- Get link
- X
- Other Apps
Of Criminal Trespass
অপরাধমূলক অনধিকার প্রবেশ বিষয়ক
ধারা ৪৪১ অপরাধমূলক অনধিকার প্রবেশ
কোন লােক যদি, অপর কোন লােকের দখলভূক্ত কোন সম্পত্তিতে বা সম্পত্তির উপর কোন অপরাধ সংঘটনের উদ্দেশ্যে বা এরূপ সম্পত্তির দখলকার কোন লােককে ভীতিপ্রদর্শন, অপমান বা বিরক্তি করার উদ্দেশ্যে প্রবেশ করে, অথবা আইনবলে এরূপ সম্পত্তিতে সম্পত্তির উপর প্রবেশ করে, তদ্বারা এরূপ কোন লােককে ভীতি প্রদর্শন, অপমান বা বিরক্ত করার উদ্দেশ্যে বা কোন অপরাধ সংঘটনের উদ্দেশ্যে বেআইনীভাবে তথায় অবস্থান করে, সে লােক অপরাধজনক অনধিকার প্রবেশ করেছে বলে পরিগণিত হবে।
ধারা ৪৪২ অনধিকার গৃহপ্রবেশ
কোন লােক যদি, মনুষ্য বসবাস স্থান হিসেবে ব্যবহৃত যে কোন গৃহে, তাঁবু বা জলযান, বা উপাসনা স্থান হিসেবে বা সম্পত্তি সংরক্ষণের স্থান হিসেবে ব্যবহৃত যে কোন গৃহে প্রবেশ করে বা অবস্থান করে অপরাধজনক অনধিকার প্রবেশ করে তা হলে সে লােক অনধিকার প্রবেশ করেছে বলে পরিগণিত হবে।
ব্যাখ্যাঃ অপরাধমূলক অনধিকার প্রবেশকারির দেহের কোন অংশের প্রবেশই গৃহে অনধিকার প্রবেশ অপরাধ প্রতিদানের পক্ষে যথেষ্ট।
ধারা ৪৪৩ সঙ্গোপনে অনধিকার গৃহপ্রবেশ
কোন লােক যদি, এরূপ সতর্কতা অবলম্বনপূর্বক অনধিকার গৃহপ্রবেশ করে যে গৃহ, তাবু বা জলযান ঐ অনধিকার প্রবেশের বিষয়বস্তু সে গৃহ, তাবু বা জলযান হতে অনধিকার প্রবেশকারিকে বহিষ্কার বা উচ্ছেদ করার অধিকারি লােকের কাছে এরূপ অনধিকার গৃহপ্রবেশ লুকিয়ে রাখে, তা হলে সে লােক সঙ্গোপনে অনধিকার গৃহ প্রবেশ করেছে বলে পরিগণিত হবে।
ধারা ৪৪৪ রাত্রিকালে সঙ্গোপনে অনধিকার গৃহপ্রবেশ
কোন লােক যদি, সূর্যাস্তের পর ও সূর্যোদয়ের পূর্বে সঙ্গোপনে গৃহে অনধিকার প্রবেশ করে তা হলে সে লােক রাত্রিকালে সঙ্গোপনে অনধিকার গৃহপ্রবেশ করে বলে পরিগণিত হবে।
ধারা র ৪৪৫ সিঁদ কেটে বা দরজা-জানালা ভেঙ্গে দিনে গৃহপ্রবেশ
কোন লোক যদি, অনধিকার গৃহপ্রবেশ করে, সে যদি অতঃপর উল্লেখিত ছয় প্রকারের যে কোন এক প্রকারে কোন গৃহে বা এর যে কোন অংশে প্রবেশ করে বা যদি কোন অপরাধ সংগঠন করায় কোন গৃহে বা এর অংশে অবস্থিত হয়ে বা উহাতে কোন অপরাধ সংগঠন করে এরূপ ছয় প্রকারের যে কোন এক প্রকারে ঐ গৃহ বা এর কোন অংশ ত্যাগ করে তা হলে সে লােক সিঁদ কেটে বা দরজা জানালা ভেঙ্গে দিনে গৃহপ্রবেশ করেছে বলে পরিগণিত গণ্য হবে-
প্রথমতঃ যেক্ষেত্রে সে তার নিজের বা অনধিকার গৃহে প্রবেশ করার ইচ্ছায় অনধিকার গৃহপ্রবেশে সহায়তাকারি কোন লােকের তৈয়ারী কোন পথে প্রবেশ বা প্রস্থান হয়।
দ্বিতীয়তঃ যেক্ষেত্রে সে স্বয়ং বা অপরাধে সহায়তাকারি ছাড়া কোন লােক দ্বারা মনুষ্য প্রবেশে জন্য অভিপ্রেত নন এমন কোন পথে বা কোন দেওয়ালে বা দালানের উপর মই বা হাত-পায়ের সাহায্যে আরােহণ করে সে যে পথ ব্যবহারের সুযােগ অর্জন করেছে, সে পথে প্রবেশ বা প্রস্থান হয়।
তৃতীয়তঃ যদি সে, এমন কোন উপায়ে অনধিকার গৃহপ্রবেশ করার অভিপ্রায়ে, সে বা ঐ অনধিকার গৃহপ্রবেশে সহায়তাকারি লোক যে পথ খুলেছে সে পথে প্রবেশ বা প্রস্থান হওয়া, যে উপায়ে এ পথ উন্মুক্ত গৃহকর্তার অভিপ্রেত ছিল না।
চতুর্থতঃ যদি সে, অনধিকার গৃহপ্রবেশ করার ইচ্ছায় বা অনধিকার গৃহপ্রবেশ করার পর গৃহ হতে প্রস্থানের লক্ষ্যে কোন তালা খুলে প্রবেশ বা প্ৰস্তান হয়।
পঞ্চমতঃ যদি যে অপরাধজনক বলপ্রয়ােগ করে বা আক্রমণের মাধ্যমে বা কোন লােককে আক্রমণের ভয়ে অভিভূত করে তার প্রবেশ বা প্রস্থান সম্পন্ন করে।
যষ্ঠতঃ যদি সে এরূপ কোন পথে প্রবেশ বা প্ৰস্থান করে, যে পথ এরূপ প্রবেশ বা প্রস্থানের জন্য বন্ধ করা হয়েছে বলে ও যা স্বয়ং তৎদ্বারা বা অনধিকার গৃহপ্রবেশে সহায়তাকারির মাধ্যমে খােলা হয়েছে বলে সে জ্ঞাত হয়েছে ।
ব্যাখ্যাঃ কোন বহির্বাটি বা বাড়ির সঙ্গে দখলকৃত গৃহ ও বাড়ি ও এরূপ বহির্বাটি বা গৃহের অভ্যন্তরীণ যােগাযােগের পথ এই ধারার তাৎপর্যাধীনে ঐ গৃহের অংশ বলে পরিগণিত গণ্য হবে।
উদাহরণ -সিঁদ কেটে বা দরজা-জানালা ভেঙ্গে দিনে গৃহপ্রবেশ
ক) ক গ-র বাড়ির দেয়ালে একটি ছিদ্র করে ঐ ছিদ্রের ভিতরে তার হাত দিয়ে অনধিকার গৃহ প্রবেশ করে। এটা সিঁদ কেটে বা দরজা-জানালা ভেঙ্গে দিনে গৃহে প্রবেশ ।
খ) ক একটি জলযানের দুই ডেকের মধ্যবর্তী একটি বায়ু চলাচল-জানালার ভিতর দিয়ে হামাগুড়ি দিয়ে জলযানের অভ্যন্তরে ঢুকে অনধিকার গৃহপ্রবেশ করে। এটা সিঁদ কেটে বা দরজা-জানালা ভেঙ্গে দিনে গৃহে প্রবেশ।
গ) ক একটি জানালার ভিতর দিয়ে গ-র গৃহে প্রবেশ করে অনধিকার গৃহপ্রবেশ করে। এটা সিঁদ কেটে বা দরজা-জানালা ভেঙ্গে দিনে গৃহে প্রবেশ ।
ঘ) ক একটি অর্গলাবদ্ধ দরজা খুলে ঐ দরজার মধ্য দিয়ে গ-র গৃহে প্রবেশ করে অনধিকার গৃহপ্রবেশ করে । সিঁদ কেটে বা দরজা-জানালা ভেঙ্গে দিনে গৃহে প্রবেশ ।
ঙ) ক দরজা ছিদ্রের ভিতর তার প্রবেশ করিয়ে একটি গুড়কা উঠিয়ে ঐ দরজার মধ্য দিয়ে গ-র গৃহে প্রবেশ করে অনধিকার গৃহপ্রবেশ করে। এটা অপথে গৃহপ্রবেশ।
চ) ক গ-র গৃহের চাবি দেখতে যায়, যা গ হারিয়েছিল ও চাবির সাহায্যে দরজা খুলে গ-র গৃহে প্রবেশ করে অনধিকার প্রবেশ করে। এটা সিঁদ কেটে বা দরজা-জানালা ভেঙ্গে দিনে গৃহে প্রবেশ ।
ছ) গ তার গৃহের প্রবেশপথে দণ্ডায়মান রয়েছে। ক গ-কে ধাক্কা দিয়ে ফেলে দিয়ে বলপূর্বক পথ করে নেয় ও গ-র গৃহে প্রবেশ করে অনধিকার গৃহপ্রবেশ করে। এটা সিঁদ কেটে বা দরজা-জানালা ভেঙ্গে দিনে গৃহে প্রবেশ।
জ) চ-র দ্বাররক্ষী গ, চ-র গৃহের প্রবেশপথে দণ্ডায়মান রয়েছে। ক তাকে বাধাদান করলে তাকে (গ-কে) মার দিবে- এই ভয় দেখিয়ে ঐ গৃহে প্রবেশ করে অনধিকার গৃহপ্রবেশ করে। এটা সিঁদ কেটে বা দরজা-জানালা ভেঙ্গে দিনে গৃহে প্রবেশ।
ধারা ৪৪৬ রাত্রিকালে সিঁদ কেটে বা দরজা-জানালা ভেঙ্গে গৃহে প্রবেশ
কোন লােক যদি সূর্যাস্তের পরে ও সূর্যোদয়ের আগে সিঁধ কেটে বা দরজা জানালা ভেঙ্গে গৃহে প্রবেশ করে তা হলে সে লােক রাত্রিকালে সিঁদ কেটে বা দরজা-জানালা ভেঙ্গে গৃহে প্রবেশ করেছে বলে পরিগণিত হবে।
ধারা ৪৪৭ অপরাধমূলক অনধিকার প্রবেশের শাস্তি
কোন লােক যদি অপরাধজনক অনধিকার প্রবেশ করে তা হলে সে লােক যে কোন বর্ণনার কারাদণ্ডে যার মেয়াদ তিন মাস পর্যন্ত হতে পারে বা জরিমানা দণ্ডে যার পরিমাণ পাঁচশত টাকা পর্যন্ত হতে পারে বা উভয় প্রকার দণ্ডে দণ্ডিত হবে।
ধারা ৪৪৮ অনধিকার গৃহপ্রবেশের শাস্তি
কোন লােক যদি অনধিকার গৃহপ্রবেশ করে তা হলে সে লােক যে কোন বর্ণনার কারাদণ্ডে- যার মেয়াদ এক বৎসরের পর্যন্ত হতে পারে বা জরিমানা দণ্ডে যার পরিমাণ এক হাজার টাকা পর্যন্ত হতে পাৱে বা উভয় প্রকার দণ্ডে দণ্ডিত হবে।
ধারা ৪৪৯ মৃত্যুদণ্ডে শাস্তিযােগ্য অপরাধ সংঘটনের ইচ্ছায় অনধিকার গৃহপ্রবেশ
কোন লােক যদি, মৃত্যুদণ্ডে শাস্তিযােগ্য কোন অপরাধ সংঘটনের ইচ্ছায় অনধিকার গৃহপ্রবেশ করে তা হলে সে লােক যাবজ্জীবন কারাদণ্ডে বা অনধিক দশ বৎসর মেয়াদী সশ্রম কারাদণ্ডে দণ্ডিত হবে ও এতদ্ব্যতীত জরিমানাদণ্ডেও দণ্ডিত হবে।
ধারা ৪৫০ যাবজ্জীবন কারাদণ্ডে শাস্তিযােগ্য অপরাধ করার ইচ্ছায় অনধিকার গৃহপ্রবেশ
কোন লােক যদি, যাবজ্জীবন কারাদণ্ডে শাস্তিযােগ্য কোন অপরাধ করার ইচ্ছায় অনধিকার গৃহপ্রবেশ করে তা হলে সে লােক যে কোন বর্ণনার কারাদণ্ডে- যার মেয়াদ দশ বৎসর পর্যন্ত হতে পারে দণ্ডিত হবে ও এতদ্ব্যতীত জরিমানাদণ্ডেও শাস্তিযােগ্য হবে।
ধারা ৪৫১ কারাদণ্ডে শাস্তিযােগ্য অপরাধ করার ইচ্ছায় অনধিকার গৃহপ্রবেশ
কোন লােক যদি, কারাদণ্ডে শাস্তিযােগ্য অপরাধ করার ইচ্ছায় অনধিকার গৃহপ্রবেশ করে তা হলে সে লােক যেকোন বর্ণনার কারাদণ্ডে-যার মেয়াদ দুই বৎসর পর্যন্ত হতে পারে দণ্ডিত হবে ও এতদ্ব্যতীত জরিমানাদণ্ডেও শাস্তিযােগ্য হবে ও যদি অপরাধ করার জন্য অভিপ্রেত অপরাধটি চুরি হয়, তা হলে কারাদণ্ডের মেয়াদ সাত বৎসর পর্যন্ত হতে পারে।
ধারা ৪৫২ আঘাত, আক্রমণ বা অবৈধ আটকের প্রস্তুতি গ্রহণান্তে অনধিকার গৃহপ্রবেশ
কোন লােক যদি, কোন লােককে আঘাত করার বা কোন লােককে আক্রমণ করার বা কোন লােককে অবৈধভাবে আটক করার বা কোন লােককে আঘাত বা আক্রমণ বা অবৈধ আটকের ভয়ে অভিভূত করার প্রস্তুতি গ্রহণান্তে গৃহপ্রবেশ করে তা হলে সে লােক যে কোন বর্ণনার কারাদণ্ডে-যার মেয়াদ সাত বৎসর পর্যন্ত হতে পারে-দণ্ডিত হবে ও এতদ্ব্যতীত জরিমানদণ্ডেও শাস্তিযােগ্য হবে।
ধারা ৪৫৩ সঙ্গোপনে অনধিকার গৃহপ্রবেশ বা সিঁদ কেটে গৃহে প্রবেশের শাস্তি
যদি কোন লােক, সঙ্গোপনে অনধিকার গৃহপ্রবেশ বা সিঁদ কেটে গৃহে প্রবেশ করে তা হলে সে লােক যেকোন বর্ণনার কারাদণ্ডে যার মেয়াদ দুই বৎসর পর্যন্ত হতে পারে-দণ্ডিত হবে ও এতদ্ব্যতীত জরিমানাদণ্ডেও শাস্তিযােগ্য হবে।
ধারা ৪৫৪ কারাদণ্ডে শাস্তিযােগ্য অপরাধ করার ইচ্ছায় সঙ্গোপনে অনধিকার গৃহপ্রবেশ বা সিদ কেটে গৃহে প্রবেশ
কোন লােক যদি, কারাদণ্ডে দণ্ডযােগ্য কোন অপরাধ করার ইচ্ছায় সঙ্গোপনে অনধিকার গৃহপ্রবেশ করে বা সিঁদ কেটে গৃহে প্রবেশ করে, তা হলে সে লােক যে কোন বর্ণনার কারাদণ্ডে- যার মেয়াদ তিন বৎসর পর্যন্ত হতে পারে দণ্ডিত হবে ও এতদ্ব্যতীত জরিমানদণ্ডেও শাস্তিযােগ্য হবে ও যদি অপরাধ করার জন্য অভিপ্রেত অপরাধটি চুরি হয় তা হলে কারাদণ্ডের মেয়াদ দশ বৎসর পর্যন্ত হতে পারবে।
ধারা ৪৫৫ আঘাত, আক্রমণ বা অবৈধ আটকের প্রস্তুতি গ্রহণান্তে সঙ্গোপনে অনধিকার গৃহপ্রবেশ বা সিঁদ কেটে গৃহে প্রবেশ
কোন লােক যদি, কোন লােককে আঘাত করার বা কোন লােককে আক্রমণ করার বা কোন লােককে অবৈধভাবে আটক করার বা কোন লােককে আঘাত বা আক্রমণ বা অবৈধ আটকের প্রস্তুতি গ্রহণান্তে সঙ্গোপনে অনধিকার গৃহপ্রবেশ বা সিঁদ কেটে গৃহে প্রবেশ করে তা হলে সে লােক যে কোন বর্ণনার কারাদণ্ডে যার মেয়াদ দশ বৎসর পর্যন্ত হতে পারে ও এতদ্ব্যতীত জরিমানাদণ্ডেও শাস্তিযােগ্য হবে।
ধারা ৪৫৬ রাত্রিকালে সঙ্গোপনে অনধিকার গৃহপ্রবেশ বা সিঁদ কেটে গৃহে প্রবেশের শাস্তি
কোন লােক যদি, সঙ্গোপনে রাত্রিকালে অনধিকার গৃহপ্রবেশ করে বা রাত্রিবেলায় সিঁদ কেটে গৃহে প্রবেশ করে তা হলে সে লােক যে কোন বর্ণনার কারাদণ্ডে যার মেয়াদ তিন বৎসর পর্যন্ত হতে পারে দণ্ডিত হবে ও এতদ্ব্যতীত জরিমানাদণ্ডেও শাস্তিযােগ্য হবে।
ধারা ৪৫৭ কারাদণ্ডে শাস্তিযােগ্য অপরাধ করার ইচ্ছায় সঙ্গোপনে রাত্রিকালে অনধিকার গৃহপ্রবেশ বা সিঁদ কেটে গৃহে প্রবেশ
কোন লােক যদি, কারাদণ্ডে দণ্ডযােগ্য কোন অপরাধ করার ইচ্ছায় সঙ্গোপনে রাত্রিকালে অনধিকার গৃহপ্রবেশ করে বা রাত্রিকালে সিঁদ কেটে গৃহে প্রবেশ করে তা হলে সে লােক যে কোন বর্ণনার করাদণ্ডে যার মেয়াদ পাঁচ বৎসর পর্যন্ত হতে পারে, দণ্ডিত হবে ও যদি সংঘটনের জন্য অভিপ্রেত অপরাধটি চুরি হয়, তা হলে কারাদণ্ডের মেয়াদ চৌদ্দ বৎসর পর্যন্ত হতে পারে।
ধারা ৪৫৮ আঘাত, আক্রমণ বা অবৈধ আটকের প্রস্তুতি গ্রহণান্তে সঙ্গোপনে রাত্রিকালে অনধিকার গৃহপ্রবেশ বা সিঁদ কেটে গৃহেপ্রবেশ
যদি লােক, কোন লােককে আঘাত করার বা কোন লােককে আক্রমণ করার বা কোনলােককে অবৈধভাবে আটক করার বা কোন লােককে আঘাত বা আক্রমণ বা অবৈধ আটকের ভয়ে অভিভূত করার প্রস্তুতি গ্রহণান্তে সঙ্গোপনে রাত্রিকালে অনধিকার গৃহপ্রবেশ করে বা রাত্রিকালে সিঁদ কেটে গৃহে প্রবেশ করে তা হলে সে লােক যে কোন বর্ণনার কারাদণ্ডে, যার মেয়াদ চৌদ্দ বৎসর পর্যন্ত হতে পারে, দণ্ডিত হবে ও এতদ্ব্যতীত জরিমানাদণ্ডেও শাস্তিযােগ্য হবে।
ধারা ৪৫৯ সঙ্গোপনে অনধিকার গৃহপ্রবেশ বা সিঁদ কেটে গৃহে প্রবেশ সংঘটনকালে দেয় গুরুতর আঘাত
কোন লােক যদি, সঙ্গোপনে অনধিকার গৃহপ্রবেশ বা সিঁদ কেটে গৃহপ্রবেশ সংঘটনকালে কোন লােককে গুরুতর আঘাত প্রদান করে বা কোন লােকের মৃত্যু ঘটানাে বা তাকে গুরুতর আঘাত প্রদানের চেষ্টা করে, তা হলে সে লােক যাবজ্জীবন কারাদণ্ডে বা যে কোন বর্ণনার কারাদণ্ডে যার মেয়াদ দশ বৎসর পর্যন্ত হতে পারে দণ্ডিত হবে ও এতদ্ব্যতীত জরিমানাদণ্ডেও শাস্তিযােগ্য হবে।
ধারা ৪৬০ সঙ্গোপনে রাত্রিকালে অনধিকার গৃহপ্রবেশ বা সিঁধেল চুরিতে যুক্তভাবে জড়িত সমস্ত লােক, যখন তাদের কোন একজন মৃত্যু বা গুরুতর আঘাত প্রদান করে, শাস্তিযােগ্য হবে:
যদি সঙ্গোপনে রাত্রিকালে অনধিকার গৃহপ্রবেশ বা রাত্রিকালে সিঁদ কেটে গৃহপ্রবেশ সংঘটনের সময় ঐ অপরাধে অপরাধি যে কোন লােক স্বেচ্ছাকৃতভাবে কোন লােকের মৃত্যু ঘটায় বা তাকে গুরুতর আঘাত প্রদান করে বা মৃত্যু ঘটানাের বা গুরুতর আঘাত প্রদানের উদ্যোগ করে, তা হলে এরূপ সঙ্গোপনে রাত্রিকালে অনধিকার গৃহপ্রবেশ বা রাত্রিকালে সিঁদ কেটে গৃহপ্রবেশ সংঘটনে যুক্তভাবে জড়িত প্রতিটি লােক যাবজ্জীবন কারাদণ্ডে বা যে কোন বর্ণনার কারাদণ্ডে যার মেয়াদ দশ বৎসর পর্যন্ত হতে পারে দণ্ডিত হবে ও এতদ্ব্যতীত জরিমানদণ্ডেও শাস্তিযােগ্য হবে।
ধারা ৪৬১ সম্পত্তি ধারণকারি কোন পাত্র অসাধু উদ্দেশ্যে ভেঙ্গে ফেলা
কোন লােক যদি, অসাধুভাবে বা অনিষ্ট সাধনের উদ্দেশ্যসমেত কোন সম্পতি ধারণকারি বা সম্পত্তি ধারণ করে বলে বিশ্বাস করে, এমন কোন বন্ধ পাত্র ভেঙ্গে ফেলে বা বন্ধন মুক্ত করে তা হলে সে লােক যে কোন বর্ণনার কারাদণ্ডে যার মেয়াদ দুই বৎসর পর্যন্ত হতে পারে বা জরিমানা দণ্ডে বা উভয় প্রকার দণ্ডে দণ্ডিত হবে।
ধারা ৪৬২ হেফাজতের ভারপ্রাপ্ত লােক দ্বারা হবার ক্ষেত্রে একই অপরাধের শাস্তি
কোন লােক যদি কোন সম্পত্তি ধারণকারি বা সম্পত্তি ধারণ করে বলে সে বিশ্বাস করে, এমন কোন বদ্ধ পাত্রের ভারপ্রাপ্ত হয়ে এটা খােলার কর্তৃত্ব ছাড়াই অসাধুভাবে বা অনিষ্ট করার উদ্দেশ্যে ঐ পাত্র ভেঙ্গে ফেলে বা বন্ধনমুক্ত করে তা হলে সে লােক যে কোন বর্ণনার কারাদণ্ডে যার মেয়াদ তিন বৎসর পর্যন্ত হতে পারে বা জরিমানা দণ্ডে বা উভয় প্রকার দণ্ডে দণ্ডিত হবে।