- Get link
- X
- Other Apps
Chapter XLV -Of Irregular Proceedings
পঁয়তাল্লিশতম অধ্যায় -অনিয়মিত কার্যক্রম বিষয়ে
ধারা ৫২৯ যে সমস্ত অনিয়মের দরুন কার্যধারা বাতিল হয় না
যদি কোন ম্যাজিস্ট্রেট,আইনে ক্ষমতাবান না হওয়া সত্ত্বেও ভুলক্রমে সরল বিশ্বাসে নিম্নবর্ণিত কাজসমূহের একটি করেন-
ক) ৯৮ ধারার অধীন তল্লাশি ওয়ারেন্ট ইস্যু করানাে;
খ) কোন অপরাধের তদন্তের নিমিত্তে ১৫৫ ধারার অধীন পুলিশকে আদেশ দান;
গ) ১৭৬ ধারার অধীন সুরতহাল করা;
ঘ) যে ব্যক্তি তার এখতিয়ারের স্থানীয় সীমার বাহিরে কোন অপরাধ করেছে, তাকে উক্ত সীমার মধ্যে গ্রেফতারের নিমিত্তে ১৮৬ ধারার অধীন ওয়ারেন্ট প্রদান;
ঙ) ১৯০ ধারার (১) উপ-ধারার (ক) অনুচ্ছেদ বা (খ) অনুচ্ছেদ এর অধীন অপরাধ আমলে গ্রহণ;
চ) ১৯২ ধারার অধীন মামলা স্থানান্তর;
ছ) ৩৩৭ ধারা বা ৩৩৮ ধারার অধীন ক্ষমা প্রদর্শন;
জ) ৫২৪ ধারা বা ৫২৫ ধারার অধীন সম্পত্তি বিক্রয়;
ঝ) ৫২৮ ধারার অধীন মামলা প্রত্যাহার ও নিজে উহার বিচার করা;
তা হলে তিনি ক্ষমতাবান নন, শুধুমাত্র এতকারণে তার কার্যধারা বাতিল করা যাবে না।
ধারা ৫৩০ যে সমস্ত অনিয়মের দরুন কার্যধারা বাতিল হয়
যদি কোন ম্যাজিস্ট্রেট আইনত ক্ষমতাবান না হয়ে নিম্নবর্ণিত কার্যগুলির কোন একটি করেন-
ক) ৮৮ ধারার অধীন সম্পত্তি ক্রোক ও বিক্রয় করা;
খ) ডাকঘরে কোন চিঠি, পার্সেল কিংবা অপর কোন বস্তুর জন্য বা তার বিভাগে তারবার্তার জন্য তল্লাশি পরােয়ানা প্রদান;
গ) শান্তি রক্ষার নিমিত্তে জামানত দাবি;
ঘ) সদাচরণের জন্য জামানত দাবি;
ঙ) সদাচরণের জন্য আইনতঃ মুচলেকাবদ্ধ কোন ব্যক্তিকে রেহাই দান;
চ) কোন শান্তিরক্ষার মুচলেকা বাতিল;
ছ) কোন স্থানীয় উপদ্রব সম্পর্কে ১৩৩ ধারার অধীন আদেশ দান;
জ) ১৪৩ ধারার অধীন কোন প্রকাশ্য উপদ্রবের পুনরাবৃত্তি কিংবা উহা অব্যাহত রাখা নিষিদ্ধ;
ঝ) ১৪৪ ধারার অধীন কোন আদেশ দান;
ঞ) দ্বাদশ অধ্যায় এর অধীন কোন আদেশ দান;
ট) ১৯০ ধারার (১) উপধারার (গ) অনুচ্ছেদ এর অধীন অপরাধ আমলে গ্রহণ;
ঠ) অন্য কোন ম্যাজিস্ট্রেট কর্তৃক লিপিবদ্ধ কার্যক্রমে ৪৪৯ ধারার অধীন দণ্ডাজ্ঞা দান;
ড) ৪৩৫ ধারার অধীন নথি তলব;
ট) খােরপােষের জন্য আদেশ দান;
ণ) ৫১৪ ধারার অধীন প্রদত্ত আদেশ ৫১৫ ধারার অধীন সংশােধন;
ত) কোন অপরাধীর বিচার;
থ) সংক্ষিপ্ত পদ্ধতিতে অপরাধীর বিচার;
দ) আপিল সম্পর্কে সিদ্ধান্ত গ্রহণ;
তা হলে তার কার্যধারা বাতিল বলে গণ্য হবে।
ধারা ৫৩১ ভুল স্থানে অনুষ্ঠিত কার্যক্রম
কোন অনুসন্ধান, বিচার কিংবা অন্য কার্যক্রমে কোন ফৌজদারি আদালতের অভিমত,শাস্তি বা আদেশ শুধুমাত্র উক্ত অনুসন্ধান, বিচার বা অপর কোন কার্যক্রম ভুল দায়রা বিভাগে, জেলায়, বা অন্য স্থানীয় এলাকায় অনুষ্ঠিত হয়েছিল বলে রদ বা বাতিল হবে না, যদি না প্রতীয়মান হয় যে এই ভুলের ফলে প্রকৃতই ন্যায়বিচার ব্যাহত হয়েছে।
ধারা ৫৩৩ ১৬৪ বা ৩৬৪ ধারার বিধান প্রতিপালন না করা
১) ধারা ১৬৪ বা ধারা ৩৬৪ এর অধীন রেকর্ডকৃত বা লিপিবদ্ধ বলে কথিত কোন আসামির স্বীকারােক্তি কিংবা বিবৃতি কোন আদালতে সাক্ষ্যরূপে পেশ করা হলে কিংবা সাক্ষ্যরূপে গৃহীত হলে উক্ত আদালত যদি লক্ষ্য করেন যে, বিবৃতি লিপিবদ্ধকারি ম্যাজিস্ট্রেট উক্ত দুইটি ধারার কোনটির কোন বিধান প্রতিপালন করেন নাই, তা হলে আদালত এই মর্মে স্বাক্ষ্য গ্রহণ করবেন যে, আসামি উক্ত রেকর্ডকৃত বিবৃতি যথাযথভাবে দান করেছিল এবং সাক্ষ্য আইন, ১৮৭২ (১৮৭২ সনের ১নং আইন) এর ৯১ ধারায় যাই থাকুক না কেন, উক্ত ভূল আসামিকে তার আত্মপক্ষ সমর্থনমূলক বক্তব্যের গুণগত কোন ক্ষতি না করে থাকলে উক্ত বিবৃতি গ্রহণ করতে হবে।
২) এই ধারার বিধানসমূহ আপিল, রেফারেন্স ও রিভিশন আদালতেও প্রযােজ্য হবে।
ধারা ৫৩৫ চার্জ প্রস্তুত না করার ফল
১) শুধুমাত্র চার্জ প্রস্তুত করা হয় নাই বলেই আদালতের ঘােষিত কিংবা প্রদত্ত কোন সিদ্ধান্ত বা দণ্ডাদেশ বাতিল বলে গণ্য করা যাবে না, যদি না আপিল বা রিভিশন আদালত মনে করেন যে, ইহার ফলে প্রকৃতই ন্যায়বিচার ব্যাহত হয়েছে।
(২) আপিল কিংবা রিভিশন আদালত যদি মনে করেন যে, চার্জ প্রস্তুত না করায় ন্যায়বিচার ব্যাহত হয়েছে, তা হলে চার্জ প্রস্তুত করার এবং চার্জ প্রস্তুতের অব্যবহিত পরবর্তী পর্যায় হতে পুনরায় বিচার আরম্ভ করার নির্দেশ দিবেন।
ধারা ৫৩৭ চার্জ প্রস্তুতে কিংবা অপর কার্যধারায় কোন ভুল থাকলে বা কিছু বাদ পড়িলে যখন সিদ্ধান্ত বা দণ্ডাদেশ পরিবর্তন করা যেতে পারে
ইতােপূর্বে বর্ণিত বিধান সাপেক্ষে কোন উপযুক্ত এখতিয়ারবান আদালত কর্তৃক প্রদত্ত অভিমত, দণ্ডাদেশ বা আদেশ নিম্নবর্ণিত কারণে সপ্তবিংশ অধ্যায়ের অধীন আপিলে বা রিভিশনে রদ বা পরিবর্তন করা যাবে না-
ক) এই বিধির অধীন বিচারের পূর্বে বা সময়ে, বা ইনকোয়ারি বা অন্য কার্যক্রমে কোন নালিশ, সমন, ওয়ারেন্ট, হুলিয়া, আদেশ রায় বা অন্য কার্যক্রমে ভুল, কোন কিছু বাদ পড়া
বা অনিয়মিত হওয়া;
খ) বাতিলকৃত।
গ) এবং ঘ) বাতিলকৃত।
ব্যাখ্যা।-এই বিধির অধীন কোন কার্যধারা ভুল, বাদ পড়া অনিয়ম হওয়ার ফলে ন্যায়বিচার ব্যাহত হয়েছে কিনা তা নির্ধারণের বিষয়ে আদালত বিবেচনা করবেন যে, কার্যধারার কোন পরবর্তী পর্যায়ে আপত্তি করা যাবে কিনা এবং আপত্তি করা সমীচীন ছিল কিনা।
খ) বাতিলকৃত।
ধারা ৫৩৮ কার্যক্রমে ভুল থাকলে বা প্রকরণ যথাযথ না হলে ক্রোক বে-আইনি হবে না এবং ক্রোককারি অনধিকার প্রবেশকারি হবে না
সমন, দণ্ডাজ্ঞা, ক্রোকের ওয়ারেন্ট বা অন্য কার্যক্রমে কোন ভুল থাকলে কিংবা তা যথাযথ আকারে না হলে শুধুমাত্র সেই কারণেএই বিধির অধীন কৃত কোন ক্রোক বে-আইনি বা যিনি উহা করেছেন তাকে বেআইনি প্রবেশকারি বলে গণ্য করা যাবে না।