- Get link
- X
- Other Apps
Chapter Nine-A - Of Offences Relating to Elections
নবম-ক অধ্যায় -নির্বাচন বিষয়ক অপরাধগুলাে প্রসঙ্গে
ধারা ১৭১ক “প্রাথীগুলাে", নির্বাচনাধিকার” এর সংজ্ঞা
এই অধ্যায়ের উদ্দেশ্যে
(ক) “প্রার্থী” অর্থ কোন নির্বাচনে প্রার্থী হিসেবে মনােনীত হয়েছেন এমন লােক ও কোন নির্বাচন কল্পনা-কল্পনা চলাকালে তাতে সম্ভাব্য প্রার্থী হিসেবে নিজেকে ব্যক্ত করেন এমন লােকের এ ধারার আওতাভুক্ত হবেন, এই শর্তে যে, পরবর্তীকালে এরপ নির্বাচনে তাকে একজন প্রার্থী হিসেবে মনােনীত করা হয়।
(খ) "নির্বাচনাধিকার” অর্থ কোন লােকের কোন নির্বাচনে প্রার্থী হিসেবে দাঁড়ান বা প্রার্থীপদ প্রত্যাহার করা বা ভােট দেওয়ার বা ভােট প্রদান করা হতে বিরত থাকা।
ধারা ১৭খ ঘুষ
১) যে ব্যক্তি,
(ক) কোন লােককে কোন পারতােষিক দেয় ও এই পারতােষিক প্রদানের উদ্দেশ্যে হয়, সে লােককে বা, অপর কোন লােককে কোন নির্বাচনধিকার প্রয়ােগ করার জন্য প্ররােচিত করে, বা এরূপ কোন কর্তৃত্ত্ব প্রয়ােগের জন্য কোন লােক পারতােষিক দেয়, বা
(খ) এরূপ কোন কর্তৃত্ব প্রয়ােগের জন্য বা কোন লােককে এরূপ কোন কর্তৃত্ব প্রয়ােগের জন্য প্ররােচিত করার বা প্ররােচিত করার প্রচেষ্টা করার পারতােষিক হিসেবে নিজের জন্য বা অপর কোন লােকের জন্য কোন পারতােষিক গ্রহণ করে, সে লােক ঘুষ গ্রহণের অপরাধ অনুষ্ঠান করে। তবে শর্ত হল যে, সরকারি নীতির কোন ঘােষণা বা সরকারি কার্যকরণের কোন প্রতিশ্রুতি এই ধারার আওতায় কোন অপরাধ বলে পরিগণিত হবে না।
(২) যে লােক কোন পারতােষিক প্রদানের প্রস্তাব করে বা দান করতে সম্মত হয় বা সংগ্রহ করার প্রস্তাব করে বা উদ্যোগ করে, সে লােক পারতােষিক দান করে বলে পরিগণিত হবে।
(৩) যে লােক কোন পারতােষিক প্রাপ্ত হয় বা গ্রহণ করতে সম্মত হয় বা প্রাপ্ত হতে চেষ্টা করে, সে লােক পারতােষিক গ্রহণ করে বলে পরিগণিত হবে ও যে লােক তার যা সম্পন্ন করার অভিপ্রায় নেই তা করার প্রতিদান বাবদ বা সে যা করে নি তা সম্পাদনের পুরস্কারস্বরূপ কোন কোন পারতােষিক গ্রহণ করে সে লােক পুরস্কারস্বরূপ পারতােষিক গ্রহণ করেছে বলে পরিগণিত হবে।
ধারা ১৭১গ নির্বাচনসমূহে অবৈধ প্রভাব বিস্তার
১) যে লােক কোন নির্বাচনাধিকার অবাধ ও স্বাধীনভাবে প্রয়ােগের সম্পর্কে স্বেচ্ছাকৃতভাবে হস্তক্ষেপ করে বা হস্তক্ষেপের উদ্যোগ করে, সে লােক কোন নির্বাচনে অযৌক্তিক প্রভাৰ প্ৰয়ােগ করার অপরাধ করে।
২) উপযুক্ত (১) উপধারার বিধানগুলাের ব্যাপকতা ক্ষুন্ন না করে যে লােক
(ক) কোন প্রার্থী বা ভােটাদাতাকে বা যে কোন প্রার্থী বা ভােটদাতা যে লােকের সম্পর্কে স্বার্থ বা সম্পর্ক সংশ্লিষ্ট আছে সে লােককে যে কোন প্রকারে ক্ষতির ভয় দেখায়, বা
(খ) কোন প্রার্থী বা ভােটাদাতাকে এই বলে বিশ্বাস করার জন্য প্ররােচিত করে বা প্ররােচিত করার চেষ্টা করে যে, সে বা যে লােকের সম্পর্কে তার স্বার্থ বা সম্পর্ক আছে সে লােক বিধাতার রােষে পতিত হবেন বা আধ্যাত্মিক তিরস্কারের পাত্র হবে বা এরূপ পাত্রে পরিণত হবে, সেই লােক (১) উপ-ধারার অর্থ অনুসারে এরূপ প্রার্থী বা ভােটারের নির্বাচনাধিকারের অবাধ প্রয়ােগের সম্পর্কে হস্তক্ষেপ করে বলে পরিগণিত হবে।
৩) জনসাধারণের স্বার্থসংশ্লিষ্ট কোন সরকারি নীতির কোন ঘােষণা বা সরকারি কার্যকরণের কোন প্রতিজ্ঞা বা কোন নির্বাচনাধিকারের সম্পর্কে হস্তক্ষেপ করার অভিপ্রায় ছাড়াই কোন আইনানুগ কর্তৃত্ব প্রয়ােগ করা এই ধারার তাৎপর্যাধীনে হস্তক্ষেপ বলে পরিগণিত হবে না।
ধারা ১৭১ঘ নির্বাচনসমূহে মিথ্যা পরিচয় দান
যে লােক কোন নির্বাচনে অপর কোন মৃত বা জীবিত লােকের নামে বা কোন কল্পিত নামে ভােটের কাগজের জন্য আবেদন করে বা ভােটদান করে বা যে লােক এরূপ নির্বাচনে একবার ভােট প্রদানের পর পুনরায় সে জন্য আবেদন করে ও যে লােক এরূপ উপায়ে কোন লােক দ্বারা ভােটদানে সাহায্য করে, তাকে ভােটদানে রাজী করে বা তাকে রাজী করার চেষ্টা করে, সে লােক নির্বাচনে মিথ্যা পরিচয় প্রদানের অপরাধ সংগঠন করে বলে পরিগণিত হবে।
ধারা ১৭১ঙ ঘুষের শাস্তি
যে লােক ঘুষ গ্রহণের অপরাধ সংগঠন করে, সে লোক যেকোন বর্ণনার সশ্রম বা বিনাশ্রম কারাদতে যার মেয়াদ - এক বৎসর হতে পারে বা জরিমানা দণ্ডে বা উভয় দণ্ডে দণ্ডিত হবে। তবে শর্ত হল যে, আপ্যায়নের মাধ্যমে ঘুষ প্রদানের জন্য শুধু জরিমানা বিধান করা যাবে।
ব্যাখ্যা
আপ্যায়ন অর্থে খাদ্য, পানীয়, প্রমােদ বা রসদ সমবায়ে গঠিত বকশিসের ন্যায় ঘুষ বুঝবে।
ধারা ১৭১চ নির্বাচনে অযৌক্তিক প্রভাব বিস্তার বা ছদ্মবেশ ধারণের শাস্তি
যে লোক কোন নির্বাচনে অযৌক্তিক প্রভাব বিস্তার বা ছদ্মবেশ ধারণের অপরাধ সংগঠন করে, সে লােক যে কোন বর্ণনার সশ্রম বা বিনাশ্রম কারাদণ্ডে- যার মেয়াদ এক বৎসর হতে পারে বা জরিমানা দণ্ডে বা উভয় দণ্ডে দণ্ডিত হবে।
ধারা ১৭১ছ নির্বাচন বিষয়ে মিথ্যা বিবৃতি প্রদান
যে লােক কোন নির্বাচনের ফল প্রভাবিত করার উদ্দেশ্যে কোন প্রার্থীর ব্যক্তিগত চরিত্র বা আচরণ সম্পর্কে, যে তথ্য ও যা সে মিথ্যা বলে জানে বা বিশ্বাস করে বা যা সত্য বলে সে বিশ্বাস করে না সে তথ্যের বিবরণ প্রদান বা ব্যক্ত করে সে লােক জরিমানা দণ্ডে দণ্ডিত হবে।
ধারা ১৭১জ নির্বাচন বিষয়ে অবৈধ অর্থ প্রদান
যে লােক কোন প্রার্থীর লিখিতভাবে সাধারণ বা বিশেষ অনুমােদন ছাড়াই, এরপ প্রার্থীর নির্বাচনে উৎসাহ দান করা বা নির্বাচন সুগম করার জন্য কোন জনসভা সংগঠন বা কোন বিজ্ঞাপন, সার্কুলার বা প্রকাশনা বাবদ বা অপর যেকোন প্রকারে অর্থ ব্যয় অনুমতি দেয়, সে লােক জরিমানা দণ্ডে যার পরিমাণ পাঁচশত টাকা পর্যন্ত হতে পারে, দণ্ডিত হবে৷ তবে শর্ত হল যে, কোন লােক যদি অনুমােদন ছাড়া অনধিক দশ টাকা খরচ করার পর এরূপ খরচ করার তারিখ হতে দশ দিনের ভিতর লিখিতভাবে প্রার্থীর অনুমােদন অর্জন করে, তা হলে সে লােকের অনুমােদন নিয়েই এরূপ ব্যয় বহন করেছে বলে পরিগণিত হবে।
ধারা ১৭১ঝ নির্বাচন খরচের হিসাব না রাখা
যে লােক আপাতত সময়ে বলবৎ কোন কোন আইন বা আইনের মর্যাদাসম্পন্ন কোন নিয়ম মােতাবেক কোন নির্বাচনে বা নির্বাচন বিষয়ক সম্পর্কে ব্যয়িত হিসাব রাখার দরকার থাকার পরও এরূপ হিসাব রাখতে অপারগ হয় সে লোক জরিমানা দন্ডে যার পরিমাণ পাঁচশত টাকা পর্যন্ত হতে পারে, দণ্ডিত হবে।