা অর্থের পরিমাণে হিসাবযােগ্য পারতােষিকের সংজ্ঞায় সীমিত নয়।
বৈধ পারিশ্রমিক
“বৈধ পারিশ্রমিক” শব্দাবলি কোন সরকারি কর্মচারি যে পারিশ্রমিক আইনসম্মতভাবে দাবি করতে পারে তাতে সীমিত নন বরঞ্চ এরূপ সমুদয় পারিশ্রমিক এর আওতাধীন হবে যা গ্রহণ করার জন্য সে তার নিয়ােগকারি কর্তৃপক্ষ দ্বারা অনুমতি দেয়া হয়েছে।
সম্পাদনের প্রতিদান বা পারতােষিক
কোন লােক যা করতে ইচ্ছুক নন তা করার প্রতিদান হিসেবে বা যা সে করে নি তা করার পারতােষিক হিসেবে পারতােষিক গ্রহণ করলে, সে লােকের এই শব্দগুলাের আওতাধীন হবে।
উদাহরণগুলাে
(ক) মুন্সেফ ক, ব্যাংকার খ- র অনুকূলে একটি মােকদ্দমা নির্ধারণের জন্য ক-র প্রতি পুরস্কারস্বরূপ ক-র ভাইয়ের জন্য খ-র ব্যাংকে একটি চাকুরী সংগ্রহ করেন। ক এই ধারায় উল্লেখিত অপরাধ সংগঠন করেছেন বলে পরিগণিত হবে।
(খ) কোন এক বিদেশি রাষ্ট্রের অফিসে কন্সাল পদধারী ক ঐ বিদেশি রাষ্ট্রের মন্ত্রীর কাছে হতে এক লক্ষ টাকা গ্রহণ করেন। এতে মনে হয় না যে, ক কোন বিশেষ সরকারি কার্য সম্পন্ন করা হতে বিরত থাকার জন্য বা বাংলাদেশ সরকারের তরফ হতে ঐ শক্তির প্রতি কোন উপকার করার মতলবে বা উপকার করার উদ্যোগের জন্য প্রতিদান বা পারিতােষিক হিসেবে এই অর্থ গ্রহণ করেছেন। কিন্তু একথা প্রতিয়মান হয় যে ক তদীয় সরকারি কর্তব্যাদি পালনকালে আনুকূল্য প্রদর্শনের জন্য কোন প্রতিদান বা পারতােষিক হিসেবে ঐ অর্থ গ্রহণ করেছেন। এই ক্ষেত্রে ক এই ধারায় উল্লেখিত অপরাধ সংগঠন করেছেন বলে পরিগণিত হবে।
(গ) সরকারি কর্মচারি ক ভ্রান্তভাবে খ-কে এই বলে বিশ্বাস করতে প্ররােচিত করেন যে, সরকারের সঙ্গে ক-র প্রভাবে খ-র জন্য একটি উপাধি অর্জন করা হয়েছে ও তাই ক এই উপকারের পারতােষিক হিসেবে তাকে টাকা প্রদান করার জন্য খ-কে প্ররােচিত করেন। ক- এই ধারায় উল্লেখিত অপরাধ অনুষ্ঠান করেছেন বলে পরিগণিত হবে।
ধারা ১৬২ অসাধু বা বেআইনি উপায়ে সরকারি কর্মচারিকে প্রভাবিত করার লক্ষ্যে পারতােষিক গ্রহণ
যে লােক কোন সরকারি কর্মচারিকে কোন সরকারি কার্যসম্পাদন করার বা সম্পন্ন করা হতে বিরত রাখার জন্য অসাধু বা বেআইনি উপায়ে প্ররােচিত প্রভাবিত করে বা এরূপ সরকারি কর্মচারির সরকারি কার্যাবলি সম্পন্ন কালে কোন লােকের প্রতি সরকার বা আইন পরিষদের অনুগ্রহ বা নিগ্রহ প্রদর্শন বা সরকারি কর্মচারি হিসেবে কোন সরকারি কর্মচারির তরফ হতে কোন লােকের প্রতি কোন উপকার বা অপকার করার জন্য বা করার উদ্যোগ করার জন্য, কোন প্রতিদান বা পারতােষিক হিসেবে নিজের জন্য বা অপর কোন লােকের জন্য, কোন লােকের কাছে হতে যে কোন পারতােষিক গ্রহণ করে, সে লােক যে কোন বর্ণনার সশ্রম বা বিনাশ্রম কারাদণ্ডে যার মেয়াদ তিন বৎসর পর্যন্ত হতে পারে বা জরিমানা দণ্ডে বা উভয় দণ্ডে দণ্ডিত হবে।
ধারা ১৬৩ সরকারি কর্মচারির প্রতি ব্যক্তিগত প্রভাব বিস্তারের জন্য পারতােষিক গ্রহণ
যে ব্যক্তিগত প্রভাব বিস্তার করে কোন সরকারি কর্মচারিকে কোন সরকারি কার্য সম্পন্ন করার জন্য বা সম্পন্ন করা হতে বিরত রাখার জন্য বা এরূপ সরকারি কর্মচারির সরকারি দায়িত্ব পালনকালে কোন লােকের প্রতি সরকার বা আইনসভা মাধ্যমে বা সরকারি কর্মচারি হিসেবে কোন সরকারি কর্মচারির তরফ হতে অনুগ্রহ বা নিগ্রহ প্রদর্শন করার জন্য বা কোন লােকের প্রতি কোন উপকার বা অপকার করার জন্য বা করার উদ্যোগের জন্য প্ররােচিত করার প্রতিদান বা পারতােষিক হিসেবে কোন লােকের জন্য যে কোন পারতােষিক গ্রহণ বা অর্জন করে বা গ্রহণ করতে সম্মত হয় বা অর্জন করতে সম্মত হয়, সে লােক বিনাশ্রম কারাদণ্ডে যার মেয়াদ এক বৎসর পর্যন্ত হতে পারে বা জরিমানা দণ্ডে বা উভয় দণ্ডে দণ্ডিত হবে।
উদাহরণ
কোন মামলায় কোন জজের সামনে যুক্তি প্রর্দশনের জন্য ফিস গ্রহণকারি এ্যাডভােকেট, কোন স্মারকলিপি প্রেরকের কার্যাবলি ও দাবি-দাওয়া উত্থাপন করে সরকারের বরাবরে লিখিত কোন স্মারকলিপি বিন্যস্ত ও শুদ্ধকরণের জন্য পারিশ্রমিক গ্রহণকারি লােক, দণ্ডিত অপরাধির বেতনভুক্ত প্রতিনিধি যিনি দণ্ডটি অন্যায্য ছিল বলে প্রমাণকল্পে সরকারের সম্মুখে বিবৃতিগুলাে হাজির করেন; তারা এই ধারার আওতাধীন নন,যেহেতু তারা ব্যক্তিগত প্রভাব প্রয়ােগ করেন না বা প্রয়ােগের দাবি করেন না।
ধারা ১৬৪ সরকারি কর্মচারি দ্বারা ১৬২ বা ১৬৩ ধারায় উল্লেখিত অপরাধসমূহে সহায়তার শাস্তি
যে লােক এরূপ সরকারি কর্মচারি হয়ে যার বিষয়ে পূর্ববর্তী দুইটি ধারায় উল্লেখিত যে কোন অপরাধ হয়, অপরাধে সাহায্য করে, সে লােক যে কোন অপরাধ অনুষ্ঠিত হয়, অপরাধে সাহায্য করে, সে লােক যে কোন বর্ণনার সশ্রম বা বিনাশ্রম কারাদণ্ডে যার মেয়াদ তিন বৎসর পর্যন্ত হতে পারে বা জরিমানা দণ্ডে বা উভয় দণ্ডে দণ্ডিত হবে।
উদাহরণ
ক একজন সরকারি কর্মচারি। ক-র স্ত্রী খ কোন বিশেষ লােককে একটি চাকরীর সংস্থান করে দেওয়ার উদ্দেশ্যে ক-কে অনুরােধ করার প্রতিদান হিসেবে একটি উপহার গ্রহণ করেন। ক তাকে এরূপ কার্য সম্পাদনে সাহায্য করেন। খ অনূর্ধ্ব এক বৎসর মেয়াদি কারাদণ্ডে বা জরিমানা দণ্ডে বা উভয় দণ্ডে শাস্তিযােগ্য হবেন। ক কারাদণ্ডে যার মেয়াদ তিন বৎসর পর্যন্ত হতে পারে বা জরিমানা দণ্ডে বা উভয় দণ্ডে শাস্তিযােগ্য হবেন।
ধারা ১৬৫ সরকারি কর্মচারি দ্বারা তার গৃহিত কার্যক্রমের সঙ্গে জড়িত বা ব্যবসায় সংশ্লিষ্ট লােকের কাছে হতে বিনামূল্যে মূল্যবান বস্তু গ্রহণ
যদি কোন সরকারি কর্মচারি বিনামূল্যে বা যে মূল্য অপর্যাপ্ত বলে তিনি জানেন এমন মূল্যে তার নিজের জন্য বা অপর কারাে জন্য এমন কোন লােকের কাছে হতে কোন মূল্যবান বস্তু গ্রহণ করেন বা অর্জন করেন বা গ্রহণ করতে সম্মত হন বা আদায় করতে প্রচেষ্ট থাকেন, যে লােক তার গৃহিত বা সম্পন্ন কার্যক্রমের সঙ্গে বা তদ্বারা অচিরে যে কার্যক্রম বিষয় গৃহিত বা সম্পন্ন হবে এর সঙ্গে সংশ্লিষ্ট হয়েছে বা হচ্ছে বা হতে পারে বলে জানেন বা তাঁর বা তিনি যে সরকারি কর্মচারির অধস্তন বেসরকারি কর্মচারির সরকারি কার্যাবলির সঙ্গে জড়িত আছে বলে জানেন, বা অনুরূপভাবে জড়িত লােকের সঙ্গে যে লােক সম্পর্কযুক্ত বা স্বার্থসংশ্লিষ্ট বলে তিনি জ্ঞাত আছেন, তা হলে সেই লােক যে কোন বর্ণনার সশ্রম বা বিনাশ্রম কারাদণ্ডে যার মেয়াদ তিন বৎসর পর্যন্ত হতে পারে বা জরিমানা দণ্ডে বা উভয় দণ্ডে দণ্ডিত হবে।
উদাহরণগুলাে
(ক) কালেক্টর ক, খ-র একটি বাড়ি ভাড়া করেন। ক-র আদালতে খ-র একটি সেটেলম্যান্ট মােকদ্দমা বিচারাধীন রয়েছে। এই বলে চুক্তি করা হয় যে, ক প্রতি মাসিক পঞ্চাশ টাকা দিবেন। বাড়িটি এরূপ যে সবিশ্বাসে দর কষাকষি করা হয়ে থাকলে, ক-কে প্রতি মাসে দুইশত টাকা দিতে হত। ক যথাযথ মূল্য প্রদান না করে খ-র কাছে হতে একটি মূল্যবান বস্তু অর্জন করেছে বলে পরিগণিত হবে।
(খ) জজ ক এমন সময় খ-র কাছে হতে বাট্টায় কতকগুলি সরকারি প্রমিসরী নােট ক্রয় করেন যখন ঐ নােটগুলি বাজারে বেশি মূল্যে বিক্রয় হচ্ছে। ক-র আদালতে খ-র একটি মােকদ্দমা বিচারাধীন রয়েছে, ক যথাযথ মূল্য প্রদান না করে খ-র কাছে হতে একটি মূল্যবান বস্তু অর্জন করেছেন বলে পরিগণিত হবে।
(গ) মিথ্যা হলফের অভিযােগে খ-র ভাইকে গ্রেফতার করে ম্যাজিস্ট্রেট ক-র আদালতে হাজির করা হয়। ক, খ-র কাছে কতকগুলি ব্যাংকের শেয়ার এমন সময়ে বেশি মূল্যে বিক্রয় করেন, যখন ঐ শেয়ারগুলি বাজারে বাট্টায় বিক্রয় হচ্ছে। তদনুসারে খ, ক কে শেয়ারের অর্থ চুকিয়ে দেয়। এইভাবে ক যে অর্থ অর্জন করলেন তা পর্যাপ্ত ও যথােপযুক্ত মূল্য ছাড়া প্রাপ্ত সম্পদ বলে পরিগণিত হবে।
ধারা ১৬৫ক - ১৬১ ও ১৬৫ ধারায় উল্লেখিত অপরাধগুলাে সহায়তার শাস্তি
যে লােক ১৬১ বা ১৬৫ ধারার আওতায় শাস্তিযােগ্য কোন অপরাধ সংঘটনে সাহায্য করে, সে লােক, সহায়তার কারণে ঐ অপরাধ অনুষ্ঠিত হােক বা না হােক ঐ অপরাধের জন্য বিহিত দণ্ডে দণ্ডিত হবে।
ধারা ১৬৫খ কিছু কিছু সহায়তাকারির অব্যাহতি
কোন লােক যদি প্রকৃতপক্ষেই প্ররােচিত হয়ে, বাধ্য হয়ে, হুমকির কারণে বা ভয়ভীতি প্রদর্শনের জন্য ১৬৫ ধারায় উল্লেখিত কোন সরকারি কর্মচারিকে ১৬৫ ধারায় উল্লেখিত লক্ষ্যগুলাের অন্যতম লক্ষ্যে এই ধারায় উল্লেখিত পারিতােষিক প্রদান করার প্রস্তাব করে বা দেয়, বা বিনামূল্যে বা অপর্যাপ্ত মুল্যের বিপরীতে কোন মূল্যবান বস্তু দেওয়ার প্রস্তাব করে বা দেয়, তা হলে সে লােক ১৬১ ধারা বা ১৬৫ ধারার আওতায় শাস্তিযােগ্য অপরাধ অনুষ্ঠানে সহায়তার অপরাধে অপরাধি বলে পরিগণিত হবে না।
ধারা ১৬৬ কোন লােকের ক্ষতিসাধনের উদ্দেশ্যে সরকারি কর্মচারি দ্বারা আইন আমান্যকরণ
যে লােক সরকারি কর্মচারি হয়ে কোন লােকের ক্ষতি সাধনের উদ্দেশ্যে এরূপ সরকারি কর্মচারি হিসেবে তার আচরণ বিষয়ে আইনের কোন আদেশ অমান্য করে বা এরূপ অমান্যতার মাধ্যমে সে কোন লােকের ক্ষতিসাধন করতে পারে এরূপ আশংকা আছে বলে জেনে এরূপ নির্দেশ অমান্য করে সে লোেক বিনাশ্রম কারাদণ্ডে, যার মেয়াদ এক বৎসর পর্যন্ত হতে পারে বা জরিমানা দণ্ডে বা উভয় দণ্ডে দণ্ডিত হবে।
উদাহরণ
কোন বিচারালয় দ্বারা খ-র স্বপক্ষে দেয় কোন ডিক্রি মিটানাের উদ্দেশ্যে সম্পত্তি ক্রোক করার জন্য আইনত আদিষ্ট পদস্থ কর্মচারির জ্ঞাতসারে আইনের নির্দেশ অমান্য করেন। তিনি জানেন যে, ঐ অমান্যতার সাহায্যে তিনি খ-এর ক্ষতিসাধন করতে পারেন এরূপ আশংকা রয়েছে। ক এই ধারায় উল্লেখিত অপরাধ অনুষ্ঠান করেছেন বলে পরিগণিত হবে।
ধারা ১৬৭ ক্ষতিসাধনের উদ্দেশ্যে সরকারি কর্মচারি দ্বারা কোন অশুদ্ধ নথিপত্র প্রণয়ণ
যে লােক সরকারি কর্মচারি হয়ে ও এরূপ সরকারি কর্মচারি হিসেবে কোন নথিপত্র তৈরী ৰা অনুবাদের ভারপ্রাপ্ত হয়ে কোন লােকের ক্ষতি সাধিত হবার আশংকা আছে জেনে ঐ দলিলটি এই হিসেবে প্রণয়ন বা অনুবাদ করে যে, সে এটা বিচ্যুতি বলে জানে বা বিশ্বাস করে, সে লােক যে কোন বর্ণনার সশ্রম বা বিনাশ্রম কারাদণ্ডে, যার মেয়াদ তিন বৎসর পর্যন্ত হতে পারে, বা জরিমানা দণ্ডে বা উভয় দণ্ডে দণ্ডিত হবে।
ধারা ১৬৮ সরকারি কর্মচারির বেআইনিভাবে ব্যবসায়ে লিপ্ত হওয়া
যে লােক, সরকারি কর্মচারি হয়ে ও এরূপ সরকারি কর্মচারি হিসেবে ব্যবসায়ে লিপ্ত হবার জন্য আইনত বাধ্য হয়ে ব্যবসায়ে লিপ্ত হয় সে লােক বিনাশ্রম কারাদণ্ডে যার মেয়াদ এক বৎসর পর্যন্ত হতে পারে বা জরিমানা দণ্ডে বা উভয় দণ্ডে দণ্ডিত হবে।
ধারা ১৬৯ সরকারি কর্মচারির বেআইনিভাবে সম্পত্তি ক্রয় করা বা ক্রয়ের উদ্দেশ্যে দরকষাকষি
যে লােক সরকারি কর্মচারি হয়ে ও এরূপ সরকারি কর্মচারি হিসেবে কোন বিশেষ সম্পত্তি ক্রয় না করা বা এটা ক্রয় করার জন্য দরকষাকষির জন্য আইনত বাধ্য হয়ে তার নিজের নামে বা অপর কারাে নামে যৌথভাবে বা অন্যদের সঙ্গে অংশে ঐ সম্পত্তি ক্রয় করে বা ক্রয় করার জন্য দরকষাকষি করে, সে লোক বিনাশ্রম কারাদণ্ডে যার মেয়াদ দুই বৎসর পর্যন্ত হতে পারে, জরিমানা দণ্ডে বা উভয় দণ্ডে দণ্ডিত হবে ও সম্পত্তি ক্রয় করা হয়ে থাকলে, এটা বাজেয়াপ্ত হয়ে যাবে।
ধারা ১৭০ সরকারি কর্মচারি বলে মিথ্যা পরিচয় দান
যে লােক, কোন বিশেষ পদ ধারণ করেন বলে জেনে একজন সরকারি কর্মচারি হিসেবে ঐ পদ ধারণ করে বলে পরিচয় দেন বা অসত্যভাবে এরূপ পদের ধারক অপর কোন লােকের মিথ্যা বেশ ধারণ করে ও এরূপ কপট বেশে এরূপ পদমর্যাদায় কোন কার্য সম্পন্ন করে বা করার চেষ্টা করে, সে লােক যে কোন বর্ণনার সশ্রম বা বিনাশ্রম কারাদণ্ডে যার মেয়াদ দুই বৎসর পর্যন্ত হতে পারে বা জরিমানা দণ্ডে বা উভয় দণ্ডে দণ্ডিত হবে।
ধারা ১৭১ প্রতারণামূলক উদ্দেশ্যে সরকারি কর্মচারি দ্বারা ব্যবহৃত পােশাক পরিধান করা, ব্যবহার্য প্রতীক ধারণ করা
যে লােক, কোন বিশেষ যে কোন সরকারি কর্মচারিগণের যে কোন আওতাভুক্ত না হয়ে, সে ঐ যে কোন সরকারি কর্মচারিগণের যে কোনভুক্ত বলে বিশ্বাস উদ্ভব হবার উদ্দেশ্যে বা এরূপ বিশ্বাস জন্মাবার আশংকা আছে জেনে, এরূপ যে কোন সরকারি কর্মচারিগণ দ্বারা ব্যবহৃত পােশাক বা প্রতীকের সদৃশ কোন পােশাক পরিধান করে বা প্রতীক ধারণ করে, সে লােক যে কোন বর্ণনার সশ্রম বা বিনাশ্রম কারাদণ্ডে, যার মেয়াদ তিন মাস পর্যন্ত হতে পারে বা অর্থদণ্ডে, যার পরিমাণ দুইশত টাকা হতে পারে বা উভয় দণ্ডে দণ্ডিত হবে।