- Get link
- X
- Other Apps
Chapter 22 Of Summary Trials
বাইশতম অধ্যায় সংক্ষিপ্ত বিচার প্রসঙ্গে
ধারা ২৬০ সংক্ষিপ্ত বিচারের ক্ষমতা
১) বিধিতে যাই থাকুক না কেন-
ক) মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট,
খ) কোন প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট, এবং
গ) প্রথম শ্রেণীর ক্ষমতাসম্পন্ন কোন ম্যাজিস্ট্রেটর বেঞ্চ
নিম্নবর্ণিত অপরাধসমূহের সবগুলির বা যেকোন একটি সংক্ষিপ্ত পদ্ধতিতে বিচার করবেন-
ক) মৃত্যুদণ্ডে দণ্ডনীয় নহে, যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডনীয় নহে বা দুই বৎসরের অধিক মেয়াদের কারাদণ্ডে দণ্ডনীয় নহে এইরূপ অপরাধ;
খ) দণ্ডবিধি (১৮৬০ সনের ৪৫নং আইন) এর ধারা ২৬৪, ২৬৫, ও ২৬৬ এর অধীন ওজন ও পরিমাপ সম্পর্কিত অপরাধ;
গ) একই বিধির ধারা ৩২৩ এর অধীন আঘাত;
ঘ) একই বিধির ধারা ৩৭৯, ৩৮০ বা ৩৮১ এর অধীন চুরি, যেই ক্ষেত্রে চোরাইমালের মূল্য দশ হাজার টাকার অধিক নহে;
ঙ) একই বিধির ধারা ৪০৩ এর অধীন অসৎভাবে সম্পত্তি আত্মসাৎ, যে ক্ষেত্রে আত্মসাৎকৃত সম্পত্তির মূল্য দশ হাজার টাকার অধিক নহে;
চ) একই বিধির ধারা ৪১১ এর অধীন চোরাইমাল গ্রহণ বা রাখা, যেক্ষেত্রে উক্ত মালের মূল্য দশ হাজার টাকার অধিক নহে;
ছ) একই বিধির ৪০৪ এর অধীন চোরাইমাল গােপন বা হস্তান্তর করতে সাহায্য করা, যেক্ষেত্রে উক্ত মালের মূল্য দশ হাজার টাকার অধিক নহে;
জ) একই বিধির ধারা ৪২৬ এবং ৪২৭ এর অধীন ক্ষতিসাধন;
ঝ) একই বিধির ধারা ৪৪৭ এর অধীন অপরাধমূলক অধিকার প্রবেশ, এবং ধারা ৪৪৮ এর অধীন গৃহে অবৈধ অনুপ্রবেশ, এবং ধারা ৪৫১, ৪৫৩, ৪৫৪, ৪৫৬ ও ৪৫৭ এর অধীন অপরাধ;
ঞ) একই বিধির ধারা ৫০৪ এর অধীন শান্তিভঙ্গের উসকানি দেওয়ার উদ্দেশ্যে অপমান করা এবং ধারা ৫০৬ এর অধীন অপরাধজনক ভীতি প্রদর্শনের অপরাধ এবং ধারা ৫০৯ ও ৫১০ এর অধীন অপরাধসমূহ;
ঞ) একই বিধির ধারা ১৭১ এবং ধারা ১৭১চ এর অধীন কোন নির্বাচনে ঘুষ নিবার এবং এক ব্যক্তির পরিবর্তে অন্য ব্যক্তি ব্যবহারকরণের অপরাধ;
ট) উপরিউক্ত অপরাধসমূহের যে কোন একটি সহায়তা করা;
ঠ) উপরিউক্ত অপরাধসমূহের যে কোন একটি করার চেষ্টা করা, যখন এইরূপ চেষ্টা অপরাধ বলে বিবেচিত হয়;
ড) ১৮৭১ সালের গাে-মহিষাদি পশুর অনধিকার প্রবেশ আইন (১৮৭১ সনের ১নং আইন) এর ধারা ২০ এর অধীন অপরাধ। তবে শর্ত থাকে যে, যে সকল ক্ষেত্রে ম্যাজিস্ট্রেট ৩৩(ক) ধারায় প্রদত্ত বিশেষ ক্ষমতা প্রয়ােগ করেন, সেই সকল মােকদ্দমার বিচার সংক্ষিপ্ত পদ্ধতিতে হবে না।
২) ১৯৮২ সনের ৪৫নং অধ্যাদেশ এর ৩৪ ধারাবলে বাতিলকৃত।
ধারা ২৬১ কম ক্ষমতাপ্রাপ্ত ম্যাজিস্ট্রেট বেঞ্চ এর উপর ক্ষমতা অর্পণ
সরকার দ্বিতীয় বা তৃতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেটের ক্ষমতাসম্পন্ন কোন ম্যাজিস্ট্রেট বেঞ্চকে নিম্নবর্ণিত অপরাধসমূহের সমস্তগুলি বা যে কোনটির বিচার সংক্ষিপ্ত পদ্ধতিতে করার ক্ষমতা দিতে পারেনঃ
ক) দণ্ডবিধি (১৮৬০ সনের ৪৫নং আইন) এর ধারা ২৭৭, ২৭৮, ২৭৯, ২৮৫, ২৮৬, ২৮৯, ২৯০, ২৯২, ২৯৩, ২৯৪, ৩২৩ ৩৩৪, ৩৩৬, ৩৪১, ৫২, ৪২৬, ৪৪৭ ও ৫০৪ এর অপরাধ;
খ) পৌরসভা আইন ও পুলিশ আইনের সংরক্ষণমূলক ধারাসমূহের অপরাধ, যা শুধুমাত্র জরিমানাযােগ্য বা জরিমানাসহ বা ব্যতিত এক মাসের অনধিক মেয়াদের কারাদণ্ডে দণ্ডনীয়;
গ) উপরিউক্ত অপরাধসমূহে যে কোন একটির সহায়তা করা;
ঘ) উপরিউক্ত অপরাধসমূহের যে কোন একটিকরার চেষ্টা করা যখন এইরূপ চেষ্টা অপরাধ বলে বিবেচিত হয়।
ধারা ২৬২ সংক্ষিপ্ত বিচারের পদ্ধতি
১) অতঃপর বর্ণিত ব্যতিক্রম ছাড়া এই অধ্যায়ের অধীন বিচারের ক্ষেত্রে বিংশ অধ্যায়ে নির্ধারিত পদ্ধতি অনুসরণীয় হবে।
২) কারাদণ্ডের সীমা
এই অধ্যায়ের অধীন দণ্ডাদেশের ক্ষেত্রে দুই বৎসরের অধিক কারাদণ্ডের আদেশ প্রদান করা যাবে না।
ধারা ২৬৩ যে সকল মােকদ্দমার আপিল নাই সেইগুলির নথি
যে সকল মােকদ্দমা আপিলযােগ্য নয়, সেই সকল মােকদ্দমায় ম্যাজিস্ট্রেটের বা ম্যাজিস্ট্রেট বেঞ্চের সাক্ষীর সাক্ষ্য লিপিবদ্ধ করার বা আনুষ্ঠানিক অভিযােগ গঠন করার প্রয়ােজন নাই; তবে তিনি বা তারা সরকার যেইরূপ নির্দেশ দেন সেইরূপ ফরমে নিম্নবর্ণিত বিবরণ লিপিবদ্ধ করবেন-
ক) ক্রমিক সংখ্যা
খ) অপরাধ সংঘটনের তারিখ
গ) এজাহার বা নালিশের তারিখ।
ঘ) ফরিয়াদীর (যদি থাকে) নাম;
ও) আসামির নাম, পিতার নাম ও জন্মস্থান।
চ) নালিশী অপরাধ ও প্রমাণিত অপরাধ (যদি থাকে), এবং ধারা ৫৬৮ এর উপ-ধারা (১) এর দফাসমূহ (ঘ), (ঙ), (চ) বা (ছ) এর অন্তর্ভুক্ত ক্ষেত্রে যেই সম্পওি সম্পর্কে অপরাধ করা হয়েছে, উহার মূল্য,
ছ) আসামির বক্তব্য ও তার জবানবন্দি (যদি থাকে);
জ) যা সাব্যস্ত করা হলাে, তা এবং দণ্ডাদেশের ক্ষেত্রে উহার কারণসমূহের সংক্ষিপ্ত বিবরণ।
ঝ) দণ্ড বা অন্য চূড়ান্ত আদেশ; এবং
ঞ) কার্যক্রম শেষ হওয়ার তারিখ।
ধারা ২৬৪ আপিলযােগ্য মােকদ্দমার নথি
১) ম্যাজিস্ট্রেট বা বেঞ্চ কর্তৃক যেসব আপিলযােগ্য মােকদ্দমা সংক্ষিপ্ত পদ্ধতিতে বিচার করেন, তার প্রত্যেকটি ক্ষেত্রে উক্ত ম্যাজিস্ট্রেট বা বেঞ্চ দণ্ড প্রদানের পূর্বে সাক্ষ্যের সংক্ষিপ্তসার ও ধারা ২৬৩ -এ বর্ণিত তথ্যাদি সম্বলিত রায় লিপিবদ্ধ করবেন।
২) এইরূপ রায় এবং ধারা ৩৩৫ ধারার প্রয়ােজন অনুযায়ী সাক্ষ্যের সারমর্ম সম্বলিত স্মারকলিপিই হবে এই ধারার মােকদ্দমার একমাত্র নথি।
ধারা ২৬৫ নথি ও রায়ের ভাষা
১) ধারা ২৬৩ এর অধীন প্রণীত নথি এবং ধারা ২৬৪
এর অধীন লিখিত রায় প্রিজাইডিং অফিসার কর্তৃক ইংরেজি ভাষায় বা আদালতের ভাষায় লিখিতে হবে, বা প্রিজাইডিং অফিসার যে আদালতের অব্যবহিত অধঃস্তন সেই আদালত আদেশ দিলে উক্ত আইন মােতাবেক মাতৃভাষায় লিখিত হবে।
২) বেঞ্চকে কেরানী নিয়ােগের ক্ষমতা দেওয়া যাবে
সরকার সংক্ষিপ্ত পদ্ধতিতে অপরাধের বিচার করার ক্ষমতাসম্পন্ন কোন ম্যাজিস্ট্রেট বেঞ্চকে এই মর্মে কর্তৃত্বদান করতে পারেন যে, উপরিউক্ত নথিপত্র বা রায় উক্ত বেঞ্চ যে আদালতের অব্যবহিত অধঃস্তন সেই আদালতের নিযুক্ত কর্মকর্তা কর্তৃক আনিত হবে, এবং এইরূপে প্রণীত নথি বা রায়ে বেঞ্চের বিচারে অংশগ্রহণকারি প্রত্যেকটি উপস্থিত সদস্য স্বাক্ষর দান করবেন।
৩) এইরূপ কোন কর্তৃত্ব না দেওয়া হয়ে থাকলে, বেঞ্চের কোন সদস্য কর্তৃত্ব প্রণীত ও উক্তরূপে স্বাক্ষরিত নথিপত্রই যথাযথ নথিপত্র হবে।
৪) বেঞ্চে যদি মতে অমিল প্রদর্শিত হয়, তা হলে ভিন্ন মত পােষণকারি সদস্য পৃথক রায় লিখতে পারবেন।