- Get link
- X
- Other Apps
Order 37 Summary Procedure on Negotiable Instruments
আদেশ ৩৭ হস্তান্তরযােগ্য দলিলের উপর সংক্ষিপ্ত পদ্ধতি
আদেশ ৩৭ বিধি ১ হস্তান্তরযােগ্য দলিলের উপর আদেশের প্রয়ােগ
এই আদেশ কেবলমাত্র হাইকোর্ট বিভাগ এবং জেলা আদালতের ক্ষেত্রে প্রয়ােগযােগ্য হবে।
আদেশ ৩৭ বিধি ২ বিনিময় পত্র ইত্যাদির উপর সংক্ষিপ্ত মামলা
১) বিনিময় পত্র, হুণ্ডি বা অঙ্গীকার পত্রের উপর সব মামলা যদি এতদধীনে বর্ণিত বিধান অনুযায়ী বাদী অগ্রসর হতে ইচ্ছুক হয়, তা হলে নির্ধারিত ফরমে আরজি উত্থাপন করে তা রুজু করতে হবে, কিন্তু সমন খ'-পরিশিষ্টের ৪নং ফরমে বা সময় সময় নির্ধারিত অপর কোন ফরমে প্রদান করতে হবে।
২) আরজি এবং জবাব যথাক্রমে অনুরূপ ফরমসমূহে দেয়া হলে বিবাদী মামলায় হাজির হতে বা আত্মপক্ষ সমর্থন করতে পারবে না, যদি না, সে অতঃপর এটাতে বর্ণিত বিধান অনুযায়ী কোন বিচারকের কাছে হতে এরূপ হাজিরার এবং আত্মপক্ষ সমর্থনের অনুমতি লাভ করে থাকে; এবং অনুরূপে সে অনুমতি লাভে ব্যর্থ হলে বা সে অনুযায়ী সে হাজির হতে এবং আত্মপক্ষ সমর্থনে ব্যর্থ হলে আরজিতে বর্ণিত অভিযােগগুলি স্বীকৃত বলে পরিগণিত হবে এবং বাদী ডিক্রীর অধিকারী হবে।
ক) দলিলে পাওনা মূল টাকার জন্য এবং হস্তান্তরযােগ্য দলিল আইন, ১৮৮১ (১৮৮১ সনের ২৬নং আইন) এর ৭৯ বা ৮০ ধারার বিধান অনুযায়ী গণনাকৃত মামলা দায়েরের তারিখ পর্যন্ত সুদের জন্য বা সমনে বর্ণিত টাকার জন্য, যাই কম হােক, এবং তজ্জন্য ডিক্রীর তারিখ পর্যন্ত একই হারে বা আদালত যথাযথ মনে করে এরূপ অপর কোন হারে; এবং
খ) এই আইনের ৩৪ ধারার অধীনে আদালত পরবর্তীকালীন সুদ (যদি কোন) সম্পর্কে কোন আদেশ প্রদান করলে; এবং
গ) মামলার খরচাদির অনুরূপ নির্ধারিত টাকার অংকের জন্য।
তবে শর্ত হল যে, বাদী যদি মামলার খরচাদির জন্য নির্ধারিত টাকার বেশি দাবি করে, তবে সাধারণ উপায়ে খরচ নির্ধারিত হবে।
৩) এই আইনের অধীনে প্রদত্ত ডিক্রী অবিলম্বে জারি করা হবে।
আদেশ ৩৭ বিধি ৩ হাজির হতে অনুমতির জন্য গুণগত বৈশিষ্ট্যের উপর, বিবাদি দ্বারা আত্মপক্ষ সমর্থন দর্শানাে
১) শপথপত্র যুক্ত বিবাদীর দরখাস্ত এরূপ ঘটনাবলি উদ্ঘাটন করে যে, তা মালিককে লেনদেন প্রমাণ করতে বাধ্য করে বা এরূপ ঘটনাবলি উদ্ঘাটিত হয় যাতে আদালত দরখাস্ত পত্রের সমর্থনে পর্যাপ্ত বলে বিবেচনা করে, তবে আদালত মামলায় হাজির হতে এবং আত্মপক্ষ সমর্থনের অনুমতি প্রদান করবে।
২) আত্মপক্ষ সমর্থনের অনুমতি বিনা শর্তে বা আদালতে টাকা জমা দেয়া, জামানত প্রদান করা বিচার্য বিষয় গঠন ও লিপিবদ্ধকরণ বা আদালত যথাযথ মনে করে এরূপ অপর বিষয় সম্পর্কে যথাযথ শর্তাধীনে অনুমতি প্রদান করবে।
আদেশ ৩৭ বিধি ৪ ডিক্রী রদ করার ক্ষমতা
ডিক্রীর পরে আদালত বিশেষ অবস্থায় অনুরূপ ডিক্রী রদ করতে পারবে, এবং যদি দরকার হয় তা হলে জারি স্থগিত বা রদ করতে পারে এবং আদালত যুক্তিসঙ্গত মনে করলে এবং যথাযথ মনে করে এরূপ যথাযথ শর্তের উপর সমন অনুযায়ী বিবাদীকে হাজির হতে এবং মামলার আত্মপক্ষ সমর্থনের অনুমতি দিতে পারে।
আদেশ ৩৭ বিধি ৫ আদালতের কর্মকর্তার কাছে বিল ইত্যাদি জমা দিতে আদেশের ক্ষমতা
এই আদেশের অধীনে কোন কর্মধারার ক্ষেত্রে আদালত যে বিল, হুণ্ডি বা নােটের উপর মামলাটি প্রতিষ্ঠিত, তা অনতিবিলম্বে আদালতের কর্মকর্তার কাছে জমা দিতে আদেশ প্রদান করতে পারে এবং আরও আদেশ প্রদান করতে পারে যে, বাদী তার খরচের জন্য জামানত না দেয়া পর্যন্ত সব কর্মধারা স্থগিত রাখা হবে।
আদেশ ৩৭ বিধি ৬ প্রত্যাখ্যাত বিল বা নােটের অগ্রহণীয়তা লিপিবদ্ধকরণের খরচাদি আদায়
প্রত্যেক প্রত্যাখ্যাত বিনিময়পত্র বা অঙ্গীকার পত্রের প্রাপকের উক্ত বিনিময়পত্র বা অঙ্গীকারপত্রের টাকা আদায় করার জন্য এই আদেশের অধীনে যে সব প্রতিকার থাকবে, উক্ত বিনিময় বা অঙ্গীকারপত্র অগ্রহণ বা অপরিশােধ বা অপর কারণে প্রত্যাখান হয়ে থাকলেও অন্যবিধ উপায়ে ব্যয়িত খরচাদি আদায় করার জন্য একই প্রতিকার থাকবে।
আদেশ ৩৭ বিধি ৭ মামলায় কর্মপদ্ধতি
এই আদেশে যা বর্ণিত আছে এটা ছাড়া এতধীনে অনুরূপ মামলার কর্মপদ্ধতি সাধারণ উপায়ে দায়েরকৃত মামলার কর্ম পদ্ধতির ন্যায় হবে।