- Get link
- X
- Other Apps
Chapter Seven - Of the Appointment of Receivers
অধ্যায় সাত - তত্ত্বাবধায়ক নিয়ােগ সম্বন্ধীয় ব্যাপারে
ধারা ৪৪ তত্ত্বাবধায়ক / রিসিভার নিয়ােগ সুবিবেচনামূলক
প্রক্রিয়াধীন মােকদ্দমায় তত্ত্বাবধায়ক নিয়ােগ আদালতের সম্পূর্ণ ইচ্ছাধীন।
দেওয়ানি কার্যবিধি আইনের নজির
তার নিয়ােগের রকম ও ফলাফল এবং তার অধিকার, ক্ষমতা, কর্তব্য এবং দায়-দায়িত্ব দেওয়ানি কার্যবিধি কর্তৃক নিয়ন্ত্রিত হবে।
আদালত কর্তৃক রিসিভার নিয়োগ সংক্রান্ত আলোচনা
রিসিভার কাকে বলে?
মোকদ্দমা চলাকালীন সময়ে বা আদালত দ্বারা ডিগ্রী প্রদান এর পরে ফরিয়াদির আবেদনক্রমে আদালত তার ইচ্ছাধীন ক্ষমতাবলে ও সুনির্দিষ্ট প্রতিকার আইনের ধারা ৪৪ এর বিধান অনুসারে সালে সালিশি সম্পত্তির দেখাশোনার জন্য একজন তত্ত্বাবধায়ক নিয়োগ করতে পারেন যাকে রিসিভার বলে।
ধারা ৪৪-এ বলা হয়েছে যে, রিসিভার নিয়ােগ, তার অধিকার, ক্ষমতা, কর্তব্য ও দায়-দায়িত্ব ১৯০৮ সালের দেওয়ানি কার্যবিধি কর্তৃক নিয়ন্ত্রিত।
রিসিভারের ক্ষমতা কতটুকু? (Power of Receiver)
আদালতের কাছে সংগত ও সুবিধাজনক মনে হলে দেওয়ানি কার্যবিধির নম্বর ৪০ এর আদেশের বিধি নং ১ এর উপবিধি অনুযায়ী নিম্নলিখিত ব্যবস্থা অবলম্বন করতে পারবেন-
ক) ডিক্রির আগে কিংবা পরে কোন সম্পত্তির রিসিভার নিয়ােগ;
খ) সম্পত্তির দখল কিংবা জিম্মাদারী হতে কোন ব্যক্তিকে বরখাস্ত
গ) উক্ত সম্পত্তি রিসিভারের দখলে, জিম্মাদারী বা ব্যবস্থাপনা হস্তান্তর; এবং
ঘ) বিরােধী সম্পত্তি প্রসঙ্গে মােকদ্দমা রুজু, আত্মপক্ষ সমর্থন, এর সংরক্ষণ এবং উন্নয়ন, খাজনা এবং মুনাফা আদায় এবং এ বাবদ প্রাপ্ত অর্থ যথাবিহিত ব্যয়। এবং বিলিবন্টনের ব্যবস্থার ব্যাপারে সম্পত্তির মালিকের অনুরূপ ক্ষমতা বা আদালত যেরূপ উপযুক্ত মনে করেন সেরূপ ক্ষমতা হস্তান্তর।
এখানে আরাে বলা হয়েছে যে, কোন ব্যক্তিকে সম্পত্তির দখল এবং জিম্মাদারী হতে বরখাস্ত ব্যাপারের মােকদ্দমায় কোন একটি পক্ষের অধিকার না থাকলে আদালত অনুরূপ ব্যক্তিকে বরখাস্তের ক্ষমতা লাভ করবেন না।
রিসিভার নিয়ােগ আদালতের বিবেচনামূলক ক্ষমতার উপর নির্ভরশীল হলেও উক্ত ক্ষমতা বিচারকীয়ভাবে এবং সুবিবেচনার কর্তৃক প্রয়ােগ করতে হবে। পক্ষগুলাের অধিকার
সংরক্ষণ কিংবা কোন ক্ষতির হাত হতে মােকদ্দমার বিষয়বস্তুকে রক্ষা করার জন্য তাকে নিয়ােগ করা হয়। কাজেই একজন রিসিভার আদালতের অফিসার, পক্ষগুলাের প্রতিনিধি কিংবা স্বত্ব নিয়ােগী নয়। যে আদালত তাকে নিয়ােগ করেন সে আদালতের মঞ্জুরি ব্যতীত তিনি মােকদ্দমা দায়ের করতে পারেন না কিংবা তাঁর বিরুদ্ধে মােকদ্দমা রুজু করা যায় না। রিসিভারের তত্ত্বাবধানে কোন সম্পত্তি নিলামে বিক্রি করা হলে তিনি উক্ত নিলাম খরিদ করতে পারবেন না।
রিসিভারের অধিকার (Right of Receiver)
দেওয়ানি কার্যবিধি আইনের ৪০ আদেশের ২ বিধিতে আদালতের রিসিভারকে যথাযথ পারিশ্রমিক প্রদান করার অধিকার রয়েছে। আদালত রিসিভারকে যে পারিশ্রমিক প্রদান করবেন তা পাওয়ার অধিকার রিসিভারের রয়েছে।
রিসিভারের কর্তব্য ও দায়-দায়িত্ব Duty and Responsibility of Receiver):
দেওয়ানি কার্যবিধির আদেশ নং ৪০ বিধি নং ৩-এ একজন রিসিভারের দায়িত্ব সম্পর্কে বলা হয়েছে। এই বিধি অনুসারে একজন রিসিভারের দায়িত্ব নিম্নরূপ-
ক) সম্পত্তি বাবদ প্রাপ্ত আয়ের যথার্থ হিসাব প্রদানের জন্য আদালত দ্বারা নির্ধারিত জামানত (যদি থাকে) দাখিল;
খ) আদালত দ্বারা নির্ধারিত ফরমে এবং নির্দিষ্ট সময়ে হিসাব দাখিল;
গ) আদালতের নির্দেশ মত তার কাছ হতে পাওনা টাকা পরিশােধ; ও
ঘ) তার স্বেচ্ছাকৃত ভুল বা গুরুতর অবহেলার কারণে সম্পত্তির কোন ক্ষতি হলে সেজন্য দায়ী থাকা।
রিসিভারের ক্রটি কিংবা অবহেলার দরুণ সম্পত্তির কোন ক্ষতি হলে রিসিভারের সম্পত্তি বিক্রি করে উক্ত সম্পত্তির ক্ষতিপূরণ প্রদান করতে হবে।
কে রিসিভার নিযুক্ত হতে পারে?
যদি বিবাদীকে বিরােধীয় সম্পত্তির দখল বলবৎ থাকতে দেওয়া হয় ও যদি মােকদ্দমার সম্পত্তি রক্ষা না করা হয় তবে ফরিয়াদী মােকদ্দমায় জয়লাভ করলে এবং সে যদি ডিক্রী ফলাফল আদায় করতে পারবে না এইরকম অবস্থায় দেখা যায়; তবে ঐ রূপ ক্ষেত্রে আদালত রিসিভার নিয়ােগ করতে চাইবেন। তৃতীয় কোন ব্যক্তিকে বাটোয়ারা মামলায় রিসিভার নিয়ােগের ক্ষেত্রে অবশ্যই বিশেষ পূর্ব সতর্কতা কিংবা সাবধানতা অবলম্বন করতে হবে।