- Get link
- X
- Other Apps
Chapter Twenty Three -Of Attempts to Commit Offences
তেইশতম অধ্যায় -অপরাধগুলোর সংগঠনের চেষ্টা বিষয়ক
ধারা ৫১১ যাবজ্জীবন কারাদন্ডে বা কারাদন্ডে শাস্তিযোগ্য অপরাধ সংঘটনের চেষ্টা করার দণ্ড
যে লোক, এই বিধিমূলে যাবজ্জীবন কারাদন্ডে বা কারাদন্ডে শাস্তিযোগ্য কোন অপরাধ অনুষ্ঠানের বা এরূপ অপরাধ অনুষ্ঠান করাবার চেষ্টা করে ও এরূপ চেষ্টায় ঐ অপরাধ সংঘটনের অভিমুখে কোন কার্য করে, সে লোক এরূপ চেষ্টার শাস্তির সম্পর্কে এই বিধিতে কোন স্পষ্ট বিধান না থাকার ক্ষেত্রে ঐ অপরাধের জন্য ব্যবস্থিত যাবজ্জীবন কারাদন্ডে বা যে কোন বর্ণনার কারাদন্ডে-যার মেয়াদ ঐ অপরাধের জন্য বিহিত দীর্ঘতম মেয়াদের যাবজ্জীবন কারাদণ্ড বা কারাদন্ডের অর্ধেক মেয়াদ পর্যন্ত হতে পারে বা এরূপ অপরাধের জন্য ব্যবস্থিত জরিমানা বা উভয় প্রকার দন্ডে দন্ডিত হবে।
উদাহরণ
ক একটি বাক্স ভেঙ্গে কিছু অলংকারপত্র চুরির চেষ্টা করে ও অনুরূপভাবে বাক্স খোলার পর দেখতে পায় যে তাতে কোন গহণা নাই। সে চুরির লক্ষ্যে একটি কার্য করেছে; তাই এই ধারার আওতায় অপরাধি বলে বলে পরিগণিত হবে।
ক, গ-র পকেটে হাত ঢুকায়ে গ-র পকেট মারার চেষ্টা করে। গ-র পকেটে কিছু না থাকবার জন্য ক-র এরূপ চেষ্টা বিফলতায় পর্যবসিত হয়। ক এই ধারার অধীনে অপরাধি বলে গণ্য হবে।