- Get link
- X
- Other Apps
Of Criminal Force and Assault
অপরাধজনক বলপ্রয়ােগ ও আক্রমণ সম্পর্কিত
ধারা ৩৪৯ বলপ্রয়ােগ
কোন লােক অপর কোন লােকের প্রতি বলপ্রয়ােগ করেছে বলে কথিত হবে, যদি সে ঐ অপর লােককে গতি সঞ্চার করায় বা তার গতি পরিবর্তন করায় বা তার গতি স্তব্ধ করায়, বা যদি সে কোন বস্তুকে এরূপ গতি সঞ্চার করায় বা তার গতি পরিবর্তন করায় বা তার গতি স্তব্ধ করায় যে ঐ বস্তু ঐ অপর লােকের শরীরের যে কোন অংশ বা ঐ অপর লােক দ্বারা পরিহিত বা বাহিত অপর কিছুর সংস্পর্শে আসে বা এরূপ অবস্থিত অপর কিছুর সংস্পর্শে আসে যাতে এরূপ সংস্পর্শে ঐ অপর লােকের অনুভূতিকে প্রভাবিত করে। তবে শর্ত হল যে, গতি উদ্ভবকারি বা গতি পরিবর্তনকরি বা গতি স্তব্ধকারি লােককে অতঃপর উল্লেখিত তিন রকমের এক রকমে ঐ গতি সৃষ্টি, গতি পরিবর্তন বা গতি শুদ্ধ করতে হবে;
প্রথমতঃ তার নিজ দৈহিক শক্তিতে।
দ্বিতীয়তঃ যে কোন বস্তুর এরূপ ব্যবহার করা হয় যাতে ঐ লােকের বা অপর কোন লােকের পক্ষে অধিকতর কোন কার্য ব্যতীতই ঐ গতি বা ঐ গতির পরিবর্তন বা বিরতি সাধিত হয় ।
তৃতীয়তঃ যে কোন পশুকে চালিত করতে, এর গতি পরিবর্তন করতে বা চলা হতে বিরত হতে প্রবৃত্ত করে।
ধারা ৩৫০ অপরাধজনক বলপ্রয়ােগ
কোন লােক যদি কোন অপরাধ সংঘটন করার উদ্দেশ্যে কোন লােকের প্রতি ঐ লােকের বিনা সম্মতিতে বলপ্রয়ােগ করে, বা এরূপ বলপ্রয়ােগের সাহায্যে যে লােকের প্রতি বলপ্রয়ােগ করা হয় সে লােকের জখম ভীতি বা বিরক্তি উদ্ভব করার অভিপ্রায়ে, বা সে লােকের ক্ষতি, ভীতি বা বিরক্তি উদ্ভব করার আশংকা আছে জেনে, তার বিনা সম্মতিতে তার প্রতি বলপ্রয়ােগ করে, সে লােক ঐ অপর লােককে অপরাধজনক বলপ্রয়ােগ করেছে বলে পরিগণিত হবে।
উদাহরণ অপরাধজনক বলপ্রয়ােগ
ক) গ কোন একটি নদীতে নােঙ্গর করা একটি নৌকায় বসে আছে। ক নােঙ্গরের বাঁধন খুলে দেয় ও ইচ্ছাকৃতভাবে নৌকাটিকে স্রোতের অনুকূলে ভাসিয়ে দেয় । এইক্ষেত্রে ক ইচ্ছাকৃতভাবে গ-র গতি সঞ্চার করে ও যে বস্তুগুলাের এরূপ ব্যবহার করে কাজটি করে যে, কোন লােকের পক্ষে অপর কোন কার্য ব্যতীতই ঐ গতির সঞ্চার হয়। তাই ক ইচ্ছাকৃতভাবেই গ-র প্রতি বলপ্রয়ােগ করেছে; ও সে কোন অপরাধ সংঘটনের লক্ষ্যে বা ঐ বলপ্রয়ােগ মাধ্যমে ক্ষতি, ভীতি বা বিরক্তি করার অভিপ্রায়ে বা ঐ বলপ্রয়োেগ গ-র ক্ষতি, ভীতি বা বিরক্তি উদ্ভব করার আশংকা আছে অবগত হয়ে গ-র বিনা সম্মতিতে ঐ কাজটি করে থাকলে সে গ-র প্রতি অপরাধজনক বলপ্রয়ােগ করেছে বলে পরিগণিত হবে।
খ) গ একটি ঘােড়ার গাড়িতে চড়ে আছে। ক, গ-র ঘােড়াগুলিকে চাবুকাঘাত করে ও তদ্বারা তাদের গতি বাড়িয়ে দেয়। এইক্ষেত্রে ক পশুগুলির গতি পরিবর্তন করতে প্রবৃত্ত করে গ-র গতি পরিবর্তন করেছে। তাই ক, গ-র প্রতি বলপ্রয়ােগ করেছে; ও ক বলপ্রয়ােগ মাধ্যমে গ-র ক্ষতি, ভীতি বা বিরক্তি সৃষ্টির ইচ্ছায় বা তাতে গ-র ক্ষতি, ভীতি বা বিরক্তি উদ্ভব হতে পারে জ্ঞাত হয়ে গ-র বিনা সম্মতিতে ঐ কাজটি করে থাকলে ক, গ-র প্রতি অপরাধজনক বলপ্রয়ােগ করেছে বলে পরিগণিত হবে।
গ) গ একটি পালকিতে আরােহণ করে আছে। ক, গ-এর মালগুলাে ছিনিয়ে নেওয়ার ইচ্ছায় পাল্কীর খুঁটি ধরে ফেলে ও পাল্কিটি থামিয়ে ফেলে। এইক্ষেত্রে, ক গ-র গতি রােধ করেছে ও সে কাজটি তার নিজ দৈহিক শক্তি প্রয়ােগ করে করেছে। তাই ক গ-র প্রতি বলপ্রয়ােগ করেছে ও ক একটি অপরাধ সংঘটনের উদ্দেশ্যে গ-র বিনা সম্মতিতে স্বেচ্ছাকৃতভাবে কাজটি করে থাকবার কারণে ক, গ-র প্রতি অপরাধজনক বলপ্রয়ােগ করেছে বলে পরিগণিত হবে।
ঘ) ক উদ্দেশ্যমূলকভাবে রাস্তায় গ-কে ধাক্কা লাগায়। এইক্ষেত্রে ক তার নিজ দৈহিক শক্তিতে নিজের শরীরকে এমন গতিশীল করেছে যাতে এটা গ-র সংস্পর্শ আসে। তাই সে স্বেচ্ছাকৃতভাবে গ-র প্রতি বলপ্রয়ােগ করেছে, ও সে ঐ বলপ্রয়ােগ মাধ্যমে গ-কে জখম, ভয় দেখানাে বা বিরক্ত করার ইচ্ছায় বা জখম, ভয় দেখানাে বা বিরক্ত করার আশংকা আছে জ্ঞাত হয়ে গ-র বিনা সম্মতিতে এরূপ কার্য করে থাকবার কারণে সে গ-র প্রতি অপরাধজনক বলপ্রয়ােগ করেছে বলে পরিগণিত হবে।
ঙ) ক একটি ঢিল ছুঁড়ল এরূপ ইচ্ছায় বা এরূপ আশংকা আছে জেনে যে, এটা গ এর গায়ে লাগবে বা গ-র কাপড়ে লাগবে বা গ-কর্তৃক বাহিত কোন কিছুর সংস্পর্শে আসবে বা এটা জলে পড়ে জল উৎক্ষিপ্ত হয়ে গ এর কাপড়ে বা গ দ্বারা বাহিত কোন কিছুর উপর পানি ছিটিয়ে দিবে। এইক্ষেত্রে ঐ ঢিল ছুঁড়বার কারণে কোন বস্তু গ-র বা গ-র পােশাকের সংস্পর্শে আসলে ক, গ-র প্রতি বলপ্রয়ােগ করেছে বলে পরিগণিত হবে ও যদি সে গ এর বিনা সম্মতিতে এটা করে থাকে ও তার করার লক্ষ্য নিয়ে হয়ে থাকে গ-কে আহত, ভীতি বা বিরক্ত করা হয়, তা হলে সে গ-র প্রতি অপরাধজনক বলপ্রয়ােগ করেছে বলে পরিগণিত হবে।
চ) ক উদ্দেশ্যমূলকভাবে কোন স্ত্রীলােকের ঘােমটা অবগুণ্ঠন উন্মােচন করে। এইক্ষেত্রে ক উদ্দেশ্যমূলকভাবে তার প্রতি বলপ্রয়ােগ করেছে ও যদি সে তাকে জখম করার, ভয় দেখানাের বা বিরক্তি করার ইচ্ছায় বা তাকে জখম করার, ভয় দেখানাের বা বিরক্ত করার আশংকা আছে জেনে তার বিনা সম্মতিতে এরূপ করে থাকে, তা হলে সে তার প্রতি অপরাধজনক বলপ্রয়ােগ করেছে বলে পরিগণিত হবে।
ছ) গ গােসল করছে। ক গােসলের পাত্রে এরূপ পাটি ঢেলে দেয় যা ফুটন্ত বলে সে জানে। এইক্ষত্রে, ক স্বেচ্ছাকৃতভাবে তার নিজ দৈহিক শক্তিতে ফুটন্ত পানিতে এরূপ গতি উদ্ভব করে যে, ঐ পানি গ-র সংস্পর্শে আসে এই হিসেবে অবস্থিত অপর কোন পানির সংস্পর্শে আসে যেন ঐ সংস্পর্শে গ-র অনুভূতিকে প্রভাবিত করে। তাই ক স্বেচ্ছাকৃতভাবে গ-র প্রতি বলপ্রয়ােগ করেছে ও যদি সে গ-কে আঘাত করবার, ভয় দেখানাের বা বিরক্ত করার ইচ্ছায় বা তাকে আঘাত করবার, ভয় দেখানাের বা বিরক্তির করার আশংকা আছে বলে গ-র বিনা সম্মতিতে এরূপ করে থাকে, তা হলে সে অপরাধজনক বলপ্রয়ােগ করেছে বলে পরিগণিত হবে।
জ) ক, গ-র বিনা সম্মতিতে একটি কুকুরকে গ-র প্রতি ঝাঁপিয়ে পড়তে লেলিয়ে দেয়। এইক্ষেত্রে ক, গ-কে জখম, ভীত ও বিরক্ত করার ইচ্ছা থাকলে সে গ-র প্রতি অপরাধজনক বলপ্রয়ােগ করেছে বলে পরিগণিত হবে।
ধারা ৩৫১ আক্রমণ
কোন লােক যদি, এরূপ ইচ্ছায় বা এরূপ জেনে কোন প্রকার অঙ্গভঙ্গী করে বা কোন প্রস্তুতি নেয়, যাতে ঐ অঙ্গভঙ্গী বা প্রস্তুতি উপস্থিত কোন লােকের মনে ভয়ে অভিভূত হয় বা এমন ভয়ে অভিভূত হবার আশংকা আছে যে, অঙ্গভঙ্গীকারি বা প্রস্তুতি গ্রহণকারি লােক ঐ লােকের প্রতি বলপ্রয়ােগের ' চেষ্টা করছে, সে লোক আক্রমণ করেছে বলে পরিগণিত হবে।
ব্যাখ্যাঃ শুধু মুখের কথাই আক্রমণ বলে পরিগণিত হবে না, কিন্তু কোন লােকের মুখের কথা তার অঙ্গভঙ্গী বা প্রস্তুতিকে এরূপ অর্থপূর্ণ করে তুলিতে পারে যে, ঐ অঙ্গভঙ্গী বা প্রস্তুতি আক্রমণ বলে পরিগণিত হবে।
উদাহরণ আক্রমণ
ক) ক, খ এর প্রতি মুষ্টি উত্তোলন করে। যার কারণে খ এর বিশ্বাস জন্মে যে ক তাকে জখম করার উদ্যোগ গ্রহণ করেছে, সে জন্যই ক তা করে বা এটার ফল এরূপ হতে পারে জানার পরও কা তা করে। ক আক্রমণ করেছে।
খ) ক একটি হিংস্র কুকরের মুখসাজ খুলতে শুরু করে। খ যাতে বিশ্বাস করে যে, ক কুকুরটিকে দিয়ে তাকে আক্রমণ করার অভিপ্রায়েই কুকুরটির মুখসাজ খুলে দিতেছে, এই অভিপ্রায়েই, বা এমন প্রতীতি জন্মাবার আশংকা থাকে যে সে কুকুরটিকে দিয়ে খ-কে আক্রমণের উদ্যোগ করতেছে। ক, গ-র প্রতি আক্রমণ করেছে।
গ) “আমি তােমাকে পিটুনি দিব” -ক, গ-কে একটি ছুড়ি ঘুরাতে ঘুরাতে বলে। এইক্ষেত্রে, যদিও ক দ্বারা উচ্চারিত কথা কিছুতেই আক্রমণ বলে পরিগণিত হতে পারে না ও যদিও অপরবিধ অবস্থার সহগামিতা ছাড়া শুধু অঙ্গভঙ্গীই আক্রমণ বলে পরিগণিত না হতে পারে - তবুও কথার সাহায্যে প্রকাশ্য অঙ্গভঙ্গী আক্রমণ বলে পরিগণিত হতে পারে।
ধারা ৩৫২ মারাত্মক প্ররােচনা ছাড়া আক্রমণ বা অপরাধজনক বলপ্রয়ােগের শাস্তি
যদি কেউ, সংশ্লিষ্ট অপর কোন লােকের মারাত্মক ও আকস্মিক প্ররােচনা ছাড়া সে অপর কোন লােককে আক্রমণ করে বা তার প্রতি অপরাধজনক বলপ্রয়ােগ করে, তা হলে সে তােক যে কোন বর্ণনার কারাদণ্ডে-যার মেয়াদ তিন মাস পর্যন্ত হতে পারে বা পাঁচশত টাকা পর্যন্ত যে কোন পরিমাণ জরিমানা দণ্ডে বা উভয় প্রকার দণ্ডে দণ্ডিত হবে।
ব্যাখ্যাঃ মারাত্মক বা আকস্মিক উত্তেজনার অজুহাতে এই ধারার দণ্ড লাঘব পাবে না, যদি অপরাধটির জন্য অজুহাত স্বরূপ ঐ উত্তেজনা অপরাধকারি দ্বারা যাচঞা করা হয়ে থাকে বা ইচ্ছাকৃতভাবে উদ্দীপ্ত হয়ে থাকে, বা যদি ঐ উত্তেজনা, আইন মান্য করে কৃত কোন কার্য মাধ্যমে বা কোন সরকারি কর্মচারি দ্বারা আইন মােতাবেক এরূপ কর্মচারির আইনানুগ ক্ষমতা প্রয়ােগের কারণে দেয় হয়, বা যদি ঐ উত্তেজনা, আইনানুসারে ব্যক্তিগত প্রতিরক্ষা কর্তৃত্ত্ব প্রয়ােগের সম্পর্কে কৃত কোন কর্ম মাধ্যমে দেয় হয়। উত্তেজনাটি ঐ অপরাধ লাঘব করার পক্ষে যথার্থ গুরুতর ও আকস্মিক কিনা তা একটি ঘটনাগত প্রশ্ন।
ধারা ৩৫৩ কোন সরকারি কর্মচারি তার দায়িত্ব সম্পাদনে বাধা প্রদানের জন্য আক্রমণ বা অপরাধজনক বলপ্রয়ােগ
কোন লােক যদি এমন কোন লােককে আক্রমণ করে বা তার উপর বল প্রয়ােগ করে, যে অপর লােক সরকারি কর্মচারি হিসেবে কর্তব্যরত একজন সরকারি কর্মচারি, বা এরূপ সরকারি কর্মচারিকে তার সরকারি কর্মচারি হিসেবে করণীয় দায়িত্ব সম্পন্ন করতে বাধা প্রদানের উদ্দেশ্যে তার প্রতি এরূপ আক্রমণ বা অপরাধজনক বলপ্রয়ােগ করে বা এরূপ সরকারি কর্মচারি তাঁর সরকারি কর্মচারি হিসেবে আইনানুগভাবে করণীয় দায়িত্ব সম্পন্ন ব্যপদেশে কোন কিছু করেছে বা করার উদ্যোগ নিয়েছে বলে তাঁকে আক্রমণ করে বা তার প্রতি অপরাধজনক বলপ্রয়ােগ করে, তা হলে সে লােক যে কোন বর্ণনার কারাদণ্ডে - যার মেয়াদ তিন বৎসর পর্যন্ত হতে পারে বা জরিমানা দণ্ডে বা উভয় প্রকার দণ্ডে দণ্ডিত হবে।
ধারা ৩৫৪ শ্লীলতাহানির উদ্দেশ্যে কোন স্ত্রীলােকের উপর আক্রমণ বা অপরাধজনক বলপ্রয়ােগ
কোন লােক যদি, কোন স্ত্রীলােকের শ্লীলতাহানির ইচ্ছায় বা সে তদ্বারা তার শ্লীলতাহানি হতে পারে জেনে তাকে আক্রমণ করে বা তৎপ্রতি অপরাধজনক বলপ্রয়ােগ করে, তা হলে সে লােক যেকোন বর্ণনার কারাদণ্ডে, যার মেয়াদ দুই বৎসর পর্যন্ত হতে পারে বা জরিমানা দণ্ডে বা উভয় প্রকার দণ্ডে দণ্ডিত হবে।
ধারা ৩৫৫ মারাত্মক প্ররােচনা ছাড়া কোন লােককে অপমান করার জন্য আক্রমণ বা অপরাধজনক বলপ্রয়ােগ করা
যদি কেউ কোন লােককে তৎকর্তৃক দেয় মারাত্মক প্ররােচনা ও আকস্মিক উত্তেজনাবশত ছাড়া প্রকারান্তরে অপমান করার ইচ্ছায় আক্রমণ করে, বা তার উপর অপরাধজনক বলপ্রয়ােগ করে, তা হলে সে লােক যে কোন বর্ণনার কারাদণ্ডে - যার মেয়াদ দুই বৎসর পর্যন্ত হতে পারে বা জরিমানা দণ্ডে বা উভয় প্রকার দণ্ডে দণ্ডিত হবে।
ধারা ৩৫৬ কোন লােক দ্বারা বাহিত সম্পত্তি চুরি করার উদ্যোগে আক্রমণ বা অপরাধজনক বলপ্রয়ােগ
যদি কেউ, কোন লােক দ্বারা পরিহিত বা বাহিত সম্পত্তি চুরির চেষ্টা করে ঐ লােককে আক্রমণ করে বা তার উপর অপরাধজনক বলপ্রয়ােগ করে, তা হলে সে লােক যে কোন বর্ণনার কারাদণ্ডে - যার মেয়াদ দুই বৎসর পর্যন্ত হতে পারে বা জরিমানা দণ্ডে বা উভয় প্রকার দণ্ডে দণ্ডিত হবে।
ধারা ৩৫৭ কোন লােককে বেআইনী অবরােধের উদ্যোগে আক্রমণ বা অপরাধজনক বলপ্রয়ােগ
যদি কেউ, কোন লােককে বেআইনীভাবে অবরােধের চেষ্টা করে বা তাকে আক্রমণ করে বা তার প্রতি অপরাধজনক বলপ্রয়ােগ করে, তা হলে সে তােক যে কোন বর্ণনার কারাদণ্ডে যার মেয়াদ এক বৎসর পর্যন্ত হতে পারে বা জরিমানা দণ্ডে যার পরিমাণ এক হাজার টাকা পর্যন্ত হতে পারে বা উভয় প্রকার দণ্ডে দণ্ডিত হবে।
ধারা ৩৫৮ মারাত্মক প্ররোচনার কারণে আক্রমণ করা বা অপরাধজনক বল প্রয়োগ করা
যদি কেউ, কোন লোক দ্বারা দেও মারাত্মক ও আকস্মিক প্ররোচনার কারণে ওই লোককে আক্রমণ করে বা তার প্রতি অপরাধজনক বলপ্রয়োগ করে, তাহলে সে লোক বিনাশ্রম কারাদণ্ডে-যার মেয়াদ ১ মাস পর্যন্ত হতে পারে, জরিমানা দন্ডে-যার পরিমাণ দুইশত টাকা পর্যন্ত হতে পারে বা উভয় প্রকার দণ্ডে দণ্ডিত হবে।
ব্যাখ্যা: উপরের ধারাটি ধারা-৩৫২ যদরূপ বিশ্লেষণ সাপেক্ষ তদ্রূপ বিশ্লেষণ সাপেক্ষ হবে।