- Get link
- X
- Other Apps
Of Kidnapping, Abduction Slavery and forced Labour
মনুষ্যহরণ, অপহরণ, দাসত্ব ও জবরদস্তিমূলক শ্রম সম্পর্কিত
ধারা ৩৫৯ লােক অপহরণ
লােক অপহরণ দুই প্রকারের: বাংলাদেশ থেকে লোক অপহরণ ও আইনানুগ অভিভাবকত্ব হতে লােক অপহরণ।
ধারা ৩৬০ বাংলাদেশ থেকে লোক অপহরণ
যদি কেউ, কোন লােককে ঐ লােক বা ঐ লােকের পক্ষে সম্মতি প্রদানের জন্য আইনানুগ ক্ষমতাপ্রদত্ত কোন লােকের বিনা সম্মতিতে বাংলাদেশের সীমানার বাইরে বহন করে নেয়, তা হলে সে লােক ঐ লােককে বাংলাদেশ থেকে অপহরণ করেছে বলে পরিগণিত হবে।
ধারা ৩৬১ আইনানুগ অভিভাবকত্ব হতে লােক অপহরণ
কোন লােক যদি, পুরুষের ক্ষেত্রে চৌদ্দ বৎসরের নিম্ন বয়স্ক, বা নারীর ক্ষেত্রে ষােল বৎসরের নিম্ন বয়স্ক কোন নাবালক বা কোন বিকৃত মস্তিষ্কসম্পন্ন লােকের আইনানুগ অভিভাবকের তত্ত্বাবধান হতে, এরূপ অভিভাবকের বিনা সম্মতিতে বা প্রলুব্ধ করে নিয়ে যায়, তা হলে সে লােক এরূপ নাবালক বা নাবালিকা বিকৃত মস্তিষ্কসম্পন্ন লােককে আইনানুগ অভিভাবকত্ব হতে অপহরণ করেছে বলে পরিগণিত হবে।
ব্যাখ্যা, এই ধারায় “আইনানুগ অভিভাবক ” শব্দগুলােতে এরূপ নাবালক বা অপর কোন লােকের আইনানুগ তত্ত্বাবধান বা রক্ষণাবেক্ষণের ভারপ্রাপ্ত যে কোন লােককে বুঝাবে।
ব্যতিক্রম. এই ধারা এরূপ কোন লােকের ক্ষেত্রে প্রয়ােগযােগ্য নহে, যে লােক সরল বিশ্বাসে নিজেকে কোন অবৈধ শিশুর পিতা বলে বিশ্বাস করে নেয় বা যে লােক সরল বিশ্বাসে নিজেকে এরূপ শিশুর আইনানুগ রক্ষণাবেক্ষণের কর্তৃত্ত্ব বলে বিশ্বাস করে নেয়, যদি না এরূপ কার্য কোন অসৎ বা বেআইনী উদ্দেশ্যে করা হয়ে থাকে।
ধারা ৩৬২ অপহরণ
কোন লােক যদি অপর কোন লােককে কোন স্থান হতে গমন করার জন্য জোরপূর্বক বাধ্য করে বা কোন প্রতারণামূলক পদ্ধতিতে প্ররােচিত করে, তা হলে সে লােক ঐ লােককে অপহরণ করেছে বলে পরিগণিত হবে।
ধারা ৩৬৩ লােক অপহরণের শাস্তি
কোন লােক যদি অপর কোন লােককে বাংলাদেশ হতে বা আইনানুগ অভিভাবক হতে হরণ করে, তা হলে সে লোক যে কোন বর্ণনার কারাদণ্ডে - যার মেয়াদ সাত বৎসর পর্যন্ত হতে পারে - দণ্ডিত হবে ও এতদ্ব্যতীত জরিমানাদণ্ডেও শাস্তিযােগ্য হবে।
ধারা ৩৬৪ খুন করার উদ্দেশ্যে লোক অপহরণ বা অপহরণ
কোন লোক যদি অপর কোন লোককে এই উদ্দেশ্যে অপহরণ বা হরণ করে যাতে এরকম লোক খুন হতে পারে বা তার এরূপ ব্যবস্থাপনা হতে পারে যাতে সে খুন হবার আশংকা থাকে, তা হলে সে লোক যাবজ্জীবন কারাদণ্ডে বা সশ্রম কারাদণ্ডে-যার মেয়াদ দশ বৎসর পর্যন্ত হতে পারে-দণ্ডিত হবে ও এতদ্ব্যতীত জরিমানাদণ্ডেও শাস্তিযােগ্য হবে।
উদাহরণ খুন করার উদ্দেশ্যে লোক অপহরণ বা অপহরণ
ক) ক, গ-কে বাংলাদেশ হতে অপহরণ করে। এরূপ ইচ্ছায় বা এরূপ আশংকা আছে। জেনে গ-কে অপহরণ করে যে, গ-কে প্রতিমার সামনে বলিদান করা হতে পারে। ক এই ধারায় উল্লেখিত অপরাধ সংগঠন করেছে বলে পরিগণিত হবে।
খ) ক, খ-কে খুন করার উদ্দেশ্যে খ-কে তার ঘর থেকে জোরপূর্বক ছিনিয়ে বা প্রলুব্ধ করে নিয়ে যায়। ক এই ধারায় উল্লেখিত অপরাধ সংগঠন করেছে বলে পরিগণিত হবে।
ধারা ৩৬৪ক দশ বৎসরের নিম্ন বয়স্ক কোন লােককে অপহরণ বা হরণ করা
কোন লােক যদি অপর কোন লােককে যে দশ বৎসরের নিম্ন বয়স্ক এই উদ্দেশ্যে অপহরণ বা হরণ করে যে, ঐ লােককে খুন করা হতে পারে, বা তাকে গুরুতর আঘাত বা দাসত্ব বা কোন লােকের কাম-লালসার বশে আনা হতে পারে, বা তার এরূপ ব্যবস্থাপনা করা হতে পারে যে, তার খুন হওয়ার, বা গুরুতর আঘাতপ্রাপ্ত হবার বা দাসত্ব বা কোন লােকের কাম-লালসার বশীভূত হবার আশংকা থাকে, তা হলে সে লােক মৃত্যুদণ্ডে বা যাবজ্জীবন কারাদণ্ডে-যার মেয়াদ চৌদ্দ বৎসর পর্যন্ত হতে পারে-দণ্ডিত হবে ও এতদ্ব্যতীত জরিমানাদণ্ডেও দণ্ডণীয় হবে।
ধারা ৩৬৫ গােপনে বা বেআইনীভাবে অবরােধ করার উদ্দেশ্যে অপহরণ বা প্ররােচিতকরণ
কোন লােক যদি অপর কোন লােককে গােপনে ও বেআইনীভাবে অবরােধ করার ইচ্ছায় তাকে অপহরণ বা হরণ করে, তা হলে সে লােক যেকোন বর্ণনার কারাদণ্ডে- যার মেয়াদ সাত বৎসর পর্যন্ত হতে পারে-দণ্ডিত হবে ও এতদ্ব্যতীত জরিমানাদণ্ডেও শাস্তিযােগ্য হবে।
ধারা ৩৬৬ কোন স্ত্রীলােককে বিবাহ প্রভৃতিতে বাধ্য করার জন্যে অপহরণ বা প্ররােচিতকরণ
কোন লােক যদি অপর কোন স্ত্রীলােককে তার ইচ্ছার বিরুদ্ধে কোন লােককে বিবাহ করতে বাধ্য করা যেতে পারে এরূপ ইচ্ছায় বা তাকে তার ইচ্ছার বিরুদ্ধে কোন লােককে বিবাহ করতে বাধ্য করার আশংকা আছে জেনে বা তাকে অবৈধ যৌন-সহবাস করতে বাধ্য বা প্ররােচিত করার উদ্দেশ্যে বা তাকে অবৈধ যৌন-সহবাস করতে বাধ্য বা প্ররােচিত করার আশংকা আছে জেনে অপহরণ বা হরণ করে, তা হলে সে লােক যে কোন বর্ণনার কারাদণ্ডে-যার মেয়াদ দশ বৎসর পর্যন্ত হতে পারে-দণ্ডিত হবে ও এতদ্ব্যতীত জরিমানা দণ্ডে শাস্তিযােগ্য হবে; ও যে লােক কোন স্ত্রীলােককে এই বিধিতে উল্লেখিত অপরাধজনক ভয় দেখানাে বা ক্ষমতার অপব্যবহার মাধ্যমে বা বাধ্যবাধকতার অপর কোন উপায়ে, অপর কোন লােকের সঙ্গে অবৈধ যৌন-সহবাস করতে বাধ্য বা প্ররােচিত করা যেতে পারে এই উদ্দেশ্যে বা তাকে অপর কোন লােকের সঙ্গে অবৈধ যৌন-সহবাস করতে বাধ্য বা প্ররােচিত করা যেতে পারে জেনে তাকে কোন স্থান হতে গমন করতে প্ররােচিত করে, তা হলে সে লােকের উপযুক্ত হিসেবে শাস্তিযােগ্য হবে।
ধারা ৩৬৬ক অপ্রাপ্ত বয়স্কা বালিকা সংগ্রহকরণ
কোন লােক যদি, কোন উপায়ে কোন অপ্রাপ্ত বয়স্কা বালিকাকে যার বয়স আঠার বয়সের কম-এইরূপ ইচ্ছায় বা এরূপ আশংকা আছে জ্ঞাত হবার পরও কোন স্থান হতে গমন করতে বা কোন কার্য অনুষ্ঠানে বাধ্য করে যে, এরূপ অপ্রাপ্ত বয়স্কা বালিকাকে অপর কোন লােকের সঙ্গে অবৈধ যৌন-সহবাস করতে বাধ্য বা প্ররােচিত করা যেতে পারে তাহলে সে লােক কারাদণ্ডে-যার মেয়াদ দশ বৎসর পর্যন্ত হতে পারে- দণ্ডিত হবে ও এতদ্ব্যতীত জরিমানাদণ্ডেও শাস্তিযােগ্য হবে।
ধারা ৩৬৬খ বিদেশ থেকে বালিকা আমদানি
কোন লােক যদি, এরূপ ইচ্ছায় বা এরূপ আশংকা আছে জেনে, বাংলাদেশের বাইরের কোন দেশ হতে কোন বালিকাকে যার বয়স একুশ বছরের কম-বাংলাদেশে আমদানি করে যে, তাকে অপর কোন লােকের সঙ্গে অবৈধ যৌন-সহবাস করতে বাধ্য বা প্ররােচিত করা যেতে পারে, তা হলে সে লােক কারাদণ্ডে-যার মেয়াদ দশ বৎসর পর্যন্ত হতে পারে-দণ্ডিত হবে ও এতদ্ব্যতীত জরিমানাদণ্ডেও শাস্তিযােগ্য হবে।
ধারা ৩৬৭ কোন লােককে গুরুতর আঘাত বা দাসবৃত্তি গ্রহণ করাবার লক্ষ্যে অপহরণ বা হরণ
কোন লােক যদি অপর কোন লােককে এরূপ উদ্দেশ্যে অপহরণ বা হরণ করে যে, ঐ লােককে গুরুতর আঘাত বা দাসত্ব বা কোন লােকের অস্বাভাবিক কামনার ইন্ধন করা যেতে পারে, বা তার এরূপ ব্যবস্থাপনা হতে পারে যে, তাকে গুরুতর আঘাত বা দাসত্ব বা কোন লােকের অস্বাভাবিক কামনার ইন্ধন করা যেতে পারে, বা এরূপ জেনে তাকে অপহরণ বা হরণ করে যে, ঐ লােককে এরূপ বশে আনা বা তার এরূপ ব্যবস্থাপনা করার আশংকা রয়েছে, তা হলে সে লােক যে কোন বর্ণনার কারাদণ্ডে-যার মেয়াদ দশ বৎসর পর্যন্ত হতে পারে-দণ্ডিত হবে ও এতদ্ব্যতীত জরিমানাদণ্ডেও শাস্তিযােগ্য হবে।
ধারা ৩৬৮ অপহৃত বা হরণকৃত লােককে বেআইনীভাবে লুকিয়ে রাখা বা অবরােধ করা
কোন লােক যদি অপর কোন লােককে অপহরণ বা হরণ করা হয়েছে জেনে এরূপ লােককে বেআইনীভাবে লুকিয়ে রাখে বা অবরােধ করে, তা হলে সে লােক একই পদ্ধতিতে এই হিসেবে দণ্ডিত হবে যাতে সে ঐ লােককে তদরূপ একই অভিপ্রায় বা অবগতি সহকারে বা তদরূপ একই উদ্দেশ্যে অপহরণ বা হরণ করেছিল যদরূপ অভিপ্রায় বা অবগতি সহকারে বা উদ্দেশ্যে সে এরূপ লােককে অবরােধ, লুকিয়ে রাখে বা আটক করে।
ধারা ৩৬৯ কোন শিশু যার বয়স দশ বছরের নিম্ন ঐরূপ শিশুর শরীর হতে সম্পত্তি অপহরণ করার উদ্দেশ্যে তাকে অপহরণ বা হরণ করা
কোন লোক যদি, কোন শিশু যার বয়স দশ বছরের কম-ঐরূপ শিশুর দেহ হতে কোন অস্থাবর সম্পত্তির অসাধুভাবে ছিনিয়ে নেওয়ার উদ্দেশ্যে এরূপ শিশুকে অপহরণ বা হরণ করে তাহলে সে লোক যে কোন বর্ণনার কারাদণ্ড-যার মেয়াদ সাত বৎসর পর্যন্ত হতে পারে-দণ্ডিত হবে ও এতদ্ব্যতীত জরিমানাদন্ডেও শাস্তিযোগ্য হবে।
ধারা ৩৭০ কোন লােককে দাস হিসেবে ক্রয় বা হস্তান্তর করা
কোন লােক যদি অপর কোন লােককে দাস হিসেবে আমদানি, রপ্তানি, অপসারণ, ক্রয়, বিক্রয় বা হস্তান্তর করে বা কাউকে তার ইচ্ছার বিরুদ্ধে দাস হিসেবে গ্রহণ, হস্তগত বা আটক করে, তা হলে সে লােক যে কোন বর্ণনার কারাদণ্ডে-যার মেয়াদ সাত বৎসর পর্যন্ত হতে পারে-দণ্ডিত হবে ও এতদ্ব্যতীত জরিমানাদণ্ডেও দণ্ডিত হবে।
ধারা ৩৭১ অভ্যাসগত দাস-ব্যবসায় পরিচালনা করা
কোন লােক যদি, অভ্যাসগতভাবে দাসের আমদানি, রপ্তানি, অপসারণ, ক্রয়-বিক্রয়, বেচাকেনা করে বা দাসের ব্যবসা করে, তা হলে সে লােক যাবজ্জীবন কারাদণ্ডে বা যে কোন বর্ণনার অনূর্ধ্ব দশ বৎসর মেয়াদী কারাদণ্ডে-দণ্ডিত হবে ও এতদ্ব্যতীত জরিমানাদণ্ডেও শাস্তিযােগ্য হবে।
ধারা ৩৭২ বেশ্যাবৃত্তি, প্রভৃতির উদ্দেশ্যে অপ্রাপ্ত বয়স্ক শিশু বিক্রয়
কোন লােক যদি অপর কোন লােক যার বয়স আঠার বৎসরের নিম্ন যে কোন বয়সে বেশ্যাবৃত্তি বা অপর কোন লােকের সঙ্গে অবৈধ যৌন-সহবাস বা কোন অবৈধভাবে ও অসৎ লক্ষ্যে নিয়ােজিত বা ব্যবহৃত হবে এই উদ্দেশ্যে, বা এরূপ লােক যে কোন উদ্দেশ্যে নিয়ােজিত বা ব্যবহৃত হবে, এরূপ আশংকা আছে জেনে তাকে বিক্রয় করে, ভাড়া দেয় বা প্রকারান্তরে হস্তান্তর করে, তা হলে সে তােক যে কোন বর্ণনার কারাদণ্ডে-যার মেয়াদ দশ বৎসর পর্যন্ত হতে পারে-দণ্ডিত হবে ও এতদ্ব্যতীত জরিমানাদণ্ডেও শাস্তিযােগ্য হবে।
ব্যাখ্যা ১ - যখন কোন নারীকে যার বয়স আঠার বৎসরের নিম্ন কোন পতিতা বা পতিতালয় পরিচালনা বা ব্যবস্থাপনাকারি কোন লােকের কাছে বিক্রয় করা হয় বা ভাড়া দেওয়া হয় বা প্রকারান্তরে হস্তান্তর করা হয়, তখন যে পর্যন্ত না বিপরীত প্রমাণিত না হয় সে পর্যন্ত এরূপ নারীর ব্যবস্থাপনাকারি লােক ঐ নারী পতিতাগিরি উদ্দেশ্যে ব্যবহৃত হবে, এই ইচ্ছায় তার ব্যবস্থাপনা করেছে বলে ধরে নেওয়া হবে।
ব্যাখ্যা ২ - এই ধারার উদ্দেশ্যে “অবৈধ সহবাস” মানে বিবাহ বন্ধনে আবদ্ধ নন এমন ব্যক্তিদের মধ্যকার যৌনসঙ্গম; কিন্তু নিম্নে উল্লেখিত ক্ষেত্রে এটার ভিন্নতা হবে,
যেমনঃ এরূপ কোন মিলন বা বন্ধন যা প্রকৃতপক্ষে বিবাহ নয় কিন্তু ব্যক্তিগত আইন বা তারা যে সম্প্রদায়ভূক্ত বা যে বিভিন্ন সমপ্রদায়ভূক্ত সে সব সম্প্রদায়ের রীতি মােতাবেক বিবাহের ন্যায় সম্পর্ক বলে স্বীকৃত।
ধারা ৩৭৩ পতিতাবৃত্তি প্রভৃতির উদ্দেশ্যে অপ্রাপ্ত বয়স্কদের ক্রয় করা
কোন লােক যদি, অপর কোন লােক যার বয়স আঠার বৎসরের কম-এইরূপ যে কোন বয়সে পতিতাবৃত্তি বা অপর কোন লােকের সঙ্গে অবৈধ সহবাস, বা কোন অবৈধ বা অসৎ লক্ষ্যে নিয়ােজিত বা ব্যবহৃত হবে এই অভিপ্রায়ে, বা এরূপ লােক যে কোন বয়সে এরূপ যে কোন উদ্দেশ্যে নিয়ােজিত বা ব্যবহৃত হবে এরূপ আশংকা আছে জ্ঞাত হয়ে তাকে ক্রয় করে, ভাড়া করে বা প্রকারান্তরে তার কর্তৃত্ত্ব অর্জন করে, তা হলে সে লােক যে কোন বর্ণনার কারাদণ্ডে-যার মেয়াদ দশ বৎসর পর্যন্ত হতে পারে-দণ্ডিত হবে ও এতদ্ব্যতীত জরিমানদণ্ডেও শাস্তিযােগ্য হবে।
ব্যাখ্যা ১: যে কোন পতিতা বা কোন পতিতালয়ের পরিচালনা বা ব্যবস্থাপনাকারি লােক কোন নারীকে যার বয়স আঠার বৎসরের নিম্ন খরিদ করলে, ভাড়া করলে বা প্রকারান্তরে তার কর্তৃত্ত্ব অর্জন করলে, সে ভিন্নতর প্রমাণিত না হওয়া পর্যন্ত, এরূপ নারী পতিতাবৃত্তির উদ্দেশ্যে ব্যবহৃত হবে এরূপ ইচ্ছায় তার কর্তৃত্ত্ব অর্জন করেছে বলে ধরে নেওয়া হবে।
ব্যাখ্যা ২: অবৈধ সহবাস ৩৭২ ধারার সমর্থক হবে।
ধারা ৩৭৪ বেআইনী বাধ্যকরি শ্রম
১) কোন লােক যদি অবৈধভাবে কোন লােককে তার ইচ্ছার বিরুদ্ধে কোন শ্রমে বাধ্য করে, তা হলে সে লােক যে কোন বর্ণনার কারাদণ্ডে—যার মেয়াদ এক বৎসর পর্যন্ত হতে পারে বা জরিমানা দণ্ডে বা উভয় প্রকার দণ্ডে দণ্ডিত হবে।
২) কোন লােক যদি কোন যুদ্ধবন্দী বা অপর কোন আশ্রিত লােককে বাংলাদেশ সশস্ত্র বাহিনীতে কার্য করতে বাধ্য করে, তা হলে সে লােক যেকোন বর্ণনার কারাদণ্ডে যার মেয়াদ এক বৎসর পর্যন্ত হতে পারে- দণ্ডিত হবে।
ব্যাখ্যা, এই “যুদ্ধবন্দী” ও “আশ্রিত” অভিব্যক্তিগুলাে যথাক্রমে ১২-০৮-১৯৪৯ তারিখের যুদ্ধবন্দীর ব্যবস্থাপনা বিষয়ক জেনেভা সম্মেলনের ৪ দফা ও ১২-০৮-১৯৪৯ তারিখের যুদ্ধকালে বেসামররিক ব্যক্তিবর্গের নিরাপত্তা বিষয়ক জেনেভা সম্মেলনের ৪ দফা মােতাবেক তৎগুলাের প্রতি আরােপিত অর্থের এরূপ অর্থদ্যোতক হবে।