- Get link
- X
- Other Apps
Of Cheating
প্রতারণা বিষয়ক
ধারা ৪১৫ প্রতারণা
কোন লােক যদি, কোন লােককে ছলনা করে প্রবঞ্চনামূলকভাবে বা অসাধুভাবে ছলনা দিয়ে কোন লােকের কাছে কোন সম্পত্তি সমর্পণ করতে বা কোন লােকের কোন সম্পত্তি সংরক্ষণের সম্পর্কে সম্মতি দান করতে প্ররােচিত করে, বা ইচ্ছাকৃতভাবে এরূপ ছলনা দেয় লােককে এরূপ কোন কার্য করতে বা এটা করা হতে বিরত থাকতে প্রবৃত্ত করে যে, সে কার্য অনুরূপভাবে ছলনা দেয় না হলে করিত না বা এটা করা হতে বিরত থাকিত না বরং যে কার্য বা বিরতি ঐ লােকের দেহ, মন, সুনাম বা সম্পত্তির ক্ষতি বা অনিষ্ট সাধন করে বা করার আশংকা রয়েছে, তা হলে সে লােক প্রতারণা করেছে বলে পরিগণিত হবে।
ব্যাখ্যাঃ অসাধুভাবে তথ্য গােপনকরণ এই ধারার তাৎপর্যধীনে ছলনা বলে পরিগণিত হবে।
উদাহরণ প্রতারণা
ক) ক সিভিল সার্ভিসের সদস্য বলে মিথ্যাভাবে ভান করে ইচ্ছাকৃতভাবে গ-কে বঞ্চনা করে ও এরূপ তাকে ধারে মাল দেওয়ার জন্য গ-কে অসাধুভাবে প্ররােচিত করে। তার ঐ মালের মূল্য প্রদানের অভিপ্রায় নেই। ক প্রতারণা করেছে।
খ) ক একটি দ্রব্যে নকল মার্কা দিয়ে ইচ্ছাকৃতভাবে গ-কে ফাঁকি দেয় যেন সে এই দ্রব্য কোন বিশেষ বিখ্যাত প্রস্তুতকারক দ্বারা তৈরী বলে বিশ্বাস করে ও এই হিসেবে ঐ ক্রয়ের ও এর মূল্য পরিশােধ করার জন্য গ-কে অসাধুভাবে প্ররােচিত করে। ক প্রতারণা করেছে।
গ) ক গ-কে একটি দ্রব্যের মিথ্যা নমূনা দেখিয়ে ইচ্ছাকৃতভাবে গ-কে প্রবঞ্চনামূলকভাবে বিশ্বাস করায় যে দ্রব্যটি নমুনারই এরূপ ও এই হিসেবে ঐ দ্রব্য ক্রয় করার ও এর মূল্য পরিশােধ করিবার জন্য গ-কে অসাধুভাবে প্ররােচিত করে। ক প্রতারণা করেছে।
ঘ) ক একটি দ্রব্যের মূল্য বাবদ এমন একটি সংস্থার নামে একটি বিল দেয় যেখানে সে টাকা রাখে ও ক জ্ঞাত আছেন যে বিলটি প্রত্যাখ্যাত হবে। এইভাবে সে ঘ-কে ইচ্ছাকৃতভাবে ফাঁকি দিয়ে তাকে অসাধুভাবে দ্রব্যটি প্রদানে প্ররােচিত করে। দ্রব্যটির মূল্য প্রদানের ইচ্ছা তার নেই। ক প্রতারণা করে।
ঙ) ক মুক্তা নন বলে সে জানে এমন দ্রব্যগুলাে মুক্তা বলে বন্ধক রেখে ইচ্ছাকৃতভাবে গ-কে ফাঁকি দেয় ও তদ্বারা কর্জ প্রদানের জন্য গ-কে অসাধুভাবে প্ররােচিত করে। ক প্রতারণা করেছে।
চ) ক গ-কে ইচ্ছাকৃতভাবে ফাঁকি দেয় যেন সে বিশ্বাস করে যে, গ ক-কে যে অর্থ ধার দিতে পারে, ক তা পরিশােধ করবে ও তদ্বারা তাকে অর্থ ধার দেওয়ার জন্য গ-কে অসাধুভাবে প্ররােচিত করে। ক-র ঐ অর্থ পরিশােধ করার কোন ইচ্ছা নেই। ক প্রতারণা করেছে।
ছ) ক তার ইচ্ছানুযায়ি গ-কে ফাঁকি দেয় যেন সে বিশ্বাস করে যে, ক গ-র কাছে কোন বিশেষ পরিমাণ নীল চারা যা হস্তান্তর করার মতলব তার নেই, হস্তান্তর করতে চায় ও তদ্বারা এরূপ বিশ্বাসে অগ্রিম অর্থ দেওয়ার জন্য গ-কে অসাধুভাবে প্ররােচিত করে। ক প্রতারণা করে। কিন্তু টাকা পাওয়ার সময় ক-র ঐ নীল চারা হস্তান্তর করার ইচ্ছা থাকলে ও পরবর্তীকালে ঐ চুক্তি অমান্য করলে ও এটা হস্তান্তর না করলে সে প্রতারণা করে নাই, তবে চুক্তি অমান্যের জন্য তার বিরুদ্ধে দেওয়ানী মামলা রুজু করা চলবে।
জ) ক ইচ্ছাকৃতভাবে গ-কে ফাঁকি দেয় যেন সে বিশ্বাস করে যে, ক গ-র সঙ্গে সম্পন্ন চুক্তিকে ক-র অংশ কার্যকরী করেছে, যা সে প্রকৃতপক্ষে কার্যকরী করে নাই ও তদ্বারা অর্থ প্রদান করার জন্য অসাধুভাবে গ-কে প্ররােচিত করে। ক প্রতারণা করেছে।
ঝ) ক, খ-র কাছে একটি সম্পত্তি বিক্রয় ও হস্তান্তর করে। এরূপ বিক্রয়ের কার তার ঐ সম্পত্তিতে কোন কর্তৃত্ত্ব নাই জানা সত্ত্বেও ক ইতিপূর্বে খ-র কাছে বিক্রয় ও হস্তান্তরের তথ্য ব্যক্ত না করে, ঐ সম্পত্তি গ-র কাছে বিক্রয় করে বা বন্ধক রাখে ও গ-র কাছ থেকে ক্রয় বা বন্ধকের অর্থ গ্রহণ করে। ক প্রতারণা করেছে।
ধারা ৪১৬ মিথ্যা পরিচয় দানপূর্বক প্রতারণা
কোন লােক যদি, অপর কোন লােকবলে ভান করে বা জ্ঞাতসারে এক লােককে অপর ব্যক্তিহিসেবে প্রতিস্থাপিত করে, বা সে বা অপর কোন লােক সে বা এরূপ অপর লােক প্রকৃতপক্ষে যে লােক সে লােক হতে ভিন্ন কোন লােক বলে পরিচয় প্রদানপূর্বক প্রতারণা করে, তা হলে সে লােক মিথ্যা পরিচয় দানপূর্বক প্রতারণা করেছে বলে পরিগণিত হবে।
ব্যাখ্যাঃ যে লােকের নামে মিথ্যা পরিচয় দান করা হয়েছে সে লোক কোন প্রকৃত বা কল্পিত লােক যাই হােক না কেন, অপরাধটি হবে।
উদাহরণ মিথ্যা পরিচয় দানপূর্বক প্রতারণা
ক) ক নিজের একই নামের কোন এক বিত্তশালী ব্যাংকার বলে ভান করে প্রতারণা। করে। ক মিথ্যা পরিচয় দানপূর্বক প্রতারণা করে।
খ) ক নিজেকে খ বলে ভান করে প্রতারণা করে। খ, জনৈক মৃত ব্যক্তি। ক মিথ্যা পরিচয় দানপূর্বক প্রতারণা প্রতারণা করে।
ধারা ৪১৭ প্রতারণার শাস্তি:
কোন লােক যদি প্রতারণা করে তা হলে সে লােক যে কোন বর্ণনার কারাদণ্ডে-যার মেয়াদ এক বৎসর পর্যন্ত হতে পারে বা জরিমানা দণ্ডে বা উভয় প্রকার দণ্ডে দণ্ডিত হবে ।
ধারা ৪১৮ অপরাধকারি যে লােকের স্বার্থরক্ষা করতে বাধ্য অসঙ্গতভাবে তার ক্ষতি হবে জেনেও প্রতারণা করা
কোন লােক যদি, এরূপ অবগতি মােতাবেক প্রতারণা করে যে, সে তদ্বারা প্রতারণটি যেই লেনদেন বিষয়ক সে লেনদেনের সম্পর্কে লােকের স্বার্থ সংরক্ষণ করার জন্য কোন আইন বা আইনানুগ চুক্তি বলে সে লােক কোন অবৈধ ক্ষতিসাধন করতে পারে তা হলে সে লােক যে কোন বর্ণনার কারাদণ্ডে-যার মেয়াদ তিন বৎসর পর্যন্ত হতে পারে বা জরিমানা দণ্ডে উভয় প্রকার দণ্ডে দণ্ডিত হবে।
ধারা ৪১৯ অপরের রূপ ধারণ পূর্বক প্রতারণা করার শাস্তি
কোন লােক যদি মিথ্যা পরিচয় দানপূর্বক প্রতারণা করে তা হলে সে লােক যে কোন বর্ণনার কারাদণ্ডে-যার মেয়াদ তিন বৎসর পর্যন্ত হতে পারে বা জরিমানা দণ্ডে বা উভয় প্রকার দণ্ডে দণ্ডিত হবে।
ধারা ৪২০ প্রতারণা ও সম্পত্তি সমর্পণ করার জন্য অসাধুভাবে প্ররােচিত করা
কোন লােক যদি, প্রতারণা করে ও তদ্বারা এরূপ ফাঁকি দেয় লােককে কোন লােকের কাছে কোন সম্পত্তি সমর্পণ করতে, বা কোন মূল্যবান জামানত বা মূল্যবান জামানতে রূপান্তরিত হবার যােগ্য কোন স্বাক্ষরিত বা সীলমােহরকৃত বস্তু তৈরী পরিবর্তন বা সমুদয় অংশ বা অংশবিশেষ বিনাশ করার জন্য অসাধুভাবে প্ররােচিত করে তা হলে সে লােক যে কোন বর্ণনার কারাদণ্ডে যার মেয়াদ সাত বৎসর পর্যন্ত হতে পারে দণ্ডিত হবে ও এতদ্ব্যতীত জরিমানা দন্ডে শাস্তিযোগ্য হবে।