- Get link
- X
- Other Apps
Of the Loss of Property of Banking Company
ব্যাংকিং কোম্পানীর সম্পত্তির ক্ষতি বিষয়ক
ধারা ৪৬২ক ব্যাংক অফিসার ও কর্মচারিদের অবহেলাজনিত আচরণের জন্য শাস্তি
কোন লােক যদি, ব্যাংক কোম্পানীর অফিসার; বা কর্মচারি হয়ে ঐ ব্যাংক কোম্পানীর কোন গ্রাহকের সঙ্গে বা অপর কোন লােকের সঙ্গে ব্যাংকিং লেনদেনের সময় অবহেলাজনিত আচরণের কারণে কোম্পানীর ক্ষতিসাধন করে তা হলে সে লােক যেকোন বর্ণনার কারাদণ্ড যার মেয়াদ দুই বৎসর পর্যন্ত হতে পারে বা জরিমানা বা উভয় প্রকার দন্ডে দন্ডিত হবে।
ধারা ৪৬২খ ব্যাংক কোম্পানীর সঙ্গে প্রতারণার শাস্তি
কোন লােক যদি, ব্যাংকিং কোম্পানীর সঙ্গে লেনদেনের ক্ষেত্রে প্রতারণামূলকভাবে কোন ফায়দা উসুল করে তা হলে সে লােক যে কোন বর্ণনার কারাদণ্ডে যার মেয়াদ দুই বৎসর পর্যন্ত হতে পারে বা জরিমানা দণ্ডে বা উভয় প্রকার দণ্ডে দণ্ডিত হবে।
ব্যাখ্যা : ৪৬২ক এই ধারায় ব্যাংকিং কোম্পানী বলতে বুঝাবে-
ক) ১৯৬২ সালের (৬২ নম্বর) ব্যাংকিং কোম্পানী অধ্যাদেশ এর ৫-(গ) ধারার সংজ্ঞা মােতাবেক কোন ব্যাংকিং কোম্পানী।
খ) ১৯৭২ সালের (পি,ও ২৬/১৯৭২) বাংলাদেশ ব্যাংক (রাষ্ট্রায়ত্ত) আদেশ মােতাবেক গঠিত কোন ব্যাংক।
গ) ১৯৭২ সালের (পি,ও ১২৭/১৯৭২) বাংলাদেশ ব্যাংক আদেশের ৫০-(গ) ধারার সংজ্ঞা মােতাবেক কোন আর্থিক প্রতিষ্ঠান।
ঘ) ১৯৭২ সালের (পি,ও ১২৮/১৯৭২) বাংলাদেশ শিল্প ঋণ সংস্থা আদেশ মােতাবেক প্রতিতি বাংলাদেশ শিল্প ঋণ সংস্থা।
ঙ) ১৯৭২ সালের (পি,ও ১২৯/১৯৭২) বাংলাদেশ শিল্প ব্যাংক আদেশ মােতাবেক প্রতিষ্ঠিত বাংলাদেশ শিল্প ব্যাংক।
চ) ১৯৭৩ সালের (পি,ও ৭/১৯৭৩) হাউজ বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশন আদেশ মােতাবেক প্রতিষ্ঠিত বাংলাদেশ হাউজ বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশন।
ছ) ১৯৭৩ সালের (পি,ও ২৭/১৯৭৩) বাংলাদেশ কৃষি ব্যাংক আদেশ মােতাবেক প্রতিষ্ঠিত বাংলাদেশ কৃষি ব্যাংক।
জ) ১৯৭৬ সালের (৪০/১৯৭৬) ' ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ অধ্যাদেশ মােতাবেক প্রতিষ্ঠিত ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ।
ঝ) ১৯৮৩ সালের (৪৬/১৯৮৩) গ্রামীণ ব্যাংক অধ্যাদেশ মােতাবেক প্রতিষ্ঠিত গ্রামীণ ব্যাংক।
ঞ) ১৯৮৬ সালের (১৮/১৯৮৬) রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক অধ্যাদেশ মােতাবেক প্রতিষ্ঠিত রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক।
ট) ইসলামিক শরীয়াহ মােতাবেক চালিত কোন ব্যাংক (৪/৩/১৯৯১ তারিখের ২৩ নম্বর অধ্যাদেশ সংযুক্ত)।