- Get link
- X
- Other Apps
Of Fraudulent Deeds and Dispositions of Property
প্রতারণামূলক দলিলগুলো ও সম্পত্তি বেদখল বিষয়ক
ধারা ৪২১ পাওয়াদারদের ভিতর বণ্টন করার ইচ্ছায় অসাধুভাবে বা প্রতারণামূলকভাবে সম্পত্তি অপসারণ বা গােপনকরণ
কোন লােক যদি, তার পাওনাদারগণের বা অপর কোন লােকের পাওনাদারগণের ভিতর কোন সম্পত্তির আইনবলে বন্টন করার উদ্দেশ্যে বা সে এরূপ নেওয়ারণ করতে পারে জেনে অসাধুভাবে বা প্রতারণামূলকভাবে কোন সম্পত্তি অপসারণ করে, লুকিয়ে রাখে বা কোন লােকের কাছে সমর্পণ করে বা যথপােযুক্ত মূল্য গ্রহণ ছাড়া কোন লােকের কাছে হস্তান্তর করে বা করায় তা হলে সে ল ক যে কোন বর্ণনার কারাদণ্ডে-যার মেয়াদ দুই বৎসর পর্যন্ত হতে পারে বা জরিমানা দণ্ডে বা উভয় প্রকার দণ্ডে দণ্ডিত হবে।
ধারা ৪২২ অসাধুভাবে বা প্রতারণামূলকভাবে পাওনাদারদের অর্থ প্রাপ্তি নিরােধ করা
কোন লােক যদি অসাধুভাবে বা প্রতারণামূলকভাবে তার নিজের বা অপর কোন লােকের প্রাপ্য ঋণ বা দাবি আইনবলে তার বা ঐ অপর লােকের ঋণ পরিশােধ করার জন্য সুলভ হবার সম্পর্কে বাধার উদ্ভব করে তা হলে সে লোক যে কোন বর্ণনার কারাদণ্ডেযার মেয়াদ দুই বৎসর পর্যন্ত হতে পারে বা জরিমানা দণ্ডে বা উভয় প্রকার দণ্ডে দণ্ডিত হবে।
ধারা ৪২৩ ক্রয়মূল্য বিষয়ক মিথ্যা বর্ণনা সম্বলিত অসাধু বা প্রতারণামূলক হস্তান্তরের নথিপত্র সম্পাদন
কোন লােক যদি, অসাধুভাবে বা প্রতারণামূলকভাবে এরূপ কোন নথিপত্র বা সম্পদের পত্র স্বাক্ষর করে, সম্পন্ন করে বা তাতে শরীক হয় যা কোন সম্পত্তি বা তাতে নিহিত কোন স্বার্থ হস্তান্তর বা কোন প্রকারে দায়গ্রস্ত করার জন্য অভিপ্রেত হয় বা এরূপ হস্তান্তরের বা দায়যুক্ত করার মূল্য বিষয়ক বা এটা বাস্তবিকভাবে যে লােক বা ব্যক্তিগণের উপকারার্থে কার্যকরী করার জন্য অভিপ্রেত হয়, সে লােক বা ব্যক্তিবর্গ বিষয়ক মিথ্যা উক্তি বা বিবরণ সম্বলিত হয় তা হলে সে লোক যে কোন বর্ণনার কারাদণ্ডে যার মেয়াদ দুই বৎসর পর্যন্ত হতে পারে বা জরিমানা দণ্ডে বা উভয় প্রকার দণ্ডে দণ্ডিত হবে।
ধারা ৪২৪ অসাধুভাবে বা প্রতারণামূলকভাবে সম্পত্তি অপসারণ বা লুকিয়ে রাখা
কোন লােক যদি, অসাধুভাবে বা প্রতারণামূলকভাবে তার নিজের বা অপর কোন লােকের সম্পত্তি লুকিয়ে রাখে বা অপসারণ করে বা অসাধুভাবে বা প্রতারণামূলকভাবে এটা লুকানাে বা অপসারণ করার সম্পর্কে সাহায্য করে বা সে যে দাবি বা স্বত্ত্বের কর্তৃত্ত্ব প্রতারণামূলকভাবে পরিত্যাগ করে তা হলে সে লােক যে কোন বর্ণনার কারাদণ্ডে- যার মেয়াদ দুই বৎসর পর্যন্ত হতে পারে বা জরিমানা দণ্ডে বা উভয় প্রকার দণ্ডে দণ্ডিত হবে।
Of Mischief
অনিষ্ট সাধন বিষয়ক
ধারা ৪২৫ অনিষ্ট বা বিনাশ
কোন লােক যদি জনসাধারণ বা কোন বিশেষ লােকের অবৈধ ক্ষতি বা অনিষ্ট করার অভিপ্রায় বা সে এরূপ অবৈধ ক্ষতি বা অনিষ্ট করতে পারে বলে জেনে কোন সম্পত্তি নষ্ট করে বা কোন সম্পত্তিতে বা এর অবস্থিতিতে এরূপ পরিবর্তন সাধন করে যাতে এর মূল্য বা উপযােগিতা বিনষ্ট হয় বা হ্রাস পায় বা এটা ক্ষতিকরভাবে আক্রান্ত হয় তা হলে সে লােক “অনিষ্ট সাধন" করেছে বলে পরিগণিত হবে।
ব্যাখ্যা ১: অনিষ্টের অপরাধ করার জন্য এটা অত্যাবশ্যকীয় নন যে অপরাধির এরূপ লক্ষ্য থাকতে হবে, যেন ক্ষতিগ্রস্ত বা বিনষ্ট সম্পত্তির মালিকের লােকসান বা ক্ষতি সাধিত হয়। সে কোন সম্পত্তির ক্ষতি করে কোন লােকের অবৈধ লােকসান বা ক্ষতিসাধন করার ইচ্ছা পােষণ করলে বা সে এরূপ লােকসান বা ক্ষতিসাধন করতে পারে এমন আশংকা আছে বলে জ্ঞাত হলেই যথে হবে। সম্পত্তিটি লােকের মালিকানাধীন কিনা, তা বিবেচ্য নহে।
ব্যাখ্যা ২: এরূপ কোন কার্য সংঘটনের মাধ্যমে অনিষ্ট সাধিত হতে পারে যে কার্য, এরূপ কার্য সম্পন্নকারি লােকের বা ঐ লােক ও অপরাপর লােকের এজমালী মালিকানাধীন সম্পত্তিকে ক্ষুন্ন করে।
উদাহরণ - অনিষ্ট বা বিনাশ সাধন
ক) ক অবৈধভাবে গ-র অবৈধ লােকসান সাধন করার ইচ্ছায় স্বেচ্ছাকৃতভাবে গ-র মালিকানাধীন একটি মূল্যবান জামানত পুড়িয়ে ফেলে। ক অনিষ্ট সাধন করেছে।
খ) ক অবৈধভাবে গ-র প্রতি অবৈধ ক্ষতিসাধনের উদ্দেশ্যে গ-র একটি বরফ খানায় পানি দেয় ও তার জন্য বরফ গলে যায়। ক অনিষ্ট সাধন করেছে।
গ) ক অবৈধভাবে গ-র প্রতি অবৈধ লােকসান সাধনের উদ্দেশ্যে স্বেচ্ছাকৃতভাবে গ-র একটি আংটি নদীতে ছুঁড়ে ফেলে দেয়। ক অনিষ্ট সাধন করেছে।
ঘ) ক তার কাছ থেকে গ-র প্রাপ্য একটি দেনা পরিশােধের লক্ষ্যে তার মালপত্রের ক্রোক আসন্ন জেনে গ-কে তার কর্জ পরিশোেধ বিষয়ে বাধা প্রদান করার ও গ-র প্রতি ক্ষতির উদ্দেশ্যে ঐ মালপত্র বিনষ্ট করে ফেলে। ক অনিষ্ট সাধন করেছে।
ঙ) ক একটি জাহাজ বীমা করে বীমাকারিদের ক্ষতির উদ্দেশ্যে স্বেচ্ছাকৃতভাবে জাহাজটিকে ভেসে যেতে দেয় যেন অনুলেখকদের ক্ষতি হয়। ক অনিষ্ট সাধন করেছে।
চ) ক একটি জাহাজের জন্য ঋণ দান করেছে। ঘ-কে ক্ষতিগ্রস্ত করার উদ্দেশ্যে ক স্বেচ্ছাকৃতভাবে জাহাজটিকে ভাসিয়ে দেয়। ক অনিষ্ট সাধন করেছে।
ছ) ক গ-র সঙ্গে একটি ঘােড়ার এজমালি অধিকারি হয়ে গ-র প্রতি অবৈধ ক্ষতিসাধন করার ইচ্ছায় ঘােড়াটিকে গুলি করে। ক অনিষ্ট সাধন করেছে।
জ) ক অবৈধভাবে গ-র ক্ষতির লক্ষ্যে ও সে গ-র শস্যের ক্ষতি করতে পারে অবগত হয়ে, গ-র একটি ক্ষেতে গবাদি পশু প্রবেশ করায়। ক অনিষ্ট সাধন করেছে।
ধারা ৪২৬ অনিষ্টের শাস্তি
কোন লোক যদি, অনিষ্ট সাধন করে তাহলে সেই লোক যে কোনো বর্ণনার কারাদণ্ডে যার মেয়াদ তিন মাস পর্যন্ত হতে পারে বা জরিমানা দণ্ডে বা উভয় দণ্ডে দণ্ডিত হবে।
ধারা ৪২৭ পঞ্চাশ টাকা পরিমাণ ক্ষতি করে অনিষ্ট সাধন
কোন লোক যদি অনিষ্ট সাধন করে ও তদ্বারা পঞ্চাশ টাকা বা তদূর্ধ্ব পরিমাণ লোকসান বা ক্ষতি করে তাহলে সেই লোক যে কোনো বর্ণনার কারাদণ্ডে যার মেয়াদ দুই বৎসর পর্যন্ত হতে পারে বা জরিমানা দণ্ডে বা উভয় প্রকার দণ্ডিত হবে।
ধারা ৪২৮ দশ টাকা মূল্যের কোন জন্ত হত্যা বা বিকলাঙ্গ করে অনিষ্ট সাধন
যদি কোন লােক, দশ টাকা বা তদূর্ধ্ব মূল্যের কোন জন্তু বা জন্তুগুলােকে হত্যা করে, বিষ প্রয়ােগ করে, বিকলাঙ্গ বা ব্যবহারের অযােগ্য পরিণত করে অনিষ্ট সাধন করে, তাহলে সে লােক যেকোন বর্ণনার কারদণ্ডে-যার মেয়াদ দুই বৎসর পর্যন্ত হতে পারে বা জরিমানা দণ্ডে বা উভয় প্রকার দণ্ডে দণ্ডিত হবে।
ধারা ৪২৯ যে কোন মূল্যের গবাদি পশু প্রভৃতি বা পঞ্চাশ টাকা মূল্যের কোন জন্তুকে হত্যা বা বিকলাঙ্গ করে অনিষ্ট সাধন
কোন লােক যদি, যে কোন মূল্যের কোন হাতী, উট, ঘােড়া, খচ্চর, মহিষ, ষাঁড়, গাভী বা গরু বা পঞ্চাশ টাকা বা তদুর্ধ্ব মূল্যের যে কোন জন্তুকে হত্যা করে, বিষ প্রয়ােগ করে, বিকলাঙ্গ করে বা ব্যবহারের অযােগ্য পরিণত করে অনিষ্ট সাধন করে, তা হলে সে লােক যে কোন বর্ণনার কারাদণ্ডে-যার মেয়াদ পাঁচ বৎসর পর্যন্ত হতে পারে বা জরিমানা দণ্ডে বা উভয় প্রকার দণ্ডে দণ্ডিত হবে।
ধারা ৪৩০ সেচ কার্যের ক্ষতি করে বা অবৈধভাবে পানির স্রোতের গতির পরিবর্তন করে অনিষ্ট সাধন
কোন লােক যদি, এরূপ কোন কার্য করে যে কার্য কৃষিকার্যের জন্য বা মনুষ্য বা সম্পত্তি বলে পরিগণিত জন্তুগুলাের খাদ্য বা পানীয়ের জন্য পরিচ্ছন্নতার জন্য বা কোন উৎপাদন কার্য পরিচালনার জন্য আবশ্যকীয় পানি সরবরাহ হ্রাস করে বা যে কার্য এরূপ হ্রাস করতে পারে বলে সে জ্ঞাত আছে তা হলে সে তােক যে কোন বর্ণনার কারাদণ্ডে-যার মেয়াদ পাঁচ বৎসর পর্যন্ত হতে পারে বা জরিমানা দণ্ডে বা উভয় প্রকার দণ্ডে দণ্ডিত হবে।
ধারা ৪৩১ সরকারি সড়ক, সেতু, নদী বা খালের ক্ষতি করে অনিষ্টসাধন
কোন লােক যদি, এরূপ কোন কার্য করে যে কার্য কোন সরকারি সড়ক, নৌচলাচলযােগ্য নদী বা নৌ-চলাচল প্রাকৃতিক বা কৃত্রিম খালকে অনতিক্ৰমণীয় বা যাতায়াত বা সম্পত্তি পরিবহনের জন্য অপেক্ষাকৃত নিম্ন নিরাপদ হিসেবে পরিণত করে বা যে কার্য এরূপ পরিণত করতে পারে বলে সে জানে তা হলে সে তােক যে কোন বর্ণনার কারাদণ্ডে-যার মেয়াদ পাঁচ বৎসর পর্যন্ত হতে পারে বা জরিমানা দণ্ডে বা উভয় প্রকার দণ্ডে দণ্ডিত হবে।
ধারা ৪৩২ সরকারি পয়ঃ প্রণালী প্লাবিত বা প্রতিবন্ধকতা উদ্ভব করে অনিষ্ট সাধন
কোন লােক যদি, এরূপ কোন কার্য করে, যে কার্য আহত বা ক্ষতি সহকারে কোন সরকারি পয়ঃপ্রণালীর প্লাবন বা প্রতিবন্ধকতা উদ্ভব করে বা যা এরূপ প্লাবন বা প্রতিবন্ধকতা উদ্ভব করতে পারে সে জানে তা হলে সে লােক যে কোন বর্ণনার কারাদণ্ডে-যার মেয়াদ পাঁচ বৎসর পর্যন্ত হতে পারে বা জরিমানা দণ্ডে বা উভয় প্রকার দণ্ডে দণ্ডিত হবে।
ধাৱা ৪৩৩ কোন লাইট হাউস বা সমুদ-মার্ক ধ্বংস বা অপসারিত করে বা অপেক্ষাকৃত নিম্ন কার্যকরে পরিণত করে অনিষ্টসাধন
কোন লোক যদি, সমুদ-মার্ক হিসেবে ব্যবহৃত কোন লাইটহাউস বা অপর কোন লাইট বা নাবিকগণের পথ প্রদর্শক হিসেবে স্থাপিত যে কোন সমুদ্র-মার্ক বা বয়া বা অপর কিছু ধ্বংস বা স্থানান্তরিত করে বা অন্যকোন কার্যের সাহায্যে এরূপ কোন লাইটহাউজ, সমুদ্র-মার্ক, বা পূর্বোক্ত অপর কিছুকে নাবিকগণের পথপ্রদর্শক হিসেবে অপেক্ষাকৃত নিম্ন বলবত পরিণত করে তা হলে সে লোক যেকোন বর্ণনার কারদণ্ডে-যার মেয়াদ সাত বৎসর পর্যন্ত হতে পারে বা জরিমানা দণ্ডে বা উভয় প্রকার দণ্ডে দণ্ডিত হবে।
ধারা ৪৩৫ একশত টাকা বা কৃষি পণ্যের ক্ষেত্রে দশ টাকা পরিমাণ ক্ষতি করার উদ্দেশ্যে অগ্নি বা কোন বিস্ফোরক দ্রব্যের সাহায্যে অনিষ্ট সাধন
কোন লােক যদি, একশত টাকা বা তদুর্ধ্ব পরিমাণের সম্পত্তি বা ঐ সম্পত্তি কৃষিজ ফসল হবার ক্ষেত্রে দশ টাকা তদুর্ধ্ব পরিমাণ ক্ষতি করার ইচ্ছায় বা সে এরূপ ক্ষতি করতে পারে বলে জেনে, অগ্নি বা কোন বিস্ফোরক দ্রব্যের সাহায্যে অনিষ্ট সাধন করে তা হলে সে লােক যেকোন বর্ণনার কারাদণ্ডে-যার মেয়াদ সাত বৎসর পর্যন্ত হতে পারে-দণ্ডিত হবে এতদ্ব্যতীত জরিমানাদণ্ডেও শাস্তিযােগ্য হবে।
ধারা ৪৩৬ গৃহ প্রভৃতি ধ্বংস করার ইচ্ছায় অগ্নি বা বিস্ফোরক দ্রব্য ব্যবহার করে অনিষ্ট সাধন করা
কোন লোেক যদি সচরাচর উপাসনালয় হিসেবে ব্যবহৃত বা মনুষ্য বসবাসের স্থান বা সম্পত্তি হেফাজতের স্থানহিসেবে ব্যবহৃত হয় এমন কোন গৃহ ধ্বংস করার উদ্দেশ্যে বা সে এরূপ ধ্বংস করতে পারে বলে জেনে অগ্নি বা কোন বিস্ফোরক দ্রব্যের সাহায্যে অনিষ্ট সাধন করে তা হলে সে লােক যাবজ্জীবন কারাদণ্ড বা যেকোন বর্ণনার কারাদণ্ডে-যার মেয়াদ দশ বৎসর পর্যন্ত হতে পারে-দণ্ডিত হবে ও এতদ্ব্যতীত জরিমানাদণ্ডেও দণ্ডিত হবে।
ধারা ৪৩৭ পাটাতন বিশিষ্ট জাহাজ বা বিশ টন বােঝাবিশিষ্ট জলযান ধ্বংস করা বা বিপদজনক করার উদ্দেশ্যে অনিষ্ট সাধন করা
কোন লােক যদি, পাটাতন বিশিষ্ট কোন জাহাজ বা বিশ টন বা তদূর্ধ্ব ওজনের বােঝাবিশিষ্ট কোন জলযান ধ্বংস করার বা বিপজ্জনক হিসেবে পরিণত করার ইচ্ছায় ঐ জাহাজ ধ্বংস করতে বা বিপজ্জনক হিসেবে পরিণত করতে পারে বলে জাহাজের অনিষ্ট সাধন করে তা হলে সে লােক যেকোন বর্ণনার কারাদণ্ডে-যার মেয়াদ দশ বৎসর পর্যন্ত হতে পারে, দণ্ডিত হবে ও এতদ্ব্যতীত জরিমানাদণ্ডেও দণ্ডিত হবে।
ধারা ৪৩৮ : ধারা-৪৩৭ এ উল্লেখিত অনিষ্ট সাধনের অপরাধটি অগ্নি বা বিস্ফোরক দ্রব্যের সাহায্যে করলে তজ্জন্য শাস্তি
কোন লােক যদি, অগ্নি বা কোন বিস্ফোরক দ্রব্যের সাহায্যে পূর্ববর্তী শেষ ধারায় উল্লেখিত অনিষ্ট সাধন করে বা করার চেষ্টা করে তা হলে সে লোেক যাবজ্জীবন কারাদণ্ডে বা যে কোন বর্ণনার কারাদণ্ডে-যার মেয়াদ দশ বৎসর পর্যন্ত হতে পারে ও এতদ্ব্যতীত জরিমানদণ্ডেও শাস্তিযােগ্য হবে।
ধারা ৪৩৯ চুরি প্রভৃতি সংগঠনের ইচ্ছায় কোন জাহাজ অগভীর জলে চালিয়ে আটকাইবার বা তীরে ভিড়াইবার শাস্তি
কোন লােক যদি, ইচ্ছাকৃতভাবে কোন জাহাজ ঐ জাহাজস্থিত কোন সম্পত্তি চুরি করার বা এরূপ যে কোন সম্পত্তি অসাধুভাবে আত্মসাৎ করার উদ্দেশ্যে, বা এরূপ চুরি বা অবৈধ আত্মসাৎ যেন সংগঠিত হতে পারে এরূপ উদ্দেশ্যে, অগভীর জলে আটকাবার বা তীরে ভিড়ায়, তা হলে সে লােক যেকোন বর্ণনার কারাদণ্ডে-যার মেয়াদ দশ বৎসর পর্যন্ত হতে পারে-দণ্ডিত হবে ও এতদ্ব্যতীত জরিমানা দণ্ডে শাস্তিযােগ্য হবে।
ধারা ৪৪০ মৃত্যু বা আঘাত ঘটাবার প্রস্তুতি গ্রহণান্তে অনিষ্ট সাধন করা
কোন লােক যদি, যে কোন লােকের মৃত্যু ঘটানাে বা তাকে আঘাত প্রদান করা বা তাকে অবৈধভাবে অবরােধ করার বা তাকে মৃত্যু বা আঘাত বা অবৈধ আটকের ভয়ে অভিভূত করার প্রস্তুতি গ্রহণ করে অনিষ্ট সাধন করে, তা হলে সে লােক যেকোন বর্ণনার কারাদণ্ডে-যার মেয়াদ পাঁচ বৎসর পর্যন্ত হতে পারে, দণ্ডিত হবে ও এতদ্ব্যতীত জরিমানাদণ্ডেও শাস্তিযােগ্য হবে।