- Get link
- X
- Other Apps
Chapter Seven - Of Offences Relating to the Army Navy and Air Force
সপ্তম অধ্যায় -স্থল, নৌ ও বিমানবাহিনী বিষয়ক অপরাধগুলো প্রসঙ্গে
ধারা ১৩১ বিদ্রোহে সাহায্য, প্ররােচনাদান বা কোন সৈন্য, নাবিক বা বৈমানিককে স্বীয় দায়িত্ব হতে বিপথগামী করার উদ্যোগ গ্রহণ
যে লােক বাংলাদেশের স্থল, নৌ বা বিমান বাহিনীর কোন অফিসার, সৈন্য, নাবিক বা বৈমানিক দ্বারা বিদ্রোহ অনুষ্ঠানে সাহায্য করে বা এরূপ কোন অফিসার, সৈন্য, নাবিক বা বৈমানিককে তাঁর আনুগত্য বা তাঁর দায়িত্ব হতে বিচ্যুত করার চেষ্টা করে, সে লােক যাবজ্জীবন কারাদণ্ডে বা যেকোন বর্ণনার সশ্রম ও বিনাশ্রম কারাদণ্ডে যার মেয়াদ দশ বৎসর পর্যন্ত হতে পারে, দণ্ডিত হবে ও এতদ্ব্যতীত জরিমানাদণ্ডেও শাস্তিযােগ্য হবে।
ব্যাখ্যাঃ এই ধারায় “অফিসার”, “সৈন্য”, “নাবিক” ও “বৈমানিক” কথাগুলি বলতে ক্ষেত্র বিশেষে সেনাবাহিনী আইন, ১৯৫২ বা নৌ বাহিনী অধ্যাদেশ, ১৯৬১ বা বিমান বাহিনী আইন, ১৯৫৩ এর আওতায় যে কোন লােককে বুঝাবে।
ধারা ১৩২ বিদ্রোহে সাহায্য ও এর কারণে বিদ্রোহ হবার ক্ষেত্র
যে লােক বাংলাদেশের স্থল, নৌ বা বিমান বাহিনীর কোন অফিসার, নাবিক বা বৈমানিক দ্বারা বিদ্রোহ সংঘটনে সাহায্য করে, সে লােক ঐ সহায়তার কারণে বিদ্রোহ অনুষ্ঠিত হলে, মৃত্যুদণ্ডে বা যাবজ্জীবন কারাদণ্ডে বা যেকোন বর্ণনার সশ্রম বা বিনাশ্রম কারাদণ্ডে যার মেয়াদ দশ বৎসর পর্যন্ত হতে পারে, দণ্ডিত হবে ও এতদ্ব্যতীত জরিমানাদণ্ডেও শাস্তিযােগ্য হবে।
ধারা ১৩৩ সৈনিক, নাবিক বা বৈমানিক দ্বারা তার উর্ধ্বতন অফিসারকে তদীয় পদের কার্য পরিচালনাকালে আক্রমণ করার সম্পর্কে সহায়তা
যে লােক বাংলাদেশের স্থল, নৌ বা বিমান বাহিনীর কোন অফিসার, সৈন্য, নাবিক বা বৈমানিক দ্বারা কোন উর্ধ্বতন অফিসারকে তদীয় পদের কার্য পরিচালনাকালে আক্রমণ করার কাজে সাহায্য করে সে লােককে যে কোন বর্ণনার সশ্রম বা বিনাশ্রম কারাদণ্ডে, যার মেয়াদ তিন বৎসর পর্যন্ত হতে পারে, দণ্ডিত হবে ও এতদ্ব্যতীত জরিমানাদণ্ডেও শাস্তিযােগ্য হবে।
ধারা ১৩৪ এরূপ আক্রমণে সহায়তাকরণ, আক্রমণ অনুষ্ঠান হবার ক্ষেত্রে
যে লােক বাংলাদেশের স্থল, নৌ বা বিমান বাহিনীর কোন অফিসার, সৈনিক, নাবিক, বৈমানিক দ্বারা কোন ঊর্ধ্বতন অফিসারকে তার পদের কার্য পরিচালনায় আক্রমণ করার সম্পর্কে সাহায্য করে, সে লােকের উক্তরূপ সহায়তার কারণে এরূপ আক্রমণ হলে যে কোন বর্ণনার সশ্রম বা বিনাশ্রম কারাদণ্ডে, যার মেয়াদ সাত বৎসর পর্যন্ত হতে পারে, দণ্ডিত হবে ও এতদ্ব্যতীত জরিমানাদণ্ডেও শাস্তিযােগ্য হবে।
ধারা ১৩৫ সৈনিক, নাবিক বা বৈমানিকের পলায়নে সহায়তা
যে লােক, বাংলাদেশের স্থল, নৌ বা বিমান বাহিনীর কোন অফিসার, সৈনিক, নাবিক, বা বৈমানিক পলায়নে সাহায্য করে সে লােক যেকোন বর্ণনার সশ্রম বা বিনাশ্রম কারাদণ্ডে যার মেয়াদ দুই বৎসর পর্যন্ত হতে পারে বা জরিমানা দণ্ডে বা উভয় দণ্ডে দণ্ডিত হবে।
ধারা ১৩৬ পলাতককে আশ্রয়দান
যে লােক, অতঃপর এই ধারার ব্যতিক্রমে উল্লিখিত লােক ছাড়া যদি অপর কোন লােক বাংলাদেশের স্থল, নৌ বা বিমান বাহিনীর কোন অফিসার, সৈনিক, নাবিক বা বৈমানিক পলায়ন করেছে বলে জেনে বা এরূপ বিশ্বাস করার কারণ থাকার পরও এরূপ অফিসার, সৈনিক, নাবিক বা বৈমানিককে আশ্রয়দান করে বা রক্ষা করে, সে লােক যে কোন বর্ণনার সশ্রম বা বিনাশ্রম কারাদণ্ডে, যার মেয়াদ দুই বৎসর পর্যন্ত হতে পারে বা জরিমানা বা উভয় দণ্ডে দণ্ডিত হবে।
ব্যতিক্রমঃ স্ত্রী দ্বারা স্বামীকে আশ্রয়দান করার ক্ষেত্রে এই বিধান প্রয়ােগযােগ্য হবে না।
ধারা ১৩৭ সওদাগরী জাহাজের অধ্যক্ষের অবহেলার দরুণ সহওদাগরী জাহাজে গােপনকৃত পলাতক
যে সওদাগরী জাহাজে বাংলাদেশের স্থল, নৌ বা বিমান বাহিনীর কোন পলাতককে গােপন করা হয়, সে সওদাগরী জাহাজের অধ্যক্ষ বা ভারপ্রাপ্ত লােক এরূপ গােপনকরণ বিষয়ে অজ্ঞ থাকলেও তিনি অনধিক পাঁচশত টাকা পর্যন্ত জরিমানা দণ্ডে শাস্তিযােগ্য হবেন। যদি এরূপ অধ্যক্ষ বা ভারপ্রাপ্ত লােক হিসেবে তদীয় কোন অবহেলা বা জাহাজে শৃঙ্খলার কোন অভাব না থাকলে তিনি এরূপ গােপনকরণের কথা জানতে পারতেন।
ধারা ১৩৮ সৈনিক, নাবিক বা বৈমানিক দ্বারা অবাধ্যতা প্রদর্শনে সহায়তা
যে লােক বাংলাদেশের স্থল, নৌ বা বিমান বাহিনীর কোন অফিসার, সৈনিক, নাবিক বা বৈমানিকের কোন কার্যকে অবাধ্যতার কার্য জেনেও ঐ কার্যে সাহায্য করে, সে লােক ঐ সহায়তার কারণে এরূপ অবাধ্যতার কার্য অনুষ্ঠিত হলে যে কোন বর্ণনার সশ্রম বা বিনাশ্রম কারাদণ্ডে যার মেয়াদ ছয় মাস পর্যন্ত হতে পারে বা জরিমানা দণ্ডে বা উভয় দণ্ডে দণ্ডিত হবে।
ধারা ১৩৯ কিছু কিছু আইনের আওতায় ব্যক্তিবর্গ
সেনাবাহিনী আইন ১৯৫২, নৌবাহিনী অধ্যাদেশ, ১৯৬১ বা বিমান বাহিনী আইন, ১৯৫৩ এর আওতায় কোন লােক এই অধ্যায়ে উল্লেখিত কোন অপরাধের জন্য এই বিধির আওতায় শাস্তিযােগ্য হবে না।
ধারা ১৪০ সৈনিক, নাবিক বা বৈমানিক দ্বারা অব্যবহৃত পােশাক পরিধান বা প্রতীক ধারণ করা
যে লােক, বাংলাদেশের সামরিক, নৌ বা বিমান বাহিনীর সৈনিক, নাবিক বা বৈমানিক না হয়ে এরূপ ইচ্ছায় এরূপ প্রতীকের সদৃশ কোন পােশাক ধারণ করে যেন এটা এরূপ বিশ্বাস জন্মাতে পারে যে সে এরূপ একজন সৈনিক, নাবিক বা বৈমানিক, সে লােক যে কোন বর্ণনার সশ্রম বা বিনাশ্রম কারাদণ্ডে যার মেয়াদ তিন মাস পর্যন্ত হতে পারে, জরিমানা দণ্ডে যার পরিমাণ পাঁচশত টাকা পর্যন্ত হতে পারে বা উভয় দণ্ডে দণ্ডিত হবে।