- Get link
- X
- Other Apps
Of the Discretion of the Court
আদালতের ইচ্ছধীন ক্ষমতা প্রসঙ্গে
Specific Relief Act 1877
সুনির্দিষ্ট প্রতিকার আইন ১৮৭৭
ধারা ২২ সুনির্দিষ্ট কার্যসম্পাদনে ডিক্রি প্রদান প্রসঙ্গে ইচ্ছাধীন ক্ষমতা:
সুনির্দিষ্ট কার্যসম্পাদনের ব্যাপারে ডিক্রি প্রদানের এখতিয়ার হচ্ছে ইচ্ছাধীন ও কেবল তা করা আইনসম্মত, এই কারণেই আদালত কোন প্রতিকার মঞ্জুর করতে বাধ্য নয়; কিন্তু আদালতের ইচ্ছাধীন ক্ষমতা স্বেচ্ছাচারিতা নয়, বরং তা হচ্ছে নিখুঁত ও যুক্তিসঙ্গত, বিচারবিভাগীয় মূলনীতির মাধ্যমে নিয়ন্ত্রিত এবং আপীল আদালত কর্তৃক সংশােধনযােগ্য।
নিম্নে বর্ণিত ক্ষেত্রসমূহ আদালত সুনির্দিষ্ট কার্যসম্পাদনের জন্য ডিক্রি প্রদান না করার ব্যাপারে যথাযথভাবে ইচ্ছাধীন ক্ষমতা প্রয়ােগ করতে পারেন-
১) যেক্ষেত্রে এমন পরিস্থিতিতে চুক্তি সম্পন্ন করা হয়েছে যে, তা বাদীকে প্রতিবাদীর উপর একটি অন্যায় সুবিধা প্রদান করেছে, যদিও সেখানে বাদীর পক্ষ থেকে কোন জালিয়াতি বা ভুল বিবরণ না-ও থাকতে পারে।
বাদীকে প্রতিবাদীর উপর একটি অন্যায় সুবিধা প্রদান করেছে - উদাহরণসমূহ
ক) একটি নির্দিষ্ট সম্পত্তির সমস্ত জীবনের প্রজা ক সম্পত্তিতে তার স্বত্বের ব্যাপারে খ-কে স্বত্ব নিয়ােগী নিযুক্ত করল। খ উক্ত স্বত্ব বিক্রয় করতে এবং গ তা ক্রয়ের জন্য চুক্তিবদ্ধ হল। চুক্তি সম্পন্নের আগেই ক মারাত্মকভাবে আহত হল এবং পরিণামে চুক্তি সম্পাদনের একদিন পর সে মারা গেল। খ ও গ সমভাবে বিষয়টি সম্পর্কে ওয়াকিবহাল না থাকলে বা ওয়াকিবহাল থাকলে খ চুক্তির সুনির্দিষ্ট কার্যসম্পাদনের অধিকারী হবে। কিন্তু খ তথা সম্পর্কে অবহিত থাকলে, এবং গ সে সম্পর্কে অবহিত না থাকলে চুক্তির সনির্দিষ্ট কার্যসম্পাদনের দাবি খ-এর বেলায় প্রত্যাখ্যাত হবে।
খ) ক খ-এর কাছে কতিপয় সুনির্দিষ্ট মওজুদ পণ্যে গ-এর স্বত্ব বিক্রয়ের জন্য চুক্তিবদ্ধ হল। চুক্তিতে এই শর্তেও লিপিবদ্ধ করা হল যে, এমনকি যদি দেখা যায় যে, গ-এর স্বত্ব একেবারেই মূল্যহীন তবুও এই চুক্তি সঠিকভাবে কার্যকর থাকবে। কার্যতঃ গ-এর স্বত্বের মূল্য নির্ভরশীল ছিল কতিপয় অংশীদারিত্বের হিসাব-নিকাশের ফলাফলের উপর, যে ব্যাপারে গ তার অংশীদারের নিকট অত্যধিক ঋণগ্রস্ত ছিল। এই ঋণভারের কথা ক জ্ঞাত ছিল, কিন্তু খ তা জানত না। চুক্তির সুনির্দিষ্ট কার্যসম্পাদন কএর বেলায় অবশ্যই প্রত্যাখাত হবে।
গ) ক একটি নির্দিষ্ট জমি বিক্রয় করতে এবং খ তা ক্রয়ের জন্য চুক্তিবদ্ধ হল । কিন্তু বন্যার হাত থেকে উক্ত জমি রক্ষার লক্ষ্যে তার স্বত্বাধিকারীর মাধ্যমে ব্যয়বহুল বাধের রক্ষণাবেক্ষণ করা আবশ্যক। খ এই পরিস্থিতি সম্বন্ধে ওয়াকিবহাল ছিল না এবং ক তা তার কাছ থেকে গােপন রেখেছিল। চুক্তির সুনির্দিষ্ট কার্যসম্পাদন ক-এর বেলায় অবশ্যই প্রত্যাখ্যাত হবে ।
ঘ) ক-এর সম্পত্তি নিলামে উঠানাে হয়েছে। খ ক-এর এটর্ণি গ-কে তার পক্ষে নিলাম ডাকার অনুরােধ জানাল। গ সরল বিশ্বাসে এবং কতকটা অসাবধানতাবশতঃ নিলাম ডাকল। বিক্রেতার এটর্ণিকে নিলাম ডাকতে দেখে উপস্থিত ব্যক্তিগণ মনে করল যে, সে ডাক বাড়াচ্ছে এবং তারা প্রতিদ্বন্দ্বিতা থেকে বিরত রইল । সম্পত্তির মূল্যের তুলনায় অত্যন্ত কম ডাকা সত্ত্বেও ডাক গৃহীত হল। চুক্তির সুনির্দিষ্ট কার্যসম্পাদন খএর বেলায় অবশ্যই প্রত্যাখ্যাত হবে।
২) যেক্ষেত্রে চুক্তির কার্যসম্পাদন প্রতিবাদীকে অত্যন্ত ক্লেশে জড়িয়ে ফেলবে, যা সে আগ থেকেই বুঝতে পারে নেই, অন্যদিকে তার কার্যসম্পাদন না করলে বাদীকে তা তেমন কোন ক্লেশে বিজড়িত করবে না।
প্রতিবাদীকে অত্যন্ত ক্লেশে জড়িয়ে ফেলবে, বাদীকে তা তেমন কোন ক্লেশে বিজড়িত করবে না - উদাহরণসমূহ
ঙ) ক' তার পিতার উইল অনুসারে এই শর্তে কতক জমির অধিকারী হয় যে, সেগুলাে ২৫ বৎসরের মধ্যে বিক্রয় করলে বিক্রয়মূল্যের অর্ধেক খ-এর প্রাপ্য হবে। ক উক্ত শর্ত ভুলে গিয়ে ২৫ বৎসর পার হওয়ার আগেই উক্ত জমি গ-এর নিকট বিক্রয়ে চুক্তিবদ্ধ হয়। এখানে সুনির্দিষ্ট কার্যসম্পাদন ক-এর উপর এত কঠোরতা আরােপ করবে যে, আদালত গ-এর পক্ষে চুক্তির সুনির্দিষ্ট কার্যসম্পাদন করতে বাধ্য করবে না।
চ) দুইজন জিম্মাদার ক ও খ জিম্মা সম্পত্তির বৃত্তিভােগী গ-এর সাথে উক্ত জিম্মা সম্পত্তি ঘ-এর কাছে বিক্রয়ের জন্য চুক্তিতে যােগদানের জন্য ঐকমত্যে পৌঁছায়। কিন্তু বিক্রয় মূল্য এই দায় দায়িত্ব থেকে মুক্ত হওয়ার জন্য পর্যাপ্ত নয়, যদিও চুক্তির দিন বিক্রেতাদের বিশ্বাস ছিল যে, তা পর্যাপ্ত হবে। চুক্তির সুনির্দিষ্ট কার্যসম্পাদন খ-এর বেলায় অবশ্যই প্রত্যাখ্যাত হবে।
ছ) একটি সম্পত্তির মালিক ক তা খ-এর কাছে বিক্রয়ের জন্য চুক্তিবদ্ধ হয় এবং চুক্তিতে শর্ত আরােপ করে যে, সে অর্থাৎ ক তার সীমা নির্দিষ্ট করতে বাধ্য হবে না। সম্পত্তিটি সত্যি সত্যিই মূল্যবান ছিল যা সে অবগত ছিল না। চুক্তির সুনির্দিষ্ট কার্যসম্পাদন খ-এর বেলায় অবশ্যই প্রত্যাখ্যাত হবে, যদি না সে অজ্ঞাত সম্পত্তিতে তার দাবি পরিত্যাগ করে।
জ) ক খ-এর কাছে নির্দিষ্ট জমি বিক্রয় এবং একটি নির্দিষ্ট রেলওয়ে স্টেশন থেকে সেখান পর্যন্ত রাস্তা করার জন্য চুক্তিবদ্ধ হয়। পরবর্তী সময় দেখা যায় যে, মােকদ্দমার সম্মুখীন না হয়ে ক রাস্তা তৈরীতে অক্ষম। খ-এর বেলায় চুক্তির রাস্তা সংক্রান্ত অংশের সুনির্দিষ্ট কার্যসম্পাদন অবশ্যই প্রত্যাখ্যাত হবে, এমনকি যদিও এই মত প্রকাশ করা হয় যে, সে রাস্তার জন্য ক্ষতিপূরণসহ চুক্তির বাকি অংশের সুনির্দিষ্ট কার্যসম্পাদনের অধিকারী।
ঝ) একটি খনির ইজারাদার ক তার ইজারাদাতা খ-এর সাথে চুক্তিবদ্ধ হয় যে, ইজারার মেয়াদের যেকোন সময়ে খ খনির ব্যাপারে ব্যবহৃত যন্ত্রপাতি ও সাজ-সরঞ্জাম গ্রহণের ইচ্ছা প্রকাশপূর্বক নােটিশ প্রদান করতে পারবে এবং ইজারা সম্পত্তির উপর নিরূপণীয় মূল্যে নােটিশে উল্লেখিত যন্ত্রপাতি ও সাজ-সরঞ্জাম তাকে প্রদান করা হবে। তেমন চুক্তি ইজারাদারের ব্যবসায়ের জন্য মারাত্মক ক্ষতিকর হতে পারে এবং তেমন চুক্তির সুনির্দিষ্ট কার্যসম্পাদন খ-এর বেলায় অবশ্যই প্রত্যাখ্যাত হবে।
ঞ) ক খ-এর কাছ থেকে নির্দিষ্ট জমি ক্রয়ের জন্য চুক্তিবদ্ধ হয়। কিন্তু জমির প্রবেশ পথের ব্যাপারে চুক্তিতে কিছু উল্লেখ করা হয় না। জমিতে প্রবেশের জন্য কোন পথের অস্তিত্ব নেই বলে দেখান যেতে পারে। খ-এর বেলায় চুক্তির সুনির্দিষ্ট কার্যসম্পাদন অবশ্যই প্রত্যাখ্যাত হবে ।
ট) ক খ-এর সাথে খ-এর কারখানা থেকে এবং অন্য কোন কারখানা থেকে নয়, তার ব্যবসায়ে ব্যবহৃত নির্দিষ্ট শ্রেণীর সমস্ত মাল ক্রয়ের জন্য চুক্তিবদ্ধ হয়। আদালত খ-কে মাল সরবরাহে বাধ্য করতে পারে না; কিন্তু সে ঐ সমস্ত মাল যদি সরবরাহ না করে এবং যদি না তাকে অন্য কোথাও থেকে সে মাল ক্রয়ের অনুমতি প্রদান করা হয়, তা হলে ক ধ্বংসপ্রাপ্ত হতে পারে। খ-এর বেলায় চুক্তির সুনির্দিষ্ট কার্যসম্পাদন অবশ্যই প্রত্যাখ্যাত হবে।
নিম্নে বর্ণিত ক্ষেত্রে আদালত সুনির্দিষ্ট কার্যসম্পাদনের জন্য ডিক্রি প্রদানের ব্যাপারে যথাযথভাবে তার ইচ্ছাধীন ক্ষমতা প্রয়ােগ করতে পারেনঃ
৩) যেক্ষেত্রে বাদী সুনির্দিষ্ট কার্যসম্পাদনযােগ্য চুক্তির উল্লেখযােগ্য কাজ সম্পন্ন করেছে বা চুক্তি হেতু ক্ষতিগ্রস্ত হয়েছে।
উদাহরণ
‘ক’ একটি রেল কোম্পানির কাছে জমি বিক্রয় করে। কোম্পানি তার সুবিধার জন্য কতিপয় নির্দিষ্ট কাজ সম্পন্ন করাতে চুক্তিবদ্ধ হয়। কোম্পানি জমি গ্রহণ এবং তা তাদের রেলপথের জন্য ব্যবহার করে। ক-এর পক্ষে কাজ সম্পন্নের চুক্তি সুনির্দিষ্টভাবে পালনের ডিক্রি অবশ্যই প্রদান করা হবে।