- Get link
- X
- Other Apps
Chapter Twelve - Of Offences Relating to Coin and Government Stamps
দ্বাদশ অধ্যায় - মুদ্রা ও সরকারি স্ট্যাম্প বিষয়ক অপরাধগুলো সম্পর্কিত
ধারা ২৩০ মুদ্রা-এর সংজ্ঞা
আপাতত অর্থ হিসেবে ব্যবহৃত ও যা এরূপ ব্যবহারের জন্য কোন রাষ্ট্রে বা সার্বভৌম শক্তির কর্তৃত্ববলে স্ট্যাম্পযুক্ত ও ইস্যুকৃত ধাতব দ্রব্যকে মূদ্রা বলা হয়।
বাংলাদেশের মুদ্রা: বাংলাদেশের মুদ্রা হচ্ছে অর্থ হিসেবে ব্যবহৃত হবার জন্য বাংলাদেশ সরকারের ক্ষমতাবলে স্ট্যাম্পযুক্ত ও ইস্যুকৃত ধাতু ও যে ধাতু অনুরূপভাবে স্ট্যাম্পযুক্ত ও ইস্যু করা হয়েছে, তা অর্থ হিসেবে এর ব্যবহার বন্ধ হয়ে যাওয়া সত্ত্বেও এই অধ্যায়ের উদ্দেশ্যে বাংলাদেশী মুদ্রা বলে ব্যবহৃত হবে।
উদাহরণ
ক) কড়িগুলাে মুদ্রা নয়।
হ) স্ট্যাম্পবিহীন এমন তাম্রপিন্ডগুলাে অর্থ হিসেবে ব্যবহৃত হয়ে থাকলেও মুদ্রা
খ) মেডেল মুদ্রা নয়, কেননা এটা অর্থ হিসেবে ব্যবহৃত হবার জন্য অভীষ্ট নয়।
ঘ) কোম্পানির টাকা বলে অংকিত মুদ্রা বাংলাদেশের মুদ্রা নামে পরিগণিত হবে।
৪) "ফারুখাবাদ” টাকা যা পূর্বে ভারত সরকারের ক্ষমতাধীনে অর্থ হিসেবে ব্যবহৃত হত-বাংলাদেশ মুদ্রা, তা যদিও এটা আজও অনুরূপভাবে ব্যবহৃত হয় না।
ধারা ২৩১ মুদ্রা নকল করা
কোন লােক যদি মুদ্রা নকল করে বা মুদ্রা জালের প্রক্রিয়ার বিশেষ কোন অংশ জ্ঞাতসারে সম্পন্ন করে, তা হলে সে লােক যেকোন বর্ণনার কারাদণ্ডে যার মেয়াদ সাত বৎসর পর্যন্ত হতে পারে, দণ্ডিত হবে ও এতদ্ব্যতীত জরিমানা দণ্ডেও দণ্ডিত হবে।
ব্যাখ্যঃ কোন লােক যদি প্রতারণা করার ইচ্ছা বা প্রতারণা করা হতে পারে, এরূপ আশংকা আছে জেনে কোন খাঁটি মুদাকে ভিন্ন একটি মুদ্রার সদৃশ করে, তা হলে সে লােক এই অপরাধ অনুষ্ঠান করেছে বলে পরিগণিত হবে।
ধারা ২৩২ বাংলাদেশী মুদ্রা নকল করা
কোন লােক যদি বাংলাদেশের মুদ্রা নকল করে বা জ্ঞাতসারে বাংলাদেশের মুদ্রা জালের কোন প্রক্রিয়ার বিশেষ অংশ সংগঠন করে, তা হলে সে লােক যাবজ্জীবন কারাদণ্ডের বা যে কোন বর্ণনার কারাদণ্ডে- যার মেয়াদ দশ বৎসর পর্যন্ত হতে পারে, দণ্ডিত হবে ও এতদ্ব্যতীত জরিমানা দণ্ডে দণ্ডিত হবে।
ধারা ২৩৩ মুদ্রা নকল করার যন্ত্র তৈরী বা বিক্রয় করা
কোন লােক যদি মুদ্রা নকল করার কার্যে ব্যবহারের উদ্দেশ্যে বা ব্যবহৃত হবার জন্য অভিপ্রেত বলে জেনে বা বিশ্বাস করার কারণ থাকার পরও কোন ছাঁচ বা যন্ত্র তৈরী বা মেরামত করে বা তৈরী বা তৈরী প্রক্রিয়ার কোন অংশ সম্পন্ন করে, বা ক্রয় বা বিক্রয় বা হস্তান্তর করে, তা হলে সে লােক যেকোন বর্ণনার কারাদণ্ডে যার মেয়াদ তিন বৎসর পর্যন্ত হতে পারে দণ্ডিত হবে ও এতদ্ব্যতীত জরিমানাদণ্ডেও শাস্তিযােগ্য হবে।
ধারা ২৩৪ বাংলাদেশী মুদ্রা নকল করার যন্ত্র তৈরী বা বিক্রয় করা
কোন লােক যদি বাংলাদেশী মুদ্রা নকল করার কার্যে ব্যবহারকল্পে বা ব্যবহৃত হবার জন্য অভিপ্রেত বলে জেনে বা বিশ্বাস করার কারণ থাকার পরও কোন ছাচ বা যন্ত্র তৈরী বা মেরামত করে বা তৈরী বা মেরামত প্রক্রিয়ার কোন অংশ সম্পন্ন করে, বা ক্রয়-বিক্রয় বা হস্তান্তর করে, তা হলে সে লােক যে কোন বর্ণনার কারাদণ্ডে যার মেয়াদ সাত বৎসর পর্যন্ত হতে পারে দণ্ডিত হবে ও এতদ্ব্যতীত জরিমানাদণ্ডেও শাস্তিযােগ্য হবে।
ধারা ২৩৫ মুদ্রা নকল করার কার্যে কোন যন্ত্র বা বস্তু ব্যবহারকল্পে ঐ যন্ত্র বা বস্তু দখল করা
কোন লােক যদি কোন মুদ্রা জালকল্পে বা তজ্জন্য ব্যবহৃত হবে বলে অবগত হবার পরও বিশ্বাস করার কারণ থাকা স্বত্ত্বেও বা কোন লােক যদি কোন যন্ত্র বা দ্ৰব্য রাখে, তা হলে সে লােক যে কোন বর্ণনার কারাদণ্ডে-যার মেয়াদ তিন বৎসর পর্যন্ত হতে পারে-দণ্ডিত হবে ও এতদ্ব্যতীত জরিমানা দণ্ডেও দণ্ডিত হবে।
বাংলাদেশী মুদ্রা হলে
নকল করার জন্য যে মুদ্রা নকল করার চেষ্টা করা হয়েছে তা বাংলাদেশী মুদ্রা হলে সে লােক যে কোন বর্ণনার কারাদণ্ডে-যার মেয়াদ দশ বৎসর পর্যন্ত হতে পারে, দণ্ডিত হবে।
ধারা ২৩৬ বাংলাদেশের বাইরে মুদ্রা নকল করার কার্যে বাংলাদেশে থেকে সাহায্য করা
কোন লোক যদি বাংলাদেশের অভ্যন্তরে থেকে বাংলাদেশের বাইরে মুদ্রা নকল করার কার্যে সহযোগিতা করে, তা হলে সে লােক এই হিসেবে দণ্ডিত হবে যেন সে বাংলাদেশের ভিতরে এরূপ মুদ্রা নকল করার কার্যে সহযােগিতা করেছিল।
ধারা ২৩৭ নকল মুদ্রার আমদানি বা রপ্তানি
কোন লােক যদি মুদ্রাকে নকল বলে জানার পরও, বা এটা নকল বলে তার বিশ্বাস করার কারণ থাকার পরও কোন লােক যদি বাংলাদেশের ভিতরে এটা আমদানি করে বা তথা হতে রপ্তানি করে, তা হলে সে লােক যে কোন বর্ণনার কারাদণ্ডে-যার মেয়াদ তিন বৎসর হতে পারে-দণ্ডিত হবে ও এতদ্ব্যতীত জরিমানাদণ্ডেও দণ্ডিত হবে।
ধারা ২৩৮ বাংলাদেশী নকল মুদ্রা আমদানি বা রপ্তানী
কোন লােক যদি কোন নকল মুদ্রা বাংলাদেশী নকল মুদ্রা বলে জানার পরও, বা এটা বাংলাদেশের মুদ্রার নকল বলে বিশ্বাস করার কারণ থাকার পরও ঐ নকল মুদ্রা বাংলাদেশে আমদানি করে বা তথা হতে এটা রপ্তানী করে, তা হলে সে লােক যাবজ্জীবন কারাদণ্ডে বা যে কোন বর্ণনার কারাদণ্ডে-যার মেয়াদ দশ বৎসর পর্যন্ত হতে পারে-দণ্ডিত হবে ও এতদ্ব্যতীত জরিমানাদণ্ডেও দণ্ডিত হবে।
ধারা ২৩৯ নকল মুদ্রা বলে জানার পরও এটা অর্পণ করা
কোন লােক যদি কোন নকল মুদ্রা পাবার পর এটা নকল বলে জানার পরও প্রতারণামূলকভাবে বা প্রতারণা অনুষ্ঠিত হতে পারে এই ইচ্ছায় কোন লােকের কাছে এ নকল মুদ্রা হস্তান্তর করে বা এর গ্রহণ করার জন্য কোন লােককে প্ররােচিত করে, তা হলে সে লােক যে কোন বর্ণনার কারাদণ্ডে- যার মেয়াদ পাঁচ বৎসর পর্যন্ত হতে পারে দণ্ডিত হবে ও এতদ্ব্যতীত জরিমানাদণ্ডেও দণ্ডিত হবে।
ধারা ২৪০ বাংলাদেশের নকল মুদ্রা নকল বলে জানার পরও এটা অর্পণ করা
কোন লােক যদি কোন বাংলাদেশের নকল মুদ্রা পাবার পর এটা বাংলাদেশের মুদ্রার নকল বলে জানার পরও প্রতারণামূলকভাবে বা প্রতারণা অনুষ্ঠিত হতে পারে এই ইচ্ছায় কোন লােকের কাছে এ নকল মুদ্রা হস্তান্তর করে বা এর গ্রহণ করার জন্য কোন লােককে প্ররােচিত করে, তা হলে সে লােক যে কোন বর্ণনার কারাদণ্ডে-যার মেয়াদ দশ বৎসর পর্যন্ত হতে পারে-দণ্ডিত হবে ও এতদ্ব্যতীত জরিমানাদণ্ডেও দণ্ডিত হবে।
ধারা ২৪১ অর্পণকারি প্রথম যখন মুদ্রাটি পায়, তখন এটা নকল বলে জানত না, এমন অবস্থায় ঐ নকল মুদ্রাকে খাটি বলে অর্পণ করা:
কোন লােক যদি কোন নকল মুদ্রা, যা সে নকল বলে জানে কিন্তু যা দখলে নেওয়ার সময় সে জানত না সে এটা নকল মুদ্রা, অপর কোন লােকের কাছে খাটি মুদ্রা হিসেবে হস্তান্তর করে বা এটা খাঁটি মুদ্রা হিসেবে গ্রহণ করার জন্য অপর কোন লােককে প্ররােচিত করে, তা হলে সে লােক যে কোন বর্ণনার কারাদণ্ডে যার মেয়াদ দুই বৎসর পর্যন্ত হতে পারে বা অর্থদণ্ডে-যার মেয়াদ যে পরিমাণ নকল টাকা মুদ্রিত হয়েছে এর দশগুণ পরিমাণ পর্যন্ত হতে পারে বা উভয় প্রকার দণ্ডে দণ্ডিত হবে।
উদাহরণ
ক জনৈক একজন মুদ্রা প্রস্তুতকারক। সে তার সহায়তাকারি খ-কে প্রচলন করার জন্য কোম্পানির নকল টাকা প্রদান করে। খ টাকাগুলি অপর একজন প্রচলনকারি গ এর কাছে বিক্রয় করে। গ টাকাগুলি যে নকল টাকা, তা জ্ঞাতসারেই সেইগুলি খরিদ করে। গ, ঘ-এর কাছ হতে খরিদকৃত পণ্যের মূল্যস্বরূপ ঘ-কে সে টাকাগুলি প্রদান করে। টাকাগুলি যে জাল, তা জ্ঞাত না হয়েই ঘ সেইগুলি গ্রহণ করে। কিন্তু গ্রহণ করার সময় সে জ্ঞাত ছিল না যে, টাকাগুলি জাল। তারপরও টাকাগুলি যাতে খাঁটি মুদ্রা হয়, সেইভাবে সে ঐগুলি অর্পণ করে। এইক্ষেত্রে ঘ কেবলমাত্র এই ধারা মােতাবেক দণ্ডিত হবে, কিন্তু খ ও গ দণ্ডিত হবে ধারা-২৩৯ বা ২৪০ মােতাবেক যার ক্ষেত্রে যে ধারা প্রযােজ্য।
ধারা ২৪২এমন কোন লােক দ্বারা নকল মুদ্রা পাবার পর এরূপ মুদ্রা দখল করার সময়ে এটা নকল মুদ্রা বলে জানত
যে লােক, কোন নকল মুদ্রা দখল গ্রহণ করার সময়ে ঐ মুদ্রা নকল বলে জানা সত্ত্বেও প্রতারণামূলকভাবে বা প্রতারণা হতে পারে এই উদ্দেশ্যে জালমুদ্রা দখল করে, সে লােক যে কোন বর্ণনার সশ্রম বা বিনাশ্রম কারাদণ্ডে যার মেয়াদ তিন বৎসর পর্যন্ত হতে পারে দণ্ডিত হবে ও এতদ্ব্যতীত জরিমানদণ্ডেও দণ্ডিত হবে।
ধারা ২৪৩ এমন কোন লােক দ্বারা বাংলাদেশী মুদ্রা পাবার পর এটা গ্রহণ করার সময়ে এটা নকল মুদ্রা বলে জানত
যে লােক, প্রতারণামূলকভাবে বা প্রতারণা করা যেতে পারে এই উদ্দেশ্যে বাংলাদেশী মুদ্রার নকল মুদ্রা দখল করে ও এটা দখল করার সময়ে এটা নকল মুদ্রা বলে জানা সত্ত্বেও সে লােক যেকোন বর্ণনার সশ্রম বা বিনাশ্রম কারাদণ্ডে যার মেয়াদ সাত বৎসর পর্যন্ত হতে পারে দণ্ডিত হবে ও এতদ্বতীত জরিমানাদণ্ডেও দণ্ডিত হবে।
ধারা ২৪৪ টাকশালে নিয়ােজিত লােক দ্বারা আইনবলে নির্দিষ্ট ওজন বা গঠন হতে ভিন্ন প্রকারের মুদ্রা তৈরী করা
কোন লােক যদি বাংলাদেশে আইনসম্মতভাবে প্রতিষ্ঠিত কোন টাকশালে নিয়ােজিত হয়ে টাকশাল হতে ইস্যুকৃত কোন মুদ্রাকে আইনবলে স্থিরীকৃত ওজন বা গঠন হতে ভিন্ন ধরণের মুদ্রায় পরিণত করার উদ্দেশ্যে কোন কার্য করে বা যা করার জন্য সে আইনত বাধ্য তা করা হতে বিরত থাকে, সে লােক যে কোন বর্ণনার সশ্রম বা বিনাশ্রম কারাদণ্ডে যার মেয়াদ সাত বৎসর পর্যন্ত হতে পারে দণ্ডিত হবে ও এতদ্ব্যতীত জনিমানা দওে শাস্তিযােগ্য হবে।
ধারা ২৪৫ টাকশাল হতে মুদ্রা তৈরী করার যন্ত্র বেআইনিভাবে নিয়ে যাওয়া:
কোন লােক যদি আইনানুগ কর্তৃত্ব ছাড়াই, বাংলাদেশে আইনসম্মতভাবে প্রতিষ্ঠিত কোন টাকশাল হতে মুদ্রা প্রস্তুতের হাতিয়ার বা যন্ত্র নিয়ে যায়, সে লােক যে কোন বর্ণনার সশ্রম বা বিনাশ্রম কারাদণ্ডে যার মেয়াদ সাত বৎসর পর্যন্ত হতে পারে দণ্ডিত হবে ও এতদ্বতীয় জরিমানাদণ্ডেও শাস্তিযােগ্য হবে।
ধারা ২৪৬ প্রতারণামূলকভাবে বা অসাধুভাবে মুদ্রার ওজন হ্রাস করা বা গঠন পরিবর্তন
কোন লােক যদি প্রতারণামূলকভাবে বা অসাধুভাবে কোন মুদ্রার উপর এমন কোন প্রক্রিয়া সম্পন্ন করে, যার কারণে সে মুদ্রার ওজন হ্রাস পায় বা গঠন প্রণালী পরিবর্তিত হয়, সে লােক তিন বৎসর পর্যন্ত যে কোন মেয়াদের সশ্রম বা বিনাশ্রম কারাদণ্ডে দণ্ডিত হবে ও তাকে জরিমানাদণ্ডেও দণ্ডিত করা যাবে।
ব্যাখ্যাঃ যে লােক মুদ্রার ওজনের অংশবিশেষ খােদাই করে সৃষ্ট গর্তে অপর কোন কিছু ঢুকিয়ে দেয় সে লােককে মুদ্রার গঠন পরিবর্তন করে বলে পরিগণিত হবে।
ধারা ২৪৭ প্রতারণামূলকভাবে বা অসাধুভাবে বাংলাদেশী মুদ্রার ওজন হ্রাসকরণ বা গঠন প্রণালী পরিবর্তন করা
কোন লােক যদি প্রতারণামূলকভাবে কোন বাংলাদেশী মুদ্রার উপর এমন কোন প্রক্রিয়া সম্পন্ন করে যা মাধ্যমে ঐ মুদ্রার ওজন হ্রাস পায় বা গঠন পরিবর্তন হয়, সে লােক যেকোন বর্ণনার সশ্রম বা বিনাশ্রম কারাদণ্ডে যার মেয়াদ সাত বৎসর পর্যন্ত হতে পারে দণ্ডিত হবে ও এতদ্ব্যতীত জরিমানদণ্ডেও শাস্তিযােগ্য হবে।
ধারা ২৪৮ এই অভিপ্রায় কোন মুদ্রাটির রূপ পরিবর্তন করা যে এটা ভিন্ন বর্ণনার মুদ্রা হিসেবে চালু হবে
কোন লােক যদি কোন মুদ্রা ভিন্ন বর্ণনার মুদ্রা হিসেবে চালু হবে এরূপ অভিপ্রায়ে ঐ মুদ্রার উপর এমন কোন ক্রিয়া সম্পন্ন করে যাতে এর আকার ৰা দৃশ্যৰূপ পরিবর্তন হয়, সে লােক তিন বৎসর পর্যন্ত যে কোন মেয়াদের সশ্রম বা বিনাশ্রম কারাদণ্ডে দণ্ডিত হবে ও এতদ্ব্যতীত জরিমানা দণ্ডেও শাস্তিযোগ্য হবে।
ধারা ২৪৯ এই ইচ্ছায় বাংলাদেশী মুদ্রার রূপ পরিবর্তন করা যে এটা ভিন্ন বর্ণনার মুদ্রা হিসেবে চালানাে যায়
কোন লােক যদি ইচ্ছায় বাংলাদেশী মুদ্রার উপর এরূপ কোন ক্রিয়া সম্পন্ন করে যে ঐ মুদ্রার আকার বা দৃশ্য হিসেবের পরিবর্তন হয় ও ঐ মুদ্রা একটি ভিন্ন বর্ণনার মুদ্রা হিসেবে চালু হবে, সে লােক যে কোন বর্ণনার সশ্রম বা বিনাশ্রম কারাদণ্ডে যার মেয়াদ সাত বৎসর পর্যন্ত হতে পারে দণ্ডিত হবে ও এতদ্ব্যতীত জরিমানা দণ্ডে শাস্তিযােগ্য হবে।
ধারা ২৫০ পরিবর্তিত হয়েছে এরূপ জানা সত্ত্বেও দখলকৃত মুদ্রা হস্তান্তরকরণ
কোন লােক যদি কোন মুদ্রা বিষয়ে ২৪৬ বা ২৪৮ ধারায় উল্লেখিত অপরাধ হয়েছে, সে মুদ্রার দখলকার হয়ে ও সে এরূপ মুদ্রার দখলকারকালে এটা বিষয়ে এরূপ অপরাধ হয়েছে বলে জানা সত্ত্বেও, প্রতারণামূলকভাবে অনুষ্ঠিত হতে পারে এই ইচ্ছায় এরূপ মুদ্রা কোন লােকের কাছে হস্তান্তর করে বা এটা গ্রহণ করার জন্য কোন লােককে অর্পণ করার উদ্যোগ করে, সে লােক যে কোন বর্ণনার সশ্রম বা বিনাশ্রম কারাদণ্ডে যার মেয়াদ পাঁচ বৎসর পর্যন্ত হতে পারে দণ্ডিত হবে ও এতদ্ব্যতীত জরিমানাদণ্ডেও শাস্তিযােগ্য হবে।
ধারা ২৫১ পরিবর্তিত হয়েছে এরূপ জানা সত্ত্বেও অধিকৃত বাংলাদেশী মুদ্রা হস্তান্তর করা
কোন লােক যদি কোন ঊ বিষয়ে ২৪৭ বা ২৪৯ ধারায় উল্লেখিত অপরাধ হয়েছে, সে মুদ্রার দখলকার হয়ে ও এরূপ মুদ্রার দখলকার হওয়ার কালে এটা বিষয়ে এরূপ অপরাধ হয়েছে বলে জানা সত্ত্বেও, প্রতারণামূলকভাৰে বা প্রতারণা অনুষ্ঠিত হয়েছে বলে জ্ঞাত থেকে, প্রতারণামূলকভাবে বা প্রতারণা অনুষ্ঠিত হতে পারে এই অভিপ্রায়ে, অপর কোন লােকের কাছে এরূপ মুদ্রা হস্তান্তর করে বা এটা গ্রহণ করার জন্য অপর কোন লােককে প্রলুব্ধ করার চেষ্টা করে, সে লােক যে কোন বর্ণনার সশ্রম বা বিনাশ্রম কারাদণ্ডে যার মেয়াদ দশ বৎসর পর্যন্ত হতে পারে দণ্ডিত হবে ও এতদ্ব্যতীত জরিমানাদণ্ডেও শান্তি যোগ্য হবে।
ধারা ২৫২ মুদ্রাটি পাবার পর এর পরিবর্তিত হয়েছে জানা সত্ত্বেও এমন কোন লোক ঐ মুদ্রা রাখা
কোন লােক যদি প্রতারণামূলকভাবে বা প্রতারণা অনুষ্ঠিত হতে পারে এই অভিপ্রায়ে, যে মুদ্রা বিষয়ে ২৪৬ বা ২৪৮ ধারাদ্বয়ের যে কোন একটিতে উল্লেখিত অপরাধ হয়েছে, সে মুদ্রার দখলকার হয় ও ঐ মুদ্রার দখলকার হবার সময়ে এরূপ মুদ্রা বিষয়ে এরূপ অপরাধ হয়েছিল বলে জানে, সে লােক যে কোন বর্ণনার সশ্রম বা বিনাশ্রম কারাদণ্ডে যার মেয়াদ তিন বৎসর পর্যন্ত হতে পারে দণ্ডিত হবে ও এতদ্ব্যতীত জরিমানাদণ্ডেও শাস্তিযােগ্য হবে।
ধারা ২৫৩ এমন কোন লােক দ্বারা বাংলাদেশী মুদ্রার পাবার পর ঐ মুদ্রা গ্রহণ করার সময়ে জানত যে এটা পরিবর্তিত হয়েছে
কোন লােক যদি প্রতারণামূলকভাবে বা প্রতারণা হতে পারে এই ইচ্ছায় যে মুদ্রা বিষয়ে ২৪৭ বা ২৪৯ ধারাদ্বয়ের যে কোন একটিতে উল্লেখিত অপরাধ হয়েছে, সে মুদ্রার দখলকার হয় ও এটা তার দখলে আনবার সময় এরূপ মুদ্রা বিষয়ে এরূপ অপরাধ হয়েছিল বলে জানা থাকে, সে লােক যেকোন বর্ণনার সশ্রম বা বিনাশ্রম কারাদণ্ডে যার মেয়াদ পাঁচ বৎসর পর্যন্ত হতে পারে দণ্ডিত হবে ও এতদ্ব্যতীত জরিমানাদণ্ডেও শাস্তিযােগ্য হবে।
ধারা ২৫৪ এমন মুদ্রা খাঁটি বলে প্রদান করা যা প্রথম দখল করার সময় পরিবর্তিত হয়েছিল বলে প্রদানকারি বা অর্পণকারির জানা ছিল না
কোন লােক যদি এমন কোন মুদ্রা অপর কোন লােকের কাছে খাঁটি বলে বা এটা যে মুদ্রা তা হতে ভিন্ন বর্ণনার কোন মুদ্রা বলে, এমন কোন মুদ্রা প্রদান করে বা এমন কোন মুদ্রা খাঁটি বলে বা এটা যে মুদ্রা তা হতে ভিন্নতর বর্ণনার মুদ্রা হিসেবে গ্রহণ করার জন্য কোন লােককে গ্রহণ করতে চেষ্টা করে, যে মুদ্রা বিষয়ে ২৪৬, ২৪ ৭, ২৪৮ বা ২৪৯ ধারায় উল্লেখিত কোন ক্রিয়া সম্পন্ন হয়েছে বলে সে জানে, কিন্তু এটা তার দখলে আসারকালে ঐ মুদ্রা বিষয়ে এরূপ কোন ক্রিয়া সম্পন্ন হয়েছে বলে সে জানত না, সে লােক যে কোন বর্ণনার সশ্রম বা বিনাশ্রম কারাদণ্ডে যার মেয়াদ দুই বৎসর পর্যন্ত হতে পারে বা জরিমানা দণ্ডে যার পরিমাণ যে মুদ্রার জন্য পরিবর্তিত মুদ্রা চালানাে হয় বা চালানাের উদ্যোগ করা হয়, সে মুদ্রার দশগুণের সমানমূল্য পর্যন্ত যে কোন পরিমাণ জরিমানা দণ্ডে দণ্ডিত হবে ।
ধারা ২৫৫ সরকারি স্ট্যাম্প জালকরণ
কোন লােক যদি রাজস্বের উদ্দেশ্যে সরকার দ্বারা ইস্যুকৃত কোন স্ট্যাম্প নকল করে বা জ্ঞাতসারে এরূপ কোন স্ট্যাম্প নকল করার প্রক্রিয়ার অংশ বিশেষ সংগঠন করে, সে লােক যাবজ্জীবন কারাদণ্ডে বা যে কোন বর্ণনার সশ্রম বা বিনাশ্রম কারাদণ্ডে যার মেয়াদ দশ বৎসর পর্যন্ত হতে পারে দণ্ডিত হবে ও এতদ্ব্যতীত জরিমানাদণ্ডেও শাস্তিযােগ্য হবে।
ব্যাখ্যাঃ যে লােক কোন খাঁটি স্ট্যাম্পকে ভিন্ন যে কোন খাঁটি স্ট্যাম্পের সদৃশ করে নকল করে সে লােক এই অপরাধ অনুষ্ঠান করে বলে পরিগণিত হবে।
ধারা ২৫৬ সরকারি স্ট্যাম্প নকল করার যন্ত্রপাতি বা সামগ্রী দখলে রাখা
কোন লােক যদি রাজস্বের উদ্দেশ্যে সরকার দ্বারা ইস্যুকৃত কোন স্ট্যাম্প নকল করার কার্যে ব্যবহারের উদ্দেশ্যে বা এরূপ উদ্দেশ্যে ব্যবহারের জন্য অভিপ্রেত বলে জেনে বা বিশ্বাস করার কারণ থাকার পরও কোন যন্ত্রপাতি বা সামগ্রী তার দখলে রাখে, সে লােক যে কোন বর্ণনার সশ্রম বা বিনাশ্রম কারাদণ্ডে যার মেয়াদ সাত বৎসর পর্যন্ত হতে পারে দণ্ডিত হবে ও এতদ্বতীয় জরিমানাদণ্ডেও শাস্তিযােগ্য হবে।
ধারা ২৫৭ সরকারি স্ট্যাম্প নকল করণার্থে যন্ত্রপাতি তৈরী বা বিক্রয় করা
কোন লােক যদি রাজস্বের উদ্দেশ্যে সরকার দ্বারা ইস্যুকৃত কোন স্ট্যাম্প নকল করার কার্যে ব্যবহারের উদ্দেশ্যে বা এরূপ কার্যে ব্যবহারে জন্য অভিপ্রেত বলে জেনে বা বিশ্বাস করার কারণ থাকার পরও কোন যন্ত্রপাতি তৈরী করে বা তৈরী প্রণালীর যে কোন অংশ সম্পন্ন করে, বা ক্রয় করে বা বিক্রয় করে বা বিলি ব্যবস্থা করে, সে লােক যে কোন বর্ণনার সশ্রম বা বিনাশ্রম কারাদণ্ডে যার মেয়াদ সাত বৎসর পর্যন্ত হতে পারে দণ্ডিত হবে ও এতদ্ব্যতীত জরিমানাদণ্ডেও শাস্তিযােগ্য হবে।
ধারা ২৫৮ নকল সরকারি স্ট্যাম্প বিক্রয় করা
কোন লােক যদি, এরূপ কোন স্ট্যাম্প বিক্রয় করে বা বিক্রয়াৰ্থে বাজারে ছাড়ে, যা রাজস্বের উদ্দেশ্যে সরকার দ্বারা ইস্যুকৃত যে কোন স্ট্যাম্পের নকল বলে সে জানে বা তার বিশ্বাস করার কারণ থাকে, সে লােক যে কোন বর্ণনার কারাদণ্ডে যার মেয়াদ সাত বৎসর পর্যন্ত হতে পারে দণ্ডিত হবে ও এতদ্ব্যতীত জরিমানাদণ্ডেও শাস্তিযােগ্য হবে।
ধারা ২৫৯ নকল সরকারি স্ট্যাম্প দখলে রাখা
কোন লােক যদি খাঁটি স্ট্যাম্প হিসেবে ব্যবহার বা বিলি ব্যবস্থার জন্য বা এটা একটি খাঁটি স্ট্যাম্প হিসেবে ব্যবহৃত হতে পারে এই ইচ্ছায় এরূপ কোন স্ট্যাম্প তার তত্ত্বাবধানে রাখে যা রাজস্বের উদ্দেশ্যে সরকার দ্বারা ইস্যুকৃত কোন স্ট্যাম্পের নকল বলে সে জানে, সে লােক যে কোন বর্ণনার সশ্রম বা বিনাশ্রম কারাদণ্ডে যার মেয়াদ সাত বৎসর পর্যন্ত হতে পারে দণ্ডিত হবে ও এতদ্ব্যতীত জরিমানাদণ্ডেও শাস্তিযােগ্য হবে।
ধারা ২৬০ নকল বলে জানা সত্ত্বেও কোন সরকারি স্ট্যাম্পকে খাঁটি বলে ব্যবহার করা
কোন লােক যদি যে কোন স্ট্যাম্পকে রাজস্বের উদ্দেশ্যে সরকার দ্বারা ইস্যুকৃত কোন স্ট্যাম্পের নকল বলে জানা সত্ত্বেও, এটা খাঁটি হিসেবে ব্যবহার করে, সে লােক যে কোন বর্ণনার সশ্রম বা বিনাশ্রম কারাদণ্ডে যার মেয়াদ সাত বৎসর পর্যন্ত হতে পারে বা জরিমানা দণ্ডে বা উভয় দণ্ডে দণ্ডিত হবে ।
ধারা ২৬১ সরকারের ক্ষতিসাধনের উদ্দেশ্যে সরকারি স্ট্যাম্প ধারক কোন বস্তু হতে লেখা মুছে ফেলা বা নথিপত্র হতে এর জন্য ব্যবহৃত স্ট্যাম্প তুলে ফেলা
কোন লােক যদি প্রতারণামূলকভাবে বা সরকারের ক্ষতিসাধনের উদ্দেশ্যে রাজস্বের জন্য সরকার দ্বারা ইস্যুকৃত কোন স্ট্যাম্প ধারক কোন বস্তু হতে যে লেখা বা দলিলের জন্য এরূপ স্ট্যাম্প ব্যবহৃত হয়েছে, সে লেখা বা নথিপত্র অপসারণ বা মুছে ফেলে, বা কোন স্ট্যাম্প কোন ভিন্ন লেখা বা নথিপত্র হতে সে স্ট্যাম্প অপসারণ করে, সে লােক যে কোন বর্ণনার সশ্রম বা বিনাশ্রম কারাদণ্ডে যার মেয়াদ তিন বৎসর পর্যন্ত হতে পারে দণ্ডিত হবে ও এতদ্ব্যতীত জরিমানাদণ্ডেও শাস্তিযােগ্য হবে।
ধারা ২৬২ পূর্বে ব্যবহৃত হয়েছে জানা সত্ত্বেও সরকারি স্ট্যাম্প ব্যবহার করা
কোন লােক যদি প্রতারণামূলক বা সরকারের ক্ষতি সাধনের উদ্দেশ্যে সরকার কর্তৃক রাজস্বের জন্য ইস্যুকৃত কোন স্ট্যাম্প, যা পূর্বে ব্যবহৃত হয়েছে বলে সে জানে, তা যে কোন উদ্দেশ্যে ব্যবহার করে সে লােক যে কোন বর্ণনার সশ্রম বা বিনাশ্রম কারাদণ্ডে যার মেয়াদ দুই বৎসর পর্যন্ত হতে পারে জরিমানা দণ্ডে বা উভয় প্রকার দণ্ডে দণ্ডিত হবে।
ধারা ২৬৩ স্ট্যাম্প ব্যবহৃত হবার প্রমাণস্বরূপ দেয় মার্ক মুছে ফেলা
কোন লােক যদি প্রতারণামূলকভাবে বা সরকারের ক্ষতিসাধন করার উদ্দেশ্যে সরকার দ্বারা রাজস্বের জন্য ইস্যুকৃত কোন স্ট্যাম্প হতে এটা ব্যবহৃত হয়েছে এরূপ অর্থ জ্ঞাপনের উদ্দেশ্যে এরূপ স্ট্যাম্পের উপর প্রযুক্ত বা অস্তিত্ব কোন মার্ক মুছে ফেলে বা অপসারণ করে বা যে স্ট্যাম্প হতে এরূপ মার্ক মুছে ফেলা হয়েছে বা অপসারিত হয়েছে সে স্ট্যাম্প জ্ঞাতসারে তার দখলে রাখে বা বিক্রয় করে বা বিলি ব্যবস্থা করে বা যে স্ট্যাম্প ব্যবহৃত হয়েছে বলে সে জানে সে স্ট্যাম্প বিক্রয় করে বা বিলি ব্যবস্থা করে, সে লোক যে কোন বর্ণনার সশ্রম বা বিনাশ্রম কারাদণ্ডে যার মেয়াদ তিন বৎসর পর্যন্ত হতে পারে বা জরিমানা দণ্ডে বা উভয় দণ্ডে দণ্ডিত হবে।
ধারা ২৬৩ক ভূয়া স্ট্যাম্পের উপর নিষেধাজ্ঞা
(১) কোন ব্যক্তি(ক) কোন নকল স্ট্যাম্প তৈরী করে, জ্ঞাতসারে চালু করে, এর ব্যবসা করে বা বিক্রয় করে বা জ্ঞাতসারে ডাক ব্যবস্থার উদ্দেশ্যে নকল স্ট্যাম্প ব্যবহার করে, অথবা
(খ) বৈধ আইনসম্মত কারণ ছাড়া তার তত্ত্বাবধানে কোন নকল স্ট্যাম্প রাখে, বা
(গ) কোন নকল স্ট্যাম্প তৈরী করার ছাঁচ, ফলক, যন্ত্র বা দ্রব্য সামগ্রী তৈরী করে বা বৈধ অজুহাত ছাড়াই তার তত্ত্বাবধানে রাখে, সে লােক জরিমানা দণ্ডে যার পরিমাণ দুইশত টাকা পর্যন্ত হতে পারে দণ্ডিত হবে।
(২) যে কোন নকল স্ট্যাম্প প্রস্তুতির জন্য যে কোন লােকের অধিকারভুক্ত এরপ যে কোন স্ট্যাম্প, ছাঁচ, ফলক, যন্ত্র বা দ্রব্য সামগ্ৰী হস্তগত করা যাবে ও তৎগুলাে আটক ও বাজেয়াপ্ত হয়ে যাবে ।
(৩) এই ধারায় “ভূয়া স্ট্যাম্প” বলতে সরকার দ্বারা ইস্যুকৃত ডাক মণ্ডলের হার বা যে কোন স্ট্যাম্পের পত্রের উপরই হােক বা প্রকারান্তরেই হােক, যে কোন প্রতিরূপ অনুসরণ, অনুকৃতি বা প্রতিকল্পের অর্থ জ্ঞাপনের উদ্দেশ্যে সরকার দ্বারা ইস্যুকৃত বলে মিথ্যাভাবে অধিগম্য যে কোন প্রতিরূপ, স্ট্যাম্পকে বুঝবে।
(৪) এই ধারায় ও এতদ্ব্যতীত ২৫৫ হতে ২৬৩ ধারা গুলাের উভয়সহ ডাক মাশুলের হার নির্দেশের উদ্দেশ্যে ইস্যুকৃত যে কোন স্ট্যাম্প বিষয়ে বা তৎপ্রতি উল্লেখের ক্ষেত্রে “সরকার” শব্দে, ১৭ ধারায় যাই উল্লেখিত থাকুক না কেন, বাংলাদেশের যে কোন অংশে ও এতদ্ব্যতীত রাজকীয় ডমিনিয়নগুলাের যে কোন অংশে বা বৈদেশিক রাষ্ট্রে কার্য নির্বাহক সরকার পরিচালনা করার জন্য আইনানুসারে ক্ষমতাপ্রাপ্ত লােক বা ব্যক্তিবর্গকে বুঝাবে।