- Get link
- X
- Other Apps
Order 36 Special Case
আদেশ ৩৬ বিশেষ মামলা দেওয়ানী কার্যবিধি আইন
আদেশ ৩৬ বিধি ১ আদালতের অভিমতের জন্য মামলা বলার ক্ষমতা
১) কোন ঘটনা বা আইনের প্রশ্নের সিদ্ধান্তে স্বার্থ সংশ্লিষ্ট দাবিদার পক্ষগণ, উক্ত প্রশ্নটি মামলার ফরমে আদালতের অভিমতের জন্য বিবৃত করে একটি লিখিত চুক্তিতে আবদ্ধ হতে পারে, এবং এরুপ শর্তের বিধান করে যে, উক্ত প্রশ্ন সম্পর্কে আদালতের পর্যবেক্ষণীর উপর
ক) পক্ষগণ দ্বারা নির্ধারিত বা আদালত দ্বারা নির্ধারিত অংকের টাকা একপক্ষ দ্বারা তাদের অপর পক্ষকে প্রদান করতে হবে; বা
খ) চুক্তিতে বর্ণিত স্থাবর বা অস্থাবর কিছু সম্পত্তি পক্ষগণের এক পক্ষ দ্বারা তাদের অপর পক্ষকে অর্পণ করতে হবে; কিংবা
গ) এক বা একাধিক পক্ষ চুক্তিতে বর্ণিত অপর বিশেষ কর্ম করবে বা করা হতে বিরত থাকবে।
২) এই বিধির অধীনে বিবৃত প্রত্যেক মামলা ধারাবাহিকভাবে নম্বরভুক্ত অনুচ্ছেদে বিভক্ত করতে হবে এবং তাতে উত্থাপিত প্রশ্নের মীমাংসা করতে আদালতকে সমর্থ করার জন্য দরকারি অনুরূপ তথ্যগুলাে সংক্ষিপ্ত আকারে বিবৃত করতে হবে এবং অনুরূপ দলিলপত্র উল্লেখ থাকবে।
আদেশ ৩৬ বিধি ২ যেক্ষেত্রে বিষয়বস্তুর মূল্য অবশ্যই বিবৃত করতে হবে
যেক্ষেত্রে কোন সম্পত্তি অর্পণের জন্য বা কোন বিশেষ কর্ম করার জন্য বা করা হতে বিরত থাকার জন্য কোন চুক্তি করা হয়, সেক্ষেত্রে যে সম্পত্তি অর্পণ করতে হবে তার বা বর্ণিত কার্যের সম্পর্ক আছে যা, ঐ সম্পত্তির আনুমানিক মূল্য চুক্তিতে বিবৃত করতে হবে ।
আদেশ ৩৬ বিধি ৩ মামলা হিসেবে চুক্তিপত্র পেশ এবং নিবন্ধন করতে হবে
১) পূর্ববর্তী বিধির বিধান অনুযায়ী যদি চুক্তিপত্রটি গঠিত হয় তবে যে মামলার বিষয়বস্তুর টাকা বা চুক্তির বিষয়বস্তুর মূল্যের সমান বিষয় বিষয়ক যে আদালতের এখতিয়ারভূক্ত, সে আদালতে চুক্তিপত্র একটি দরখাস্তের সঙ্গে পেশ করা যেতে পারে।
২) অনুরূপ দাখিলকৃত চুক্তিপত্রটিতে স্বার্থ সংশ্লিষ্ট বলে দাবিদার পক্ষদের এক বা একাধিক লােক হিসেবে এবং অপর এক বা একাধিক জন বিবাদী হিসেবে তাদের ভিতর কোন মামলা হলে যেরূপ হত, সেরূপভাবে তা সংখ্যাভুক্ত ও নিবন্ধিকৃত করতে হবে; এবং যে পক্ষ বা পক্ষগণ চুক্তিপত্রটি আদালতে উপস্থাপিত করেছে, সে পক্ষ ছাড়া অন্যান্য সব পক্ষ বরাবর নােটিশ প্রদান করতে হবে।
আদেশ ৩৬ বিধি ৪ পক্ষগণ আদালতের এখতিয়ারের অধীনে থাকবে
যেক্ষেত্রে চুক্তিপত্রটি পেশ করা হয়েছে সেক্ষেত্রে তার পক্ষগণ আদালতের এখতিয়ারের অধীনে হবে এবং তাতে অন্তর্ভুক্ত বিবৃতি দ্বারা বাধ্য থাকবে।
আদেশ ৩৬ বিধি ৫ মামলার শুনানী এবং নিস্পত্তি
১) সাধারণ পদ্ধতিতে রুজুকৃত মামলার মতই উক্ত মামলা শুনানীর জন্য উপস্থাপিত করতে হবে এবং যতদূর সম্ভব, এই আইনের বিধান গুলাে উক্ত মামলার ক্ষেত্রে প্রয়ােগযােগ্য হবে।
২) যেক্ষেত্রে আদালত পক্ষগণের জবানবন্দী গ্রহণের পর বা যথাযথ মনে করে এরূপ সাক্ষ্য গ্রহণের পর পরিতুষ্ট হন যে-
ক) চুক্তিপত্রটি তাদের দ্বারা যথার্থরূপে সম্পাদিত হয়েছে;
খ) তাতে বর্ণিত প্রশ্নটিতে তাদের প্রকৃত স্বার্থ আছে, এবং
গ) তা সিদ্ধান্ত প্রদানের উপযুক্ত,
সেক্ষেত্রে একটি সাধারণ মামলার ন্যায় আদালত তার উপর রায় ঘােষণা করবে এবং অনুরুপ রায় ঘােষণার উপর ডিক্রী দেয়া হবে।