- Get link
- X
- Other Apps
Order 47 Review
আদেশ ৪৭ রিভিউ, রায় পুনরীক্ষণ। দেওয়ানী কার্যবিধি আইন
আদেশ ৪৭ বিধি ১ রায় পুনরীক্ষণের জন্য দরখাস্ত
১) কোন লােক নিজে কোন কারণে অসন্তোষ বােধ করলে
ক) যে ডিক্রী বা আদেশের বিরুদ্ধে আপিল করা চলে, কিন্তু আপিল রুজু করা হয় নাই, এধরনের কোন ডিক্রী বা আদেশ কর্তৃক,
খ) যে ডিক্রী বা আদেশের বিরুদ্ধে আপিল চলে না, এরূপ কোন ডিক্রী বা আদেশ কর্তৃক, বা
গ) ক্ষুদ্র বিষয়ক বিচারাদালতের উচ্চ আদালতের সিদ্ধান্তসমূহ সম্বন্ধে প্রদত্ত সিদ্ধান্ত কর্তৃক,
যদি কোন লােক এমন ধরণের কিছু গুরুত্বপূর্ণ বিষয় বা প্রমাণের সন্ধান লাভ করে, যা মামলার ডিক্রীপ্রাপ্ত হওয়ার আগে নানান চেষ্টা করা স্বত্ত্বেও তার জানার ভিতর বিদ্যমান হয় নাই বা আদালতে তা হাজির করতে অক্ষম হয়েছেন, সে কারণে, বা নথিতে আপাত ভুল বা ভ্রান্তির কারণে, বা অপর কোন পর্যাপ্ত কারণে যদি উক্ত লােক তার বিরুদ্ধে প্রদত্ত ডিক্রী বা আদেশ পুনরীক্ষণ করাতে ইচ্ছা পােষণ করেন, তবে উক্ত লােক তার বিরুদ্ধে প্রদত্ত ডিক্রী বা আদেশ পুনরীক্ষণ করার জন্য যে আদালত দ্বারা উক্ত ডিক্রী বা আদেশ প্রদত্ত হয়েছে, সে আদালতে তার রায় পুনরীক্ষণ করার দরখাস্ত করতে পারবে।
২) কোন পক্ষ যদি কোন ডিক্রী বা আদেশের বিরুদ্ধে আপিল না করে, তবে সে পক্ষ অপর কোন পক্ষের আপিল বিচারাধীন থাকা স্বত্ত্বেও রায় পুনরীক্ষণ করার জন্য দরখাস্ত করতে পারবে। কিন্তু যেক্ষেত্রে দরখাস্তকারী ও আপিলকারীর কর্মক্রমের অজুহাত এক, বা যেক্ষেত্রে উত্তরদায়ক হিসেবে আদালতে হাজির হয়ে উক্ত লােক স্বীয় বক্তব্য পেশ করতে পারবে, সেক্ষেত্রে রিভিউ এর দরখাস্ত করা চলবে না।
আদেশ ৪৭ বিধি ২ যার কাছে পুনরীক্ষণের দরখাস্ত করা যাবে
১) বিধিতে বর্ণিত রূপ ও নতুন এবং গুরুত্বপূর্ণ বিষয় বা প্রমাণ আবিস্কারের বা ক্লারিক্যাল সম্পর্কে বা গাণিতিক ভুলের সঙ্গত কারণ বা নথিদৃষ্টে প্রতীয়মান কোন প্রান্তির অস্তিত্ব ছাড়া অপর কোন যুক্তিসঙ্গত কারণের উপর করা হলে হাইকোর্ট বিভাগ ছাড়া অপর কোন আদালতের ডিক্রী বা আদেশ পুনরীক্ষণ করার জন্য দরখাস্ত করলে পুনরীক্ষণের জন্য প্রার্থীত ডিক্রী বা আদেশটি যে বিচারক প্রদান করেছেন, কেবল সে বিচারকের কাছে দরখাস্ত করতে হবে, কিন্তু ডিক্রী বা আদেশটি যে বিচারক প্রদান করেছেন তিনি যদি বিধি ৪ এর উপবিধি ২ এর অন্তর্গত (ক) শর্তাংশ অনুযায়ী নােটিশ জারি করে থাকেন, তবে অনুরূপ আবেদনপত্র তার স্থলাভিষিক্ত বিচারক দ্বারা সমাধান করা যাবে।
আদেশ ৪৭ বিধি ৩ পুনরীক্ষণের জন্য দরখাস্তের ফরম
আপিল রুজু করার ফরম সম্পর্কিত বিধানগুলাে পুনরীক্ষণের জন্য দরখাস্তের বেলায় দরকারি পরিবর্তনসহ প্রয়ােগযােগ্য হবে।
আদেশ ৪৭ বিধি ৪ যেক্ষেত্রে দরখাস্ত অগ্রাহ্য হয়
১) যদি আদালতের কাছে দৃষ্টিগােচর হয় যে, রিভিউ বা পুনরীক্ষণের করার মত যথেষ্ট অজুহাত নাই, তবে আদালত রিভিউ বা পুনরীক্ষণের দরখাস্ত অগ্রাহ্য করতে পারবে।
২) দরখাস্ত অনুমােদন হওয়ার ক্ষেত্রে
যদি আদালত মনে করেন যে, রিভিউ বা পুনরীক্ষণের দরখাস্ত অনুমােদন করা উচিত, তবে শর্ত হল যে,
ক) যে ডিক্রী বা আদেশ রিভিউ বা পুনরীক্ষণের আবেদন করা হয়েছে, সে ডিক্রী বা আদেশ সম্পর্কে বিপরীত পক্ষকে হাজির হয়ে বক্তব্য পেশ করার সুযােগ প্রদানের জন্য আগে নােটিশ প্রদান করা না হলে রিভিউ বা পুনরীক্ষণের আবেদন অনুমােদন করা যাবে না; এবং
খ) দরখাস্তকারী এমন ধরনের নতুন তথ্য বা প্রমাণের উদঘাটন করেছে যা ডিক্রী বা আদেশ প্রদানের সময় তার জ্ঞাতসারে ছিল না বা হাজির করা সম্ভব হয় নাই, উক্ত অভিযােগের কারণে রিভিউ বা পুনরীক্ষণের আবেদন দরখাস্ত করা হলে উক্তরূপ নালিশ সম্বন্ধে দৃঢ় প্রমাণ ছাড়া পুনরীক্ষণের আবেদন অনুমােদন করা যাবে না।
আদেশ ৪৭ বিধি ৫ দুই বা ততােধিক বিচারক সমন্বয়ে গঠিত আদালতে পুনরীক্ষণের আবেদন
যে ডিক্রী বা আদেশের বিরুদ্ধে রিভিউ বা পুনরীক্ষণের আবেদন করা হচ্ছে সে ডিক্রী বা আদেশ দানকারী বিচারক বা বিচারকগণের ভিতর যদি একজন রিভিউ বা পুনরীক্ষণের আবেদন পেশ করার সময়ও সে আদালতের সঙ্গে যুক্ত থাকেন এবং অনুপস্থিতিহেতু বা অপর যে কোন অজুহাতে দরখাস্ত করার সময় হতে ছয় মাস পর্যন্ত আবেদনকৃত ডিক্রী বা আদেশ বিবেচনা করার সুযােগ হতে বঞ্চিত না হন, তবে, উক্ত দরখাস্তের ব্যাপারে ঐ বিচারক বা বিচারকগণ বা তাঁদের ভিতর একজন বক্তব্য শুনিবেন এবং উক্ত বক্তব্য ঐ আদালতের অপর কোন বিচারক শুনানী করতে পারবেন না।
আদেশ ৪৭ বিধি ৬ যেক্ষেত্রে দরখাস্ত অগ্রাহ্য করা হয়
১) যখন একাধিক বিচারক দ্বারা কোন পুনরীক্ষণ দরখাস্তের শুনানী হয়, এবং আদালত সমানভাবে বিভক্ত হয়, তখন পুনরীক্ষণ দরখাস্ত অগ্রাহ্য হবে।
২) যেক্ষেত্রে গরিষ্ঠ সংখ্যক বিচারক একমত পােষণ করবেন, সেক্ষেত্রে সংখ্যাগরিষ্ঠের মতামত অনুযায়ী সিদ্ধান্ত গ্রহণ করা হবে ।
আদেশ ৪৭ বিধি ৭ প্রত্যাখ্যাত আদেশ আপিলযােগ্য নয়, দরখাস্ত অনুমােদন আদেশের বিরুদ্ধে আপত্তি
১) আদালত পুনরীক্ষণের দরখাস্ত অগ্রাহ্যের আদেশ প্রদান করলে তার বিরুদ্ধে কোন আপিল চলবে না; কিন্তু দরখাস্ত মজুরের আদেশ প্রদান করলে তার বিরুদ্ধে নিম্নোক্ত কারণে আপত্তি পেশ করা যাবে
ক) ২ তে বর্ণিত বিধানের পরিপন্থী।
খ) ৪ এ বর্ণিত বিধানের পরিপন্থী।
গ) দরখাস্তের জন্য নির্ধারিত তামাদির মেয়াদ অতীত হওয়ার পর এবং যথেষ্ট কারণ ছাড়া তা করা হয়েছিল বলে আপত্তি উত্থাপন করা যেতে পারে;
ঘ) দরখাস্ত অনুমােদন করে প্রদত্ত আদেশের বিরুদ্ধে, বা সংশ্লিষ্ট মামলায় প্রদত্ত চূড়ান্ত ডিক্রী বা আদেশের বিরুদ্ধে আপিল পেশ করে উক্তরূপ আপত্তি উত্থাপন করা চলবে।
২) যেক্ষেত্রে দরখাস্তকারীর অনুপস্থিতির কারণে উক্ত দরখাস্ত প্রত্যাখ্যাত হয়েছে, সেক্ষেত্রে দরখাস্তকারী পুনর্বহালের আদেশের জন্য দরখাস্ত করতে পারবে, এবং যে অবস্থায় আদালতের সন্তুষ্টি অনুযায়ী প্রমাণিত হবে যে, উক্ত আবেদনে শুনানীকালীন সময় তার অনুপস্থিতির যথেষ্ট অজুহাত বিদ্যমান ছিল, সে অবস্থায় খরচা বা অন্যান্য বিষয়ে আদালত যথাবিহিত শর্তাধীনে আবেদনটি পুনর্বহাল করার আদেশ প্রদান করবেন এবং তা শুনানীর জন্য দিন ধার্য্য করবেন।
আদেশ ৪৭ বিধি ৮ অনুমােদন করা হয়েছে এমন আবেদনপত্রের নিবন্ধনকরণ ও পুনঃশুনানীর আদেশ
পুনরীক্ষণের দরখাস্ত অনুমােদন হয় তবে তৎসম্পর্কে নিবন্ধ বহিতে মন্তব্য লিখিত করতে হবে এবং আদালত অবিলম্বে মামলাটির পুনরায় শুনানী গ্রহণ করতে পারবেন বা পুনঃশুনানী অনুষ্ঠান সম্বন্ধে যথােপযুক্ত আদেশ প্রদান করতে পারবেন ।
আদেশ ৪৭ বিধি ৯ কিছু সংখ্যক দরখাস্তের বেলায় বাধা
পুনরীক্ষণ দরখাস্ত সম্পর্কে প্রদত্ত কোন আদেশ বা পুনরীক্ষণ এ প্রদত্ত কোন ডিক্রী বা আদেশ রিভিউ করার জন্য কোন দরখাস্ত করা হবে না।