- Get link
- X
- Other Apps
Order 38 Arrest & Attachment before Judgment
আদেশ ৩৮ রায়ের আগে গ্রেফতার এবং ক্রোক
Arrest before Judgment
রায়ের আগে গ্রেফতার
আদেশ ৩৮ বিধি ১ যেক্ষেত্রে বিবাদীকে হাজির হওয়ার জন্য জামানত তলব করা যেতে পারে
যেক্ষেত্রে ১৬ ধারার (ক) হতে (ঘ) দফা পর্যন্ত বর্ণিত প্রকৃতির মামলা ছাড়া অপর মামলার যে কোন পর্যায়ে শপথনামা দ্বারা বা অপর কোনভাবে আদালত পরিতুষ্ট হয় যে,
ক) বিবাদী বাদীকে বিলম্বিত করার জন্য বা আদালতের কোন পরােয়ানা এড়ানাের লক্ষ্যে বা তার বিরুদ্ধে প্রদত্ত হতে পারে এরূপ কোন ডিক্রীজারি ব্যাহত বা বিলম্বিত করার উদ্দেশ্যে
১. আত্মগােপন করেছে বা আদালতের এখতিয়ারের স্থানীয় সীমা ত্যাগ করেছে,
কিংবা
২. আত্মগােপন করার বা আদালতের এখতিয়ারের স্থানীয় সীমা ত্যাগ করতে উপক্রম করেছে, বা
৩. তার সম্পত্তি বা তার কোন অংশ হস্তান্তর করেছে বা আদালতের এখতিয়ারের স্থানীয় সীমা হতে অপসারণ করেছে, কিংবা
খ) বিবাদী বাংলাদেশ ত্যাগ করার প্রচেষ্টা করেছে যে অবস্থায় উক্ত মামলায় বিবাদীর বিরুদ্ধে কোন ডিক্রী প্রদত্ত হলে, তা জারি করার বিষয়ে বাদী বাধাপ্রাপ্ত বা বিলম্বিত হওয়ার যুক্তিসম্মত আংশকা সৃষ্টি হয়েছে; সেক্ষেত্রে আদালত বিবাদীকে গ্রেফতার করতে এবং তার হাজির হওয়ার জন্য কেন জামানত দেয়া হবে না, তার কারণ দর্শাতে তাকে আদালতে উপস্থিতির জন্য পরােয়ানা দিতে পারবে তবে শর্ত হল যে, বিবাদী যদি বাদীর দাবি পরিতুষ্ট করতে যথাযথ পরিমাণ টাকা অনুরূপ পরােয়ানা জারির ভারপ্রাপ্ত কর্মকর্তাকে প্রদান করে, তা হলে বিবাদীকে গ্রেফতার করা হবে না; এবং মামলা নিষ্পত্তি না হওয়া অবধি বা আদালত পরবর্তী কোন আদেশ প্রদান না করা পর্যন্ত উক্ত টাকা আদালতে জমা থাকবে।
আদেশ ৩৮ বিধি ১ বিধির বিশ্লেষণ
রায়ের পূর্বে আটক। বিধি-১, আদেশ-৩৮
ক) বিবাদী বাদীকে বিলম্বিত করার জন্য বা আদালতের কোন পরােয়ানা (সমন) এড়ানাের উদ্দেশ্যে অথবা তার বিরুদ্ধে ডিক্রী হতে পারে এমন কোন ডিক্রীজারি ব্যাহত বা বিলম্বিত করার উদ্দেশ্যে উক্ত বিবাদী যদি আত্মগােপন করে বা আদালতের এখতিয়ারের স্থানীয় সীমা ত্যাগ করে অথবা আত্মগােপন বা আদালতের এখতিয়ারের স্থানীয় সীমা ত্যাগ করার উপক্রম বা চেষ্টা করে বা তার সম্পত্তি বা তার কোন অংশ হস্তান্তর বা আদালতের এখতিয়ারের স্থানীয় সীমা থেকে অপসরণ করে অথবা বিবাদী বাংলাদেশ ত্যাগ করার প্রচেষ্টা করলে আদালত বিবাদীকে রায়ের পূর্বেই আটক বা গ্রেফতারের এবং হাজির হয়ে কেন জামানত দেয়া হবে না এই মর্মে কারন দর্শানাের নির্দেশ দিতে পারে। তবে পর্যাপ্ত জামানত দিতে চাইলে আদালত আটকের আদেশ দিবে না ।
বিবাদী জামানত দিতে ব্যর্থ হলে করনীয়। বিধি ৪
যেক্ষেত্রে বিবাদী ২ বা ৩ বিধির অধীনে কোন আদেশ পালন করতে ব্যর্থ হয়, সেক্ষেত্রে আদালত মামলার সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত বা বিবাদীর বিরুদ্ধে ডিক্রী প্রদত্ত হলে ডিক্রী না মিটানাে অবধি তাকে দেওয়ানি কারাগারে সােপর্দ করতে পারে। তবে শর্ত হল যে, এই বিধির অধীনে কোন লােককে ছয় মাসের বেশি মেয়াদের জন্য কারাগারে আটক রাখা চলবে না, বা মামলার বিষয়বস্তুর মূল্য পঞ্চাশ টাকার অনুর্ধ্ব হলে
সেক্ষেত্রে ছয় সপ্তাহের বেশি মেয়াদের জন্য কারাগারে আটক রাখা চলবে না।
কোন মামলার ক্ষেত্রে আদালত রায়ের পূর্বে গ্রেফতার করবেন না বিধি ১, আদেশ ৩৮ এবং ধারা ১৬
আদেশ-৩৮ এর বিধি-১ এ বর্ণিত আছে যে, ধারা ১৬ এর ক থেকে ঘ দফায় উল্লেখিত নিম্নে বর্ণিত বিষয়ে মামলার ক্ষেত্রে আদালত রায়ের পূর্বে গ্রেফতার করবে না।
ক) স্থাবর সম্পত্তি পুনরুদ্ধারেরর মামলা
খ) স্থাবর সম্পত্তি বাটোয়ার জন্য মামলা
গ) স্থাবর সম্পত্তি বন্ধকের বা বন্ধক মুক্তির মামলা (Foreclosure, sale or redemption of mortgage)
ঘ) স্থাবর সম্পত্তি অন্য কোন প্রকার স্বত্ব বা অধিকার নির্ণয়ের জন্য মামলা।
রায়ের পূর্বে গ্রেফতারের আদেশের বিরুদ্ধে প্রতিকার
১) রায়ের পূর্বে গ্রেফতারের আদেশের বিরুদ্ধে আপিল করা যাবে। [আদেশ- ৪৩]
২) অপর্যাপ্ত কারনে বিবাদীকে গ্রেফতার করা হলে অথবা বাদীপক্ষ মামলা দায়ের করার যুক্তিযুক্ত কারন দেখাতে ব্যর্থ হলে আদালত বাদীকে ১০,০০০ টাকা পর্যন্ত ক্ষতিপূরণ দেওয়ার আদেশ দিতে পারেন। [ধারা- ৯৪ এবং ৯৫ দেখুন]।
আদেশ ৩৮ বিধি ২ যদি বিবাদী যথাযথ কারণ দর্শাতে ব্যর্থ হয় তার জন্য জামানত
১) যেক্ষেত্রে বিবাদী যথাযথ কারণ দর্শাতে ব্যর্থ হয় সেক্ষেত্রে আদালত তাকে তার বিরুদ্ধে উত্থাপিত দাবির উত্তরে পর্যাপ্ত অংকের টাকা বা অপর সম্পত্তি আদালতে জমা দিতে আদেশ দিবে বা মামলা বিচারাধীন থাকাকালে এবং তার বিরুদ্ধে অনুরূপ মামলায় ডিক্রী প্রদত্ত হলে তা না মিটানাে পর্যন্ত যে কোন সময় তাকে তলব করা হলে হাজির হওয়ার জন্য জামানত প্রদান করতে বা শেষ পূর্ববর্তী বিধির শর্তের অধীনে বিবাদী কোন টাকা প্রদান করে থাকলে আদালত যথাযথ মনে করে এরূপ যথাযথ আদেশ প্রদান করতে পারে।
২) বিবাদীর উপস্থিতির জন্য প্রত্যেক জামিনদার, বিবাদী অনুরূপভাবে হাজির হতে ব্যর্থ হলে অনুরূপ মামলায় যে টাকা প্রদান করতে বিবাদীর উপর আদেশ হবে, তা সে স্বয়ং পরিশােধে বাধ্য থাকবে।
আদেশ ৩৮ বিধি ৩ জামিনদার দায়মুক্ত হওয়ার দরখাস্ত করলে পদ্ধতি
১) বিবাদীর হাজিরার জন্য জামিনদার যে কোন সময় তাকে তার দায়িত্ব হতে অব্যাহতি দান করার জন্য আদালতে দরখাস্ত করতে পারবে।
২) অনুরূপ দরখাস্ত করা হলে আদালত বিবাদীকে হাজির হতে সমন প্রদান করবে। বা যদি যথাযথ মনে করলে প্রথমবারেই তাকে গ্রেফতারের জন্য পরােয়ানা দিতে পারে ।
৩) বিবাদী সমন বা গ্রেফতারী পরােয়ানা অনুযায়ী হাজিরার উপর বা তার স্বেচ্ছায় আত্মসমর্পণের উপর আদালত জামিনদারকে তার দায়িত্ব হতে অব্যাহতি দান করার নির্দেশ দিবে এবং বিবাদীকে নুতন জামানতের জন্য তলব করবে।
আদেশ ৩৮ বিধি ৪ বিবাদী যেক্ষেত্রে জামানত দিতে বা নুতন জামানত দিতে ব্যর্থ হয় সেক্ষেত্রে পদ্ধতি
যেক্ষেত্রে বিবাদী ২ বা ৩ বিধির অধীনে কোন আদেশ পালন করতে ব্যর্থ হয়, সেক্ষেত্রে আদালত মামলার সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত বা বিবাদীর বিরুদ্ধে ডিক্রী প্রদত্ত হলে ডিক্রী না মিটানাে অবধি তাকে দেয়ানী কারাগারে সােপর্দ করতে পারে। তবে শর্ত হল যে, এই বিধির অধীনে কোন লােককে ছয় মাসের বেশি মেয়াদের জন্য কারাগারে আটক রাখা চলবে না, বা মামলার বিষয়বস্তুর মূল্য পঞ্চাশ টাকার অনুর্ধ্ব হলে সেক্ষেত্রে ছয় সপ্তাহের বেশি মেয়াদের জন্য কারাগারে আটক রাখা যাবে না, তবে আরও শর্ত থাকে যে, কোন লােক অনুরূপ আদেশ পালন করার পর তাকে এই বিধির অধীনে কারাগারে আটক রাখা যাবে না।
রায়ের পূর্বে ক্রোক
আদেশ ৩৮ বিধি ৫ যেক্ষেত্রে বিবাদীকে সম্পত্তি উপস্থাপনের জন্য জামানত তলব করা যেতে পারে
১) যেক্ষেত্রে শপথপত্র বা অপর কোন উপায়ে মামলার যে কোন পর্যায়ে আদালত এই মর্মে সন্তুষ্ট হয় যে, বিবাদী তার বিরুদ্ধে প্রদত্ত হতে পারে এরূপ ডিক্রী জারিকরণে বাধাদান বা বিলম্বিত করার উদ্দেশ্যে
ক) তার সম্পত্তির সমগ্র বা আংশিক হস্তান্তর করতে প্রয়াস নেয়, বা
খ) আদালতের এখতিয়ারের স্থানীয় সীমা হতে তার সমগ্র সম্পত্তি বা তার আংশিক অপসারণের প্রয়াস নেয়,
সেক্ষেত্রে আদালত তৎদ্বারা নির্ধারিত সময়ের ভিতর আদেশে বর্ণিত হতে পারে এরূপ পরিমাণ অংকের টাকা জামানত হিসেবে পেশ করতে বা উক্ত সম্পত্তি বা তার মূল্য বা ডিক্রী মিটাইবার মত তার পর্যাপ্ত অংশ প্রয়ােজন হলে আদালতের দায়িত্বে পেশ করার জন্য বা সে কেন জামানত প্রদান করবে না তার কারণ দর্শাতে হাজির হতে বিবাদী বরাবর নির্দেশ দিতে পারবে।
২) আদালত অন্যরূপ নির্দেশ না দিলে যে সম্পত্তি ক্রোক করা প্রয়ােজন বাদীকে তা এবং তার আনুমানিক মূল্য উল্লেখ করবে।
৩) আদালত অনুরূপ বর্ণিত সম্পত্তির সকল বা তার আংশিক শর্ত সাপেক্ষে ক্রোকেরও নির্দেশ দিতে পারে ।
আদেশ ৩৮ বিধি ৫ বিধির বিশ্লেষণ
রায়ের পূর্বে ক্রোকের জন্য প্রয়ােজনীয় শর্তাবলি
রায় এর পূর্বে ক্রোক করার ক্ষেত্রে আদালতকে নিম্নলিখিত দুইটি শর্তে নিশ্চিত হতে হবে।
(১) কেবলমাত্র বিবাদী সত্যিই তার সম্পত্তি অপসারণ করতে অথবা সংশ্লিষ্ট আদালতের অধিক্ষেত্রে হতে অপসারণ করতে উদ্যত হবে না।
(২) ইহাতে বিবাদীর উদ্দেশ্য হবে যে, তার বিরুদ্ধে সম্ভাব্য ডিক্রী জারিকরণ বিলম্বিত ও বাধাগ্রস্ত হতে পারে-উক্ত বিষয়ে আদালতকে নিশ্চিত হতে হবে। এই প্রসঙ্গে (চন্দ্রিকা বনাম হীরা এ, আই, আর ১৯২৪) মামলার উচ্চ আদালতের সিদ্ধান্তসমূহটি বিশেষভাবে উল্লেখ করা যেতে পারে।
কোন কোন ক্ষেত্রে রায়ের পূর্বে ক্রোক হতে পারে
সাধারণত রায় এর পর ডিক্রী জারি করার ক্ষেত্রে ক্রোক হয়ে থাকে কিন্তু কতিপয় বিশেষ ক্ষেত্রে দেওয়ানি কার্যবিধি আইনের ৩৮ নং আদেশের ৫নং বিধি অনুযায়ী রায় এর পূর্বে ক্রোক হয়ে থাকে-
(১) যেক্ষেত্রে কোন মামলার যে কোন স্তরে, আদালত শপথপত্র অথবা সম্ভাব্য ডিক্রী জারিকরণ বিলম্বিত অথবা বাধাগ্রস্ত করার উদ্দেশ্যে
(ক) তার সম্পত্তি সম্পূর্ণ অথবা আংশিকভাবে হস্তান্তর করছে; অথবা
(খ) যেক্ষেত্রে বিবাদী আদালতের স্থান বা অধিক্ষেত্রের সীমানা হতে তার সম্পূর্ণ বা আংশিক সম্পত্তি অপসারণ করছে, সেক্ষেত্রে আদালত বিবাদীকে নির্দিষ্ট পরিমাণ অঙ্ক জামানত হিসাবে দাখিল করার হুকুম দান করবেন অথবা উল্লেখিত সম্পত্তি বা সম্পত্তির এমন অংশবিশেষ আদালতে পেশ করার নির্দেশ দান করতে পারেন, অথবা
যেক্ষেত্রে বিবাদী কোন জামানত দাখিল করবেন না, তার কারণ দর্শাইবার জন্য আদালতে উপস্থিত হওয়ার জন্য বিবাদীকে নির্দেশ দান করতে পারেন।
(২) আদালত অন্য প্রকার নির্দেশ দান না করলে, বিবাদীকে অবশ্যই ক্রোকের জন্য প্রয়ােজনীয় সম্পত্তির উল্লেখ করে উক্ত সম্পত্তির আনুমানিক মূল্য দেখাইতে হবে।
(৩) বাদী কর্তৃক উল্লেখিত সম্পত্তির সম্পূর্ণ বা আংশিক ক্রোক সম্পর্কে আদালত হুকুম প্রদান করবেন।
আদেশ ৩৮ বিধি ৬ কারণ না দর্শাইলে বা জামানত প্রদান না করা হলে ক্রোক
১) যেক্ষেত্রে বিবাদী জামানত প্রদান না করার কারণ দর্শাতে ব্যর্থ হয় বা আদালত দ্বারা নির্ধারিত সময়ের ভিতর তিনি দরকারি জামানত প্রদান করতে ব্যর্থ হয়, সেক্ষেত্রে আদালত হয় বর্ণিত সম্পত্তি বা তার যে আংশিক প্রদেয় ডিক্রীটি মিটাইবার জন্য পর্যাপ্ত বলে প্রতীয়মান আদেশ প্রদান করতে পারে যে, সেরূপ অংশ ক্রোক করা হােক।
২) যেক্ষেত্রে বিবাদী অনুরূপ কারণ দর্শায় বা দরকারি জামানত প্রদান করে, এবং বর্ণিত সম্পত্তি বা তার কোন অংশ ক্রোক হয়েছে, সেক্ষেত্রে আদালত ক্রোক প্রত্যাহারের আদেশ প্রদান করবে বা আদালত যথাযথ মনে করে এরূপ অপর কোন আদেশ প্রদান করবে।
আদেশ ৩৮ বিধি ৭ ক্রোক করার পদ্ধতি
অন্যরূপ স্পষ্ট বিধান ব্যতিরেকে, ডিক্রী জারির ফলে সম্পত্তি ক্রোকের পদ্ধতিতে উক্ত ক্রোক করা হবে।
আদেশ ৩৮ বিধি ৮ রায়ের আগে ক্রোককৃত সম্পত্তিতে দাবির তদন্ত
যেক্ষেত্রে রায়ের আগে ক্রোককৃত সম্পত্তি সম্পর্কে কোন দাবি উত্থাপিত হয়, সেক্ষেত্রে উক্ত দাবি এইস্থ আগে এটাতে টাকা পরিশােধের ডিক্রী জারিতে ক্রোককৃত সম্পত্তি দাবির তদন্তের জন্য বর্ণিত পদ্ধতিতে তদন্ত করতে হবে।
আদেশ ৩৮ বিধি ৯ জামানত প্রদান করা হলে বা মামলা খারিজ করা হলে ক্রোক অপসারণ
যেক্ষেত্রে রায়ের আগে ক্রোকের জন্য কোন আদেশ প্রদান করা হয়েছে, সেক্ষেত্রে বিবাদী ক্রোকের খরচাদির জামানত সহ দরকারি জামানত প্রদান করে বা মামলাটি খারিজ হলে আদালত ক্রোক প্রত্যাহার করে আদেশ প্রদান করবে।
আদেশ ৩৮ বিধি ১০ রায়ের আগে ক্রোক আগন্তুকের স্বত্ব ক্ষুন্ন করে না বা ডিক্রীদারকে বিক্রয়ের জন্য দরখাস্ত করতে বারিত করে না
রায়ের আগে ক্রোক দ্বারা মামলায় পক্ষ নয় এরূপ লােকদের ক্রোকের আগে বিদ্যমান স্বত্ব ক্ষুন্ন হবে না, বা ডিক্রীর অধিকারী কোন লােকের বিবাদীর বিরুদ্ধে উক্ত ডিক্রীজারিতে ক্রোকের অধীনে সম্পত্তি বিক্রয়ে দরখাস্ত করতে বারিত করবে না।
আদেশ ৩৮ বিধি ১১ রায়ের আগে ক্রোককৃত সম্পত্তি ডিক্রী জারিতে পুনরায় ক্রোক করতে হয় না
যেক্ষেত্রে এই আদেশের বিধানের অনুবলে সম্পত্তি ক্রোকাবদ্ধ হয়েছে এবং পরবর্তীতে বাদীর অনুকূলে একটি ডিক্রী প্রদান করা হয়েছে, সেক্ষেত্রে অনুরূপ ডিক্রী জারির জন্য দরখাস্তের উপর সম্পত্তি পুনরায় ক্রোকের জন্য কোন দরখাস্তের দরকার হবে না।
আদেশ ৩৮ বিধি ১২ কৃষিজ দ্রব্য রায়ের আগে ক্রোকযােগ্য নয়
এই আদেশের কোন বিধানই বাদীকে কৃষকের দখলে থাকা কোন কৃষিজ দ্রব্য ক্রোকের জন্য দরখাস্ত করার ক্ষমতা প্রদান করবে বলে বা আদালতকে ক্রোক বা অনুরূপ কৃষিজ দ্রব্য ক্রোকের জন্য হাজির করার আদেশ প্রদানের ক্ষমতা প্রদান করবে বলে পরিগণিত হবে না।
আদেশ ৩৮ বিধি ১৩ ক্ষুদ্র বিষয়ক আদালত স্থাবর সম্পত্তি ক্রোক করতে পারে না
এই আদেশের কোন বিধানই ক্ষুদ্র বিষয়ক আদালতকে স্থাবর সম্পত্তি ক্রোকের জন্য আদেশ প্রদানের কোন ক্ষমতা প্রদান করবে বলে গণ্য হবে না।