- Get link
- X
- Other Apps
Part 3 তৃতীয় ভাগ General Provisions Criminal Procedure Code
সাধারণ বিধানাবলী
Chapter 4 চতুর্থ অধ্যায়
Of Aid and Information to the Magistrates, the Police and Persons making Arrests
ম্যাজিস্ট্রেট, পুলিশ ও গ্রেফতারকারী ব্যক্তিগণকে সাহায্য প্রদান ও তথ্য প্রদান
ধারা ৪২ জনসাধারণ যেক্ষেত্রে ম্যাজিস্ট্রেট ও পুলিশকে সাহায্য করবেন
কোন ম্যাজিস্ট্রেট জুডিসিয়াল বা নির্বাহী অথবা পুলিশ অফিসার যুক্তিসঙ্গতভাবে সাহায্য চাইলে, প্রত্যেক ব্যক্তি
ক) অন্য কোন ব্যক্তিকে, যে ব্যক্তিকে গ্রেফতার করার জন্য উক্ত ম্যাজিস্ট্রেট বা পুলিশ অফিসার ক্ষমতাপ্রাপ্ত হয়েছেন, গ্রেফতার করতে বা তার পলায়ন প্রতিরােধ করতে;
খ) শান্তিভঙ্গের আশংকা প্রতিরােধ অথবা শাস্তিভঙ্গ দমন করতে অথবা রেলপথ, খাল, টেলিগ্রাফ বা সরকারি সম্পত্তির প্রতি ক্ষতির প্রচেষ্টা প্রতিরােধে সাহায্য করতে বাধ্য।
ধারা ৪৩ পুলিশ অফিসার ব্যতিত ওয়ারেন্ট জারিকারি অন্য ব্যক্তিকে সহযােগিতা প্রদান
যেক্ষেত্রে পুলিশ অফিসার ব্যতিত ওয়ারেন্ট কার্যকরি করার জন্য অন্য কোন ব্যক্তিকে নির্দেশ প্রদান করা হয় এবং তিনি কাছে থেকে উক্ত ওয়ারেন্ট কার্যকরি করেন, সেক্ষেত্রে অন্য কোন ব্যক্তি তাকে ওয়ারেন্ট কার্যকরি করতে সহযােগিতা করতে পারেন।
ধারা ৪৪ জনসাধারণ নির্দিষ্ট কিছু অপরাধীদের সংবাদ দিবেন
১) কোন ব্যক্তি দণ্ডবিধি (১৮৬০ সনের ৪৫নং আইন) এর ধারা-১২১, ১২১-ক, ১২২, ১২৩, ১২৪, ১২৪-ক, ১২৫, ১২৬, ১৩০, ১৪৩, ১৪৪, ১৪৫, ১৪৭, ১৪৮, ৩০২, ৩০৩, ৩০৪, ৩৮২, ৩৯২, ৩৯৩, ৩৯৪, ৩৯৫, ৩৯৬, ৩৯৭, ৩৯৮, ৩৯৯, ৪০২, ৪৩৫, ৪৩৬, ৪৪৯, ৪৫০, ৪৫৬, ৪৫৭, ৪৫৮, ৪৫৯ ও ৪৬০ মােতাবেক দণ্ডযােগ্য কোন অপরাধ সংঘটিত হয়েছে অথবা অপর কোন ব্যক্তি করার অভিপ্রায়ে আছে এরূপ অবগত থাকা প্রত্যেক ব্যক্তি যথাযথ কারণের অনুপস্থিতিতে, যা প্রমাণ করার দায়িত্ব উক্ত অবগত থাকার ব্যক্তির উপর বর্তায়, অবিলম্বে ঐ সংঘটন বা অভিপ্রায়ের সংবাদ নিকটস্থ ম্যাজিস্ট্রেট অথবা পুলিশ অফিসারকে তৎক্ষণাৎ অবগত করাবেন।
২) এই ধারার প্রয়ােজনের কারণে, অপরাধ বলতে বাংলাদেশের বাহিরে কোন স্থানে করা যে কোন কাজকেও বুঝাবে যে কাজ বাংলাদেশে করা হলে অপরাধ মর্মে পরিগণিত হত।
ধারা ৪৫ গ্রাম-প্রধান, হিসাবরক্ষক, জমি মালিক ও অন্যান্য কতিপয় ব্যক্তি নির্দিষ্ট কিছু বিষয় সম্বন্ধে সংবাদ প্রদানে বাধ্য
১) প্রত্যেক গ্রাম প্রধান গ্রামের হিসাবরক্ষক, গ্রামের চৌকিদার, গ্রামের পুলিশ কর্মকর্তা, জমির মালিক অথবা দখলকারের এবং এইরূপ জমির পরিচালনার দায়িত্বপ্রাপ্ত উক্ত মালিক বা দখলকারের প্রতিনিধি এবং সরকার বা কোর্ট অব ওয়ার্ডস্ এর পক্ষ থেকে জমির রাজস্ব বা খাজনা আদায়ার্থে নিযুক্ত প্রত্যেকটি কর্মকর্তা নিম্নে বর্ণিত বিষয়সমূহ সম্বন্ধে, তিনি অবগত থাকিলে ম্যাজিস্ট্রেট বা নিকটস্থ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে, দুইটির মধ্যে যেইটি সর্বাপেক্ষা নিকট, তৎক্ষণাৎ অবগত করাবেন-
ক) তিনি যে গ্রামের গ্রামপ্রধান, হিসাবরক্ষক, চৌকিদার, বা পুলিশ-কর্মকর্তা, বা জমির মালিক, বা দখলকার বা প্রতিনিধি, বা রাজস্ব বা খাজনা উসুল করেন, ঐ গ্রামে চোরাইমালের কোন দুর্দান্ত প্রকৃতির গ্রাহক বা বিক্রেতার স্থায়ী বা অস্থায়ী বাসস্থান;
খ) উক্তরূপ গ্রামের মধ্যে আশ্রয় গ্রহণকারি বা গ্রামের ভিতর দিয়া যাতায়াতকারি কোন ব্যক্তি, যাকে তিনি ঠগ, ডাকাত, পলাতক আসামি বা অপরাধী ব্যক্তি মর্মে ঘােষিত মর্মে অবগত আছেন বা তাকে এই ধরণের ব্যক্তি হিসাবে মনে করার যৌক্তিক কারণ আছে;
গ) উক্তরূপ গ্রামে বা গ্রামের নিকটস্থ স্থানে কোন জামিন অযােগ্য অপরাধ বা দণ্ডিবিধি (১৮৬০ সনের ৪৫ নং আইন) এর ধারা-১৪৩, ১৪৪, ১৪৫, ১৪৭ বা ১৪৮ ধারা মােতাবেক দণ্ডযােগ্য কোন অপরাধ সংঘটন বা এইরূপ অপরাধ সংঘটনের সংকল্প;
ঘ) উক্তরূপ গ্রাম বা গ্রামের নিকটস্থ স্থানে কোন আকস্মিক অথবা অস্বাভাবিক মৃত্যু বা সন্দেহজনক পরিস্থিতিতে কোন মৃত্যু বা উক্তরূপ গ্রামে বা গ্রামের নিকটস্থ স্থানে এমন পরিস্থিতিতে কোন লাশ বা লাশের কিয়দংশ আবিষ্কার যার কারণে যৌক্তিকভাবে সন্দেহের সৃষ্টি হতে পারে যে, এইরূপ মৃত্যু ঘটেছে, বা এইরূপ গ্রাম থেকে এমন পরিস্থিতিতে কোন লােকে নিখোঁজ হওয়া, যার ফলে যৌক্তিকভাবে সন্দেহ দেখা দিতে পারে যে, উক্ত লােকটি সম্বন্ধে কোন জামিন অযােগ্য অপরাধ সংঘটন করা হয়েছে;
ঙ) বাংলাদেশের বাহিরে কোন স্থানে উক্তরূপ গ্রামের নিকটস্থ কোন জায়গায় এহেন কোন কার্য সংঘটন বা সংঘটনের অভিপ্রায় করা, যা বাংলাদেশে করা হলে দণ্ডবিধি (১৮৬০ সনের ৪৫নং আইন) এর ধারা-২৩১, ২৩২ ২৩৩, ২৩৪, ২৩৫ ২৩৬, ২৩৭, ২৩৮, ৩০২, ৩০৪, ৩৮২, ৩৯২, ৩৯৩, ৩৯৪, ৩৯৫, ৩৯৬, ৩৯৭, ৩৯৮ ৩৯৯, ৪০২, ৪৩৫, ৪৩৬, ৪৪৯, ৪৫০, ৪৫৭, ৪৫৮, ৪৬০, ৪৮৯-ক, ৪৮৯-খ, ৪৮৯-গ ৪৮৯-ঘ মােতাবেক দণ্ডযােগ্য হত;
চ) এমন কোন ব্যাপার, যা শৃংখলা রক্ষা বা অপরাধ প্রতিরােধ বা ব্যক্তি বা সম্পত্তির নিরাপত্তায় ব্যাঘাত সৃষ্টি করতে পারে, সে সম্পর্কে সরকারের পূর্ব অনুমােদন সাপেক্ষে জেলা ম্যাজিস্ট্রেট সাধারণ বা বিশেষ আদেশের মাধ্যমে তাকে তথ্য সরবরাহের নির্দেশ প্রদান করেছেন।
২) এই ধারায়
অ) গ্রাম বলতে গ্রামের জমিও বুঝায়; এবং
আ) অপরাধী বলিয়া ঘােষিত ব্যক্তি বলতে সেই সকল ব্যক্তিও অন্তর্ভুক্ত হয়, যারা সরকার কর্তৃক বাংলাদেশের কোন অংশে স্থাপিত বা বহাল কোন আদালত বা কর্তৃপক্ষ কর্তৃক সেই সকল কার্য সম্পর্কে অপরাধী মর্মে ঘােষিত হয়েছে, যে কাজ বাংলাদেশে যদি করা হত, তা হলে দণ্ডবিধি (১৮৬০ সনের ৪৫নং আইন) এর ধারা-৩০২, ৩০৪, ৩৮২, ৩৯২, ৩৯৩, ৩৯৪, ৩৯৫, ৩৯৬, ৩৯৭ ৩৯৮, ৩৯৯, ৪০২, ৪৩৫, ৪৩৬, ৪৪৯, ৪৫০,
৪৫৭, ৪৫৮, ৪৫৯, ও ৪৬০ মােতাবেক দণ্ডযােগ্য হত।
অত্র ধারার উদ্দেশ্য বাস্তবায়নার্থে কিছু নির্দিষ্ট ক্ষেত্রে জেলা ম্যাজিস্ট্রেট দ্বারা গ্রাম-প্রধান নিয়ােগ প্রদান
৩) সরকার কর্তৃক এ সম্পর্কে প্রণীতব্য নিয়মকানুন মােতাবেক জেলা ম্যাজিস্ট্রেট, অন্য কোন আইন মােতাবেক কোন গ্রামের জন্য গ্রাম-প্রধান নিযুক্ত হউক, বা না হউক, সময়ে সময়ে এক বা একাধিক ব্যক্তিকে তার বা তাদের সম্পত্তি লইয়া অত্র ধারানুযায়ি উক্ত গ্রামে গ্রাম-প্রধানের কর্তব্য সম্পাদনের লক্ষ্যে নিযুক্ত করতে পারেন।