- Get link
- X
- Other Apps
Chapter Five
Of the Cancellation of Instruments
দলিল বাতিল বিলোপ বিলুপ্তি সম্বন্ধীয় ব্যাপারে
ধারা ৩৯ যখন দলিল বিলুপ্তি /বাতিলের আদেশ প্রদানযােগ্য
যে কোন ব্যক্তি যার বিরুদ্ধে লিখিত চুক্তি অবৈধ বা বাতিলযােগ্য, যার যুক্তিসঙ্গত আশঙ্কা রয়েছে যে, তেমন দলিল অনিষ্পন্ন অবস্থায় ছেড়ে দিলে তা তার গুরুতর ক্ষতির কারণ হবে, তবে সে তা বাতিল বা বাতিলযােগ্য ঘােষণার জন্য মােকদ্দমা রুজু করতে পারে; এবং আদালত তার ইচ্ছাধীন ক্ষমতাবলে তেমন রায় প্রদান করতে এবং চুক্তি বিলুপ্তি হিসেবে ত্যাগের নির্দেশ দিতে পারেন।
দলিল নিবন্ধন আইন অনুসারে নিবন্ধিকৃত হয়ে থাকলে আদালত তার ডিক্রির একটি কপি সে কর্মকর্তার বরাবরে প্রেরণ করবেন, যার কার্যালয়ে উক্ত দলিল নিবন্ধন করা হয়েছে এবং তেমন কর্মকর্তা তার বইতে দলিলের নকলে তার বিলুপ্তি সম্বন্ধীয় বিষয়াবলী লিপিবদ্ধ করবেন।
উদাহরণসমূহ দলিল বাতিল/বিলুপ্তি
ক) একটি জাহাজের মালিক প্রতারণামূলকভাবে জাহাজটিকে সমুদ্র যাত্রার উপযুক্ত মর্মে উল্লেখপূর্বক একজন দায়গ্রাহক থ-কে উক্ত জাহাজের বীমা করতে প্রবৃত্ত করে। খ বীমা পলিসির বিলুপ্তি পেতে পারে।
খ) ক খ-কে জমি দেয়। খ তা গ-এর নামে উইল করে মারা যায়। ইহার পর খ জমির দখল গ্রহণ করে এবং এই মর্মে একটি জাল দলিল দাখিল করে যে, তার পক্ষে জিম্মাদার হিসেবেই খ-কে হস্তান্তর প্রদান করা হয়েছিল। গ এই জাল দলিলের বিলুপ্তি পেতে পারে।
গ) ক তার জমির, সকল প্রজা উচ্ছেদযােগ্য, এই বিবরণ প্রদানপূর্বক খ-এর কাছে জমি বিক্রয় করে। একটি দলিলের মাধ্যমে ১৯৭৭ সানের ১লা জানুয়ারি ক তা খ-এর কাছে হস্তান্তর করে। এই তারিখের পরপরই ১৯৭৬ সনের পহেলা অক্টোবরের তারিখ দিয়ে ক প্রতারণামূলকভাবে গ-কে উক্ত জমির অংশবিশেষ ইজারা প্রদান করে এবং নিবন্ধন আইন অনুসারে ইজারা নিবন্ধন করা হয়। খ এই ইজারার বিলুপ্তি লাভ করতে পারে।
ঘ) ক একটি জাহাজ খ-এর কাছে বিক্রয় ও অর্পণে রাজি হল যার জন্য খ-কে ৪টি হুন্ডি মারফত ৩০,০০০ টাকা প্রদান করতে হবে, যা ক গ্রহণ করবে। হুন্ডিসমূহ প্রণয়ন ও গ্রহণ করা হল, কিন্তু চুক্তি অনুসারে জাহাজ প্রদান করা হল না। ক খ-এর বিরুদ্ধে একটি হুন্ডি প্রসঙ্গে মােকদ্দমা রুজু করল। খ সকল হুন্ডির বিলুপ্তি লাভ করতে পারে।
ধারা ৪০ যে সকল দলিল আংশিকভাবে বিলুপ্তযােগ্য
যেখানে দলিল বিভিন্ন অধিকার বা বিভিন্ন বাধ্যবাধকতার সাক্ষ্য হয়, সেখানে আদালত যথাযথ মােকদ্দমায় আংশিকভাবে তা বিলুপ্তযােগ্য এবং অবশিষ্টাংশকে বহাল রাখতে পারেন।
উদাহরণ -দলিল আংশিকভাবে বিলুপ্তযােগ্য
‘ক’, ‘খ’-এর নামে একটি হুন্ডি প্রণয়ন করল, তা পৃষ্ঠাঙ্কনের মাধ্যমে ‘গ’ কে প্রদান করল, যার মাধ্যমে পৃষ্ঠাঙ্কনহেতু তা ঘ-কে প্রদত্ত হয়েছে মর্মে প্রতীয়মান হয়, ঘ আবার পৃষ্ঠাংকনের মাধ্যমে তা ঙ-কে প্রদান করেছে। গ-এর পৃষ্ঠাংকন জাল ছিল। গ হুন্ডিতে অন্যান্য ব্যাপারে বহাল রেখে উক্ত পৃষ্ঠাংকনের বিলুপ্তি পাবার অধিকারী।
ধারা ৪১ দলিল বিলুপ্ত যে পক্ষের জন্য করা হয়েছে, সে পক্ষের কাছ থেকে ক্ষতিপূরণ আদায়ের ক্ষমতা
দলিল বিলুপ্তির রায় প্রদানের সময় আদালত যে পক্ষকে তদ্রুপ প্রতিকার মঞ্জুর করেছেন, সে পক্ষের তরফ হতে অন্য পক্ষকে ন্যায়বিচারের প্রয়োজনীয়তা অনুসারে ক্ষতিপূরণ প্রদানের নির্দেশ প্রদান করতে পারেন।