- Get link
- X
- Other Apps
Of Hurt
আঘাত সম্পর্কিত
ধারা ৩১৯ আঘাত Hurt
কোন লােক যদি অপর কোন লােকের দৈহিক যন্ত্রণা, ব্যাধি বা বৈকল্য ঘটায়, তা হলে সে লােক আঘাত দান করেছে বলে পরিগণিত হবে।
ধারা ৩২০ গুরুতর আঘাত Grevious Hurt
কেবল নিম্নে উল্লেখিত যে কোনগুলাের আঘাতই “গুরুতর আঘাত” বলে পরিগণিত হবে-
প্রথমতঃ পুরুষত্বহানি ঘটানাে
দ্বিতীয়তঃ স্থায়ীভাবে যে কোন চোখের দৃষ্টিশক্তি নষ্ট করা।
তৃতীয়তঃ স্থায়ীভাবে যে কোন কানের শ্রুতিশক্তি নষ্ট করা।
চতুর্থতঃ যে কোন অঙ্গ বা গ্রন্থি অনিষ্টসাধন করা।
পঞ্চমতঃ যে কোন অঙ্গ বা গ্রন্থির শক্তিগুলাের ধ্বংস করা বা স্থায়ী ক্ষতিসাধন করা।
ষষ্ঠঃ মস্তক বা মুখমণ্ডলের স্থায়ীভাবে বিকৃতি করা।
সপ্তমতঃ কোন অস্থি বা দন্ত ভগ্ন বা গ্রন্থিচ্যুত করা।
অষ্টমতঃ যে আঘাত জীবন বিপন্ন করে বা আঘাতপ্রাপ্ত লােককে বিশ দিন পর্যন্ত প্রচণ্ড দৈহিক যন্ত্রণা দান করে বা তাকে তার সাধারণ কার্য কর্ম করতে অসমর্থ করে।
ধারা ৩২১ ইচ্ছাকৃতভাবে আঘাত করা
কোন লােক যদি কোন কার্যের মাধ্যমে কোন লােককে আঘাত করার ইচ্ছায় বা তাদ্বারা কোন লােককে আঘাত করার আশংকা আছে জেনে এরূপ কার্য করে ও তাদ্বারা কোন লােককে আঘাত দান করে সে লােক ইচ্ছাকৃতভাবে আঘাত দান করেছে বলে পরিগণিত হবে।
ধারা ৩২২ ইচ্ছাকৃতভাবে গুরুতর আঘাত করা
কোন লােক যদি ইচ্ছাপূর্বক আঘাত করে ও যদি সে যে আঘাত করার ইচ্ছা করে বা যে আঘাত করার আশংকা আছে বলে জানে, সে আঘাত যদি গুরুতর আঘাত হয় ও সে যে আঘাত করে তা যদি গুরুতর আঘাত হয়, তা হলে সে লােক “ইচ্ছাকৃতভাবে গুরুতর আঘাত দান করেছে” বলে পরিগণিত হবে।
ব্যাখ্যা, কোন লােক গুরুতর আঘাত করেছে বলে পরিগণিত হবে না, যদি না সে গুরুতর আঘাত করে ও গুরুতর আঘাত করার ইচ্ছা পােষণ করে বা গুরুতর আঘাত করতে পারে বলে সে নিজে জানে। কিন্তু সে গুরুতর আঘাত করেছে বলে পরিগণিত, যদি সে যে কোন গুরুতর আঘাত করার ইচ্ছা করে বা এরূপ আঘাত করতে পারে বলে নিজে জেনে প্রকৃতপক্ষে অপর কোন যে কোন গুরুতর আঘাত করে।
উদাহরণ
ক স্থায়ীভাবে গ-র মুখমণ্ডল বিকৃত করার উদ্দেশ্যে বা এরূপ বৃিকত করতে পারে বলে সে নিজে জেনে গ-কে একটি আঘাত দিল, যা গ-র মুখমণ্ডল স্থায়ীভাবে বিকৃত করে, কিন্তু ঐ আঘাতের কারণে গ বিশ দিন ধরে ভীষণ দৈহিক যন্ত্রণায় ভােগে, ক ইচ্ছাকৃতভাবে গুরুতর আঘাত দান করেছে বলে পরিগণিত হবে।
ধারা ৩২৩ ইচ্ছাকৃত ভাবে আঘাত প্রদানের শাস্তি
কোন লোক যদি ধারা ৩৩৪ এ ব্যবস্থিত ক্ষেত্র ছাড়া ইচ্ছাকৃতভাবে আঘাতে দান করে তাহলে সে লোক যে কোনো বর্ণনার কারাদণ্ডের যার মেয়াদ এক বৎসর পর্যন্ত হতে পারে বা অর্থদণ্ডে যার পরিমাণ ১০০০ টাকা পর্যন্ত হতে পারে বা উভয় প্রকার দণ্ডে দণ্ডিত হবে।
ধারা ৩২৪ ইচ্ছাকৃতভাবে বিপজ্জনক অস্ত্রের সাহায্যে বা বিপজ্জনক উপায়ে আঘাত দান করা
কোন লােক যদি, ধারা-৩৩৪ এ উল্লেখিত ক্ষেত্র ছাড়া অপর কোন ক্ষেত্রে, গুলিবর্ষণের, ছুরিকাঘাত করার বা কাটার যে কোন যন্ত্র, হাতিয়ার মাধ্যমে আঘাত করে, বা যে হাতিয়ার একটি অপরাধ সংগঠনের হাতিয়ার হিসেবে ব্যবহার করলে মৃত্যু ঘটাতে পারে, সে অস্ত্র মাধ্যমে আঘাত করে বা অগ্নি বা উত্তপ্ত বস্তু মাধ্যমে আঘাত করে বা যে কোন বিষ বা কোন ক্ষয়কারি দ্রব্য মাধ্যমে আঘাত করে, বা কোন বিস্ফোরক দ্রব্য দিয়ে আহত করে বা এরূপ কোন দ্রব্য যা নিঃশ্বাসের সঙ্গে গ্রহণ করলে মানবদেহের জন্য ক্ষতিকর হয় সে দ্রব্য মাধ্যমে আহত করে, বা যে কোন প্রাণীর সাহায্যে ইচ্ছাকৃতভাবে আঘাত প্রদান করে, তা হলে সে লােক যেকোন বর্ণনার কারাদণ্ডে-যার মেয়াদ তিন বৎসর পর্যন্ত হতে পারে বা জরিমানা দণ্ডে বা উভয়দণ্ডে দণ্ডিত হবে।
ধারা ৩২৫ ইচ্ছাকৃতভাবে গুরুতর আঘাতের শাস্তি
কোন লোেক যদি ধারা-৩৩৫ এ উল্লেখিত ক্ষেত্র ছাড়া ইচ্ছাকৃতভাবে গুরুতর আঘাত প্রদান করে, তা হলে সে লােক যেকোন বর্ণনার কারাদণ্ডে যার মেয়াদ সাত বৎসর পর্যন্ত হতে পারে- দণ্ডিত হবে ও এতদ্ব্যতীত জরিমানাদণ্ডেও শাস্তিযােগ্য হবে।
ধারা ৩২৬ ইচ্ছাকৃতভাবে বিপজ্জনক অস্ত্র বা বিপজ্জনক উপায়ে গুরুতর আঘাত দান করা
কোন লােক যদি, ধারা-৩৩৫ এ উল্লেখিত ক্ষেত্র ছাড়া গুলিবর্ষণের, ছুরিকাঘাত করার বা কাটার যেকোন যন্ত্র, বা অপর যেকোন যন্ত্র যার ব্যবহারে মৃত্যু ঘটানাের আশংকা রয়েছে, বা অগ্নি বা কোন উত্তপ্ত বস্তু বা যে কোন বিষ, বা কোন ক্ষয়কারক পদার্থ, বা কোন বিস্ফোরক দ্রব্য বা এরূপ কোন দ্রব্য যা নিঃশ্বাসের সঙ্গে গ্রহণ করা, ভক্ষণ করা বা রক্তে গ্রহণ করা মানবদেহের পক্ষের ক্ষতিকর, বা যে কোন প্রাণীর সাহায্যে ইচ্ছাকৃতভাবে গুরুতর আঘাত দান করে, তা হলে সে লােক যাবজ্জীবন কারাদণ্ডে বা যেকোন বর্ণনার কারাদণ্ডে- যার মেয়াদ দশ বৎসর পর্যন্ত হতে পারে, দণ্ডিত হবে ও এতদ্ব্যতীত জরিমানদণ্ডেও শাস্তিযােগ্য হবে।
ধারা ৩২৬ক ইচ্ছাকৃতভাবে দুইটি চোখ উপড়ীয়া বা এসিড জাতীয় পদার্থের মাধ্যমে চোখ দুইটির দৃষ্টি নষ্টকরণ বা মুখমণ্ডল বা মস্তক এসিড মাধ্যমে বিকৃতি করা
কোন লােক যদি, ধারা-৩৩৫ এ উল্লেখিত ক্ষেত্র ছাড়া ইচ্ছাকৃতভাবে নিম্নোক্তভাবে-
ক) ধারা-৩২০ এর দ্বিতীয় অনুচ্ছেদে উল্লেখিত অপরাধ যখন উভয় চক্ষুর সম্পর্কে হয় উৎপাটন মাধ্যমে বা যে কোন ধরণের এসিড জাতীয় পদার্থ দ্বারা; অথবা
খ) ধারা-৩২০ এর ষ অনুচ্ছেদে উল্লেখিত অপরাধ যখন কোন ধরণের এসিড জাতীয় পদার্থ দ্বারা, কোন লােক গুরুতর আঘাত দান করে, তা হলে তাকে মৃত্যুদণ্ডে বা যাবজ্জীবন কারাদণ্ডে ও জরিমানায় দণ্ডিত করা যাবে।
ধারা ৩২৭ বলপূর্বক সম্পত্তি ছিনিয়ে নেওয়া বা বেআইনী অবৈধ কার্য করতে বাধ্য করার উদ্দেশ্যে ইচ্ছাকৃতভাবে আঘাত করা
কোন লােক যদি, ক্ষতিগ্রস্ত লােক বা যে ক্ষতিগ্রস্ত লােকের স্বার্থ নিহিত রয়েছে, সে লােক হতে বলপূর্বক কোন সম্পত্তি বা মূল্যবান জামানত ছিনিয়ে নেওয়ার বা ক্ষতিগ্রস্ত লােক বা যে লােকের স্বার্থ নিহিত রয়েছে, সে লােককে কোন বেআইনী কার্য বা কোন অপরাধ সংগঠন সুগম করে দিতে পারে এরূপ কোন কার্য করতে বাধ্য বা কোন অপরাধ সংঘটন সুগম করে দিতে পারে এরূপ কোন কার্য করার উদ্দেশ্যে ইচ্ছাকৃতভাবে আঘাত করে, তা হলে সে লােক যেকোন বর্ণনার কারাদণ্ডে যার মেয়াদ দশ বৎসর পর্যন্ত হতে পারে, দণ্ডিত হবে ও তদপুরি জরিমানাদণ্ডেও শাস্তিযােগ্য হবে।
ধারা ৩২৮ কোন অপরাধ সংঘটনের উদ্দেশ্যে বিষ প্রভৃতি প্রয়ােগের মাধ্যমে আঘাত করা
কোন লোেক যদি আঘাত করার উদ্দেশ্যে বা কোন অপরাধ সংঘটনের বা কোন অপরাধ সংঘটন সুগম করার উদ্দেশ্যে বা সে তদ্বারা আঘাত করতে পারে বলে জেনে, কোন লােকের প্রতি যে কোন প্রকার বিষ বা অপর কোন বুদ্ধিনাশক, নেশাকর বা ক্ষতিকর ঔষধ বা অপর কোন কিছু প্রয়ােগ করে বা প্রযুক্ত হবার কোন ব্যবস্থা করে দেয়, তা হলে সে লােক যে কোন বর্ণনার কারাদণ্ডে যার মেয়াদ দশ বৎসর পর্যন্ত হতে পারে দণ্ডিত হবে ও এতদ্ব্যতীত জরিমানাদণ্ডেও শাস্তিযােগ্য হবে।
ধারা ৩২৯ বলপূর্বক সম্পত্তি ছিনিয়ে নেওয়া বা কোন বেআইনী কার্য করতে বাধ্য করার জন্য ইচ্ছাকৃতভাবে গুরুতর আঘাত করা
যদি কেউ কোন লােকের কাছ হতে, বা সে লােকের স্বার্থ নিহিত অপর কারাে কাছ হতে কোন সম্পত্তি বা কোন মূল্যবান জামানত ছিনিয়ে নেওয়ার উদ্দেশ্যে, বা ঐ লােককে বা তার সঙ্গে স্বার্থ নিহিত অপর কাউকে বেআইনী কোন কার্য করতে বা কোন অপরাধ সংগঠনের জন্য বাধ্য করার উদ্দেশ্যে, ঐ লােককে ইচ্ছাপূর্বক গুরুতর আঘাত করে, তা হলে সে লােক যাবজ্জীবন কারাদণ্ডে বা যেকোন বর্ণনার কারাদণ্ডে- যার মেয়াদ দশ বৎসর পর্যন্ত হতে পারে-দণ্ডিত হবে ও এতদ্ব্যতীত জরিমানদণ্ডেও শাস্তিযােগ্য হবে।
ধারা ৩৩০ বলপূর্বক অপরাধ স্বীকারােক্তি আদায় করার বা সম্পত্তি প্রত্যর্পণে বাধ্য করার জন্য ইচ্ছাপূর্বক আঘাত করা
যদি কেউ কোন ব্যক্তির, বা সে লােকের সঙ্গে স্বার্থনিহিত অপর কারাে কাছ হতে যে স্বীকারােক্তির বা তথ্য প্রদানের দরুণ কোন অপরাধ বা অসদাচরণ বিষয়ক তথ্যের অনুসন্ধান পাওয়া যেতে পারে, সে স্বীকারােক্তি বা তথ্য আদায়ের অভিপ্রায়ে, বা সে লােককে বা সে লােকের সঙ্গে স্বার্থনিহিত অপর কোন লােকের কাছ হতে যে স্বীকারােক্তি বা তথ্য প্রদানের দরুণ কোন অপরাধ বা অসদাচরণ বিষয়ক তথ্য পাওয়া যেতে পারে, সে স্বীকারােক্তি বা তথ্য আদায়ের অভিপ্রায়ে, বা সে লােককে বা সে লােকের সঙ্গে স্বার্থনিহিত অপর কোন লােককে কোন সম্পত্তি বা জামানত প্রত্যর্পণ করতে বা প্রত্যর্পণের ব্যবস্থা করে দিতে বাধ্য করার অভিপ্রায়ে, বা কোন দাবি পূরণের বাধ্য করার উদ্দেশ্যে, বা তথ্য প্রদানের দরুণ কোন সম্পত্তি বা মূল্যবান জামানত পুনরায় উদ্ধার হতে পারে, সে তথ্য সরবরাহ করার অভিপ্রায়ে, ইচ্ছাকৃতভাবে আঘাত করে, তা হলে সে লােক যে কোন বর্ণনার কারাদণ্ডে- যার মেয়াদ সাত বৎসর পর্যন্ত হতে পারে- দণ্ডিত হবে ও এতদ্ব্যতীত জরিমানদণ্ডেও শাস্তিযােগ্য হবে।
উদাহরণ
ক) ক একজন পুলিশ অফিসার। গ কোন বিশেষ সংগঠন করেছে বলে স্বীকার করতে বাধ্য করার জন্য গ-কে পীড়ন করে। ক এই ধারায় উল্লেখিত অপরাধের জন্য অপরাধি সাব্যস্ত হবে।
খ) ক একজন পুলিশ অফিসার। ক, চোরাই মাল কোথায় লুকিয়ে রাখা হয়েছে, তা দেখিয়ে দিতে বাধ্য করার জন্য গ-কে পীড়ন করে। ক এই ধারায় উল্লেখিত অপরাধে অপরাধের জন্য অপরাধি সাব্যস্ত হবে।
গ) ক একজন রাজস্ব অফিসার। ক, গ-র কাছ হতে প্রাপ্য কিছু বকেয়া রাজস্ব আদায়ার্থে গ-কে বাধ্য করার উদ্দেশ্যে গ-কে পিড়ীন করে। ক এই ধারায় উল্লেখিত অপরাধের জন্য অপরাধি সাব্যস্ত হবে।
ঘ) ক একজন জমিদার। ক কোন এক রায়তকে তার খাজনা আদায়ার্থে বাধ্য করার উদ্দেশ্যে পীড়ন করে। ক এই ধারায় উল্লেখিত অপরাধের জন্য অপরাধি সাব্যস্ত হবে।
ধারা ৩৩১ বলপূর্বক অপরাধ স্বীকারােক্তি আদায় বা সম্পত্তি প্রত্যার্পণ করতে বাধ্য করার উদ্দেশ্যে ইচ্ছাকৃতভাবে গুরুতর আঘাত প্রদান করা
কোন লােক যদি, ক্ষতিগ্রস্ত লােক, বা সে ক্ষতিগ্রস্ত লােকের সঙ্গে স্বার্থ নিহিত আছে এমন অপর কারাে কাছ হতে যে স্বীকারােক্তির বা তথ্য প্রদানের দরুণ কোন অপরাধ বা অসদাচরণ বিষয়ক তথ্যের খবর পাওয়া যেতে পারে, সে স্বীকারােক্তির বা তথ্য আদায়ের উদ্দেশ্যে, বা সে লােক বা সে লােকের সঙ্গে স্বার্থনিহিত অপর কোন লােকের কোন সম্পত্তি বা মূল্যবান জামানত প্রত্যর্পণে বা প্রত্যর্পণ করার আশু ব্যবস্থা গ্রহণে বাধ্য করার উদ্দেশ্যে, বা কোন দাবি পূরণে বাধ্য করার উদ্দেশ্যে, বা যে তথ্য সরবরাহের দরুণ কোন সম্পত্তি বা মূল্যবান জামানত পুনরুদ্ধার হতে পারে, সে তথ্য সরবরাহ করতে বাধ্য করার উদ্দেশ্যে ইচ্ছাকৃতভাবে গুরুতর আঘাত করে, তা হলে সে লােক যে কোন বর্ণনার কারাদণ্ডের মেয়াদ দশ বৎসর পর্যন্ত হতে পারে দণ্ডিত হবে ও এতদ্ব্যতীত জরিমানদণ্ডেও শাস্তিযােগ্য হবে।
ধারা ৩৩২ সরকারি কর্মচারিকে তার দায়িত্ব পালনে বাধা দান করার জন্য ইচ্ছাকৃতভাবে আঘাত করা:
কোন লােক যদি কোন লােককে সরকারি কর্মচারি হয়ে এরূপ সরকারি কর্মচারি হিসেবে তার কর্তব্যরত অবস্থায় বা ঐ লােককে বা অপর কোন সরকারি কর্মচারিকে এরূপ সরকারি কর্মচারি হিসেবে তার কর্তব্যরত অবস্থাকে ব্যাহত করার বা বাধাদান করার উদ্দেশ্যে বা ঐ লােক দ্বারা এরূপ সরকারি কর্মচারি হিসেবে আইনানুগভাবে তার দায়িত্ব পালনকালে কৃত বা করার জন্য উদ্যত কোন কিছুর কারণে ইচ্ছাকৃতভাবে আঘাত প্রদান করে, তা হলে সে লােক যে কোন বর্ণনার কারাদণ্ডে যার মেয়াদ তিন বৎসর পর্যন্ত হতে পারে বা জরিমানা দণ্ডে বা উভয় প্রকার দণ্ডে দণ্ডিত হবে।
ধারা ৩৩৩ সরকারি কর্মচারিকে তার দায়িত্ব পালনে বাধাদান করার জন্য ইচ্ছাকৃতভাবে গুরুতর আঘাত করা
কোন লােক যদি, কোন লােককে সরকারি কর্মচারি হয়ে এরূপ সরকারি কর্মচারি হিসেবে তার কর্তব্যরত অবস্থায়, গুরুতর আঘাত করে বা ঐ লােক বা অপর কোন সরকারি কর্মচারিকে এরূপ সরকারি কর্মচারি হিসেবে তার কর্তব্যরত অবস্থাকে ব্যাহত করা বা বাধা দান করার উদ্দেশ্যে ইচ্ছাকৃতভাবে গুরুতর আঘাত করে বা ঐ লােক দ্বারা এরূপ সরকারি কর্মচারি হিসেবে আইনসম্মতভাবে তার কর্তব্যরত অবস্থায় কৃত বা করার জন্য উদ্যত কোন কিছুর দরুণ, ইছাকৃতভাবে গুরুতর আঘাত করে, তা হলে সে লােক যে কোন বর্ণনার কারাদণ্ডে- যার মেয়াদ দশ বৎসর হতে পারে- দণ্ডিত হবে ও এতদ্ব্যতীত জরিমানদণ্ডেও শাস্তিযােগ্য হবে।
ধারা ৩৩৪ প্ররােচনার কারণে স্বেচ্ছাকৃতভাবে আঘাত করা
কোন লােক যদি, মারাত্মক ও আকস্মিক প্ররােচনায় প্ররােচিত হবার কারণে স্বেচ্ছাকৃতভাবে আঘাত করে, সে লােক প্ররােচনাকারি ছাড়া অপর কোন লােককে আঘাত প্রদানের ইচ্ছা না করলে বা আঘাত করতে পারে বলে নিজে না জানে, তা হলে সে লােক যে কোন বর্ণনার কারাদণ্ডে- যার মেয়াদ একমাস পর্যন্ত হতে পারে বা অর্থদণ্ডে-যার পরিমাণ পাঁচশত টাকা পর্যন্ত হতে পারে বা উভয়বিধ দণ্ডে দণ্ডিত হবে।
ধারা ৩৩৫ প্ররােচনার কারণে স্বেচ্ছাকৃতভাবে গুরুতর আঘাত করা
কোন লােক যদি মারাত্মক ও আকস্মিক প্ররোচনায় প্ররােচিত হয়ে স্বেচ্ছাকৃতভাবে গুরুতর আঘাত দান করে, যদি যে লােক প্ররােচনা দিয়েছে সে ছাড়া অপর কোন লােককে গুরুতর আঘাতের উদ্যোগ গ্রহণ না করে থাকে বা যে লােক প্ররােচনা দিয়েছে সে লােক ছাড়া অপর কোন লােকের উপর মারাত্মক আঘাত হতে পারে বলে জ্ঞাত হয়ে না থাকে, তা হলে এরূপ গুরুতর আঘাতকারি যে কোন বর্ণনার কারাদণ্ডে যার মেয়াদ চার বছর পর্যন্ত বা দুই হাজার টাকা পর্যন্ত জরিমানা দণ্ডে বা উভয় প্রকার দণ্ডে দণ্ডিত হবে।
ব্যাখ্যাঃ উপরের শেষ ধারা দুইটি, ৩০০ ধারার ১ নং ভিন্নতা যরূপ শর্তাবলি সাপেক্ষ তদরূপ শতাবলি সাপেক্ষ হবে।
ধারা ৩৩৬ জীবন ও অন্যান্য লােকের ব্যক্তিগত নিরাপত্তার পক্ষে বিপজ্জনক কাজ
কোন লােক যদি কোন কার্য এরূপ বেপরােয়াভাৰে বা অবহেলাজনকভাবে সম্পন্ন করে, যা মনুষ্য জীবন বা অন্যান্য লােকের ব্যক্তিগত নিরাপত্তার পক্ষে বিপজ্জনক করে তােলে, তা হলে সে লােক যে কোন বর্ণনার কারাদণ্ডে - যার মেয়াদ তিন মাস পর্যন্ত হতে পারে বা জরিমানা দণ্ডে - যার পরিমাণ দুইশত পঞ্চাশ টাকা পর্যন্ত হতে পারে বা উভয় প্রকার দণ্ডে দণ্ডিত হবে।
ধারা ৩৩৭ জীবন বা অন্যান্য লােকের ব্যক্তিগত নিরাপত্তা বিপন্নকারি কার্যের মাধ্যমে আঘাত করা
কোন লােক যদি কোন কার্য এরূপ বেপরােয়াভাবে বা অবহেলাজনকভাবে সম্পন্ন করে আঘাত করে যে, এটা মনুষ্য জীবন বা অন্যান্য ব্যক্তিগত নিরাপত্তাকে বিপজ্জনক করে তােলে, তা হলে সে লােক যে কোন বর্ণনার কারাদণ্ডে - যার মেয়াদ ছয়মাস পর্যন্ত হতে পারে বা জরিমানা দণ্ডে যার পরিমাণ পাঁচশত টাকা পর্যন্ত হতে পারে বা উভয় প্রকার দণ্ডে দণ্ডিত হবে।
ধারা ৩৩৮ জীবন বা অন্যান্য লােকের ব্যক্তিগত নিরাপত্তা বিপন্নকারি কার্যের মাধ্যমে গুরুতর আঘাত করা
কোন লােক যদি, কোন কার্য এরূপ বেপরােয়াভাবে বা অবহেলাজনকভাবে সম্পন্ন করে গুরুতর আঘাত করে যে, এটা মনুষ্য জীবন বা অন্যান্য লােকের ব্যক্তিগত নিরাপত্তাকে বিপজ্জনক করে তােলে, তা হলে সে লােক যে কোন বর্ণনার কারাদণ্ডে - যার মেয়াদ দুই বৎসর পর্যন্ত হতে পারে বা জরিমানা দণ্ডে - যার পরিমাণ পাঁচ হাজার টাকা পর্যন্ত হতে পারে বা উভয় প্রকার দণ্ডে দণ্ডিত হবে।
ধারা ৩৩৮ক জনপথে বেপরােয়াভাবে গাড়ি চালিয়ে বা অশ্বচালনা করে গুরুতর আঘাত করা
কোন লােক যদি, বেপরােয়াভাবে বা অবহেলাজনকভাবে জনপথে গাড়ি চালিয়ে বা অশ্ব চালিয়ে কোন লােককে এমন গুরুতর আঘাত করে যে, তাতে মনুষ্য জীবন ও অন্যের ব্যক্তিগত নিরাপত্তা বিঘ্নিত হয়, তা হলে সে লােক যে কোন বর্ণনার কারাদণ্ডে যার মেয়াদ দুই বৎসর পর্যন্ত হতে পারে বা জরিমানা দণ্ডে বা উভয় প্রকার দণ্ডে দণ্ডিত হবে।