- Get link
- X
- Other Apps
Order 42 Appeals from Appellate Decrees
আদেশ ৪২ আপিলে ডিক্রী হতে আপিল
Order 43 Appeals from Orders
আদেশ ৪৩ আদেশগুলো হতে আপিল
আদেশ ৪২ বিধি ১ আপিলে ডিক্রী হতে আপিল কর্মপদ্ধতি
আপিলে ডিক্রী হতে আপিল-এর ক্ষেত্রে আদেশ-৪২ এর বিধিগুলাে যতদূর সম্ভব প্রয়ােগযােগ্য হবে।
আদেশ ৪৩ বিধি ১ আদেশগুলাে হতে আপিল
১০৪ ধারা অনুযায়ী নিম্নোক্ত আদেশসমূহের বিরুদ্ধে আপিল করা চলবে-
ক) আদেশ-৭ এর ১০ অনুযায়ী যথাযথ আদালতে পেশ করার জন্য আরজি ফেরত প্রদানের আদেশ;
খ) আদেশ-৮ এর ৯ অনুযায়ী কোন পক্ষের বিরুদ্ধে রায়সহ আদেশ;
গ) আদেশ-৯ এর ৯ অনুযায়ী মামলা রহিত রদ করার জন্য দরখাস্ত (আপিলবােগ্য মামলায়) অগ্রাহ্য করে প্রদত্ত আদেশ;
ঘ) আদেশ-৯এর ১৩ অনুযায়ী একতরফা প্রদত্ত ডিক্রী রদ করতে আদেশের জন্য দরখাস্ত (আপিলযােগ্য মামলায়) অগ্রাহ্য করে প্রদত্ত আদেশ;
ঙ) আদেশ-১০ এর ৪ অনুযায়ী কোন পক্ষের বিরুদ্ধে প্রদত্ত রায় সম্বলিত আদেশ;
চ) আদেশ-১১ এর ২১ অনুযায়ী আদেশ;
ছ) আদেশ-১৬ এর ১০ অনুযায়ী সম্পত্তি ক্রোকের জন্য প্রদত্ত আদেশ;
জ) আদেশ-১৬ এর ২০ অনুযায়ী কোন পক্ষের বিরুদ্ধে রায় সম্বলিত আদেশ;
১) আদেশ-২১ এর ৩৪ অনুযায়ী কোন দলিলের বা পৃষ্ঠালিপির আরজির বিরুদ্ধে আপত্তি প্রসঙ্গে আদেশ;
২) আদেশ-২১ এর ৬০ অনুযায়ী ক্রোক হতে সম্পত্তি মুক্ত করা;
৩) আদেশ-২১ এর ৬১ অনুযায়ী সম্পত্তি ক্রোকের নালিশ প্রত্যাখ্যান করা:
ঞ) আদেশ-২১ এর ৭২ বা নিয়ম-৯২ অনুযায়ী নিলাম বিক্রয় রদ করে বা রদ করতে অস্বীকার করে আদেশ;
ট) আদেশ-২২ এর ৯ অনুযায়ী বিলুপ্তিকরণ ৰা মামলা রহিত রদ করতে অস্বীকার করে আদেশ;
ঠ) আদেশ-২২ এর ১০ অনুযায়ী অনুমতি দিয়ে বা অনুমতি দিতে অস্বীকার করে কোন আদেশ;
ড) আদেশ-২৩ এর ৩ অনুযায়ী কোন চুক্তিপত্র, আপােসনামা বা পরিতুষ্টি লিখিত করে বা লিখিত করতে অস্বীকার করে কোন আদেশ;
ঢ) আদেশ-২৫ এর ২ অনুযায়ী মামলা বাতিলের আদেশ রদ করার জন্য কোন আবেদনপত্র (আপিলে উন্মোক্ত মামলার বেলায়) নাকচ করে কোন আদেশ;
ণ) আদেশ-৩৪ এর ২, ৪ বা ৭ অনুযায়ী বন্ধকী অর্থ পরিশােধের সময়সীমা বর্ধিত করা অগ্রাহ্য করে কোন আদেশ;
ত) আদেশ-৩৫ এর ৩, ৪ বা ৬ অনুযায়ী স্বার্থবিহীন মামলায় কোন আদেশ;
থ) আদেশ-৩৮ এর ২ বা ৬ অনুযায়ী কোন আদেশ;
দ) আদেশ-৩৯ এর ১, ২, ৪ বা ১০ অনুযায়ী কোন আদেশ;
ধ) আদেশ-৪০ এর ১ বা ৪ অনুযায়ী কোন আদেশ;
ন) আদেশ-৪১ এর ১৯ অনুযায়ী পুনঃগ্রহণ বা আদেশ-৪১ এর ২১ অনুযায়ী কোন আপিলের পুনঃশুনানীর অস্বীকার সম্বলিত কোন আদেশ;
প) যেক্ষেত্রে আপিল আদালতের ডিক্রীর বিরুদ্ধে আপিল করা চলে, সেক্ষেত্রে আদেশ-৪১ এর ২৩ অনুযায়ী মামলা পুনঃবিচারের জন্য প্রেরণের আদেশ;
ফ) আদেশ-৪৫ এর ৬ অনুযায়ী প্রত্যয়নপত্র প্রদান করতে অস্বীকার করে হাইকোর্ট ছাড়া অপর কোন আদালত দ্বারা প্রদত্ত আদেশ;
ব) পুনর্বিচারের আবেদন অনুমােদন করে আদেশ-৪৭ এর ৪ অনুযায়ী প্রদত্ত আদেশ।
আদেশ ৪৩ বিধি ২ আদেশগুলো হতে আপিলের কর্মপদ্ধতি
আদেশের বিরুদ্ধে আপিলের বেলায়ও আদেশ-৪১ এর বিধিগুলাে যতদূর সম্ভব গ্রহণযোগ্য হবে।