- Get link
- X
- Other Apps
Order 48 Miscellaneous
আদেশ ৪৮ বিবিধ
আদেশ ৪৮ বিধি ১ পরােয়ানা প্রেরণকারী পক্ষের খরচেই জারি করতে হবে
১) এই আইনের আওতাধীনে যদি আদালত অন্যরূপ নির্দেশ প্রদান না করে তাহলে যে পক্ষের দ্বারা যাবতীয় পরােয়ানা প্রদত্ত হবে, সে পক্ষের খরচায় তা জারি করা হবে।
জারির খরচ
একই ধরনের জারির জন্য ধার্যকৃত কোর্ট ফি পরােয়ানা প্রদানের আগে নির্ধারিত সময়ের ভিতর পরিশােধ করতে হবে।
আদেশ ৪৮ বিধি ২ আদেশ এবং নােটিশ জারি করার পদ্ধতি
যে সকল আদেশ, নােটিশ এবং অন্যান্য দলিল এই আইন অনুযায়ী কাউকেও প্রদান করতে বা কারাে উপর জারি করতে হবে, সেগুলি সমন জারির জন্য বর্ণিত পদ্ধতিতে জারি করতে হবে।
আদেশ ৪৮ বিধি ৩ পরিশিষ্টসমূহে প্রদত্ত ফরমের ব্যবহার
পরিশিষ্টসমূহে প্রদত্ত ফরমগুলাে প্রতিক্ষেত্রে অবস্থা বিশেষ দরকার হতে পারে এরূপ পরিবর্তনসহ তাতে বর্ণিত উদ্দেশ্যে ব্যবহৃত হবে।