- Get link
- X
- Other Apps
Chapter 26 Of the Judgement
ছাব্বিশতম অধ্যায় - রায় বিষয়ে
ধারা ৩৬৬ রায় ঘােষণার পদ্ধতি
১) মূল এখতিয়ারবান ফৌজদারি আদালতের প্রত্যেকটি বিচারের রায় ঘােষণা করতে হবে বা রায়ের সারাংশ ব্যাখ্যা করতে হবে
ক) প্রকাশ্য আদালতে বিচার সমাপ্ত হওয়ার অব্যাহতির পরই বা পরবর্তী কোন সময়ে, যে সময় সম্পর্কে পক্ষগণকে কিংবা তাদের কৌসুলীগণকে নােটিশ দিতে হবে, এবং
খ) আদালতের ভাষায়, বা আসামি বা তার কৌসুলীর বােধগম্য কোন ভাষায়। তবে শর্ত থাকে যে, বাদীপক্ষ বা আসামীপক্ষ অনুরােধ করলে হাকিম সম্পূর্ণ রায় পড়িয়া শুনাইবেন।
২) আসামি কারাগারে থাকলে রায় শুনাইবার জন্য তাকে আনয়ন করতে হবে বা কারাগারে না থাকলে তাকে হাজির থাকার নির্দেশ দিতে হবে, তবে বিচারের সময় তাকে ব্যক্তিগত হাজিরা হতে রেহাই দেওয়া হলে এবং তাকে শুধুমাত্র জরিমানা করা হলে বা খালাস দেওয়া হলে তার কৌসুলীর উপস্থিতিতে রায় ঘােষণা করা যাবে।
৩) রায় ঘােষণার জন্য বিজ্ঞাপিত দিনে বা স্থানে কোন পক্ষ বা তার কৌসুলী হাজির না থাকলে কিংবা উক্ত দিন ও স্থান সম্পর্কে পক্ষসমূহ ও তাদের কৌসুলীগণ বা তাদের কাহাকেও নােটিশ প্রদান করা না হলে বা নােটিশ জারিতে ভুল থাকলে শুধু সেই কারণে কোন ফৌজদারি আদালত কর্তৃক প্রদত্ত রায় অসিদ্ধ বলে বিবেচিত হবে না।
৪) এই ধারার কোন বিধান কোনভাবে ধারা ৫৩৭ এর বিধানসমূহের আওতা সীমিত করবে বলে ব্যাখ্যা করা যাবে না।
ধারা ৩৬৭ রায়ের ভাষা
১) অত্র বিধিতে ভিন্নরূপ বিধান ব্যক্ত না থাকলে এইরূপ প্রত্যেকটি রায় প্রিজাইডিং অফিসার কর্তৃক লিখিত হবে বা তার তলিখন হতে আদালতের ভাষায় বা ইংরেজী ভাষায় লিখিত হবে; এবং উহাতে বিচার্য বিষয়সমূহ, সেই সম্পর্কে সিদ্ধান্ত ও সিদ্ধান্তের কারণসমূহ থাকবে এবং প্রিজাইডি কর্মকর্তা যখন নিজ হাতে উহা না লিখেন, তখন রায়ের প্রত্যেকটি পৃষ্ঠায় তিনি সই দিবেন।
২) রায়ের বিষয়বস্তুঃ আসামি যে অপরাধে (যদি থাকে) ও দণ্ডবিধি (১৮৬০ সনের ৪৫নং আইন) এর বা অপর কোন আইনের যে ধারায় দণ্ডিত হলে এবং তাকে যে দণ্ড দেওয়া হলাে, রায়ে উহার স্পষ্ট উল্লেখ থাকবে।
৩) বিকল্প রায়ঃ দণ্ডবিধি (১৮৬০ সনের ৪৫নং আইন) এর অধীন দণ্ড প্রদান করা হলে অপরাধটি উক্ত বিধির দুইটি ধারার মধ্যে কোন ধারার অন্তর্ভুক্ত বা একই ধারার দুইটি অংশের মধ্যে কোন অংশের অন্তর্ভুক্ত সেই সম্পর্কে যদি সন্দেহ থাকে, তবে আদালত স্পষ্টভাবে তা প্রকাশ করবেন এবং বিকল্প রায় প্রদান করবেন।
৪) রায়ে আসামিকে খালাস দেওয়া হলে, যে অপরাধ হতে আসামিকে খালাস দেওয়া হলাে, রায়ে উহার উল্লেখ করতে হবে এবং নির্দেশ প্রদান করতে হবে যে, তাকে মুক্তি দেওয়া হউক।
৫) আসামি যদি মৃত্যুদণ্ডে দণ্ডনীয় কোন অপরাধে দণ্ডিত হয় কিংবা তৎপরিবর্তে তাকে যাবজ্জীবন কারাবাস বা কয়েক বৎসরের মেয়াদের কারাবাস দেওয়া হয়, তবে আদালত রায়ে উক্ত দণ্ডদানের কারণ উল্লেখ করবেন।
৬) এই ধারার উদ্দেশ্য ধারা ১১৯ বা ধারা ১২৩ এর উপধারা (৩) এর অধীন প্রদত্ত আদেশ রায় বলে বিবেচিত হবে।
ধারা ৩৬৮ মৃত্যু দণ্ডাদেশ Sentence of Death/Capital Punishment/Death Sentence
১) কোন ব্যক্তিকে মৃত্যু দণ্ডাদেশ প্রদান করা হলে, উক্ত দণ্ডাদেশে নির্দেশ থাকবে যে, মৃত্যু না হওয়া পর্যন্ত তাহকে তার গলায় ফাসি দিয়া ঝুলাইয়া রাখতে হবে।
২) যাবজ্জীবন কারাদণ্ড Sentence of Transportation/Life Imprisonment
যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত ব্যক্তিকে কোথায় প্রেরণ করতে হবে, উহার উল্লেখ থাকবে না।
ধারা ৩৬৯ আদালত রায় পরিবর্তন করবেন না
এই বিধিতে বা বর্তমানে বলবৎ অন্য কোন আইনে ভিন্নরূপ বিধান না থাকলে কোন আদালত রায়ে স্বাক্ষর সমাপ্ত করার পর কেরানীর ভুল সংশােধন করা ছাড়া তা পরিবর্তন বা পুনর্বিবেচনা করবেন না।
ধারা ৩৭১ আসামির আবেদনক্রমে রায় এর অনুলিপি, প্রভৃতি দিতে হবে
১) আসামি আবেদন করলে রায়ের একটি অনুলিপি বা সে চাহিলে ও সম্ভব হলে তার নিজের ভাষায় বা আদালতের ভাষায় উহার একটি অনুবাদ তাকে অবিলম্বে দিতে হবে। বিংশ অধ্যায়ের মামলা ব্যতিত অপর যে কোন মামলার এইরূপ অনুলিপি বিনা মূল্যে দিতে হবে।
২) ১৯৭৮ সনের ৪৯নং অধ্যাদেশ বলে বাতিলকৃত।
৩) মৃত্যুদণ্ডে দণ্ডিত ব্যক্তির বিষয়
যখন কোন দায়রা জজ আসামিকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করেন, তখন উক্ত জজ উক্ত আসামিকে আরাে জানাইবেন যে, সে আপিল করতে চাহিলে কতদিনের মধ্যে আপিল করতে পারবে।
ধারা ৩৭২ রায় যখন অনুবাদ করতে হবে
মূল রায় মােকদ্দমার কার্যক্রমের নথির সামিল করতে হবে এবং মূল রায় আদালতের ভাষা ব্যতিত অন্য ভাষায় লিপিবদ্ধ হলে ও আসামির প্রয়ােজন হলে আদালতের ভাষায় উহার একটি নকল নথির সাথে সংযুক্ত করতে হবে।
ধারা ৩৭৩ দায়রা আদালত সিদ্ধান্ত ও দণ্ডাজ্ঞার নকল জেলা ম্যাজিস্ট্রেটের নিকট প্রেরণ করবেন
দায়রা আদালত কর্তৃক বিচারের ক্ষেত্রে উক্ত আদালত তার সিদ্ধান্ত ও দণ্ডাজ্ঞার (যদি থাকে) একটি নকল যে চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বা চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট কিংবা, ক্ষেত্রমত, জেলা ম্যাজিস্ট্রেট এর এখতিয়ারের স্থানীয় সীমার মধ্যে বিচার অনুষ্ঠিত হয়েছে তার নিকট পাঠাবেন।