- Get link
- X
- Other Apps
Chapter Five - Of Abatement Penal Code 1860
পঞ্চম অধ্যায় - অপরাধের সাহায্য বিষয়ক দন্ডবিধি ১৮৬০
ধারা ১০৭ কোন সম্পর্কে সাহায্য প্রদান:
কোন লােক কোন সম্পর্কে সাহায্য প্রদান করেছে বলে পরিগণিত হবে, যদি সে লােক
প্রথমতঃ কোন বিষয় সম্পন্ন করার জন্য কোন লােককে প্ররােচনা দেয়, বা
দ্বিতীয়তঃ কোন বিষয় সম্পাদনের জন্য এক বা একাধিক অপর লােক বা ব্যক্তিবর্গের সঙ্গে এরূপ চক্রান্তে লিপ্ত হয়, যেই চক্রান্তের কারণে কোন কার্য বা অবৈধ বিরতি হয় ও এরূপ কার্য বা অবৈধ বিরতি ঐ বিষয় সম্পাদনের জন্যে হয়, বা
তৃতীয়তঃ কোন কার্য করে বা অবৈধভাবে কোন কার্য করা হতে বিরত থেকে উপযুক্ত কার্যে ইচ্ছাপূর্বক সাহায্য করে।
ব্যাখ্যা ১ কোন লােক এমন কোন গুরুত্বপূর্ণ ঘটনা যা ব্যক্ত করতে সে বাধ্য তা ইচ্ছাপূর্বক গােপন করে স্বেচ্ছাকৃতভাবে কোন বিষয় সম্পন্ন করার ব্যবস্থা করে, বা করার বা এটা সম্পাদনকরণের বা সম্পাদনের ব্যবস্থার উদ্যোগ করে, সে লােক ঐ বিষয় সম্পাদনে প্ররােচনা করে বলে পরিগণিত হবে।
উদাহরণ
সরকারি অফিসার ক কোন বিচারালয়ের পরােয়ানা মারফত চ-কে গ্রেফতার করার ক্ষমতা দেয় হয়। খ ঐ তথ্য জ্ঞাত হয়ে ও গ যে চ নয় এই বিষয়ে জ্ঞাত হয়ে ইচ্ছাকৃতভাবে ক-র কাছে গ কে চ বলে পরিচয় দেয় ও তাদিয়ে ইচ্ছাকৃতভাবে ক দ্বারা গ কে গ্রেফতার করায়। এই ক্ষেত্রে খ প্ররােচনা করে গ-র গ্রেফতার সাহায্য করে বলে পরিগণিত হবে।
ব্যাখ্যা ২ যে লােক কোন কার্য সম্পন্ন করার সময়, ঐ কার্য সম্পন্ন সুচারুকল্পে কোন কিছু করে, ও তাদ্বারা এর সম্পন্ন সুগম করে, সে লােক ঐ কার্য সম্পাদনে সাহায্য করে বলে পরিগণিত হবে।
ধারা ১০৮ প্ররোচনাদাতা
যে লোক কোন অপরাধ অনুষ্ঠানে, বা অপরাধ বলে পরিগণিত কোন কার্য অনুষ্ঠানে সাহায্য করে, সে লোক অপরাধে সাহায্য করে, যদি ওই অপরাধ বা কার্য প্ররোচনাকারী লোকের ন্যায় একই লক্ষ্যে বা অবগতি সরকারের কোনো অপরাধ বা কার্য দুষ্কর্মে সাহায্যকারি লােকের ন্যায় একই লক্ষ্যে বা অবগতি সহকারে কোন অপরাধ সংগঠনের জন্য আইনত যােগ্য পরিগণিত লােক দ্বারা সম্পন্ন হয়ে থাকে।
ব্যাখ্যা ১ কার্যের অবৈধ বিরতিতে সহায়তাকরণ অপরাধ হিসেবে পরিগণিত হতে পারে, যদিও প্ররােচনাদাতা ঐ কার্য সম্পাদনের জন্য স্বয়ং বাধ্য নয়।
ব্যখ্যা ২ প্ররােচনাদাতা অপরাধ অনুষ্ঠান করার জন্য এটা আবশ্যকিয় নন যে সাহায্যকৃত কার্যটি সম্পন্ন হবে বা অপরাধ সংগঠনের জন্য আবশ্যকিয় পরিণতি ঘটবে।
উদাহরণ
(ক) ক, গ-কে খুন করার জন্য খ কে প্ররােচিত করে। খ কার্যটি করতে অস্বীকার করে। ক, খ-কে হত্যার প্ররােচনা করার অপরাধে অপরাধি হবে।
(খ) ক, গ-কে খুন করার জন্য খ-কে প্ররােচিত করে। ঐ প্ররােচনা অনুসরণে খ, গ কে চুরিকাঘাত করে। গ জখম হতে আরােগ্য অর্জন করে। ক খুন করার জন্য খ-কে দুষ্কর্মে সাহায্য করার অপরাধে অপরাধি হবে।
ব্যাখ্যা ৩ দুষ্কর্মে সাহায্যকৃত লােকের আইনত অপরাধ সংগঠনের যােগ্য হওয়া আবশ্যকিয় নয়, বা তার দুষ্কর্মে সাহায্যকারি লােকের মত একইরূপ দোষজনক অভিপ্রায় বা জ্ঞান, বা যে কোন দুষ্ট অভিপ্রায় বা জ্ঞান দরকার নয়।
উদাহরণ
(ক) ক, দোষজনক লক্ষ্যে কোন শিশু বা পাগলকে এরূপ একটি কার্য করতে সাহায্য করে, যে কার্য আইনত, কোন অপরাধ সংগঠনের যােগ্য লােক ও ক-র ন্যায় একই উদ্দেশ্যসম্পন্ন কোন লােক দ্বারা করা হলে অপরাধ বলে পরিগণিত হত। এই ক্ষেত্রে কার্যটি অনুষ্ঠিত হােক বা না হােক, ক অপরাধ অনুষ্ঠানে সাহায্য করার জন্য অপরাধি হবে।
(খ) ক, য-কে খুন করার লক্ষ্যে সাত বৎসরের নিম্ন বয়স্ক শিশু খ-কে এরূপ একটি কার্য করতে প্ররােচিত করে যার দ্বারা য-র মৃত্যু হয়। খ ঐ দুষ্কর্মে সহায়তার কারণে ক-র অনুপস্থিতিতে, কার্যটি সম্পন্ন করে ও তার দ্বারা য-এর মৃত্যু ঘটায়। এই ক্ষেত্রে যদিও আইনমতে অপরাধ সংগঠনের যােগ্য ছিলনা, তবুও ক এরূপ শাস্তিযােগ্য হবে যেন খ যথার্থই আইনমতে অপরাধ সংগঠনের যােগ্য ছিল ও সে খুন করেছিল ও সেহেতু সে মৃত্যুদণ্ডে দণ্ডিত হবে।
(গ) ক, খ-কে একটি বাসগৃহে আগুন লাগাবার জন্য প্ররােচিত করে। খ অপ্রকৃতস্থতার দরূণ কর্মটির প্রকৃতি অনুধাবনে অসমর্থ হওয়া বা সে যা করছে তা যে বিচ্যুতি বা আইনের বহির্ভূত তা বুঝবার অযােগ্য হওয়া বিধায়, ক-র প্ররােচনায় ঐ গৃহে আগুন ধরিয়ে দেয়। খ কোন অপরাধ সংগঠন করে নি, কিন্তু ক একটি বাসগৃহে আগুনে দেওয়ার অপরাধে সাহায্য করার কারণে অপরাধি পরিগণিত হবে ও সে ঐ অপরাধে সাহায্য করার জন্য অপরাধি পরিগণিত হবে ও সে ঐ অপরাধের জন্য বিহিত দণ্ডে দণ্ডিত হবে।
ব্যাখ্যা ৪ অপরাধে সাহায্য করার অপরাধ হিসেবে পরিগণিত হওয়া বিধায় এরূপ দুষ্কর্মের সাহায্যও অপরাধ হিসেবে পরিগণিত হবে।
উদাহরণ
ক, য-কে হত্যা করার জন্য গ-কে প্ররােচিত করার লক্ষ্যে খ-কে প্ররােচিত করে। খ সেই অনুসারে য-কে খুন করার জন্য গ-কে প্ররেচিত করে ও গ, খ-র প্ররােচনার কারণে ঐ অপরাধ অনুষ্ঠান করে। খ তার অপরাধের জন্য খুনের কারণে বিহিত দণ্ডে দণ্ডিত হবে ও যেহেতু ক ঐ অপরাধ সংগঠনের জন্য খ-কে প্ররােচিত করেছিল সেহেতু ক-ও এরূপ দণ্ডে দণ্ডিত হবে।
ব্যখ্যা ৫ চক্রান্ত করে দুষ্কর্মে সহায়তার অপরাধ সংগঠনের জন্য সাহায্যকারি লােকের ঐ অপরাধ সংগঠনকারির সঙ্গে একত্রে এর সংগঠন করা অপরিহার্য নয়। যে চক্রান্তের অনুকরণে ঐ অপরাধ অনুষ্ঠিত হয় সে ষড়যন্ত্রে তার যােগদানই যথার্থ পরিগণিত হবে।
উদাহরণ
য-র প্রতি বিষ প্রয়ােগের জন্য ক, খ-র সঙ্গে একটি চক্রান্ত করে। স্থির করা হয় যে ক বিষ প্রয়ােগ করবে। অতঃপর একজন তৃতীয় লােক বিষ প্রয়ােগ করবে একথা উল্লেখ করে খ, গ-র কাছে চক্রান্তটি বিশ্লেষণ করে, কিন্তু সে ক-র নাম উল্লেখ করে না। গ বিষ সংগ্রহ করতে সম্মত হয় ও গ এটা সংগ্রহ করে ও উল্লেখিত প্রণালীতে এটা প্রয়ােগের লক্ষ্যে খ-র কাছে সমর্পণ করে। ক বিষ প্রয়ােগ করে ও এ কারণে য মৃত্যুবরণ করে। এই ক্ষেত্রে যদিও ক ও গ একত্রে ষড়যন্ত্রে লিপ্ত হয় নি তবুও যে চক্রান্তে য- কে নিহত করা হয়েছে, গ সে ষড়যন্ত্রে নিয়ােজিত হয়েছে। তাই গ এই ধারায় উল্লেখিত অপরাধ সংগঠন করেছে ও সে খুনের অপরাধের জন্য বিহিত দণ্ডে দণ্ডিত হবার যােগ্য।
ধারা ১০৮ক বাংলাদেশ, বাংলাদেশের বাইরের অপরাধসমূহে সাহায্য দান
যে লােক বাংলাদেশের বাইরে ও বহির্দেশস্থ এরূপ কোন কার্যে সাহায্য করে যা বাংলাদেশে হলে অপরাধ পরিগণিত হত সে লােক এই বিধির অর্থ অনুসারে অপরাধে সাহায্য করে বলে পরিগণিত হবে।
উদাহরণ
বাংলাদেশী নাগরিক ক গােয়ায় অবস্থিত বৈদেশিক নাগরিক খ-কে গােয়ায় একটি খুন অনুষ্ঠানের জন্য প্ররােচিত করে। ক খুন সংগঠনের সাহায্য করার জন্য অপরাধি হবে।
ধারা ১০৯ দুষ্কর্মে সহায়তার কারণে সহায়তাকৃত কাজটি সম্পন্ন হবার ক্ষেত্রে, ও এর দণ্ডদানের কোন বিধান না থাকার ক্ষেত্রে দুষ্কর্মে সহায়তার শাস্তি
কোন লোেক কোন অপরাধে সাহায্য করলে যদি সহায়তার কারণে সাহায্যকৃত কার্যটি সম্পন্ন হয় ও এই বিধিতে এরূপ দুষ্কর্মে সহায়তার জন্য দণ্ডদানের কোন স্পষ্ট বিধান না থাকে, তা হলে ঐ লােকের ঐ অপরাধের জন্য নির্দিষ্ট শাস্তি বিধান করা হবে।
ব্যাখ্যাঃ প্ররােচনার কারণে বা ষড়যন্ত্রে অনুসরণের বা দুষ্কর্মে সাহায্য সংঘটনকারি সহযােগিতার কারণে কার্য বা অপরাধ সম্পন্ন হলে ঐ কাৰ্য, চক্রান্ত বা অপরাধ দুষ্কর্মে সহায়তার কারণে সম্পন্ন হয়েছে বলে পরিগণিত হবে।
উদাহরণগুলাে
(ক) ক সরকারি কর্মচারি খ-কে খ-র সরকারি কার্যাবলি সম্পন্নের সময় সহানুভূতি দর্শনের উপহারস্বরূপ ঘুষ দেওয়ার প্রস্তাব করে। খ ঐ ঘুষ গ্রহণ করেন। ক ১৬১ ধারায় উল্লেখিত অপরাধে সাহায্য করেছে বলে পরিগণিত হবে।
(খ) ক খ-কে মিথ্যা সাক্ষ্যদানে প্ররােচিত করে। খ ঐ প্ররােচনার কারণে ঐ অপরাধ সংগঠন করে। ক ঐ অপরাধে সাহায্য করার জন্য অপরাধি হবে ও খ-র তুল্য দণ্ডে দণ্ডিত হবে।
(গ) ক ও খ, য-কে বিষ প্রয়ােগ করার ষড়যন্ত্র করে। ক ঐ ষড়যন্ত্রের অনুসরণে বিষ সংগ্রহ করে আনে ও এটা খ-কে দেয় যাতে সে এটা য-কে পান করাতে পারে। খ ঐ ষড়যন্ত্রের অনুসরণে ক-এর অনুপস্থিতিতে য-কে বিষ পান করায় ও তার দ্বারা য-এর মৃত্যু ঘটায়। এই ক্ষেত্রে খ খুনের অপরাধে অপরাধি হবে। ক ষড়যন্ত্র করে ঐ অপরাধে সাহায্য করার জন অপরাধি হবে খুনের অপরাধে বিহিত দণ্ডে শাস্তিযােগ্য হবে।
ধারা ১১০ সহায়তাকৃত লােক সহায়তাকারির অভিপ্রায় হতে কার্য করার ভিন্ন ইচ্ছায় কার্য করার ক্ষেত্রে সহায়তার দন্ড
কোন লােক কোন কার্য বা অপরাধ সংঘটনের সাহায্য বা প্ররােচনা দান করার পর, সে লােক যাকে সাহায্য বা প্ররােচনা দান করেছে সে যদি তার (প্রথমােক্ত ব্যক্তির) উদ্দেশ্য বা জ্ঞান হতে ভিন্নতর উদ্দেশ্য বা জ্ঞানের ভিত্তিতে কার্যটি বা অপরাধটি করে থাকে, তা হলে সহায়তাকারির যেরূপ উদ্দেশ্য ছিল সে উদ্দেশ্য বা তারই অবগতির ভিত্তিতে কার্যটি অনুষ্ঠিত হবে তাতে যে অপরাধ হত সহায়তাকারিকে সে অপরাধের জন্য ব্যবস্থিত দণ্ডেই দণ্ডিত করা হবে, অপর কোন অপরাধের জন্য ব্যবস্থিত দণ্ডে নয়।
ধারা ১১১ সহায়তাকৃত কার্য হতে ভিন্ন কার্য সম্পাদনের ক্ষেত্রে সহায়তাকারির দায়িত্ব
যেক্ষেত্রে এক কার্যে সাহায্য করা হয়েছে ও ভিন্ন কার্য সম্পন্ন করা হয়েছে, সেইক্ষেত্রে সহায়তাকারি সম্পন্ন কার্যের জন্য এরূপ ও এই পরিমাণে দায়ি হবে যেন সে তাতে প্রত্যক্ষভাবে সাহায্য করেছে। তবে শর্ত হল যে, সম্পন্ন কার্যটি সহায়তার সম্ভাব্য ফল ছিল ও প্ররােচনার প্রভাবাধীন বা দুষ্কর্মে সাহায্য সংঘটনকরী ষড়যন্ত্রের সাহায্যে, চক্রান্তে বা এর অনুসরণের সম্পন্ন হয়ে থাকে।
উদাহরণগুলাে
(ক) ক একটি শিশুকে খ-র খাদ্যে বিষ মিশাবার জন্য প্ররােচিত করে ও এতদুদ্দেশ্যে তাকে বিষ প্রদান করেন। গ-র খাবার খ-র খাবারের পাশেই ছিল। এই ক্ষেত্রে শিশুটি ভুলবশত গ-র খাবারে ঐ বিষ মিশায়। গ- খ খাবারের পাশেই ছিল। এই ক্ষেত্রে শিশুটি ক-র প্ররােচনার কারণে কার্য করে থাকলে ক এইভাবে ও এই পরিমাণে দায়ি হবে যেন সে শিশুকে গ-র খাদ্যের বিষ মিশানাের জন্য প্ররােচিত করেছিল।
খ) ক, খ-কে গ-র গৃহ পুড়িয়ে দেওয়ার বার জন্য প্ররােচিত করে। খ ঐ বাড়ীতে আগুন লাগায় ও সে সঙ্গে বাড়ী হতে সম্পত্তি চুরিও করে। ক যদিও ঐ গৃহ পােড়ানাের কার্যে সহায়তার জন্য অপরাধি তবুও চুরির সহায়তার জন্য অপরাধি নয়, কারণ চুরিটি একটি স্বতন্ত্র কার্য ছিল ও পােড়ানাে কোন সম্ভাব্য পরিণতি ছিল না।
(গ) ক, খ, ও গ কে মাঝরাতে দস্যুতা সংগঠনের জন্য একটি ঘরের ভিতর হুড়মুড় করে প্রবেশ করার জন্য প্ররােচিত করে ও ঐ লক্ষ্যে তাদেরকে অস্ত্র-সস্ত্র সরবরাহ করে। খ ও গ গুড়মুড় করে ঐ গৃহে প্রবেশ করে। এই ক্ষেত্রে ঐ খুন ঐ সহায়তার সম্ভাব্য ফল হয়ে থাকলে ক খুনের জন্য বিহিত দণ্ডে শাস্তিযােগ্য হবে।
ধারা ১১২ যে ক্ষেত্রে প্ররােচনাদাতা বা সাহায্যকৃত কার্য ও সম্পন্ন কার্যের জন্য সম্মিলিত দণ্ডে দণ্ডিত হবে
যে কার্যের সহায়তাকারি উপরে উল্লেখিত সর্বশেষ ধারার আওতায় দায়ি বলে পরিগণিত, সে কার্য সহায়তাকৃত কার্য ছাড়াও সম্পন্ন অপরাধের অপরাধে শাস্তিযােগ্য হলে ও এটা একটি স্বতন্ত্র অপরাধ গঠন করলে সহায়তাকারি প্রতিটি অপরাধের অপরাধে শাস্তি যােগ্য হবে।
উদাহরণ
ক একজন সরকারি কর্মচারি দ্বারা অনুষ্ঠিত একটি মালমাল ক্রোক কার্যে বলপূর্বক বাধাদানের জন্য খ-কে প্ররােচিত করে। এ কারণে খ ঐ মালামাল ক্রোক কার্যে বাধা দান করে। বাধা প্রদান করতে গিয়ে খ ঐ মালামাল ক্রোক সংগঠনকারি অফিসারকে ইচ্ছাপূর্বক গুরুতরভাবে আঘাতকরণ-এই উভয় অপরাধ সংগঠন করেছে সেহেতু খ ঐ উভয় অপরাধের অপরাধে অপরাধি হবে। ও যদি ক-র এটা জানা থাকে যে, মালামাল ক্রোক কালে বাধা দান করতে গিয়ে ক-র স্বেচ্ছাকৃতভাবে গুরুতর আঘাত প্রদানের আশংকা আছে তা হলে ক-ও প্রতিটি অপরাধের অপরাধে শাস্তিযােগ্য হবে।
ধারা ১১৩ সাহায্যকৃত কার্যের কারণে দুষ্কর্মের সহায়তাকারি দ্বারা অভিপ্রেত পরিণতি হতে ভিন্ন পরিণতির ক্ষেত্রে দুষ্কর্মের সহায়তাকারির দায়িত্ব
যে ক্ষেত্রে কোন বিশেষ পরিণতি ঘটানাের জন্য সহায়তাকারির উদ্দেশ্য সহকারে কোন কার্যে সাহায্য করা হয় ও যে কর্মের জন্য সহায়তাকারি দ্বারা উদ্দিষ্ট বিশেষ ফল হতে ভিন্ন পরিণতি ঘটায়, সে ক্ষেত্রে সহায়তাকারি পরিণতির জন্য এই হিসেবে ও এই পরিমাণে দায়ি হবে যেন সে ঐ পরিণতি ঘটানাের উদ্দেশ্য ঐ কার্যে সাহায্য করেছিল। তবে শর্ত হল যে, তার জানা থাকতে হবে যে, সাহায্যকৃত কার্যের ঐ পরিণতি ঘটানাের আশংকা ছিল।
উদারহণ
য-কে মারাত্মকভাবে আহত করার জন্য ক, খ-কে প্ররােচনা দেয়। তার প্ররােচনায় প্ররােচিত হয়ে খ য-কে গুরুতর আঘাত করে ও এ কারণে য এর মৃত্যু ঘটে। এই ক্ষেত্রে খ কে প্ররােচনা দেওয়ার সময় ক-এর যদি জানা থাকে যে, মারাত্মকভাবে আঘাত করার জন্য প্ররােচিত কার্যটি সংঘটনের কারণে য এর মৃত্যু হতে পারে, তা হলে ক খুনের অপরাধের জন্য ব্যবস্থিত দণ্ডে দণ্ডিত হবে।
ধারা ১১৪ অপরাধ সংগঠনের সময় সহায়তাকারির উপস্থিতি
যে লােক অনুপস্থিত থাকলে সহায়তাকারি হিসেবে শাস্তিযােগ্য হত, সে লােক, যে কার্য বা অপরাধ সহায়তার বা প্ররােচনার কারণে শাস্তিযােগ্য হত সে কার্য বা অপরাধ সংগঠনের সময় উপস্থিত থাকলে সে লােক এরূপ কার্য বা অপরাধ সংগঠন করেছে বলে পরিগণিত হবে।
ধারা ১১৫ মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন দণ্ডে শাস্তিযােগ্য অপরাধে সহায়তাকরণ; অপরাধ অনুষ্ঠিত না হলে
যে লােক মৃত্যুদণ্ডে বা যাবজ্জীবন কারাদণ্ডে শাস্তিযােগ্য অপরাধ অনুষ্ঠানে সাহায্য করে সে লোেক সহায়তার পরিণতিতে ঐ অপরাধে অনুষ্ঠানে না হলে ও এরূপ সহায়তায় শান্তি বিধানের জন্য এই বিধিতে কোন স্পষ্ট বিধান না থাকলে যে কোন বর্ণনার সশ্রম বা বিনাশ্রম কারাদণ্ডে যার মেয়াদ সাত বৎসর পর্যন্ত হতে পারে-দণ্ডিত হবে ও এসব ছাড়া জরিমানা দণ্ডেও শাস্তিযােগ্য হবে। এবং যদি এমন কোন কার্য অনুষ্ঠিত হয় যাতে সহায়তার জন্য সহায়তাকারি দায়ি হয় ও যাতে কোন আঘাতপ্রাপ্ত হয়, তবে সহায়তাকারি সশ্রম বা বিনাশ্রম কারাদণ্ডে দণ্ডিত হবে ও এই কারাদণ্ডের মেয়াদ চৌদ্দ বৎসর পর্যন্ত হতে পারবে, ও এসবছাড়া সহায়তাকারিকে অর্থ দণ্ডে ও দণ্ডিত করা যাবে।
উদাহরণ
ক, গ-কে হত্যা করার জন্য খ-কে প্ররােচিত করে। কিন্তু অপরাধটি অনুষ্ঠিত হয় না। খ, গ-কে খুন করলে সে মৃত্যু দণ্ডে বা যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত হত। সুতরাং, এইক্ষেত্রে ক কারাদণ্ডে, যার মেয়াদ সাত বৎসর পর্যন্ত হতে পারে, শাস্তিযােগ্য হবে ও এসব ছাড়া জরিমানা দণ্ডে শাস্তিযােগ্য হবে; ও সহায়তার কারণে গ-কে কোন আঘাত করা হয়ে থাকলে ক কারাদণ্ডে, যার মেয়াদ চৌদ্দ বৎসর পর্যন্ত হতে পারে- শাস্তিযােগ্য হবে ও এতদ্ব্যতীত জরিমানাদণ্ডেও শাস্তিযােগ্য হবে।
ধারা ১১৬ কারাদণ্ডে শাস্তিযােগ্য অপরাধে সহায়তাকরণ, অপরাধটি অনুষ্ঠিত না হবার ক্ষেত্রে:
যে লােক কারাদণ্ডে শাস্তিযােগ্য কোন অপরাধে সাহায্য করে, সে লােক সাহায্য করার কারণে ঐ অপরাধ অনুষ্ঠিত না হলে ও এরূপ সহায়তার শাস্তি বিধানাৰ্থ এই বিধিতে কোন স্পষ্ট বিধান না থেকে থাকে, তবে ঐ অপরাধের জন্য বিহিত যে কোন বর্ণনার সশ্রম বা বিনাশ্রম কারাদণ্ডে যার মেয়াদ ঐ অপরাধের জন্য বিহিত দীর্ঘতম মেয়াদের এক-চতুর্থাংশ পর্যন্ত হতে পারে, বা ঐ অপরাধের জন্য বিহিত জরিমানা দণ্ডে বা উভয় দণ্ডে দণ্ডিত হবে; এবং যদি দুষ্কর্মে সহায়তাকারি বা সহায়তাপ্রাপ্ত লােক এমন একজন সরকারি কর্মচারি হন, যার দায়িত্ব হতো এরূপ অপরাধ সংগঠন প্রতিরােধ করা, তা হলে সহায়তাকারি ঐ অপরাধের জন্য বিহিত সশ্রম বা বিনাশ্রম কারাদণ্ডে দণ্ডিত করা যাবে ও এই কারাদণ্ডে ঐ অপরাধটির জন্য বিহিত দীর্ঘতম মেয়াদের অর্ধেক পর্যন্ত যে কোন মেয়াদের হতে পারবে, বা তাকে ঐ অপরাধটির জন্য যেরূপ জরিমানার বিধান করা হয়েছে সেইরূপ জরিমানায় দণ্ডিত করা হবে, বা উভয় দণ্ডে দণ্ডিত হবে।
উদাহরণগুলাে
ক) সরকারি কর্মচারি খ তাঁর সরকারি দায়িত্ব সম্পাদনের সম্পর্কে ক -কে কিছু অনুগ্রহ প্রদর্শনের পুরষ্কার হিসেবে ক, খ-কে ঘুষ প্রদানের প্রস্তাব করে। খ ঘুষ গ্রহণে অস্বীকার করেন। ক এই ধারার আওতায় শাস্তিযােগ্য হবে।
খ) ক, খ -কে মিথ্যা সাক্ষ্যদানের জন্য প্ররােচনা দেয়। এই ক্ষেত্রে খ মিথ্যা সাক্ষ্য দান না করলেও ক এই ধারায় উল্লেখিত অপরাধ সংগঠন করেছে বলে পরিগণিত হবে ও তদনুসারে শাস্তিযােগ্য হবে।
গ) পুলিশ অফিসার ক, যার দায়িত্ব হচ্ছে দস্যুতা নিবারণ করা, দস্যুতা নিরােধে সাহায্য করা। কিন্ত তিনি অপরাধ সংঘনের সাহায্য করেন। এই ক্ষেত্রে দস্যুতা অনুষ্ঠিত না হলেও ঐ অপরাধের জন্য বিহিত কারাদণ্ডের দীর্ঘতম মেয়াদের অর্ধেক পর্যন্ত কারাদণ্ডে শাস্তিযােগ্য হবে ও এতদ্ব্যতীত জরিমানাদণ্ডেও শাস্তিযােগ্য হবে।
ঘ) ক জনৈক পুলিশ অফিসার ও এরূপ পুলিশ অফিসার হিসেবে দস্যুতা নিবারণ করাই তার কর্তব্য। খ ঐ পুলিশ অফিসার ক কে একটি দস্যুতার অপরাধ সংঘটনে সাহায্য করে। এই ক্ষেত্রে ঐ দস্যুতা অনুষ্ঠিত না হলেও খ দস্যুতার অপরাধের জন্য বিহিত কারাদণ্ডের দীর্ঘতম মেয়াদের অর্ধেক পর্যন্ত কারাদণ্ডে শাস্তিযােগ্য হবে ও এতদ্ব্যতীত জরিমানাদণ্ডেও শাস্তিযােগ্য হবে।
ধারা ১১৭ জনসাধারণ দ্বারা বা দশের বেশি লােক দ্বারা অপরাধ অনুষ্ঠানে সহায়তাকরণ
যে লােক সাধারণভাবে জনসাধারণ দ্বারা বা দশ জনের বেশি যে কোন সংখ্যার বা যে কোন ব্যক্তিবর্গ দ্বারা কোন অপরাধ অনুষ্ঠানে সাহায্য করে সে লােক যেকোন বর্ণনার সশ্রম বা বিনাশ্রম কারাদণ্ডে যার মেয়াদ তিন বৎসর পর্যন্ত হতে পারে বা জরিমানা দণ্ডে বা উভয় দণ্ডে দণ্ডিত হবে।
উদাহরণ
ক মিছিলরত একটি বিপক্ষীয় সম্প্রদায়ের সদস্যবৃন্দকে আক্রমণ করার লক্ষ্যে একটি বিশেষ সময়ে ও জায়গায় মিলিত হবার জন্য দশের বেশি ব্যক্তিবিশিষ্ট একটি সম্পদায়কে প্ররােচিত করার লক্ষ্যে একটি প্রকাশ্যস্থানে একটি বিজ্ঞপ্তি ঝুলায়ে দেয়। ক এই ধারার উল্লেখিত অপরাধ সংগঠন করেছে বলে পরিগণিত হবে।
ধারা ১১৮ মৃত্যুদণ্ডে বা যাবজ্জীবন কারাদণ্ডে শাস্তিযােগ্য অপরাধ সংগঠনের ষড়যন্ত্র গােপনকরণ
যে লােক মৃত্যুদণ্ডে বা যাবজ্জীবন কারাদণ্ডে শাস্তিযােগ্য কোন অপরাধ সংগঠনের সুবিধা বিধানের ইচ্ছায় বা তাদ্বারা ঐ অপরাধ সংগঠনের পথ সুগম করতে পারে এরূপ আশংকা আছে বলে জেনে-
অপরাধটি অনুষ্ঠিত হবার ক্ষেত্রে
কোন কার্য বা বেআইনিভাবে বিরত থেকে এরূপ অপরাধ সংগঠনের চক্রান্তের অস্তিত্ব স্বেচ্ছাকৃতভাবে গােপন করে বা এমন কোন বিবৃতি প্রদান করে যা এরূপ চক্রান্তটি বিষয়ে মিথ্যা বলে সে জানে,
অপরাধটি অনুষ্ঠিত না হবার ক্ষেত্রেঃ
অপরাধটি যদি হয় তবে তাকে সাত বৎসর পর্যন্ত যে কোন মেয়াদের সশ্রম বা বিনাশ্রম কারাদণ্ডে দণ্ডিত করা হবে বা ঐ অপরাধটি না হলে তিন বৎসর পর্যন্ত যে কোন মেয়াদের কারাদণ্ডে দণ্ডিত হবে ও তদুপরি উভয় ক্ষেত্রেই জরিমানাদণ্ডেও দণ্ডিত করা যাবে।
উদাহরণ
ক, খ জায়গায় ডাকাতি অনুষ্ঠিত হবার আশংকা আছে জেনে ম্যাজিস্ট্রেটকে এই বলে মিথ্যা সংবাদ দান করে যে গ জায়গায় ডাকাতি অনুষ্ঠিত হবার আশংকা রয়েছে। ঐ গ স্থান বিপরীত দিকে অবস্থিত ও তাদ্বারা অপরাধ সংগঠন সুবিধা করার মতলবে সে ম্যাজিস্ট্রেটকে উল্টাপথে চালায়। চক্রান্তের অনুসরণে খ জায়গায় ডাকাতি অনুষ্ঠিত হয়। ক এই ধারার আওতায় শাস্তিযােগ্য হবে।
ধারা ১১৯ সরকারি কর্মচারি দ্বারা এমন অপরাধ সংগঠনের চক্রান্ত গােপনকরণ যা নিবারণ করা তার কর্তব্য
যে লােক, সরকারি কর্মচারি হয়ে এমন কোন অপরাধ, যা নিবারণ করা সরকারি কর্মচারি হিসেবে তার কর্তব্য, সংগঠন সুবিধা অবিহিত করার ইচ্ছায় বা এতদ্বারা সে ঐ অপরাধ সংগঠনের পথ সুগম করতে পারে এরূপ আশংকা আছে জেনে কোন কার্য বা অবৈধ বিরতির সাহায্যে, এরূপ অপরাধ সংগঠনের চক্রান্তের অস্তিত্ব স্বেচ্ছাকৃতভাবে গােপন করে, বা এমন কোন বিবৃতি দান করে যা এরূপ অপরাধ বিষয়ে মিথ্যা বলে সে জানে-
অপরাধ অনুষ্ঠিত হবার ক্ষেত্রে
সে লােক ঐ অপরাধ অনুষ্ঠিত হলে, অপরাধের জন্য ব্যবস্থিত যে কোন বর্ণনার কারাদণ্ডে যার মেয়াদ ঐ অপরাধের জন্য বিহিত দীর্ঘতম মেয়াদের অর্ধাংশ পর্যন্ত হতে পারে, বা ঐ অপরাধের জন্য ব্যবস্থিত অর্থদণ্ডে, বা উভয় দণ্ডে দণ্ডিত হবে;
অপরাধ মৃত্যু প্রভৃতি দণ্ডে শাস্তিযােগ্য হবার ক্ষেত্রে
অথবা, ঐ অপরাধ মৃত্যুদণ্ডে বা যাবজ্জীবন কারাদণ্ডে শাস্তিযােগ্য হয়, তবে যে কোন বর্ণনার কারাদণ্ডে যার মেয়াদ দশ বৎসর পর্যন্ত হতে পারে শাস্তিযােগ্য হবে;
অপরাধ অনুষ্ঠিত না হবার ক্ষেত্রে
অথবা, ঐ অপরাধ অনুষ্ঠিত না হলে, ঐ অপরাধের জন্য বিহিত যে কোন বর্ণনার কারাদণ্ডে যার মেয়াদ ঐ অপরাধের জন্য বিহিত দীর্ঘতম মেয়াদের এক চর্তুথাংশ পর্যন্ত হতে পারে, বা ঐ অপরাধের জন্য বিহিত অর্থদণ্ডে, বা উভয় দণ্ডে দণ্ডিত হবে।
উদাহরণ
পদস্থ পুলিশ কর্মচারি ক দস্যুতা সংগঠন বিষয়ে তার গােচরে আগমনযােগ্য সমস্ত চক্রান্তের তথ্য সরবরাহ করার জন্য আইনত বাধ্য হয়ে ও খ দস্যুতা সংগঠনের চক্রান্ত করছে জেনে ঐ অপরাধ সংগঠনের সুবিধা বিধানের মতলবে এরূপ তথ্য সরবরাহ করা হতে বিরত থাকেন। এইক্ষেত্রে ক একটি অবৈধ ক্রটির সাহায্যে খ-র ষড়যন্ত্রের অস্তিত্ব গােপন করেছেন ও তিনি এই ধারার বিধান মােতাবেক শাস্তিযােগ্য হবেন।
ধারা ১২০ কারাদণ্ডে শাস্তিযােগ্য অপরাধ সংগঠনের চক্রান্ত গােপনকরণ
যে লােক, কারাদণ্ডে শাস্তিযােগ্য অপরাধ সংগঠনটির সুবিধা বিধানের লক্ষ্যে বা সে তাদ্বারা ঐ অপরাধ অনুষ্ঠানে সাহায্য করতে পারে এরূপ আশংকা আছে জেনে; কোন কার্য বা ত্রুটির সাহায্যে, এরূপ অপরাধ সংগঠনের চক্রান্তের অস্তিত্ব স্বেচ্ছাকৃতভাবে গােপন করে বা এমন কোন বিবরণ দান করে যা এরূপ চক্রান্ত বিষয়ে মিথ্যা বলে জানে -
অপরাধ অনুষ্ঠিত হওয়ায় ক্ষেত্রে; অপরাধ অনুষ্ঠিত না হবার ক্ষেত্রে
সে লােক ঐ অপরাধ অনুষ্ঠিত হলে ঐ অপরাধের জন্য ব্যবস্থিত যে কোন বর্ণনার কারাদণ্ডে- যারৎমেয়াদ ঐ অপরাধের জন্য বিহিত দীর্ঘতম মেয়াদের এক-চতুর্থাংশ পর্যন্ত হতে পারে, ও ঐ অপরাধ অনুষ্ঠিত না হলে এরূপ কারাদণ্ডের দীর্ঘতম মেয়াদের এক-অষ্টমাংশ পর্যন্ত বা ঐ অপরাধের জন্য বিহিত জরিমানা দণ্ডে দণ্ডিত হবে ও এতদ্ব্যতীত উভয় ক্ষেত্রে জরিমানাদণ্ডেও দণ্ডিত হবে।