- Get link
- X
- Other Apps
Chapter Twenty Two - of Criminal Intimidation, Insult, Prejudicial Act, and Annoyance
বাইশতম অধ্যায় -অপরাধজনক ভয় দেখানো, অপমান, অনিষ্টকর কর্ম, ও বিরক্তিকরন বিষয়ক
ধারা ৫০৩ অপরাধজনক ভয় দেখানো
যে লোক, অপর কোন লোককে আতঙ্কিত করার লক্ষ্যে তার দেহ, সুনাম বা সম্পত্তির ক্ষতিসাধন করার বা যে লোককে তার স্বার্থ নিহিত আছে তার দেহ বা সুখ্যাতির ক্ষতিসাধন করার ভয় দেখানো, বা সে লোককে এরূপ ভয় দেখানোর বাস্তবায়ন এড়ায়ে যাবার উপায় হিসেবে সে আইনত যে কার্য করতে বাধ্য নয়, তা করতে বাধ্য করার বা সে লোকের যে কার্য করার আইনানুগ কর্তৃত্ত্ব আছে তা হতে তাকে বিরত রাখার লক্ষ্যে এরূপ ভয় দেখানো হয়, সে লোক অপরাধজনক ভয় দেখানো করে।
ব্যাখ্যাঃ ভয় দেখানো লোকের স্বার্থ নিহিত আছে এমন কোন মৃত লোকের সুনাম নষ্ট করার হুমকি এই ধারার আওতাধীন হবে।
উদাহরণ -অপরাধজনক ভয় দেখানো
ক, খ-কে একটি সিভিল কেস পরিচালনা হতে বিরত করার ইচ্ছায় খ এর ঘর পোড়িয়ে দেওয়ার হুমকি দেয়। ক অপরাধজনক ভয় দেখানোর অপরাধে অপরাধি।
ধারা ৫০৪ শান্তিভঙ্গের প্ররোচনা প্রদানের লক্ষ্যে ইচ্ছাকৃতভাবে অপমান
যে লোক, এরূপ লক্ষ্যে বা এরূপ আশংকা আছে জ্ঞাত হয়ে ইচ্ছাকৃতভাবে কোন লোককে অপমান করে ও তৎদ্বারা তাকে উত্তেজিত করে যে এরূপ উত্তেজনার কারণে সে গণ শান্তি নষ্ট করবে বা অপর যে কোন অপরাধ সংঘটন করবে, তা হলে সে লোক যে কোন বর্ণনার কারাদণ্ডে-যার মেয়াদ দুই বৎসর পর্যন্ত হতে পারে বা জরিমানা দণ্ডে বা উভয় প্রকার দণ্ডে দণ্ডিত হবে।
যারা ৫০৫ জনগণের অনিষ্ট সাধান সহায়ক বিবৃতিগুলো
যে ব্যক্তি,
ক) বাংলাদেশের স্থলবাহিনীর নৌবাহিনীর বা বিমান বাহিনীর কোন অফিসার, সৈনিক, নাবিক বা বৈমানিক বিদ্রোহ করতে বা অপর কোনভাবে এরূপ অফিসার, সৈনিক, নাবিক বা বৈমানিক হিসেবে তার কর্তব্যে অবহেলা করতে বা অপারগ হতে প্রবৃত্ত করার ইচ্ছায় বা এরূপ প্রবৃত্ত করার আশংকা আছে এমন বা
খ) জনগণের বা জনগণের অংশ বিশেষের ভিতর যে কোন লোককে রাষ্ট্র বা গণশাস্তির বিরুদ্ধে কোন অপরাধ সংগঠনের প্রবৃত্তি করা যেতে পারে, এমন ভীতি বা আতঙ্ক সৃষ্ট করার আশংকা আছে এমন বা
গ) কোন সম্প্রদায় বা ব্যক্তিসমষ্টিকে অপর কোন সম্প্রদায় বা ব্যক্তিসমষ্টির বিরুদ্ধে উত্তেজিত করার ইচ্ছায় বা এরূপ উত্তেজিত করার আশংকা আছে এমন, কোন বিবৃতি, গুঞ্জন বা প্রতিবেদন প্রণয়ন, ব্যক্ত বা প্রচার করে, তা হলে সে লোক কারাদণ্ডে যার মেয়াদ দুই বৎসর পর্যন্ত হতে পারে বা জরিমানা দণ্ডে বা উভয় প্রকার দণ্ডে দণ্ডিত হবে।
ব্যতিক্রমঃ যখন এরূপ কোন বিবৃতি, গুঞ্জন বা প্রতিবেদন প্রণয়ন, ব্যক্ত বা প্রচারকারি লোকের এরূপ বিশ্বাস করার যৌক্তিক কারণ থাকে যে এরূপ বিবৃতি গুঞ্জন বা প্রতিবেদন সত্য ও সে পূর্বোক্ত কোন লক্ষ্য ছাড়াই এটা প্রণয়ন, ব্যক্ত বা প্রচার করে, তখন এটা এই ধারার তাৎপর্যাধীনে অপরাধ বলে পরিগণিত হবে না।
ধারা ৫০৫ক কথা ইত্যাদি দ্বারা অনিষ্টকর কাজ
যে ব্যক্তি
ক) কথার মাধ্যমে বলে বা লিখে বা স্বাক্ষর মাধ্যমে বা দৃশমান বর্ণনা দিয়ে বা অন্যভাবে কোনকিছু করে, বা
খ) কোন বৃিবতি, উড়ো খবর বা রিপোর্ট তৈরী করে, ব্যক্ত করে বা প্রচার করে, যা বাংলাদেশের নিরাপত্তার বা জনশৃঙ্খলার বা বিদেশের সঙ্গে বাংলাদেশের বন্ধত্বপূর্ণ সম্পর্কের বা জনসাধারণের আবশ্যকীয় সরবরাহ বা সেবা রক্ষায় অনিষ্টকর, তা হলে সে লোক যে কোনো বর্ণনার কারাদণ্ডে-যার মেয়াদ সাত বৎসর পর্যন্ত হতে পারে বা জরিমানাদন্ডে বা উভয় প্রকার দণ্ডে দণ্ডিত হবে।
ধারা ৫০৬ অপরাধমূলক ভয় দেখানোর শাস্তি
কোন লোক যদি অপরাধমূলক ভয় দেখানোর অপরাধ সংঘঠন করে, তা হলে সে লোক যে কোন বর্ণনার কারাদন্ডে যার মেয়াদ দুই বৎসর পর্যন্ত হতে পারে বা জরিমানাদণ্ডে বা উভয়ভিধ দন্ডে দন্ডিত হবে।
যদি মৃত্যু বা গুরুতর আঘাত ইত্যাদির ভয় দেখায়
এবং যদি ঐ ভয় দেখানো বা হুমকি মৃত্যু ঘটানোর বা গুরুতর আঘাত প্রদানের বা অগ্নিসংযোগ সম্পত্তি বিনষ্ট করার বা মৃত্যুদন্ডে বা কারাদন্ডে যার মেয়াদ সাত বৎসর পর্যন্ত হতে পারে শাস্তিযোগ্য অপরাধ করার বা কোন নারীর সতীত্ব নষ্ট হয়েছে বলে দুর্নাম আরোপের হয়, তা হলে সে লোক যে কোন বর্ণনার কারাদন্ডে, যার মেয়াদ সাত বৎসর পর্যন্ত হতে পারে বা জরিমানাদণ্ডে বা উভয় প্রকার দন্ডে দন্ডিত হবে।
ধারা ৫০৭ বেনামী পত্রের মাধ্যমে অপরাধমূলক ভীতি প্রদর্শন
যে লোক, বেনামী পত্রের মাধ্যমে বা যার মাধ্যমে ভয় দেখান হয় তার নাম বা ঠিকানা গোপন করার জন্য সতর্কতা অবলম্বন করে অপরাধমূলক ভীতি প্রদর্শনের অপরাধ কার্য সংঘটন করে, সে লোক পূর্ববর্তী সর্বশেষ ধারায় ঐ অপরাধের জন্য যে শাস্তির ব্যবস্থা আছে তা ছাড়াও যে কোন মেয়াদের সশ্রম বা বিনামশ্রম কারাদন্ডে-যার মেয়াদ দুই বৎসর পর্যন্ত হতে পারে-দণ্ডিত হবে।
ধারা ৫০৮ কোন লোককে সে দৈব আক্রোশ কবলতি হবে বলে বিশ্বাস করার জন্য প্ররোচিত করে কোন কর্মের সংগঠন
যে লোক, কোন ব্যক্তিকে, সে বা যেই লোককে তার স্বার্থ সংশ্লিষ্ট আছে সে লোক অপরাধকারি লোক তাকে দিয়ে যে কার্য করতে চায়, সে কার্য না করলে বা অপরাধকারি তাকে যে কার্য হতে বিরত করতে চায় সে কার্য করলে দৈব আক্রোশের লক্ষ্য হবে বা অপরাধকারির কোন কর্মের কারণে দৈব্য আক্রোশের লক্ষ্য পরিণত হবে বলে বিশ্বাস করার জন্য ঐ লোক আইনত বাধ্য নন তাকে সে কার্য করতে বা তার যে কার্য করার কর্তৃত্ত্ব রয়েছে, যদি সে কার্য হতে তাকে বিরত করতে স্বেচছাকৃতভাবে বাধ্য করে বা বাধ্য করার চেষ্টা করে, তা হলে সে লোক যে কোন বর্ণনার কারাদন্ডে যার মেয়াদ এক বৎসর পর্যন্ত হতে পারে বা জরিমানাদণ্ডে বা উভয় প্রকার দন্ডে দন্ডিত হবে।
উদাহরণগুলো
ক গ-র দরজায় ধর্ণা দিয়ে বসে ও তার এরূপ বসার ইচ্ছা হল সে গ-কে দৈব্য আক্রোশের উদ্দেশ্যে পরিণত করবে। ক এই ধারায় বর্ণিত অপরাধ সংগঠিত করেছে বলে গণ্য হবে।
ক, গ-কে হুমকি দেয় যে, যদি গ একটি বিশেষ কার্য সম্পন্ন না করে, তা হলে ক, ক-র আপন সন্তানদের একজনকে এমন অবস্থায় খুন করবে যেন ঐ হত্যাকর্ম গ কে দৈব্য আক্রোশের উদ্দেশ্যে পরিণত করবে বলে বিশ্বাস জন্মাতে পারে। ক এই ধারায় বর্ণিত অপরাধ অনুষ্ঠান করেছে বলে গণ্য হবে।
ধারা-৫০৯ কোন নারীর কালিনতার অমর্যাদার উদ্দেশ্যে কোন কথা, অঙ্গভঙ্গি বা কোন কর্ম
যে লোক, কোন নারীর কালিনতার অমর্যাদার উদ্দেশ্যে বা এই উদ্দেশ্যে কোন কথা বলে, কোন শব্দ বা অঙ্গভঙ্গি করে বা কোন বস্তু দেখায় যে ঐ নারী এরূপ কথা বা শব্দ শুনতে পায় বা এরূপ অঙ্গভঙ্গি বা বস্তু দেখতে পায়, বা ঐ নারীর গোপনীয়তা অনধিকার লংঘন করে, সে লোক বিনাশ্রম কারাদন্ডে-যার মেয়াদ এক বৎসর পর্যন্ত হতে পারে বা জরিমানাদণ্ডে বা উভয় প্রকার দন্ডে দন্ডিত হবে।
ধারা ৫১০ প্রকাশ্যে মাতাল লোকের অসদাচরণ
যে লোক, মাতাল অবস্থায় কোন প্রকাশ্য স্থানে, বা যে জায়গায় প্রবেশ করা তার পক্ষে অনধিকার প্রবেশ, সে জায়গায় প্রবেশ করে ও ঐ জায়গায় এরূপ আচরণ করে, যা কোন লোকের বিরক্তির উদ্যোগ করে, সে লোক বিনাশ্রম কারাদন্ডে যার মেয়াদ ২৪ ঘন্টা হতে পারে বা জরিমানাদণ্ডে যার পরিমান দশ টাকা পর্যন্ত হতে পারে বা উভয় প্রকার দন্ডে দন্ডিত হবে।