- Get link
- X
- Other Apps
Chapter 29 Of Suspension Remissions and Commutations of Sentences
শাস্তি স্থগিত মওকুফ ও পরিবর্তন প্রসঙ্গে
ধারা ৪০১ দণ্ড স্থগিত অথবা মওকুফ করার ক্ষমতা
১) কোন ব্যক্তি কোন অপরাধের জন্য দণ্ডিত হলে সরকার যে কোন সময় বিনা শর্তে বা দণ্ডিত ব্যক্তি যা মানিয়া নেয় সেইরূপ শর্তে যে দণ্ডে সে দণ্ডিত হয়েছে, সেই দণ্ডের কার্যকরীকরণ স্থগিত রাখতে বা সম্পূর্ণ দণ্ড বা দণ্ডের অংশবিশেষ মওকুফ করতে পারবেন।
২) যখন কোন দণ্ড স্থগিত রাখা বা মওকুফ করার জন্য সরকারের নিকট দরখাস্ত পেশ করা হয়, তখন যে আদালত উক্ত দণ্ড দিয়াছিলেন বা অনুমােদন করেছিলেন সেই আদালতের প্রিজাইডিং জজকে সরকার উক্ত আবেদন মঞ্জুর করা উচিত, না প্রত্যাখান করা উচিত, সেই সম্পর্কে তার মতামত ও মতামতের কারণ বিবৃত করতে এবং এই বিবৃতির সাথে বিচারের নথির অনুলিপি বা যে সকল নথি বর্তমান রহিয়াছে, সেই সকল নথিপত্রের অনুলিপি প্রেরণ করার নির্দেশ দিতে পারবেন।
৩) যে সকল শর্তে দণ্ড স্থগিত রাখা বা মওকুফ করা হয়েছে, তার কোনটি পরিপালন করা হয় নাই বলে অনুমিত হলে সরকার দণ্ড স্থগিত বা মওকুফের আদেশ বাতিল করতে পারবেন এবং অতঃপর যে ব্যক্তির দণ্ড স্থগিত রাখা বা মওকুফ করা হয়েছিল সে মুক্ত থাকলে যে কোন পুলিশ কর্মকর্তা তাকে বিনা ওয়ারেন্টে গ্রেফতার করতে পারবেন এবং তার দণ্ডের অনতিক্রান্ত অংশ ভােগ করার জন্য তাকে কারাগারে প্রেরণ করা যাবে।
৪) অত্র ধারার অধীন যে শর্তে কাহারাে দণ্ড স্থগিত রাখা বা মওকুফ করা হয়েছে, সেই ব্যক্তি বা ইচ্ছা দ্বারা পরিচালিত নহেন এইরূপ কোন ব্যক্তিকে সেই শর্ত পরিপালন করতে হবে।
৪ক) এই বিধি বা অপর কোন আইনের কোন ধারা অনুযায়ী কোন ফৌজদারি আদালত নির্দেশ দিলে তা যদি ব্যক্তির স্বাধীনতা খর্ব করে, অথবা তার বা তার সম্পত্তির উপর কোন দায় অরােপ করে, তা হলে উপরিউক্ত উপ-ধারাসমূহের বিধান অত্র আদেশের ক্ষেত্রেও প্রযােজ্য হবে।
৫) প্রেসিডেন্টে অনুকম্পা প্রদর্শন, দণ্ড স্থগিত রাখা বা কার্যকরীকরণে বিলম্ব ঘটানাে বা মওকুফ করার অধিকার এই ধারার কোন বিধান ক্ষুন্ন করবে বলে মনে করা যাবে না।
৫ক) প্রেসিডেন্ট কোন শর্ত সাপেক্ষে ক্ষমা অনুমােদন করলে উক্ত শর্ত যে প্রকৃতিরই হউক না কেন, উহা এই আইনের অধীন কোন উপযুক্ত আদালতের দণ্ড হউক না কেন, তা এই আইনের অধীন কোন উপযুক্ত আদালতের দণ্ড দ্বারা আরােপিত শর্ত বলে গণ্য হবে। এবং সেই অনুযায়ী বলবৎযােগ্য হবে।
৬) সরকার সাধারণ বিধিমালা বা বিশেষ আদেশ দ্বারা দণ্ড স্থগিত রাখা এবং আবেদনপত্র দাখিল ও বিবেচনার শর্ত সম্বন্ধে নির্দেশ দিতে পারবেন।
ধারা ৪০২ দণ্ড রদবদলের ক্ষমতা
১) সরকার দণ্ডিত ব্যক্তির সম্মতি ব্যতিরেকেই নিম্নবৰ্ণিত দণ্ডসমূহের যে কোনটি রদবদল করে তার পরে উল্লিখিত যে কোন দণ্ড প্রদান করতে পারবেন।
মৃত্যুদণ্ড, যাবজ্জীবন কারাদণ্ড, অপরাধী যে সময়ের জন্য দণ্ডিত হতে পারিত তার অনধিক সময়ের জন্য সশ্রম কারাদণ্ড, অনুরূপ মেয়াদের বিনাশ্রম কারাদণ্ড, জরিমানা।
২) এই ধারার কোন বিধান দণ্ডবিধি (১৮৬০ সনের ৪৫নং আইন) এর ধারা ৫৪ বা ধারা ৫৫ এর কোন বিধানকে প্রভাবিত করবে না।
Chapter 30
Of previous Acquittals or convictions
পূর্ববর্তী খালাস বা দণ্ডাদেশ প্রসঙ্গে
ধারা ৪০৩ একবার দণ্ডিত বা খালাসপ্রাপ্ত ব্যক্তির একই অপরাধের জন্য পুনরায় কাহারও বিচার করা যাবে না
১) কোন উপযুক্ত এখতিয়ারসম্পন্ন আদালতে কোন অপরাধের জন্য কাহারও একবার বিচার হলে এবং তাকে উক্ত অপরাধের জন্য দণ্ডিত বা অপরাধী হতে খালাস দেওয়া হলে উক্ত খালাস বা দণ্ডাদেশ বলবৎ থাকাকালে তাকে একই অপরাধের জন্য পুনরায় বিচার করা যাবে না বা একই ঘটনা হতে উদ্ভূত অন্য কোন অপরাধের জন্যও পুনরায় তার বিচার করা যাবে না, যে অপরাধের জন্য তার বিরুদ্ধে ধারা ২৩৬ এর অধীন পৃথক অভিযােগ আনয়ন করা যেত বা যার জন্য তাকে ধারা ২৩৭ এর অধীন দণ্ডিত করা যেত।
২) কোন অপরাধে দণ্ডিত বা খালাসপ্রাপ্ত কোন ব্যক্তিকে পরে এমন একটি পৃথক অপরাধের জন্য বিচার করা যেতে পারবে যে অপরাধের জন্য পূর্ববর্তী বিচার ধারা ২৩৫ এর উপধারা (১) এর অধীন তার বিরুদ্ধে একটি পৃথক অভিযােগ আনয়ন করা যেত।
৩) কোন কার্য দ্বারা সৃষ্ট অপরাধে কেহ দণ্ডিত হলে এবং উক্ত কার্য ও উহার প্রতিক্রিয়া সমন্বয়ে তদাপেক্ষা ভিন্ন ধরণের একটি অপরাধের সৃষ্টি হলে এই অপরাধের জন্য পরে তার বিচার করা যাবে, যদি যখন সে দণ্ডিত হয়েছিল তখন উক্ত প্রতিক্রিয়া না ঘটে থাকে বা ঘটেছে বলে আদালত অবগত না থাকেন।
৪) কোন ব্যক্তি কোন কার্য হতে উদ্ভূত অপরাধ হতে খালাস বা উহার জন্য দণ্ডিত হলে এই খালাস বা দণ্ড প্রাপ্তি সত্ত্বেও একই কার্য হতে উদ্ভূত অপর কোন অপরাধের জন্য পরে তাকে অভিযুক্ত করা ও বিচার করা যাবে, যদিও যে আদালতে তার প্রথম বিচার হয়েছিল সেই আদালত অপরাধের বিচার করার ক্ষমতা সম্পন্ন না হন, যে অপরাধের জন্য তাকে পরবর্তীতে অভিযুক্ত করা হয়।
৫) এই ধারার কোন বিধান জেনারেল ক্লজেস এ্যাক্ট, ১৮৯৭ (১৮৯৭ সনের ১০নং আইন) এর ধারা ২৬ কিংবা অত্র বিধির ১৮৮ ধারায় নিহিত কোন বিধানকে প্রভাবিত করবে না।
ব্যাখ্যা।-অভিযোেগ খারিজ, ধারা ২৪৯ এর অধীন প্রক্রিয়া বন্ধকরণ বা আসামিকে ডিসচার্জ দেওয়াকে অত্র ধারার উদ্দেশ্যে খালাস বলে গণ্য করা যাবে না।
উদাহরণ- একবার দণ্ডিত বা খালাসপ্রাপ্ত ব্যক্তির একই অপরাধের জন্য পুনরায় কাহারও বিচার করা যাবে না
ক) চাকর হিসাবে চুরির অভিযােগে ক-এর বিচার করা হলাে এবং খালাস দেওয়া হলাে। পরে এই খালাস কার্যকর থাকাকালে তাকে চাকর হিসাবে চুরি বা একই ঘটনার উপর ভিত্তি করে শুধুমাত্র চুরি বা অপরাধজনক বিশ্বাস ভঙ্গের দায়ে অভিযুক্ত করা যাবে না।
খ) খুনের অপরাধের জন্য ক-এর বিচার করা হলাে এবং খালাস দেওয়া হলাে। তার বিরুদ্ধে দস্যুতার কোন অভিযােগ নাই তবে ঘটনা হতে প্রতিয়মান হয় যে, খুনের সময় ক দস্যুতা করেছিল; তৎপর তার দস্যুতার জন্য অভিযুক্ত ও বিচার করা যাবে।
গ) গুরুতর আঘাত করার জন্য ক-এর বিচার করে দণ্ডিত করা হলাে। আহত ব্যক্তি পরে মৃত্যুবরণ করিল। অপরাধজনক নর হত্যার জন্য পুনরায় ক-এর বিচার করা যাবে।
ঘ) ক দায়রা আদালতে অভিযুক্ত হয়ে অপরাধজনক খ-এর প্রাণ-হরণের জন্য দণ্ডিত হলাে। পরে একই ঘটনার উপর ভিত্তি করে খ-কে খুন করার দায়ে ক-এর বিচার করা যাবে না।
ঙ) খ-কে ইচ্ছাকৃতভাবে আঘাত করার জন্য জনৈক প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট ক-কে অভিযুক্ত ও দণ্ডিত করলেন। মােকদ্দমাটি সংশ্লিষ্ট ধারার তৃতীয় অনুচ্ছেদের আওতাভুক্ত না হলে একই ঘটনার উপর ভিত্তি করে তৎপরে খ-কে ইচ্ছাকৃতভাবে মারাত্মক আঘাত করার জন্য ক-এর বিচার করা যাবে না।
চ) খ-এর দেহ হতে সম্পত্তি চুরি করার জন্য জনৈক প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট ক-কে অভিযুক্ত ও দণ্ডিত করলেন। তৎপরে একই ঘটনার উপর ভিত্তি করে ক-কে দস্যুতার জন্য অভিযুক্ত ও বিচার করা যাবে।
ছ) ঘ-এর জিনিসপত্র দস্যুতার জন্য জনৈক প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট ক, খ ও গ-কে অভিযুক্ত ও দণ্ডিত করলেন। তৎপরে একই ঘটনার উপর ভিত্তি করে ক, খ ও গ-কে ডাকাতির জন্য অভিযুক্ত ও বিচার করা যাবে।