- Get link
- X
- Other Apps
Chapter Nineteen - Of the Criminal Breach of Contracts of Service
উনিশতম অধ্যায় -অপরাধজনক ভাবে সেবা- চুক্তিগুলো ভঙ্গকরণ বিষয়ক
ধারা ৪৯১ অসহায় লোকের শুশ্রূষা করার আবশ্যকীয় দ্রব্য যোগান দেওয়ার চুক্তি ভঙ্গকরণ
কোন লোক যদি, অপরিণত বা মানসিক অপ্রকৃতস্থতা, রোগ বা দৈহিক দুর্বলতার কারণে অসহায় বা তার স্বীয় নিরাপত্তা বিধান করতে বা তার স্বীয় অনটনগুলো মিটাতে অপরাগ এমন কোন লোকের শুশ্রূষা করার জন্য বা তার আবশ্যকীয় দ্রব্য যোগান দেওয়ার জন্য কোন আইনসম্মত চুক্তি মাধ্যমে আবদ্ধ হয়ে স্বেচ্ছাকৃতভাবে এরূপ দায়িত্ব পালন না করে, তা হলে সে লোক যে কোন বর্ণনার কারাদণ্ডে-যার মেয়াদ তিন মাস কাল পর্যন্ত হতে পারে বা জরিমানাদণ্ডে-যার পরিমাণ দুইশত টাকা পর্যন্ত হতে পারে বা উভয় প্রকার দণ্ডে দণ্ডিত হবে।
Chapter Twenty - Of Offences Relating to Marriage
বিশতম অধ্যায় - বিবাহ বিষয়ক অপরাধগুলো বিষয়ক
ধারা ৪৯৩ কোন পুরুষ দ্বারা প্রতারণামুলকভাবে আইনানুগ বিবাহের বিশ্বাসে প্ররোচিত করে স্বামী-স্ত্রী হিসেবে সহবাস
কোন লোক যদি যে প্রতারণামুলকভাবে তার সঙ্গে আইনসম্মতভাবে বিবাহিত নয়, এমন নারীর বিশ্বাস জন্মায় যে, সে তার সঙ্গে সহবাস বা যৌন সঙ্গম করার জন্য তাকে প্রবৃত্ত করে, তা হলে সে লোক যে কোন বর্ণনার কারাদণ্ডে-যার মেয়াদ দশ বৎসর পর্যন্ত হতে পারে-দণ্ডিত হবে ও এতদ্ব্যতীত জরিমানাদণ্ডেও শাস্তিযোগ্য হবে।
ধারা ৪৯৪ স্বামী বা স্ত্রীর জীবদ্দশায় পুনরায় বিবাহকরণ
কোন লোক যদি এক স্বামী বা এক স্ত্রীর জীবদ্দশায় এমন কোন পরিস্থিতিতে বিবাহ করে, যে ক্ষেত্রে স্বামী বা স্ত্রীর জীবিত অবস্থায় সংগঠিত হবার কারণে এরূপ বিবাহটি অবৈধ হয়েছে, তা হলে, সে লোক যে কোন বর্ণনার কারাদণ্ডে-যার মেয়াদ সাত বৎসর পর্যন্ত হতে পারে-দণ্ডিত হবে ও এতদ্ব্যতীত জরিমানাদণ্ডেও শাস্তিযোগ্য হবে।
ব্যতিক্রমঃ এরূপ স্বামী বা স্ত্রীর সঙ্গে যে লোকের বিবাহ উপযুক্ত কোন আদালত দ্বারা বাতিল ঘোষিত হয়েছে, সে লোকের ক্ষেত্রে এই ধারা প্রযোজ্য হবে না,
কিংবা যে লোক পূর্ববর্তী স্বামী বা স্ত্রীর জীবদ্দশায় বিবাহের চুক্তি করে, সে লোকের প্রতি এই ধারা প্রয়োগযোগ্য হবে না, যদি পরবর্তী বিবাহকালে এরূপ স্বামী বা স্ত্রী ক্রমাগত সাত বৎসরের জন্য এরূপ লোকের কাছে হতে অনুপস্থিতি থাকে ও যদি এরূপ লোক ঐ সময়সীমার ভিতর তার কোন খোঁজ না পায়। তবে শর্ত হল যে, পরবর্তী বিবাহের চুক্তি সম্পন্নকারি লোককে এরূপ বিবাহ সংগঠিত হবার আগে যে লোকের সঙ্গে এরূপ বিবাহের চুক্তি হয় সে লোককে তার জ্ঞাত সমস্ত বাস্তব ঘটনা জ্ঞাত করতে হবে।
ধারা ৪৯৫ পরবর্তী বিবাহ যে লোকের সঙ্গে সম্পন্ন করা হল তার কাছ হতে পূর্ববর্তী বিবাহের তথ্য গোপন রেখে ঐ অপরাধ সংঘটন
কোন লোক যদি, যার সঙ্গে পরবর্তী বিবাহের চুক্তি সম্পন্ন হয়, তার কাছে পূর্ববর্তী বিবাহের তথ্য লুকিয়ে পূর্ববর্তী সর্বশেষ ধারায় উল্লেখিত অপরাধ সংগঠন করে, তা হলে সে লোক যে কোন বর্ণনার কারাদণ্ড-যার মেয়াদ দশ বৎসর পর্যন্ত হতে পারে, দণ্ডিত হবে ও এতদ্ব্যতীত জরিমানাদণ্ডেও দণ্ডিত হবে।
ধারা ৪৯৬ আইনসম্মত বিবাহ সম্পন্ন ছাড়া প্রতারণামূলকভাবে বিবাহ সংগঠন উদযাপন করা
কোন লোক যদি, সে আইনসম্মত বিবাহ বন্ধনে আবদ্ধ হচ্ছে না জানার পরও, অসাধুভাবে বা প্রতারণামূলক লক্ষ্যে নিয়ে বিবাহের সংগঠন উদযাপন করে, তা হলে সে লোক যে কোন বর্ণনার কারাদন্ডে যার মেয়াদ সাত বৎসর পর্যন্ত হতে পারে, দণ্ডিত হবে ও এতদ্ব্যতীত জরিমানাদণ্ডেও শাস্তিযোগ্য হবে।
এই ধারার অপরাধ নিম্নোক্তভাবে প্রমাণ করা যায়-
(১) আসামি বিবাহ অনুষ্ঠান উদযাপন করেছিল ।
(২) আসামি জানত যে তা তাকে বিবাহ বন্ধনে আবদ্ধ করবে না।
(৩) আসামি অসাধু অভিপ্রায়ে কিংবা প্রতারণামূকভাবে বিবাহ অনুষ্ঠান উদযাপন করেছিল।
ধারা ৪৯৭ ব্যভিচার
কোন লোক যদি, অপর কোন নারীর সঙ্গে সে নারীর স্বামীর বিনা সম্মতিতে বা যৌনকামনার উপস্থিতি ছাড়া যৌনসঙ্গম করে, যে নারী অপর কোন পুরুষের এরূপ যৌনসঙ্গম ধর্ষণের অপরাধ না হলে, সে লোক ব্যভিচার করেছে বলে পরিগণিত হবে ও তাকে যে কোন বর্ণনার কারাদণ্ডে যার মেয়াদ সাত বৎসর পর্যন্ত হতে পারে বা জরিমানা দণ্ডে বা উভয় প্রকার দণ্ডে শাস্তিযোগ্য হবে। এরূপ ক্ষেত্রে স্ত্রীলোকটি দুস্কর্মের সহায়তাকারিনী হিসেবে শাস্তিযোগ্য হবে না।
ধারা ৪৯৮ কোন বিবাহিতা নারীকে ফুসলিয়ে নিয়ে যাওয়া বা অপরাধজনক লক্ষ্য পূরণকল্পে আটকাইয়া রাখা
কোন লোক যদি অপর কোন লোকের স্ত্রী বা অপর কোন লোকের স্ত্রী বলে সে জ্ঞাত আছে বা তার এরূপ বিশ্বাস করার যৌক্তিক কারণ আছে এরূপ নারীকে সে কোন লোকের সঙ্গে অবৈধ যৌণ সহবাস করবে এই লক্ষ্যে ঐ লোক বা লোকের পক্ষে এরূপ নারীর তত্ত্বাবধানকারি যে কোন লোকের কাছ হতে অপহরণ বা প্রলুব্ধ করে নিয়ে যায় বা ঐ লক্ষ্যে এরূপ যে কোন নারীকে গোপন বা আটক করে তা হলে সে লোক যে কোন বর্ণনার কারাদণ্ডে যার মেয়াদ দুই বৎসর পর্যন্ত হতে পারে বা জরিমানা দণ্ডে বা উভয় প্রকার দণ্ডে দণ্ডিত হবে।