- Get link
- X
- Other Apps
Chapter ২৭ - Of the Submission of Sentences for Confirmation
সাতাশতম অধ্যায়-দণ্ড অনুমােদনের জন্য পেশ প্রসঙ্গে
ধারা ৩৭৪ দায়রা আদালত কর্তৃক মৃত্যু দণ্ডাদেশ পেশ
দায়রা আদালত যখন মৃত্যুদণ্ড দান করেন, তখন হাইকোর্ট বিভাগের নিকট কার্যক্রম পেশ করবেন এবং হাইকোর্ট বিভাগ উহা অনুমােদন না করা পর্যন্ত উক্ত দণ্ড কার্যকরী করা হবে না।
ধারা ৩৭৫ আরও অনুসন্ধানের কিংবা অতিরিক্ত সাক্ষ্য গ্রহণের নির্দেশ দানের ক্ষমতা
১) কার্যক্রম পেশ হওয়ার পর হাইকোর্ট বিভাগ যদি মনে করেন যে, দণ্ডিত ব্যক্তির দোষ বা নির্দোষিতা সম্পর্কিত কোন বিষয় সম্পর্কে আরও অনুসন্ধান করা বা অতিরিক্ত সাক্ষ্য গ্রহণ করা উচিত, তা হলে উহা এইরূপ অনুসন্ধান ও সাক্ষ্য গ্রহণ করতে পারেন, কিংবা দায়রা আদালত কর্তৃক অনুসন্ধানের বা সাক্ষ্য গ্রহণের নির্দেশ প্রদান করতে পারেন।
২) হাইকোর্ট বিভাগ ভিন্নরূপ নির্দেশ না দিলে উক্ত অনুসন্ধান বা সাক্ষ্য গ্রহণকালে দণ্ডিত ব্যক্তিকে উপস্থিত হতে রেহাই দেওয়া যাবে।
৩) যখন হইকোর্ট বিভাগ কর্তৃক অনুসন্ধান কিংবা সাক্ষ্য গ্রহণ (যদি থাকে) করা না হয়, তখন অনুসন্ধানের ফলাফল এবং গৃহিত সাক্ষ্য সত্যায়নপূর্বক উক্ত আদালতে প্রেরণ করতে হবে।
ধারা ৩৭৬ হাইকোর্ট বিভাগ কর্তৃক দণ্ড বহাল বা অপরাধী সাব্যস্ত করার আবেদন রাতিলের ক্ষমতা
ধারা ৩৭৪ এর অধীন পেশকৃত মামলার ক্ষেত্রে হাইকোর্ট বিভাগ-
ক) দণ্ড বহাল করতে, বা আইন অনুসারে সমর্থনীয় অপর কোন দণ্ডাদেশ দিতে পারবেন, বা
খ) অপরাধী সাব্যস্ত করার আদেশ বাতিল করতে পারেন এবং আসামিকে এমন কোন অপরাধের জন্য অপরাধী সাব্যস্ত করতে পারেন, যে অপরাধের জন্য দায়রা আদালত তাকে অপরাধী সাব্যস্ত করতে পারিতেন বা একই অভিযােগে বা সংশােধিত অভিযােগে নতুন করে বিচারের আদেশ দিতে পারেন, অথবা
গ) আসামিকে খালাস দিতে পারেন। তবে শর্ত থাকে যে, আপিলের জন্য নির্দিষ্ট সময় অতিক্রান্ত না হওয়া অবধি কিংবা
সেই সময়ের ভিতর আপিল পেশ করা হলে তা নিষ্পত্তি না হওয়া অবধি অত্র ধারার অধীন দণ্ড অনুমােদনের আদেশ দেওয়া যাবে না।
ধারা ৩৭৭ নতুন দণ্ড অনুমােদন দুইজন জজ কর্তৃক স্বাক্ষরিত হতে হবে
উক্তরূপে পেশকৃত প্রত্যেকটি মােকদ্দমার ক্ষেত্রে হাইকোর্ট বিভাগ কর্তৃক প্রদত্ত দণ্ডের অনুমােদন কিংবা নতুন দণ্ড বা আদেশ উক্ত আদালত দুই বা ততােধিক জজ সমন্বয়ে গঠিত হলে, তাদের মধ্যে অন্তত পক্ষে দুইজন কর্তৃক প্রদত্ত ও স্বাক্ষরিত হবে।
ধারা ৩৭৮ মতানৈক্যের ক্ষেত্রে পদ্ধতি
এইরূপ কোন মােকদ্দমা একাধিক জজ নিয়ে ঘটিত বেঞ্চে শুনানি হলে এবং উক্ত জজগণ তাদের অভিমতে সমানভাবে বিভক্ত হলে, তাদের অভিমতসহ মােকদ্দমাটি অপর একজন জজের নিকট পেশ করা হবে এবং তিনি যেরূপ উপযুক্ত মনে করেন, শুনানির পর সেইরূপ তার অভিমত প্রদান করবেন এবং রায় কিংবা আদেশ তার অভিমত মাফিক হবে।
ধারা ৩৭৯ অনুমােদনের নিমিত্তে হাইকোর্ট বিভাগে পেশকৃত মােকদ্দমার ক্ষেত্রে পদ্ধতি
দায়রা আদালত কর্তৃক মৃত্যুদণ্ড অনুমােদনের নিমিত্তে পেশকৃত মােকদ্দমার ক্ষেত্রে হাইকোর্ট বিভাগ কর্তৃক অনুমােদনের আদেশ বা অপর কোন আদেশ দানের পর হাইকোর্ট বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তা অবিলম্বে উক্ত আদেশের একটি নকল হাইকোর্ট বিভাগের সীলমােহরকৃত ও তার সরকারি স্বাক্ষর দ্বারা সত্যায়িত করে দায়রা আদালতে প্রেরণ করবেন।