- Get link
- X
- Other Apps
Chapter 17
Of the Commencement of Proceedings before Megistrate
ম্যাজিস্ট্রেট এর কার্যক্রম শুরু সম্পর্কিত
Issue of Process
পরোয়ানা ইস্যু
ধারা ২০৪ পরােয়ানা ইস্যু
১) কোন অপরাধ আমলে আনয়নকারী ম্যাজিস্ট্রেট যদি মনে করেন যে, কার্যক্রম গ্রহণ করার মত পর্যাপ্ত কারণ আছে এবং ঘটনাটি এইরূপ যে, প্রথম পর্যায়ে দ্বিতীয় তফসিলের চতুর্থ কলাম অনুসারে একটি সমন দেওয়া যেতে পারে, তা হলে তিনি আসামির হাজির হওয়ার জন্য সমন ইস্যু করবেন। ঘটনাটি যদি এইরূপ প্রতীয়মান হয় যে, উক্ত কলাম অনুসারে প্রথম পর্যায়েই পরােয়ানা দেওয়া সমীচীন, তা হলে তিনি উহা দিতে পারবেন, অথবা তিনি যদি উপযুক্ত বলে মনে করেন, তা হলে অসামিকে কোন নির্দিষ্ট সময়ে তার নিজের কিংবা (নিজের এখতিয়ার না থাকলে) অপর কোন এখতিয়ারবান ম্যাজিস্ট্রেটের নিকট হাজির করার বা হাজির হওয়ার জন্য সমন ইস্যু করতে পারেন।
১ক) ফরিয়াদী পক্ষের সাক্ষীদিগের তালিকা দাখিল না করা হলে আসামির বিরুদ্ধে উপ-ধারা (১) এর অধীন কোন সমন বা পরােয়ানা ইস্যু করা যাবে না।
১খ) লিখিত নালিশের ভিত্তিতে উপ-ধারা (১) এর অধীন ইস্যুকৃত সমন বা পরােয়ানা ইস্যুকরার সময় তার সাথে নালিশের একটি নকল সংযুক্ত করতে হবে।
২) অত্র ধারার কোন বিধান ধারা ৯০ এর বিধানসমূহকে প্রভাবিত করবে বলে গণ্য করা যাবে না।
৩) বর্তমানে বলবৎ কোন আইন বলে সমন বা পরােয়ানার জন্য কোন ফি বা অপর কোন কি পরিশােধ না হওয়া পর্যন্ত সমন বা পরােয়ানা প্রদান করা হবে না এবং এই ফি যদি যুক্তিসংগত সময়ের মধ্যে পরিশােধ করা না হয়, তা হলে ম্যাজিস্ট্রেট নালিশ খারিজ করতে পারবেন।
ধারা ২০৫ ম্যাজিস্ট্রেট আসামির ব্যক্তিগত হাজিরা মাফ করতে পারেন
১) যখন কোন ম্যাজিস্ট্রেট সমন জারি করেন, তখন যুক্তিসঙ্গত কারণ থাকলে তিনি আসামিকে ব্যক্তিগত হাজিরা হতে রেহাই দিয়া তাকে কৌসুলীর মারফত হাজির হওয়ার অনুমতি দিতে পারবেন।
২) কিন্তু তদন্ত বা বিচারাধীন ম্যাজিস্ট্রেট তার সু-বিবেচনা অনুসারে মােকদ্দমার যেকোন পর্যায়ে আসামিকে ব্যক্তিগতভাবে উপস্থিত হওয়ার নির্দেশ দিতে পারবেন এবং প্রয়ােজনবােধে ইতােপূর্বে বর্ণিত পদ্ধতিতে তাকে হাজির হতে বাধ্য করতে পারবেন।
ধারা ২০৫গ একমাত্র দায়রা আদালত কর্তৃক বিচার্য মােকদ্দমা ইহার নিকট হস্তান্তর
পুলিশ রিপাের্টের ভিত্তিতে কিংবা অন্য কোনরূপে মােকদ্দমা দায়ের করার পর আসামি হাজির হলে বা তাকে ম্যাজিস্ট্রেটের নিকট হাজির করা হলে ম্যাজিস্ট্রেটের নিকট যদি প্রতীয়মান হয় যে, অপরাধটি একমাত্র দায়রা আদালতেই বিচার্য, তা হলে তিনি-
ক) মােকদ্দমাটি দায়রা আদালতে প্রেরণ করবেন;
খ) জামিন সম্পর্কে উক্ত কার্যবিধির বিধানসমূহের শর্তসাপেক্ষে বিচারকালে এবং উহা শেষ না হওয়া পর্যন্ত আসামিকে হাজতে রাখার জন্য প্রেরণ করবেন;
গ) সাক্ষ্যের জন্য উপস্থাপন করতে হলে এইরূপ দলিল ও জিনিসপত্র যদি থাকে ঐ সমস্তসহ কেইস রেকর্ড সেই আদালতে প্রেরণ করবেন;
ঘ) সরকারি কৌসুলীকে দায়রা আদালতে এই মামলা হস্তান্তর সম্পর্কে নােটিশ দিবেন।
ধারা ২০৫গগ চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট, ইত্যাদির নিকট মােকদ্দমার প্রেরণ
১) পুলিশ রিপাের্টের ভিত্তিতে অথবা অন্য উপায়ে দায়ের করা কোন মােকদ্দমায় আসামি ম্যাজিস্ট্রেটের নিকট হাজির হলে বা তাকে হাজির করা হলে বা ইহা যদি ম্যাজিস্ট্রেটের নিকট প্রতিয়মান হয় যে, অপরাধটি একান্তভাবে চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বা চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট কর্তৃক বিচার্য তবে তিনি নিম্নবর্ণিত পদক্ষেপ গ্রহণ করবেন-
ক) মােকদ্দমাটি চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বা ক্ষেত্রমতে, চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটের নিকট প্রেরণ করবেন;
খ) জামিন সম্পর্কে এই কার্যবিধির বিধানের শর্ত সাপেক্ষে মােকদ্দমা বিচারকালে তা শেষ না হওয়া অবধি কয়েদিকে হেফাজতে রাখার জন্য প্রেরণ করবেন;
গ) সাক্ষ্যের জন্য উপস্থাপন করতে হবে এইরূপ যাবতীয় দলিলপত্র বা জিনিসপত্র, যদি থাকে, এবং মােকদ্দমার নথিপত্র চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট অথবা চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের নিকট প্রেরণ করিবেন।
২) চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট বা চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট উপ-ধারা (১) এর অধীন কোন মােকদ্দমা বা এইরূপ যে কোন শ্রেণীর মােকদ্দমা গ্রহণ করার পর তার অধীনস্থ অতিরিক্ত চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বা অতিরিক্তি চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট দ্বারা বিচারের নির্দেশ দিতে পারেন।
ধারা ২০৫ঘ একই অপরাধ সম্পর্কে নালিশী মােকদ্দমা ও পুলিশী তদন্ত চলতে থাকলে। অনুসরণীয় পদ্ধতি
১) পুলিশ রিপাের্ট ছাড়া অন্য প্রকারে দায়েরকৃত মােকদ্দমার (অতঃপর নালিশী মামলা বলে উল্লিখিত) অনুসন্ধান বা বিচার চলাকালে যদি সংশ্লিষ্ট ম্যাজিস্ট্রেটের নিকট দৃষ্টিগােচর করা হয় যে, তার আদালতে অনুসন্ধান বা বিচারাধীন অপরাধটি সম্পর্কে একটি পুলিশী তদন্ত চলতেছে, তখন উক্ত ম্যাজিস্ট্রেট তার দ্বারা পরিচালিত অনুসন্ধান বা বিচার কার্য স্থগিত রাখিবেন এবং উক্ত বিষয় সম্পর্কে তদন্তকারি পুলিশ কর্মকর্তার রিপাের্ট তলব করবেন।
২) যদি তদন্তকারি পুলিশ কর্মকর্তা ধারা ১৭৩ এর অধীন রিপাের্ট পেশ করেন এবং এইরূপ রিপাের্টের ভিত্তিতে ম্যাজিস্ট্রেট যে ব্যক্তি নালিশী মােকদ্দমার আসামি তার বিরুদ্ধে অপরাধ আমলে নেন, তা হলে ম্যাজিস্ট্রেট নালিশী মামলা এবং পুলিশ রিপাের্টের ভিত্তিতে দায়েরকৃত মােকদ্দমা একই সাথে অনুসন্ধান বা বিচার করতে পারবেন যেন উভয় মামলাই পুলিশ রিপাের্টের ভিত্তিতে দায়ের হয়েছে।
৩) পুলিশ রিপাের্টে যদি নালিশী মােকদ্দমার কোন আসামি জড়িত না হয়, বা পুলিশ রিপাের্টের ভিত্তিতে ম্যাজিস্ট্রেট যদি কোন অপরাধ আমলে গ্রহণ করেন, তা হলে তিনি যে অনুসন্ধান বা বিচার স্থগিত রেখেছিলেন, অত্র কার্যবিধির বিধান অনুসারে সেই অনুসন্ধান বা বিচার কার্যে অগ্রসর হবেন।