- Get link
- X
- Other Apps
Chapter Eight - Of Offences Against the Public Tranquility
অষ্টম অধ্যায় -সর্বসাধারণের শান্তি বহির্ভূত অপরাধগুলো বিষয়ক
ধারা ১৪১ বেআইনি সমাবেশ
পাঁচ বা ততােধিক লােকের সমাবেশকে “বেআইনি সমাবেশ" বলে পরিগণিত হয় যদি ঐ সমাবেশ গঠনকারি ব্যক্তিদের সাধারণ উদ্দেশ্য নিম্নোক্তরূপ হয়-
প্রথম, অপরাধজনক বলপ্রয়ােগ বা অপরাধজনক বলপ্রয়োগের হুমকি প্রদান করে সরকার বা আইন পরিষদ বা কোন সরকারি কর্মচারিকে এরূপ সরকারি কর্মচারি হিসেবে তার আইনানুগ ক্ষমতা প্রয়ােগের সম্পর্কে ভয় দেখানাে করা; অথবা
দ্বিতীয়, কোন আইন বা আইনগত ব্যবস্থা বাস্তবায়নে বাধা দান করা; বা
তৃতীয়, কোন দুষ্কর্ম বা অপরাধজনক অনধিকার প্রবেশ বা অপরবিধ অপরাধ সংগঠন করা; বা
চতুর্থ, কোন লােকের প্রতি অপরাধজনক বলপ্রয়ােগ বা অপরাধজনক বলপ্রয়ােগের হুমকি দিয়ে কোন সম্পত্তি কর্তৃত্ত্ব বা অর্জন করা, বা কোন লােককে রাস্তার কর্তৃত্ত্ব বা পানির ব্যবহার বা তদীয় দখল বা অধিকারভুক্ত অপর কোন অশরীরি কর্তৃত্ত্ব হতে বঞ্চিত করা; অথবা
পঞ্চম, অপরাধজনক বলপ্রয়োগ বা অপরাধজনক বলপ্রয়ােগের হুমকি দিয়ে কোন লােককে যা সম্পন্ন করার জন্য সে আইনত বাধ্য নয়, তা করতে বাধ্য করা বা যা সম্পন্ন করার জন্য তার আইনসম্মত কর্তৃত্ত্ব আছে তা সম্পন্ন হতে তাকে বিরত করা।
ব্যাখ্যাঃ যে সমাবেশে, সমাবিষ্ট হবার সময় বেআইনি ছিল না, তা পরবর্তীকালে বেআইনি সমাবেশে পরিণত হতে পারে।
ধারা ১৪২ বেআইনি সমাবেশে যােগদান
যে লােক, যেসব তথ্যের কারণে কোন সমাবেশ বেআইনি সমাবেশে পরিণত হয়, তৎসম্পর্কে জ্ঞাত হয়েও ইচ্ছাকৃতভাবে ঐ সমাবেশে যােগদান করে বা তাতে অবস্থান করে, সে লােক বেআইনি সমাবেশের সদস্য বলে পরিগণিত হবে।
ধারা ১৪৩ শাস্তি
যে লােক কোন বেআইনি সমাবেশের সদস্য হবে, সে লােক যে কোন বর্ণনার সশ্রম বা বিনাশ্রম কারাদণ্ড, যার মেয়াদ ছয় মাস পর্যন্ত হতে পারে বা জরিমানা দণ্ডে বা উভয় দণ্ডে দণ্ডিত হবে।
ধারা ১৪৪ মারাত্মক অস্ত্রে সজ্জিত হয়ে বেআইনি সমাবেশে যােগদান
যে লােক কোন মারাত্মক অস্ত্রে সজ্জিত হয়ে বা যে বস্তু হাতিয়ার হিসেবে ব্যবহার করলে মৃত্যু ঘটাতে পারে এরূপ কোন কিছুতে সজ্জিত হয়ে কোন বেআইনি সমাবেশের সদস্য হয়, সে লােক যে কোন বর্ণনার সশ্রম বা বিনাশ্রম কারাদণ্ডে যার মেয়াদ দুই বৎসর পর্যন্ত হতে পারে বা জরিমানা দণ্ডে বা উভয় দণ্ডে দণ্ডিত হবে।
ধারা ১৪৫ কোন বেআইনি সমাবেশ ছত্রভঙ্গ করার নির্দেশ দেওয়া হয়েছে জেনেও তাতে যােগদান করা বা তাতে অবস্থান করা
যে লােক কোন বেআইনি সমাবেশ, আইনে উল্লেখিত পদ্ধতিতে ছত্রভঙ্গ করার জন্য আদেশ দেওয়া হয়েছে জেনেও এরূপ বেআইনি সমাবেশে যােগদান করে বা তাতে অবস্থান করে, সে লােক যে কোন বর্ণনার সশ্রম বা বিনাশ্রম কারাদণ্ডে যার মেয়াদ দুই বৎসর পর্যন্ত হতে পারে বা জরিমানা দণ্ডে বা উভয় দণ্ডে দণ্ডিত হবে।
খারা ১৪৬ দাঙ্গা
কখনও কোন বেআইনি সমাবেশ দ্বারা বা এর যে কোন সদস্য দ্বারা এরূপ সমাবেশের সাধারণ উদ্দেশ্য বাস্তবায়নের লক্ষ্যে বল বা হিংস্র পদ্ধতি প্রয়ােগ করা হলে, এরূপ সমাবেশের প্রতিটি সদস্য দাঙ্গার অপরাধে অপরাধি হবে।
ধারা ১৪৭ দাঙ্গার শাস্তি
যে লােক দাঙ্গার অপরাধে অপরাধি হলে সে লােক যে কোন বর্ণনার সশ্রম বা বিনাশ্রম কারাদণ্ডে যার মেয়াদ দুই বৎসর পর্যন্ত হতে পারে বা জরিমানা দণ্ডে বা উভয় দণ্ডিত হবে।
ধারা ১৪৮ মারাত্মক অস্ত্রে সেজে দাঙ্গা করা
যে লােক কোন মারাত্মক অস্ত্রে সেজে বা যে জিনিস অপরাধের হাতিয়ার হিসেবে ব্যবহার করলে মৃত্যু ঘটাতে পারে, এমন কিছুতে সজ্জিত হয়ে দাঙ্গার জন্য অপরাধি হয়, সে লােক যে কোন বর্ণনার সশ্রম বা বিনাশ্রম কারাদণ্ডে, যার মেয়াদ তিন বৎসর পর্যন্ত হতে পারে বা জরিমানা দণ্ডে বা উভয় দণ্ডে দণ্ডিত হবে।
ধাৱা ১৪৯ সাধারণ লক্ষ্য পূরণকল্পে অনুষ্ঠিত অপরাধের জন্য বেআইনি সমাবেশের প্রতিটি সদস্য অপরাধি হবে
কোন বেআইনি সমাবেশে যদি কোন সদস্য দ্বারা এ সমাবেশের সাধারণ উদ্দেশ্য পূরণকল্পে কোন অপরাধ অনুষ্ঠিত হয় বা এ উদ্দেশ্য পূরণকল্পে অনুষ্ঠিত হবার আশংকা আছে বলে ঐ সমাবেশের সদস্যগণের কোন অপরাধ অনুষ্ঠিত হয় বা ঐ লক্ষ্যে বাস্তবায়নে জানা থাকে, তা হলে এ অপরাধ অনুষ্ঠিত হবার সময় যে সমস্ত লােক এই সমাবেশের সদস্য থাকে তাদের প্রত্যেকে এ অপরাধে অপরাধ বলে।
ধারা ১৫০ বেআইনি সমাবেশে যােগদানের জন্য লােক ভাড়া করা বা ভাড়ার কার্যে সাহায্য করা
যে লােক কোন বেআইনি সমাবেশে যােগদানের জন্য বা এর সদস্য হবার জন্য কোন লােককে ভাড়া বা নিয়ােজিত বা উৎসাহিত করে, বা তার ভাড়া, নিযুক্তি বা নিয়ােগে সাহায্য করে, সে লােক এরূপ বেআইনি সমাবেশের সদস্য হিসেবে শাস্তিযােগ্য। হবে ও এরূপ ভাড়া, নিযুক্তি বা নিয়ােগের অনুসরণে এরূপ বেআইনি সমাবেশে অংশগ্রহণকারি হিসেবে এরূপ লােক দ্বারা যে কোন অপরাধের জন্য সে লােক এই হিসেবে শাস্তিযােগ্য হবে যেন সে এরূপ বেআইনি সমাবেশের অংশগ্রহণকারি ছিল বা সে স্বয়ং এরূপ অপরাধ সংগঠন করেছিল।
ধারা ১৫১ পাঁচ বা ততােধিক লােকের সমাবেশ ছত্রভঙ্গ করার নির্দেশ দেওয়া হয়েছে জেনেও তাতে যােগদান করা বা অবস্থান করা
যে লােক শান্তিভঙ্গ করার সম্ভাবনাপূর্ণ পাচঁ বা ততােধিক লােকের কোন সমাবেশ ভেঙ্গে দেওয়ার আইনানুগ নির্দেশ দেওয়ার পর জ্ঞাতসারে এরূপ সমাবেশে শরীক হয় বা অবস্থান করে, সে লােক যে কোন বর্ণনার সশ্রম বা বিনাশ্রম কারাদণ্ডে, যার মেয়াদ ছয় মাস পর্যন্ত হতে পারে বা জরিমানা দণ্ডে বা উভয় দণ্ডে শাস্তিযােগ্য হবে।
ব্যাখ্যা: যদি সমাবেশটি ১৪১ ধারার তাৎপর্যাধীন একটি বেআইনি সমাবেশ হয়, তা হলে অপরাধকারি ১৪৫ ধারার আওতায় শাস্তিযােগ্য হবে।
ধারা ১৫২ দাঙ্গা, প্রভৃতি দমনকালে সরকারি কর্মচারিকে আক্রমণ বা বাধা দান
যে লােক, কোন সরকারি কর্মচারিকে, কোন বেআইনি সমাবেশ ছত্রভঙ্গ করে দেওয়ার প্রচেষ্টাকালে, বা কোন দাঙ্গা বা মারামারি দমনকার্যে এরূপ সরকারি কর্মচারি হিসেবে তার দায়িত্ব পালনের সম্পর্কে আক্রমণ করে, আক্রমণের ভীতি দেখায়, বাধাদান বা বাধাদানের উদ্যোগ করে বা এরূপ সরকারি কর্মচারির প্রতি অপরাধজনক বলপ্রয়ােগ করে বা প্রয়ােগের ভীতি দেখায় বা প্রয়ােগের উদ্যোগ করে, সে লােক যে কোন বর্ণনার সশ্রম বা বিনাশ্রম কারাদণ্ডে যার মেয়াদ তিন বৎসর পর্যন্ত হতে পারে বা জরিমানা দণ্ডে বা উভয় দণ্ডে দণ্ডিত হবে।
ধারা ১৫৩ দাঙ্গা বাধাবার ইচ্ছায় বেপরােয়াভাবে উত্তেজনা দান করা- দাঙ্গা অনুষ্ঠিত হবার ক্ষেত্রে; দাঙ্গা অনুষ্ঠিত না হবার ক্ষেত্রে
যে লােক দুরভিসন্ধিমূলকভাবে বা বেপরােয়াভাবে কোন অবৈধ কার্য সম্পন্ন করে এরূপ অভিপ্রায় বা এরূপ আশংকা আছে জেনে কোন লােককে উস্কানি দান করে যে, এরূপ উত্তেজনার মাধ্যমে দাঙ্গার অপরাধ হবে, সে লােক এরূপ উত্তেজনার কারণে দাঙ্গার অপরাধ অনুষ্ঠিত হলে যে কোন বর্ণনার সশ্রম বা বিনাশ্রম কারাদণ্ডে যার মেয়াদ এক বৎসর পর্যন্ত হতে পারে, জরিমানা দণ্ডে বা উভয় দণ্ডে দণ্ডিত হবে ও দাঙ্গার অপরাধ না হলে যে কোন বর্ণনার সশ্রম বা বিনাশ্রম কারাদণ্ডে যার মেয়াদ ছয়মাস পর্যন্ত হতে পারে বা জরিমানা দণ্ডে বা উভয় দণ্ডে দণ্ডিত হবে।
ধারা ১৫৩ক যে কোন মানব শ্রেণীর ভিতর শক্রতা উদ্ভব করা
যে লােক, উচ্চারিত ৰা লিখিত শব্দগুলাের সাহায্যে বা মার্কাদি বা দৃশ্যমান প্রতীকের সাহায্যে, বা প্রকারান্তরে বাংলাদেশের নাগরিকগণের বিভিন্ন যে কোন শ্রেণীর ভিতর শক্রতা বা ঘৃণা ভাব উদ্ভব করে বা সৃষ্টির উদ্যোগ করে, সে লােক কারাদণ্ডে, যার মেয়াদ দুই বৎসর পর্যন্ত হতে পারে বা জরিমানা দণ্ডে বা উভয় দণ্ডে দণ্ডিত হবে।
ব্যাখ্যাঃ যে বিষয়গুলাে বাংলাদেশের জনসাধারণের বিভিন্ন যে কোন শ্রেণীর ভিতর বৈরিতা ও বিদ্বেষের মনােভাব বা ঘৃণার ভাব উদ্ভব করছে বা যার এরূপ বৈরিতা বা বিদ্বেষের মনােভাব উদ্ভব করার প্রবণতা রয়েছে, বিদ্বেষাত্মক লক্ষ্য ছাড়াই ঐ বিষয়গুলাে দূরীকরণের মহৎ উদ্দেশ্যে ঐ বিষয়গুলাের প্রতি অঙ্গুলি নির্দেশ, এই ধারার অর্থ অনুসারে অপরাধ বলে পরিগণিত হবে না।
ধারা ১৫৩খ রাজনৈতিক কার্যকলাপে অংশগ্রহণের জন্য ছাত্র প্রভৃতিকে প্ররােচনা
যে লােক কথিত বা লিখিত শব্দগুলাের সাহায্যে বা সংকেতগুলাের বা দৃশ্যমান প্রতীকগুলাের সাহায্যে বা প্রকারান্তরে যে কোন ছাত্র বা ছাত্রী যে কোন ছাত্রীদের বা ছাত্রদের সম্পর্কে আগ্রহান্বিত বা তাদের সঙ্গে সম্পর্কযুক্ত যে কোন প্রতিষ্ঠানকে এমন কোন রাজনৈতিক কার্যকলাপে অংশগ্রহণের জন্য প্ররােচিত করে বা প্ররােচিত করার উদ্যোগ করে, যা গণশৃঙ্খলা নষ্ট বা খর্ব করে বা যা গণশৃঙ্গলা নষ্ট বা খর্ব করার আশংকা আছে, সে লােক কারাদণ্ডে-যার মেয়াদ দুই বৎসর পর্যন্ত হতে পারে বা জরিমানা দণ্ডে বা উভয় প্রকার দণ্ডে দণ্ডিত হবে।
ধারা ১৫৪ যে ভূমিতে বেআইনি সমাবেশ অনুষ্ঠিত হয় এর স্বত্বাধিকারি বা দখলকারী
কখনও কেন বেআইনি সমাবেশ বা দাঙ্গা হলে যে ভূমির উপর এরূপ বেআইনি সমাবেশ অনুষ্ঠিত হয় বা এরূপ দাঙ্গা অনুষ্ঠিত হয়, সে ভূমির স্বত্বাধিকারি বা দখলকার ও এরূপ ভূমিতে স্বার্থ সমন্বিত বা স্বার্থের দাবিদার যে কোন লােক অনধিক এক হাজার টাকা পর্যন্ত জরিমানা দত্তে শাস্তিযােগ্য হবে, যদি সে বা তার প্রতিনিধি বা ম্যানেজার এরূপ অপরাধ অনুষ্ঠিত হচ্ছে বা হয়েছে জেনে বা এটা অনুষ্ঠিত হবার আশংকা আছে বলে বিশ্বাস করার কারণ থাকার পরও তার বা তাদের সাধ্যমত নিকটতম থানার প্রধান অফিসারকে তৎসম্পর্কে যথাসম্ভব শীঘ্র সংবাদ না দেয় ও এটা অনুষ্ঠিত হবার উপক্রম হয়েছিল বলে তার বা তাদের বিশ্বাস করার কারণ থাকার পরও এটা নিবারণ করণার্থে তার বা তাদের সাধ্যমত সমুদয় আইনানুগ উপায় অবলম্বন না করে ও এটা অনুষ্ঠিত হবার সম্পর্কে দাঙ্গা বা বেআইনি সমাবেশ ছত্রভঙ্গ বা দমন করার জন্য তার বা তাদের সাধ্যমত সমুদয় আইনানুগ উপায় অবলম্বন না করে।
ধারা ১৫৫ যে লােকের উপকারার্থে দাঙ্গা হয় তার দায়-দায়িত্ব
যে ভূমির সম্পর্কে কোন দাঙ্গা অনুষ্ঠিত হয়েছে, সে ভূমির স্বত্ত্বাধিকারি বা দখলকার বা যে লােক এরূপ ভূমিতে বা যে বিরােধের কারণে দাঙ্গার সূত্রপাত হয়েছে, সে বিরােধের বিষয়বস্তুতে কোন স্বার্থ দাবি করে বা যে লােক এটা হতে কোন উপকার গ্রহণ বা অর্জন করেছে, সে লােকের উপকারার্থে বা পক্ষে কখনও এরূপ দাঙ্গা অনুষ্ঠিত হলে, ঐ লােক জরিমানা দণ্ডে শাস্তিযােগ্য হবে, যদি সে বা তার প্রতিনিধি বা ম্যানেজার এরূপ দাঙ্গা অনুষ্ঠিত হবার আশংকা আছে বলে, বা যে বেআইনি সমাবেশের কারণে দাঙ্গা হয়েছিল সে বেআইনি সমাবেশ অনুষ্ঠিত হবার আশংকা আছে বলে বিশ্বাস করার কারণ থাকার পরও এরূপ সমাবেশ বা এরূপ দাঙ্গার সংগঠন নিরােধ করার ও এটা দমন ও ছত্রভঙ্গ করণার্থে তার বা তাদের নিজ নিজ সাধ্যমত সমুদয় আইনানুগ উপায় অবলম্বন না করে।
ধারা ১৫৬ যে স্বত্বাধিকারি বা দখলকারির স্বার্থে দাঙ্গা অনুষ্ঠিত হয় সে স্বত্বাধিকারি বা দখলকারি বা দখলকারি প্রতিনিধির দায়িত্ব
যে ভূমির সম্পর্কে দাঙ্গা অনুষ্ঠিত হয়, সে ভূমির স্বত্বাধিকারি বা দখলকার বা যে লােক এরূপ ভূমিতে বা যে বিরােধের বিষয়বস্তুতে কোন স্বার্থ দাবি করে বা যে লােক এটা হতে কোন উপকার গ্রহণ বা অর্জন করেছে, সে লােকের উপকারার্থ বা পক্ষে কখনও এরূপ দাঙ্গা অনুষ্ঠিত হলে, এরূপ লােকের প্রতিনিধি বা ম্যানেজার জরিমানা দওে শান্তি যােগ্য হবে, যদি এরূপ প্রতিনিধি বা ম্যানেজার অনুষ্ঠিত হবার আশংকা আছে বলে বা যে বেআইনি সমাবেশের কারণে এরূপ দাঙ্গা অনুষ্ঠিত হয়েছিল, সে বেআইনি সমাবেশ অনুষ্ঠিত হবার কারণ থাকার পরও এপ দাঙ্গা সমাবেশ সংগঠন নিরােধ ও ছত্রভঙ্গ করার জন্য তার সাধ্যমত সমুদয় আইনানুগ উপায় অবলম্বন না করে।
ধারা ১৫৭ বেআইনি সমাবেশের জন্য ভাড়াটিয়া ব্যক্তিদের আশ্রয়দান
যে লােক, এরূপ জেনে এমন ব্যক্তিদের তার দখলাধীন বা দায়িত্বধীন বা নিয়ন্ত্রণাধীন যে কোন গৃহে বা বাড়ীতে আশ্রয় দান, গ্রহণ বা একত্রিত করে যে তাদেরকে কোন বেআইনি সমাবেশে যােগদানের জন্য বা এ সমাবেশের সদস্য হবার জন্য ভাড়া বা নিয়ােজিত বা নিয়ােজিত করা হয়েছে; বা ভাড়া বা নিয়ােজিত বা নিয়ােজিত করার উপক্রম করা হয়েছিল সে লােক যে কোন বর্ণনার সশ্রম বা বিনাশ্রম কারাদণ্ডে, যার মেয়াদ ছয় মাস পর্যন্ত হতে পারে বা জরিমানা দণ্ডে বা উভয় দণ্ডে দণ্ডিত হবে।
ধারা ১৫৮ কোন বেআইনি সমাবেশ বা দাঙ্গায় অংশগ্রহণের জন্য ভাড়াটিয়া হওয়া
যে লােক, ১৪১ ধারায় উল্লেখিত যে কোন কার্য সম্পন্ন করণার্থে বা এটা সম্পাদনে সাহায্য করণার্থে নিয়ােজিত হয় বা ভাড়াটিয়া হয় বা নিয়ােজিত হবার বা ভাড়াটিয়া হবার প্রস্তাব করে বা চেষ্টা করে, সে লােক যে কোন বর্ণনার সশ্রম বা বিনাশ্রম কারাদণ্ডে যার মেয়াদ ছয় মাস পর্যন্ত হতে পারে বা জরিমানা দণ্ডে বা উভয় দণ্ডে দণ্ডিত হবে।
অথবা অস্ত্র সজ্জিত হয়ে যাওয়া
ও যে লােক পূর্বোক্ত হিসেবে নিয়ােজিত হয়ে বা ভাড়াটিয়া বলে যে কোন মারাত্মক অস্ত্রে, বা যে জিনিস অপরাধের হাতিয়ার হিসেবে ব্যবহৃত হলে মৃত্যু ঘটানাের আশংকা থাকে এমন কিছুতে অস্ত্রসজ্জিত হবার জন্য নিয়ােজিত হয় বা প্রস্তাব করে, সে লােক যে কোন বর্ণনার সশ্রম বা বিনাশ্রম কারাদণ্ডে, যার মেয়াদ দুই বৎসর পর্যন্ত হতে পারে বা জরিমানা দণ্ডে বা উভয় দণ্ডে দণ্ডিত হবে।
ধারা ১৫৯ মারামারি
দুই বা ততোধিক লোক প্রকাশ্য জায়গায় ঝগড়া করে কোন গণশান্তি ভঙ্গ করে তাহলে তারা "মারামারি" করে বলে কথিত হবে।
ধারা ১৬০ মারামারি সংঘটনের দণ্ড
যে লােক মারামারী অনুষ্ঠান করলে সে লােক যে কোন বর্ণনার সশ্রম বা বিনাশ্রম কারাদণ্ডে, যার মেয়াদ এক মাস পর্যন্ত হতে পারে বা জরিমানা দণ্ডে যার পরিমাণ একশত টাকা পর্যন্ত হতে পারে, বা উভয় দণ্ডে দণ্ডিত হবে।