- Get link
- X
- Other Apps
Section 94 Supplemental Proceedings Civil Procedural Law
ধারা ৯৪। অতিরিক্ত কাৰ্যব্যবস্থা। দেওয়ানী কার্যবিধি আইন
ধারা ৯৪। অতিরিক্ত কাৰ্যব্যবস্থা নির্ধারিত থাকলে ন্যায় বিচার পরাভূত নিরােধ করতে আদালত
ক) বিবাদীকে গ্রেফতার করার পরােয়ানা জারি করা এবং আদালতে তার উপস্থিতির জন্য কোন জামানত প্রদান করবে না তার কারণ দর্শাইবার জন্য তাকে আদালতে হাজির করাতে এবং সে যদি জামানত এর জন্য আদেশ পালনে ব্যর্থ হয়, তবে তাকে দেওয়ানি কারাগারে আটক রাখা;
খ) বিবাদী তার কোন সম্পত্তি আদালতে উপস্থিত করানাের জন্য এবং উক্ত সম্পত্তি আদালতের এখতিয়ারে দেওয়ার জন্য জামানত প্রদান করতে নির্দেশ দেয়া বা যে কোন সম্পত্তি ক্রোক করার আদেশ দেওয়া;
গ) অস্থায়ী নিষেধাজ্ঞা মঞ্জুর করতে পারে এবং অমান্য করলে দোষী লােককে দেওয়ানি কারাগারে আটক করা এবং তার সম্পত্তি ক্রোকাবদ্ধ এবং নিলামে বিক্রয় করতে আদেশ প্রদান করা।
ঘ) যে কোন সম্পত্তির তত্ত্বাবধায়ক নিযুক্ত করা এবং তার সম্পত্তি ক্রোক ও নিলামে বিক্রয় করে তার কর্তব্য সম্পাদন করতে বাধিত করা;
ঙ) আদালতের নিকট ন্যায্য এবং সুবিধাজনক মনে হলে, অনুরূপ অন্তর্বর্তীকালীন আদেশ দান করতে পারে।
ধারা ৯৫। অপর্যাপ্ত কারণে গ্রেফতার, ক্রোক ও নিষেধাজ্ঞার আদেশ লাভ করলে ক্ষতিপূরণ
১) যখন পূর্ববর্তী শেষ ধারার অধীন যে কোন মামলায় গ্রেফতার বা ক্রোক কার্যকর করা হয়ে থাকলে বা অস্থায়ী নিষেধাজ্ঞা জারি করা হলে
ক) যদি আদালতের নিকট বােধগম্য হয় যে, অনুরূপ গ্রেফতার বা ক্রোক বা নিষেধাজ্ঞা অপর্যাপ্ত কারণে প্রয়ােগ করা হয়েছে, কিংবা
খ) যদি বাদীপক্ষ ব্যর্থ হয়, এবং আদালতের নিকট প্রতিয়মান হয় যে, মামলা দায়ের করার কোন যুক্তিযুক্ত বা সম্ভাব্য কারণ ছিল না। তবে বিবাদী আদালতের নিকট আবেদন করতে পারে এবং আদালত উক্তরূপ আবেদনের পরিপ্রেক্ষিতে বিবাদীর ব্যয় বা অনিষ্ট হবার জন্য যে পরিমাণ যুক্তিযুক্ত ক্ষতিপূরণ অনুমিত হয়, তার কারণে বাদীর বিরুদ্ধে ইহার যুক্তিসঙ্গতরূপে অনধিক দশ হাজার টাকা ক্ষতিপূরণ প্রদানের নির্দেশ দিতে পারেন। তবে শর্ত থাকে যে, এই ধারানুযায়ী আদালত ইহার আর্থিক এখতিয়ারের অধিক পরিমাণের টাকা প্রদানের নির্দেশ দিবে না।
২) অনুরূপ আবেদনের প্রেক্ষিতে কোন আদেশ দেয়া হয়ে থাকলে উহা এরূপ গ্রেফতার, ক্রোক বা ইনজাংশনের ব্যাপারে ক্ষতিপূরণের মামলাকে বারিত করবে। (২০০৩ সনের ৪০নং আইন দ্বারা সংশােধিত)।