- Get link
- X
- Other Apps
Chapter Ten - of Contempts of the Lawful Authority of Public Servants
দশম অধ্যায় - সরকারি কর্মচারীবৃন্দের আইনানুগ ক্ষমতা অবমাননা প্রসঙ্গে।
ধারা ১৭২ সমন জারি বা অপরবিধ ব্যবস্থা এড়াবার উদ্দেশ্যে আত্মগােপন করা
যে লােক তার উপর কোন সমন, বিজ্ঞপ্তি বা আদেশ জারি করার জন্য আইনত ক্ষমতাসম্পন্ন কোন সরকারি কর্মচারির কাছে হতে উদ্ভুত এরূপ সমন বিজ্ঞপ্তি বা আদেশ জারিকরণ এড়াবার উদ্দেশ্যে আত্মগােপন করে, সে লােক বিনাশ্রম কারাদণ্ডে যার মেয়াদ একমাস পর্যন্ত হতে পারে বা অর্থদণ্ডে, যার পরিমাণ পাঁচশত টাকা পর্যন্ত হতে পারে বা উভয় দণ্ডে দণ্ডিত হবে। অথবা, সমন বা বিজ্ঞপ্তি বা আদেশে কোন বিচারালয়ে স্বয়ং বা কোন প্রতিনিধি মাধ্যমে উপস্থিত হবার বা কোন নথিপত্র পেশ করার নির্দেশ থাকলে, বিনাশ্রম কারাদণ্ডে যার মেয়াদ ছয় মাস পর্যন্ত হতে পারে বা জরিমানা দণ্ডে যার পরিমাণ এক হাজার টাকা পর্যন্ত হতে পারে বা উভয় দণ্ডে দণ্ডিত হবে।
ধারা ১৭৩ সমন জারি বা অপরবিধ কার্যক্রম বন্ধ করা বা তগুলাের প্রকাশনায় বাধা উদ্ভব করা
যে লােক, যে কোন প্রকারে ইচ্ছাপূর্বক তার নিজের প্রতি বা অপর কোন লােকের উপর, সরকারি কর্মচারি হিসেবে আইনত কোন সমন, বিজ্ঞপ্তি বা আদেশ জারি করার ক্ষমতাসম্পন্ন এরূপ সরকারি কর্মচারি কাছে হতে উদ্ভূত এরূপ সমন বিজ্ঞপ্তি বা আদেশ জারি করার সম্পর্কে বাধা দান করে; বা ইচ্ছাকৃতভাবে এরূপ সমন বিজ্ঞপ্তি বা আদেশ আইনানুগভাবে কোন জায়গায় টাঙ্গানাে বা লাগানাে সম্পর্কে বাধা দান করে, বা ইচ্ছাপূর্বক যেস্থানে এরূপ সমন, নােটিশ বা আদেশ আইনসম্মতভাবে টাঙ্গানাে বা লাগিয়ে দেওয়া হয়েছে সে স্থান হতে তা অপসারণ করে, বা সরকারি কর্মচারি হিসেবে আইনত কোন ঘােষণা প্রচার বা ব্যক্ত করার নির্দেশ প্রদানের ক্ষমতাসম্পন্ন এরূপ সরকারি কর্মচারি কর্তৃত্বাধীনে আইনানুগভাবে এরূপ ঘােষণা করার সম্পর্কে বাধা দান করে, তাহা হলে সে লােক বিনাশ্রম কারাদণ্ডে, যার মেয়াদ এক মাস পর্যন্ত হতে পারে বা অর্থদণ্ডে, যার পরিমাণ পাঁচশত টাকা পর্যন্ত হতে পারে বা উভয় দণ্ডে দণ্ডিত হবে; অথবা, কোন সমন বিজ্ঞপ্তি, আদেশ বা ঘােষণায় কোন বিচারালয়ে স্বয়ং বা কোন
প্রতিনিধি মারফত হাজির হবার বা কোন নথিপত্র পেশ করার নিদের্শ থাকলে, বিনাশ্রম কারাদণ্ডে, যার মেয়াদ ছয় মাস পর্যন্ত হতে পারে বা অর্থদণ্ডে, যার পরিমাণ এক হাজার টাকা পর্যন্ত হতে পারে বা উভয় দণ্ডে দণ্ডিত হবে।
ধারা ১৭৪ সরকারি কর্মচারির আদেশ মােতাবেক হাজির না হওয়া
কোন লােক তাকে কোন নির্দিষ্ট জায়গায় ও সময়ে স্বয়ং বা প্রতিনিধির মাধ্যমে উপস্থিত হবার বাধ্যতামূলক নির্দেশদানপূর্বক তার সমন, নােটিশ, আদেশ বা ঘােষণা জারীর আইনানুগ ক্ষমতাসম্পন্ন কোন সরকারি কর্মচারি দ্বারা এরূপ কোন সমন, নােটিশ, আদেশ বা ঘােষণা জারী মাধ্যমে তাকে কোন নির্দিষ্ট জায়গায় ও সময়ে স্বয়ং বা প্রতিনিধির মাধ্যমে হাজির হবার নির্দেশ দেয়, তা হলে সে এরূপ সমন, নােটিশ, আদেশ বা ঘােষণা মাফিক স্বয়ং বা প্রতিনিধির মাধ্যমে এরূপ নির্দিষ্ট জায়গায় ও সময়ে হাজির হতে আইনত বাধ্য হয়ে, ইচ্ছাকৃতভাবে ঐ জায়গায় বা সময়ে উপস্থিত না হয় বা যে সময়ে তার প্রস্থান আইনসঙ্গত হয়, সে সময়ের পূর্বে সে যে জায়গায় উপস্থিত হতে বাধ্য, সে স্থান হতে প্রস্থান করে, তা হলে সে লােক বিনাশ্রম কারাদণ্ডে, যার মেয়াদ এক মাস পর্যন্ত হতে পারে বা অর্থদণ্ডে, যার পরিমাণ পাঁচশত টাকা পর্যন্ত হতে পারে বা উভয় দণ্ডে দণ্ডিত হবে; অথবা, সমন বিজ্ঞপ্তি, আদেশ বা ঘােষণাটি কোন বিচারালয়ে স্বয়ং বা প্রতিনিধির মাধ্যমে উপস্থিত হবার নির্দেশ থাকলে বিনাশ্রম কারাদণ্ডে, যার মেয়াদ দুই মাস পর্যন্ত হতে পারে বা জরিমানা দণ্ডে যার পরিমাণ এক হাজার টাকা পর্যন্ত হতে পারে বা উভয় দণ্ডে দণ্ডিত হবে।
উদাহরণ
(ক) ক বাংলাদেশ সুপ্রীম কোর্ট হতে জারিকৃত একটি সমনের নির্দেশানুসারে ঐ আদালতে উপস্থিত হবার জন্য আইনত বাধ্য হয়ে ইচ্ছাকৃতভাবে অনুপস্থিত থাকে। ক এই ধারায় উল্লেখিত অপরাধ করেছে।
(খ) ক কোন জেলা জজ দ্বারা জারিকৃত কোন সমনের নির্দেশানুযায়ী সাক্ষী হিসেবে ঐ জেলা জজের সম্মুখে উপস্থিত হবার জন্য আইনত বাধ্য হয়ে, ইচ্ছাকৃতভাবে অনুপস্থিত থাকে। ক এই ধারায় উল্লেখিত অপরাধ করেছে।
ধারা ১৭৫ সরকারি কর্মচারির কাছে কোন নথিপত্র পেশ করতে আইনত বাধ্য হওয়া সত্ত্বেও তা না করা:
যে লােক কোন সরকারি কর্মচারির সমীপে, এরূপ সরকারি কর্মচারি পদমর্যাদায়, কোন নথিপত্র পেশ বা সম্পূর্ণ করার জন্য আইনত বাধ্য হয়ে ইচ্ছাকৃতভাবে এরূপ সরকারি কর্মচারির কাছে এটা অনুরূপভাবে পেশ বা সমর্পণ না করে, সে লােক বিনাশ্রম কারাদণ্ডে, যার মেয়াদ এক মাস পর্যন্ত হতে পারে বা অর্থদণ্ডে, যার পরিমাণ পাঁচশত টাকা পর্যন্ত হতে পারে বা উভয় দণ্ডে দণ্ডিত হবে; অথবা, যদি দলিলটি কোন বিচারালয়ে পেশ বা সমর্পিত হবার নির্দেশ হয়ে থাকে, তাহলে বিনাশ্রম কারাদণ্ডে, যার মেয়াদ ছয় মাস পর্যন্ত হতে পারে বা অর্থদণ্ডে, যার পরিমাণ এক হাজার টাকা পর্যন্ত হতে পারে বা উভয় দণ্ডে দণ্ডিত হবে।
উদাহরণ
ক কোন জেলা আদালত কোন নথিপত্র পেশ করার জন্য আইনত বাধ্য হয়ে ইচ্ছাকৃতভাবে এটা পেশ করে না। ক এই ধারায় উল্লেখিত অপরাধ করেছে।
ধারা ১৭৬ সরকারি কর্মচারির কাছে নােটিশ বা সংবাদ দিতে আইনত বাধ্য লােক দ্বারা এটা না করা
যে লােক, কোন সরকারি কর্মচারির কাছে এরূপ সরকারি কর্মচারির পদমর্যাদায়, কোন বিষয়ে কোন নােটিশ প্রদান বা কোন সংবাদ দিতে আইনত বাধ্য হওয়া সত্ত্বেও, আইনের নির্দেশিত পদ্ধতিতে ও সময়ে, এরূপ সরকারি কর্মচারির কাছে নােটিশ প্রদান বা এরূপ তথ্য সরবরাহ না করে, সে লােক বিনাশ্রম কারাদণ্ডে, যার মেয়াদ এক মাস পর্যন্ত হতে পারে বা জরিমানা দণ্ডে যার পরিমাণ পাঁচশত টাকা পর্যন্ত হতে পারে বা উভয় দণ্ডে দণ্ডিত হবে; অথবা, যদি প্রদানের জন্য আদিষ্ট নােটিশ বা তথ্যাদি কোন অপরাধ অনুষ্ঠান বিষয়ক হয় বা কোন অপরাধ অনুষ্ঠান নিবারণের উদ্দেশ্যে আবশ্যকীয় হয় বা কোন অপরাধির গ্রেফতারের জন্য অভীষ্ট হয়, তা হলে বিনাশ্রম কারাদণ্ডে যার মেয়াদ ছয় মাস পর্যন্ত হতে পারে বা জরিমানা দণ্ডে যার পরিমাণ এক হাজার টাকা পর্যন্ত হতে পারে বা উভয় দণ্ডে দণ্ডিত হবে; অথবা যদি প্রদানের জন্য আদিষ্ট নােটিশ বা তথ্য ফৌজদারি কার্যবিধি, ১৮৯৮এর ৫৬৫ ধারার (১) উপধারার আওতায় দেয় কোন আদেশ অনুসারে আবশ্যকিয় হয়ে থাকে, তা হলে যে কোন বর্ণনার সশ্রম বা বিনাশ্রম কারাদণ্ডে, যার মেয়াদ ছয় মাস পর্যন্ত হতে পারে বা অর্থদণ্ডে, যার পরিমাণ এক হাজার টাকা পর্যন্ত হতে পারে বা উভয় দণ্ডে দণ্ডিত হবে।
ধারা ১৭৭ মিথ্যা সংবাদ পরিবেশন
যে লােক, কোন সরকারি কর্মচারির নিকট, এরূপ সরকারি কর্মচারির পদমর্যাদায় কোন বিষয়ে সংবাদ পরিবেশন করার জন্য আইনত বাধ্য হয়ে এ বিষটির, সে মিথ্যা বলে জানে বা মিথ্যা বলে তার বিশ্বাস করার কারণ আছে ও বিবিধ সংবাদ সত্য বলে পরিবেশন করে, সে লােক বিনাশ্রম কারাদণ্ডে, যার মেয়াদ ছয় মাস পর্যন্ত হতে পারে বা অর্থদণ্ডে, যার পরিমাণ এক হাজার টাকা পর্যন্ত হতে পারে বা উভয় দণ্ডে দণ্ডিত হবে,অথবা সে যে সংবাদ দিতে আইনত বাধ্য, সে সংবাদটি কোন অপরাধ সংগঠন বিষয়ক হয় বা কোন অপরাধ সংগঠন নিবারণের উদ্দেশ্যে আবশ্যকিয় হয় বা কোন অপরাধকারিকে গ্রেফতারের জন্য অভীষ্ট হয়, তা হলে যে কোন বর্ণনার সশ্রম বা বিনাশ্রম কারাদণ্ডে, যার মেয়াদ দুই বৎসর পর্যন্ত হতে পারে বা জরিমানা দণ্ডে বা উভয় দণ্ডে দণ্ডিত হবে।
উদাহরণ
(ক) জমিদার ক তার জমিদারীর সীমানাগুলাের ভিতর একটি হত্যাকান্ড সংঘটনের কথা জেনে, ইচ্ছাপূর্বক জেলা ম্যাজিস্ট্রেটকে ভ্রান্ত সংবাদ দেয় যে, সর্পের কামড়ের কারণে দুর্ঘটনায় ঐ মৃত্যু ঘটেছে। ক এই ধারায় উল্লেখিত অপরাধে অপরাধি ।
(খ) গ্রাম্য চৌকিদার ক একটি পার্শ্ববর্তী জায়গায় বসবাসকারি ধনী ব্যবসায়ী যার বাড়ীতে ডাকাতি সংগঠনের উদ্দেশ্যে একদল অপরিচিত লােক তার গ্রামের মধ্য দিয়ে অতিক্রম করে গিয়েছে জেনে ও বর্তমানে বলবৎ কোন আইনের আওতায় নিকটতম থানার অফিসারের কাছে উপরিউক্ত তথ্য বিষয়ে আশু ও যথাযথ তথ্য সরবরাহ করার জন্য বাধ্য হয়ে ইচ্ছাকৃতভাবে পুলিশ অফিসারকে এই বলে বিচ্যুতি খবর দেয় যে, একদল সন্দেহজনক চরিত্রের লােক একটি ভিন্ন দিকে কোন বিশেষস্থানে ডাকাতি সংগঠনের উদ্দেশ্যে গ্রামটির মধ্য দিয়ে অতিক্রম করে গিয়েছে। এই ক্ষেত্রে ক এই ধারার শেষাংশে উল্লেখিত অপরাধে অপরাধি।
ব্যাখ্যাঃ ১৭৬ ধারায় ও এই ধারায় অপরাধ শব্দে বাংলাদেশের বাইরে কোন জায়গায় অনুষ্ঠিত এমন যে কোন কার্যও বুঝবে, যা বাংলাদেশের অভ্যন্তরে অনুষ্ঠিত হলে নিম্নেবর্ণিত যে কোন ধারার আওতায় শাস্তিযােগ্য বলে পরিগণিত হত। যথাঃ ৩০২, ৩০৪, ৩৮২, ৩৯২, ৩৯৩, ৩৯৪, ৩৯৫, ৩৯৬, ৩৯৭, ৩৯৮, ৩৯৯, ৪০২, ৪৩৫, ৪৩৬, ৪৪৯, ৪৫০, ৪৫৭, ৪৫৮, ৪৫৯ ও ৪৬০ ও “অপরাধকারি” শব্দে এরূপ যে কোন কর্মের জন্য অপরাধি বলে কথিত যে কোন লােককেও বুঝাবে।
ধারা ১৭৮ সরকারি কর্মচারি দ্বারা যথাযথ হিসেবে নির্দেশিত হওয়া সত্ত্বেও শপথ বা অঙ্গীকার করতে অস্বীকার করা
যে লােক,তার নিজেকে কোন প্রকার শপথ বা অঙ্গীকার মাধ্যমে আবদ্ধ করার জন্য আদেশ দেওয়ার ক্ষমতাসম্পন্ন কোন সরকারি কর্মচারি দ্বারা অনুরূপভাবে নিজেকে আবদ্ধ করে সত্য বলার জন্য আদিষ্ট হয়ে শপথ বা অঙ্গীকার মাধ্যমে নিজেকে আবদ্ধ করতে অস্বীকার করে, সে লােক বিনাশ্রম কারাদণ্ডে যার মেয়াদ ছয়মাস পর্যন্ত হতে পারে বা জরিমানা দণ্ডে যার পরিমাণ এক হাজার টাকা পর্যন্ত হতে পারে বা উভয় দণ্ডে দণ্ডিত হবে।
ধারা ১৭৯ প্রশ্ন করার ক্ষমতাসম্পন্ন সরকারি কর্মচারির প্রশ্নের উত্তর দিতে অস্বীকার করা
যে লােক কোন বিষয় বিষয়ে কোন সরকারি কর্মচারির কাছে সত্য বলার জন্য আইনত বাধ্য হয়ে, এরূপ সরকারি কর্মচারির আইনসম্মত ক্ষমতাগুলাের প্রয়ােগের সম্পর্কে এরূপ সরকারি কর্মচারি ঐ বিষয় বিষয়ে তাকে জিজ্ঞাসিত কোন প্রশ্নের উত্তর দিতে অস্বীকার করে, সে লােক বিনাশ্রম কারাদণ্ডে, যার মেয়াদ ছয়মাস পর্যন্ত হতে পারে বা অর্থদণ্ডে, যার পরিমাণ এক হাজার টাকা পর্যন্ত হতে পারে বা উভয় দণ্ডে দণ্ডিত হবে।
ধারা ১৮০ বিবৃতি স্বাক্ষর করতে অস্বীকার করা
যে লােক, তাকে কোন বিবৃতিতে স্বাক্ষর করার জন্য আইনানুগভাবে নির্দেশ দিতে পারেন এরূপ কর্তৃত্ব সম্পন্ন কোন সরকারি কর্মচারি দ্বারা এরূপ বিবৃতিতে স্বাক্ষর করার জন্য আদিষ্ট হয়ে এরূপ বিবৃতিতে স্বাক্ষরদানে অস্বীকার করে, সে লােক বিনাশ্রম কারাদণ্ডে, যার মেয়াদ তিন মাস পর্যন্ত হতে পারে বা অর্থদণ্ডে, যার পরিমাণ পাঁচশত টাকা পর্যন্ত হতে পারে বা উভয় দণ্ডে দণ্ডিত হবে।
ধারা ১৮১ শপথ বা অঙ্গীকার পরিচালনার ক্ষমতাসম্পন্ন সরকারি কর্মচারি বা লােকের কাছে শপথ বা অঙ্গীকার করে মিথ্যা বিবৃতি দান করা
যে লােক, শপথ বা অঙ্গীকার পরিচালনার জন্য আইনানুগ ক্ষমতাপ্রদত্ত কোন সরকারি কর্মচারি বা অপর কোন লােকের কাছে যে কোন বিষয় বিষয়ে সত্য বলার জন্য শপথ বা অঙ্গীকারবলে আইনত বাধ্য হয়ে পূর্বোক্ত এরূপ সরকারি কর্মচারি বা অপর লােকের কাছে ঐ বিষয়টি বিষয়ে এমন কোন বিবৃতি দেয়, যা মিথ্যা ও যা যে মিথ্যা বলে জানে বা বিশ্বাস করে বা সত্য বলে বিশ্বাস করে না, সে লােক যেকোন বর্ণনার সশ্রম বা বিনাশ্রম কারাদণ্ডে যার মেয়াদ তিন বৎসর পর্যন্ত হতে পারে দণ্ডিত হবে ও এতদ্ব্যতীত জরিমানাদণ্ডেও শাস্তি যোগ্য হবে।
ধারা ১৮২ অপর যেকোন লােকের ক্ষতিসাধনকল্পে সরকারি কর্মচারিকে তার আইনসম্মত ক্ষমতা প্রয়ােগ করতে বাধ্য করার জন্য মিথ্যা সংবাদ দেওয়া
যে লােক, কোন সরকারি কর্মচারিকে, এরূপ ইচ্ছায় বা এরূপ আশংকা আছে জেনে কোন সংবাদ পরিবেশন করে, যা সে মিথ্যা বলে জানে বা বিশ্বাস করে যে সে তাদ্বারা এরূপ কর্মচারিকে-
(ক) যে ঘটনাগুলাে বিষয়ে কোন সংবাদ দেওয়া হয়েছে, তার সত্যিকার অবস্থা এরূপ কর্মচারির জানা থাকলে তিনি তা করতেন না বা করা হতে বিরত হতেন না, এমন কার্য করতে বা করা হতে বিরত থাকতে; বা
(খ) অনুরূপ সরকারি কর্মচারির আইনসঙ্গত ক্ষমতা কোন লােকের ক্ষতিসাধন বা বিরক্তিকরভাবে উদ্ভব করার জন্য ব্যবহার করতে বাধ্য করতে পারেন,
তা হলে সে লােক যেকোন বর্ণনার সশ্রম বা বিনাশ্রম কারাদণ্ডে, যার মেয়াদ ছয় মাস পর্যন্ত হতে পারে বা অর্থদণ্ডে, যার পরিমাণ এক হাজার টাকা পর্যন্ত হতে পারে বা উভয় দণ্ডে দণ্ডিত হবে।
উদাহরণ
(ক) ক কোন ম্যাজিস্ট্রেটকে এই বলে জানায় যে এরূপ ম্যাজিস্ট্রেটের অধঃস্তন কোন পুলিশ অফিসার দায়িত্ব অবহেলা বা অসদাচরণের জন্য অপরাধি হয়েছে। ক জানে যে ঐ তথ্য মিথ্যা ও এই মিথ্যা সংবাদের সাহায্যে ঐ ম্যাজিস্ট্রেট দ্বারা পুলিশ অফিসার কে বরখাস্ত করার আশংকা আছে জেনে সংবাদটি দান করেছে। ক এই ধারায় উল্লেখিত অপরাধ করেছে।
(খ) ক একজন সরকারি কর্মচারিকে এই বলে সংবাদ দেয় যে, একটি গােপন জায়গায় নিষিদ্ধ লবণ লুকিয়ে রেখেছে। ক তথ্যটি মিথ্যা বলে জেনে ও এরূপ তথ্য সরবরাহের কারণে যার গৃহাঙ্গনে তল্লাশী করার ও ঐ তল্লাশীর বিরক্তি উদ্ভব করার আশংকা আছে জেনে ঐ মিথ্যা খবর দেয়। ক এই ধারায় উল্লেখিত অপরাধ করেছে।
(গ) ক মিথ্যাভাবে জনৈক পুলিশ কর্মচারিকে এই বলে সংবাদ দেয় যে, কোন একটি বিশেষ গ্রামের পার্শ্বে তাকে প্রহৃত ও লুণ্ঠন করা হয়েছে। সে তার আক্রমণকারিদের অন্যতম বলে কোন লােকের নাম উল্লেখ করে না, কিন্তু এই মিথ্যা সংবাদ পরিবেশনের কারণে পুলিশ দ্বারা গ্রামবাসীদের বা তাদের কতিপয়ের বিরক্তি সহকারে তদন্ত ও তল্লাশী সংগঠনের আশংকা আছে বলে সে জানে। ক এই ধারার আওতায় একটি অপরাধ করেছে।
ধারা ১৮৩ কোন সরকারি কর্মচারির আইনসম্মত কর্তৃত্ত্ববলে সম্পত্তি দখলে বাধা দান করা
যে লােক কোন সরকারি কর্মচারিকে এরূপ সরকারি কর্মচারি হিসেবে জেনে বা তাকে এরূপ সরকারি কর্মচারি হিসেবে বিশ্বাস করার কারণ থাকার পরও এরূপ সরকারি কর্মচারির আইনসম্মত ক্ষমতাবলে কোন সম্পত্তি গ্রহণে বাধা দান করে, সে লােক যেকোন বর্ণনার সশ্রম বা বিনাশ্রম কারাদণ্ডে যার মেয়াদ ছয় মাস পর্যন্ত পারে বা অর্থদণ্ডে, যার পরিমাণ এক হাজার টাকা পর্যন্ত হতে পারে বা উভয় দণ্ডে দণ্ডিত হবে।
ধারা ১৮৪ সরকারি কর্মচারির ক্ষমতাবলে বিক্রয়ের জন্য হাজিরকৃত সম্পত্তি বিক্রয়ে বাধাদান
যে লােক ইচ্ছাকৃতভাবে, সরকারি কর্মচারির পদমর্যাদার কোন সরকারি কর্মচারির আইনসম্মত ক্ষমতাবলে বিক্রয়ের জন্য হাজিরকৃত সম্পত্তি বিক্রয়ে বাধার উদ্ভব করে, সে লােক যে কোন বর্ণনার সশ্রম বা বিনাশ্রম কারাদণ্ডে, যার মেয়াদ এক মাস পর্যন্ত হতে পারে বা জরিমানা দণ্ডে যার পরিমাণ পাঁচশত টাকা পর্যন্ত হতে পারে বা উভয় দণ্ডে দণ্ডিত হবে।
ধারা ১৮৫ সরকারি কর্মচারির ক্ষমতাবলে বিক্রয়ের জন্য হাজিরকৃত সম্পত্তি বেআইনিভাবে ক্রয়করণ বা ক্রয়ের জন্য দরদাম করা
যে লােক সরকারি কর্মচারির পদমর্যাদায় কোন সরকারি কর্মচারির আইনসম্মত ক্ষমতাবলে অনুষ্ঠিত কোন সম্পত্তি বিক্রয়ে, এমন কোন লােকের পক্ষে তার নিজের বা অপর কারাে ঐ সম্পত্তি ক্রয় করা বা ক্রয়ের জন্য নিলামে ডাক দেয়, যে লােক ঐ বিক্রয়ে ঐ সম্পত্তি ক্রয় করার জন্য আইনত অযােগ্য বলে সে জানে, এরূপ নিলামে ডাকের মাধ্যমে নিজেকে যে সমস্ত দায়িত্বে আবদ্ধ করে, সে সমস্ত দায়িত্ব পালন করার ইচ্ছার এরূপ সম্পত্তি ক্রয়ের জন্য ডাক দেয় না বলে সে জানে, সে লােক যে কোন বর্ণনার কারাদণ্ডে, যার মেয়াদ একমাস পর্যন্ত হতে পারে বা অর্থদণ্ডে, যার পরিমাণ দুইশত টাকা পর্যন্ত হতে পারে বা উভয় দণ্ডে দণ্ডিত হবে।
ধারা ১৮৬ সরকারি কর্মচারিকে সরকারি কার্য সম্পাদনে বাধা দান
যে লােক ইচ্ছাপূর্বক কোন সরকারি কর্মচারিকে তার সরকারি কার্য সম্পাদনে বাধা দান করে, সে লােক যে কোন বর্ণনার সশ্রম বা বিনাশ্রম কারাদণ্ডে, যার মেয়াদ তিন মাস পর্যন্ত হতে পারে বা অর্থদণ্ডে, যার পরিমাণ পাঁচশত টাকা পর্যন্ত হতে পারে বা উভয় দণ্ডে দণ্ডিত হবে।
ধারা ১৮৭ সাহায্য প্রদানের জন্য আইনত বাধ্য হবার ক্ষেত্রে সরকারি কর্মচারিদের সাহায্য না করা
যে লােক কোন সরকারি কর্মচারিকে তদীয় সরকারি দায়িত্ব সম্পাদনে সাহায্য প্রদান বা সাহায্য সংগ্রহ করে দিতে আইনত বাধ্য হয়ে ইচ্ছাকৃতভাবে এরূপ সাহায্য প্রদান না করে, সে লােক বিনাশ্রম কারাদণ্ডে যার মেয়াদ একমাস পর্যন্ত হতে পারে বা অর্থদণ্ডে, যার পরিমাণ দুইশত টাকা হতে পারে বা উভয় দণ্ডে দণ্ডিত হবে; এবং কোন বিচারালয় দ্বারা আইনসম্মতভাবে জারিকৃত কোন কার্য প্রক্রিয়া জারি করার বা কোন অপরাধ ঘটানাে বন্ধের জন্য বা কোন অপরাধে অভিযুক্ত বা অপরাধি বা আইনানুগ প্রহরা হতে পলাতক কোন লােককে গ্রেফতার করার উদ্দেশ্যে আইনানুগভাবে কোন সাহায্য দাবি করার ক্ষমতাসম্পন্ন কোন সরকারি কর্মচারি দ্বারা তার কাছে এরূপ সাহায্য দাবি করা হলে, যদি সাহায্য প্রদান না করে, তা হলে সে লােক বিনাশ্রম কারাদণ্ডে, যার মেয়াদ ছয়মাস পর্যন্ত হতে পারে বা অর্থদণ্ডে, যার পরিমাণ পাঁচশত টাকা পর্যন্ত হতে পারে বা উভয় দণ্ডে দণ্ডিত হবে।
ধারা ১৮৮ সরকারি কর্মচারি দ্বারা যথাযথ হিসেবে জারিকৃত আদেশ অমান্য করা
যে লােক, কোন আদেশ জারী করার জন্য আইনত ক্ষমতাসম্পন্ন কোন সরকারি কর্মচারি দ্বারা জারীকৃত কোন আদেশ অনুসারে কোন বিশেষ কার্য হতে বিরত থাকবার বা তার দখলাধীন বা তার পরিচালনাধীন কোন সম্পত্তি বিষয়ে কোন বিশেষ আদেশ কার্যকরি করার জন্য তাকে নির্দেশ দেওয়া হয়েছে জেনে, এরূপ আদেশ অমান্য করে সে লােক যদি এরূপ অবাধ্যতা আইনানুগভাবে নিয়ােজিত কোন ব্যক্তিবর্গের প্রতি বিঘ্ন, বিরক্তি বা ক্ষতি, বা বিরক্তি বা ক্ষতির ঝুঁকি উদ্ভব করে বা করার প্রবণতা দেখায় তা হলে বিনাশ্রম কারাদণ্ডে, যার মেয়াদ এক মাস পর্যন্ত হতে পারে বা অর্থদণ্ডে, যার পরিমাণ দুইশত টাকা পর্যন্ত হতে পারে বা উভয় দণ্ডে দণ্ডিত হবে। এবং যদি এরূপ অবাধ্যতার কারণে মনুষ্য জীবন, স্বাস্থ্য বা নিরাপত্তার প্রতি বিপদ হয় বা করার প্রবণতা দেখায়, বা দাঙ্গা বা মারামারি ঘটায় বা ঘটানাের প্রবণতা দেখায়, তা হলে যে কোন বর্ণনার সশ্রম বা বিনাশ্রম কারাদণ্ডে, যার মেয়াদ ছয় মাস পর্যন্ত হতে পারে বা অর্থদণ্ডে, যার পরিমাণ এক হাজার টাকা পর্যন্ত হতে পারে বা উভয় দণ্ডে দণ্ডিত হবে।
ব্যাখ্যাঃ অপরাধকারি ক্ষতি উদ্ভব করবে এরূপ ইচ্ছা করা বা তার অবাধ্যতা মাধ্যমে ক্ষতি উদ্ভব করার আশংকা রয়েছে, এরূপ চিন্তা করা আবশ্যিক নয়। সে যে আদেশ অমান্য করে তা ও তার অবাধতা হতে ক্ষতি উদ্ভব করে বা করার আশংকা আছে বলে তার জানা থাকলেই যথার্থ হবে।
উদাহরণ
জনৈক সরকারি কর্মচারি এই বলে নির্দেশ দান করে একটি আদেশ জারি করেন যে, একটি ধর্মীয় শােভাযাত্রা কোন একটি বিশেষ রাস্তা দিয়ে গমন করতে পারবে না। ঐ সরকারি কর্মচারি এরূপ আদেশ জারি করার জন্য আইনানুগভাবে ক্ষমতা দেয় হয়েছে। ক জ্ঞাতসারে আদেশটি অমান্য করে ও তাদ্বারা দাঙ্গার আতঙ্ক উদ্ভব করে। ক এই ধারায় উল্লেখিত অপরাধ করেছে।
ধারা ১৮৯ সরকারি কর্মচারির প্রতি ক্ষতিসাধনের হুমকি
যে লােক, কোন সরকারি কর্মচারি বা যে লােককে ঐ সরকারি কর্মচারির স্বার্থ নিহিত আছে বলে সে বিশ্বাস করে, সে লােককে এই উদ্দেশ্যে ক্ষতিসাধনের হুমকি দেখায় যেন যে ঐ সরকারি কর্মচারি হিসেবে তার কার্যাবলি সম্পাদনের সঙ্গে সংশ্লিষ্ট কোন কার্য করার বা এটা হতে বিরত থাকবার বা এটা করার সম্পর্কে বিলম্ব করার জন্য প্ররােচিত করতে পারে, সে লােক যে কোন বর্ণনার সশ্রম বা বিনাশ্রম কারাদণ্ডে, যার মেয়াদ দুই বৎসর পর্যন্ত হতে পারে বা জরিমানা দণ্ডে বা উভয় দণ্ডে দণ্ডিত হবে।
ধারা ১৯০ নিরাপত্তা বিধানার্থ সরকারি কর্মচারির কাছে আবেদন করা হতে বিরত করার জন্য লােক বিশেষকে প্রলুব্ধ করার উদ্দেশ্যে ক্ষতিসাধনের হুমকি প্রদর্শন
যে লােক, কোন ব্যক্তিকে, কোন ক্ষতির বিরুদ্ধে নিরাপত্তার জন্য এমন কোন সরকারি কর্মচারির কাছে আইনসম্মত আবেদন করা হতে বিরত বা নিবৃত্ত করার জন্য প্রলুব্ধ করার উদ্দেশ্যে কোন ক্ষতির ভীতি দেখায়, যিনি এরূপ নিরাপত্তা বিধান করার জন্য বা এরূপ নিরাপত্তা বিধানের ব্যবস্থা করার জন্য আইনসম্মতভাবে ক্ষমতা দেয় হয়েছেন, সে লােক যে কোন বর্ণনার সশ্রম বা বিনাশ্রম কারাদণ্ডে, যার মেয়াদ এক বৎসর পর্যন্ত হতে পারে বা জরিমানা দণ্ডে বা উভয় দণ্ডে দণ্ডিত হবে।