- Get link
- X
- Other Apps
Part II - On Proof
Chapter III - Facts Which Need not be Proved
তৃতীয় অধ্যায় -যে সকল ঘটনা প্রমাণ করার প্রয়োজন নেই
ধারা ৫৬ বিচারকের দৃষ্টি গােচরে হবার যােগ্য ঘটনা প্রমাণ করার প্রয়ােজন নেই
আদালত যে ঘটনা বিচারক হিসাবে দৃষ্টিগােচরে নিবেন, তা প্রমাণ কবার দরকার নেই।
ধারা ৫৭ যে সব ঘটনা আদালতকে অবশ্যই বিচারক হিসাবে গোচরে নিতে হবে
আদালত নিম্নলিখিত ঘটনাগুলি বিচারক হিসেবে অবশ্যই দৃষ্টিগােচরে নিবেন।
(১) বাংলাদেশের আইনসমূহ
(২) বাতিল
(৩) সামরিক বাহিনীসমূহের জন্য প্রণিত যুদ্ধ বিধিসমূহ;
(৪) সংসদের কার্যকলাপ এবং যে কোন আইন প্রণয়নকারী কর্তৃপক্ষের যার আইন প্রণয়নের ক্ষমতা আছে নির্দিষ্ট সীমানায় যা বর্তমানে বাংলাদেশের অন্তর্ভুক্ত।
(৫) বাতিল
(৬) বাংলাদেশের আদালতসমূহের সমস্ত সীলমােহর, নৌ বিভাগ এবং জাহাজ চালনা সম্পর্কিত এবং লেখা প্রমাণিক আওতাধীন আদালত সমূহের সকল সীলমােহর এবং বাংলাদেশে প্রচলিত আইন অনুসারে সমস্ত সীলমােহর ব্যবহার করার ক্ষমতা প্রাপ্ত যে কোন ব্যক্তি।
(৭) বাংলাদেশে কোন সরকারি পদে কারাে যােগদানের বিষয় যদি সরকারি গেজেটে বিজ্ঞাপিত হয়, তবে সে পদে যােগদানের বিষয় যদি সরকারি গেজেটে বিজ্ঞাপিত হয়, তবে সে পদে যােগদান, যােগদান কারী ব্যক্তির নাম, উপাধি, কর্তব্য, কাজ ও স্বাক্ষর।
(৮) সরকার কর্তৃক কোন রাষ্ট্র অথবা রাজা বা রাণীর অস্তিত্ব, উপাধি ও জাতীয় পতাকা।
(৯) সময়ের বিভাগসমূহ, পৃথিবীর ভৌগলিক বিভাগসমূহ এবং সরকারি গেজেটে বিজ্ঞাপিত সর্বসাধারণের উৎসব, উপবাস ও ছুটিসমূহ ।
(১০) বাংলাদেশের অন্তর্ভূক্ত ভূখন্ডসমূহ।
(১১) বাংলাদেশেরে সাথে অন্য কোন রাষ্ট্র বা সংগঠনের বিরােধ আরম্ভ হওয়া, চলতে থাকা ও অবসান হওয়া।
(১২) আদালতের সদস্যবৃন্দ ও অফিসারগণের এবং আদালতের কার্য সম্পাদনকারী অপরাপর অফিসারগণের এবং আইন মােতাবেক আদালতে হাজির হয়ে মামলা পরিচালনার কর্তৃত্বপ্রাপ্ত সমস্ত ব্যক্তিদের নাম ।
(১৩) স্থল বা সমুদ্র পথের নিয়মাবলী।
উপরােক্ত সমস্ত ক্ষেত্রে এবং সাধারণ্য প্রকাশিত ইতিহাস, সাহিত্য, বিজ্ঞান, শিল্পকলা বিষয়ে আদালত উপযুক্ত রেফারেন্স পুস্তক বা দলিল দিয়ে সাহায্য গ্রহন করতে পারেন।
কোন ঘটনা বিচারকের দৃষ্টিগােচরে নেয়ার জন্য কেউ যদি আদালতে কাছে দাবি জানায়, তবে যে ব্যক্তি দাবি জানাবে, সে উক্তরূপ প্রয়ােজনীয় পুস্তক বা দলিল হাজির করা পর্যন্ত আদালত সে ঘটনা দৃষ্টিগােচরে নিতে অস্বীকার করতে পারেন।
ধারা ৫৮ স্বীকৃত ঘটনা প্রমাণ করার প্রয়ােজন নেই
কোন মামলায় পক্ষগণ বা তাদের প্রতিনিধিগন যদি কোন ঘটনা মামলার শুনানীর সময় স্বীকার করতে সম্মত হয়, অথবা শুনানীর পূর্বেই যদি তার তা স্বহস্তে লিখে স্বীকার করতে সম্মত হয়, অথবা এ সময়ে কার্যকরী কোন নিয়ম বা পক্ষগণের কোন অবস্থা ইত্যাদি মােতাবেক যদি তা পক্ষগণের দ্বারা স্বীকৃত বলে গণ্য হয়, তবে সে ঘটনা প্রমাণ করার প্রয়ােজন নেই: তবে, আদলত স্বীয় ইচ্ছাধীন ক্ষমতা মােতাবেক কোন স্বীকৃত ঘটনারও অন্যবিধ প্রমাণ চাইতে পারেন।