- Get link
- X
- Other Apps
Chapter Six - of Declaratory Decrees
অধ্যায় ছয় -ঘোষণামূলক ডিক্রি সম্বন্ধীয় ব্যাপারে
ধারা ৪২ মর্যাদা কিংবা অধিকার ঘােষণা সম্পর্কে আদালতের সুবিবেচনামূলক ক্ষমতা
আইনানুগ পরিচয় বা কোন সম্পত্তির স্বত্বের অধিকারী কোন ব্যক্তি এমন যেকোন ব্যক্তির বিরুদ্ধে মােকদ্দমা দায়ের করতে পারে যে, তেমন মর্যাদা বা অধিকারের ব্যাপারে তার স্বত্ব অস্বীকৃতি জ্ঞাপন করেছে বা অস্বীকৃতি জ্ঞাপন করতে ইচ্ছা প্রকাশ করেছে; এবং আদালত তার ইচ্ছাধীন ক্ষমতাবলে ঘােষণা করতে পারেন যে, তার তেমন অধিকার রয়েছে এবং তেমন মােকদ্দমায় আরও কোন প্রতিকার দাবি করা বাদীর জন্য আবশ্যক নয়।
এরূপ ঘােষণার পথে প্রতিবন্ধকতা
শর্ত থাকে যে, যেক্ষেত্রে দাবি কেবল স্বত্বের ঘােষণা ছাড়া আরও প্রতিকার দাবি করতে সমর্থ, কিন্তু তা করা হতে বিরত থাকে, সেক্ষেত্রে আদালত তেমন ঘােষণা প্রদান করবেন না।
ব্যাখ্যা—একটি সম্পত্তির জিম্মাদার এমন একটি স্বত্ব অস্বীকার করতে আগ্রহী ব্যক্তি যে জীবিত নয় এমন এক ব্যক্তির স্বত্বের প্রতিকূল এবং সে জীবিত থাকলে সে তার জন্য একজন জম্মাদার হত।
উদাহরণ - মর্যাদা কিংবা অধিকার ঘােষণা
ক) ‘ক’ বৈধভাবে একটি জমি দখল করেছে। পার্শ্ববর্তী গ্রামের অধিবাসীরা উক্ত জমির মাঝখান দিয়ে যাতায়াতের অধিকার দাবি করল। তারা তাদের দাবিকৃত অধিকারের অধিকারী নয় মর্মে ঘােষণার জন্য ক মােকদ্দমা রুজু করতে পারে।
খ) ক তার সম্পত্তি এই মর্মে উইল করে খ, গ ও ঘ-কে দান করল যে, আমার মৃত্যুর সময় তারা জীবিত থাকলে তাদের সকলের মধ্যে তা সমঅংশে বন্টিত হবে ও তারপর তা তাদের উত্তরজীবী সন্তানদের মধ্যে বন্টিত হবে কিন্তু তাদের কোন সন্তানই জীবিত নেই। ক-এর কার্যনির্বাহীর বিরুদ্ধে মােকদ্দমায় আদালত ঘােষণা করতে পারেন যে, খ, গ ও ঘ কি সম্পত্তির চূড়ান্ত মালিক হবে, কেবল জীবনকালের জন্যই তারা তা পাবে এবং তাদের অধিকার কায়েমী হওয়ার আগেই সন্তানদের স্বার্থের ব্যাপারেও আদালত ঘােষণা করতে পারেন।
গ) ক এই মর্মে একটি চুক্তিপত্র করে যে, সে কখনও এক লক্ষ টাকার অধিক মুল্যের সম্পত্তির অধিকারী হলে তা সে নির্দিষ্ট জিম্মায় অর্পণ করবে। তেমন সম্পত্তি অর্জনের আগে বা জিম্মার অধীন কোন ব্যক্তি তার অধিকারী হবে তা নিরূপণের আগেই সে চুক্তিপত্রকে অনিশ্চয়তাহেতু খারিজ ঘােষণার জন্য মােকদ্দমা রুজু করল । আদালত তেমন ঘােষণা প্রদান করতে পারেন।
ঘ) ক এমন সম্পত্তির স্বত্ব খ-এর কাছে হস্তান্তর করল, যাতে ক-এর কেবল জীবিত থাকাবস্থায় স্বার্থ রয়েছে। এই স্বত্ব হস্তান্তর গ-এর বিরুদ্ধে অবৈধ, কারণ সে ভাবী উত্তরাধিকারী হিসেবে উক্ত সম্পত্তির স্বত্বাধিকারী। আদালত গ কর্তৃক ক ও খএর বিরুদ্ধে আনীত মােকদ্দমায় ঘােষণা করতে পারে যে, গ-এর তেমন অধিকার রয়েছে।
ঙ) একজন নিঃসন্তান হিন্দু বিধবা দখলী সম্পত্তির একটি অংশের স্বত্ব হস্তান্তর করল। আনুমানিকভাবে উক্ত বিধবার উত্তরজীবী হলে যে ব্যক্তি উক্ত সম্পত্তির দখলের অধিকারী হবে সে স্বত্ব হস্তান্তরগ্রহীতার বিরুদ্ধে রুজুকৃত মােকদ্দমায় এমন ঘােষণা পেতে পারে যে, স্বত্ব হস্তান্তর বৈধ প্রয়ােজন ব্যতীতই করা হয়েছিল এবং তাই তা বিধবার মৃত্যুর পর বাতিলযােগ্য।
চ) সম্পত্তির দখলরত একজন হিন্দু বিধবা একজনকে তার মৃত স্বামীর পােষ্যপুত্ররূপে গ্রহণ করে। আনুমানিকভাবে উক্ত মহিলার নিঃসন্তান অবস্থায় মৃত্যুর পর যে ব্যক্তি তার সম্পত্তির স্বত্বাধিকারী হত সে পােষ্য পুত্রের বিরুদ্ধে দায়েরকৃত মােকদ্দমায় পােষ্যগ্রহণ অবৈধ ছিল, এই ঘােষণা পেতে পারে।
ছ) ক-এর কতিপয় নির্দিষ্ট সম্পত্তির দখল রয়েছে। খ দাবি করে যে, সে উক্ত সম্পত্তির মালিক এবং ক-এর তা তার কাছে অর্পণ করা আবশ্যক। ক সম্পত্তি নিজ দখলে রাখার অধিকার সম্পর্কে ঘােষণা অর্জন করতে পারেন।
জ) ক তার সম্পত্তি উইল করে খ-কে সারাজীবনের তরে এবং খ-এর স্ত্রী ও ছেলেমেয়ে থেকে থাকলে তাদেরকে স্বার্থের অবশিষ্ট ভাগ প্রদান করে, কিন্তু খ স্ত্রী-পুত্রহীন অবস্থায় মারা গেলে তা ঘ-এর প্রাপ্য হবে। খ-এর অনুমিত স্ত্রী ঘ ও ছেলেমেয়ে রয়েছে, কিন্তু গ অস্বীকার করে যে, খ ও ঘ কখনও বৈধভাবে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিল। খ-এর জীবদ্দশায় ঘ ও তার ছেলেমেয়েরা গ-এর বিরুদ্ধে মােকদ্দমা রুজুপূর্বক এই ঘােষণা লাভ। করতে পারে যে, তারা খ-এর সত্যিকার স্ত্রী ও ছেলেমেয়ে।
ধারা ৪৩ ঘােষণার ফলাফল
এই অধ্যায়ের বিধান অনুসারে প্রদত্ত ঘােষণা কেবল পক্ষসমূহ এবং তাদের মাধ্যমে দাবিরত ব্যক্তিদের উপর এবং যেক্ষেত্রে পক্ষসমূহের কোন একটি হচ্ছে জিম্মাদার, সেক্ষেত্রে তেমন ব্যক্তিদের উপর ঘােষণার দিন পর্যন্ত তারা বেঁচে থাকলে তেমন পক্ষসমূহ যাদের জন্য জিম্মাদার হইত, অবশ্য পালনীয় হবে।
উদাহরণ -ঘােষণার ফলাফল
ক, একজন হিন্দু। তার কথিত স্ত্রী খ এবং তার মাকে প্রতিবাদী করে রুজুকৃত মােকদ্দমায় তার বিবাহ যথারীতি সম্পন্ন হয়েছে সম্পন্ন হয়েছে এই ঘােষণা প্রদান এবং তার দাম্পত্য অধিকার পুনঃপ্রতিষ্ঠার লক্ষ্যে আদেশ প্রদানের আবেদন জানাল আদালত সে মর্মে ঘােষণা ও আদেশ প্রদান করলে। গ দাবি করল যে, খ তার স্ত্রী এবং তারপর খ-কে প্রত্যর্পণের লক্ষ্যে মােকদ্দমা রুজু করল। পূর্ববর্তী মােকদ্দমায় প্রদত্ত ঘােষণা গ এর উপর অবশ্যপালনীয় নয়।