- Get link
- X
- Other Apps
Section 91 Public Nuisances Representative Suits Civil Procedure Code
ধারা ৯১ প্রতিনিধিত্বমূলক মামলা গণ উৎপাত - দেওয়ানী কার্যবিধি আইন
ধারা ৯১। গণ উৎপাত Public Nuisances
১) গণউৎপাতের ক্ষেত্রে বিশেষ ক্ষতির কারণ না হলেও অ্যাটর্নি জেনারেল বা অ্যাটর্নি জেনারেল এর লিখিত সম্মতিপ্রাপ্ত দুই বা ততােধিক লােক ঘোষণা এবং নিষেধাজ্ঞা বা মামলার পরিস্থিতির আলােকে অন্যকোন যথাযথ প্রতিকারের জন্য মামলা করতে পারে।
২) এই ধারার বিধান বহির্ভূত মামলা করার অধিকারকে এই ধারার কোন বিধানই সীমিত বা অন্যভাবে প্রভাবিত করবে না।
প্রতিনিধিত্বমূলক মামলার ৯১ ধারার বিশ্লেষণ
প্রতিনিধিত্বমূলক মামলা রুজু করা যায়-
বাংলাদেশের সরকারের অ্যাটর্নি জেনারেলের লিখিত অনুমতিক্রমে এই ধরণের মামলা রুজু করা যায়। ১৯০৮ সনের দেওয়ানি কার্যবিধি আইনের ৯১ ধারায় প্রতিনিধিত্বমূলক মামলার জন্য অ্যাটর্নি জেনারেলের সম্মতির প্রয়ােজনীয়তা সম্বন্ধে বর্ণনা করা হয়েছে । প্রতিনিধিত্বমূলক মামলা (Representative Suits) রুজু করার বিশেষ কার্যক্রম সম্পর্কে এই আইনের ৯১ (১) ধারায় বিশেষ ধরণের ক্ষতি না হয়ে থাকলেও অ্যাটর্নি জেনারেল অথবা অ্যাটর্নি জেনারেলের লিখিত অনুমতিক্রমে অপর দুই বা ততােধিক ব্যক্তি একটি মামলা দায়ের করে কোন ঘােষণা, ইনজাংশন বা পরিস্থিতি বিবেচনার জন্য কোন প্রতিকার দাবি করতে পারেন। একই আইনের ৯২ (২) ধারায় বলা হয়েছে যে, অত্র ধারার বিধান সমূহের বাহিরে যদি কোন মামলা দায়ের করার ব্যাপারে কাহারও কোন অধিকার থাকিয়া থাকে, তবে এতদ্বারা তা কোনভাবেই সীমাবদ্ধ বা প্রভাবিত হবে না।
এইভাবে, দেওয়ানি কার্যবিধির ৯১ ধারার বিধান সাপেক্ষে, অ্যাটর্নি জেনারেলের লিখিত অনুমতিক্রমে প্রতিনিধিত্বমূলক মামলা রুজু করা যেতে পারে। অ্যাটর্নি জেনারেল ছাড়াও অপর দুই বা ততােধিক ব্যক্তি প্রতিকার লাভের উদ্দেশ্যে এই ধরনের মামলা রুজু করতে পারেন। বাণিজ্যিক এলাকায় অবস্থিত কোন ব্যবসা প্রতিষ্ঠানের শােরগােল সৃষ্টি করে এ অজুহাতে তা বন্ধ করে দেবার আদেশ দেয়া যায় না।
ধারা ৯২। জনসাধারণের দাতব্য প্রতিষ্ঠান
সর্বসাধারণের উদ্দেশ্যে প্রস্তুতকৃত দাতব্য বা ধর্মীয় প্রকৃতির প্রকাশ বা নিহিত ট্রাষ্টের অভিযােগে আনয়নকৃত কোন ধরনের সংঘটনের ক্ষেত্রে বা যখন ট্রাষ্টের প্রশাসনের জন্য আদালতের নির্দেশনার প্রয়ােজন অনুভব হয়, তখন অ্যাটর্নি জেনারেল বা ট্রাষ্টের স্বার্থ বিষয়ক দুই বা তার অধিক লােক অ্যাটর্নি জেনারেল লিখিতভাবে অনুমােদিত হয়ে মূল এখতিয়ার সম্পন্ন প্রধান সিভিল কোর্টে বা যে এখতিয়ারের স্থানীয় সীমারেখায় ট্রাষ্টের বিষয়ের সামগ্রিক বা কোন অংশ অবস্থিত উক্ত স্থানীয় সীমারেখায় এই উদ্দেশ্যে সরকার দ্বারা ক্ষমতায় আসীন হয়ে অপর কোনরূপ আদালতে-
ক) কোন অছিকে অপসারণ করার;
খ) নুতন অছি নিয়ােগ করার;
গ) অছির অনুকুলে কোন সম্পত্তি অর্পণ করার;
ঘ) হিসাব দাখিল এবং অনুসন্ধানের নির্দেশ প্রদান;
ঙ) ট্রাষ্টভুক্ত সম্পত্তির কি পরিমাণ অংশ বা তাতে অবস্থিত স্বার্থ ট্রাষ্টের কোন বিশেষ উদ্দেশ্যে বন্টন করা হবে সে সম্পর্কে ঘােষণা করার;
চ) ট্রাষ্টভুক্ত সম্পত্তির সামগ্রিক বা কোন আংশিকভাবে ভাড়া প্রদান, বিক্রয় করা, বন্ধক দেয়া বা বিনিময় করতে ক্ষমতা প্রদান করার;
ছ) কোন পরিকল্পনার কার্য সম্পাদন করার; বা
জ) মামলার ধরণ অনুপাতে প্রয়ােজনীয় অনুরূপ আরাে বা অন্য প্রতিকার মঞ্জুর করার জন্য ডিক্রী লাভ করতে প্রতিদ্বন্দিতা বা অ-প্রতিদ্বন্দিতামূলক মামলা করতে পারে।
২) ধর্মীয় দান আইন, ১৮৬৩ (১৮৬৩ সনের ২নং আইন) এর বিধান ছাড়া উক্তরূপ আইনে বর্ণিত ট্রাষ্ট সম্পর্কে (১) উপ-ধারায় উল্লেখিত প্রতিকার গুলাে দাবি করে উক্ত উপ-ধারার বিধানের সাথে মিল ছাড়া কোনরূপ মামলা করা যাবে না।
৯২ ধারার বিশ্লেষণ
প্রতিনিধিত্ব মূলক মামলা করার উদ্দেশ্য
প্রতিনিধিত্বমূলক মামলা কি উদ্দেশ্যে রুজু করা হয় তা সম্পর্কে দেওয়ানি কার্যবিধি ১৯০৮ এর ধারা-৯২ এ বলা হয়েছে। উক্ত ধারায় বলা হয়েছে যে, সর্বসাধারণের উদ্দেশে প্রস্তুতকৃত দাতব্য কিংবা ধর্মীয় প্রকৃতির প্রকাশ কিংবা নিহিত ট্রাষ্টের অভিযােগে আনয়নকৃত কোন ধরণের সংঘটনের ক্ষেত্রে বা যখন ট্রাষ্টের প্রশাসনের জন্য আদালতের নির্দেশনার প্রয়ােজন অনুভব হয়, তখন অ্যাটর্নি জেনারেল বা ট্রাষ্টের স্বার্থ সম্পর্কিত দুই বা তার অধিক ব্যক্তি অ্যাটর্নি জেনারেলের লিখিতভাবে অনুমােদিত হয়ে মুল এখতিয়ার সম্পন্ন প্রধান সিভিল কোর্টে বা যে এখতিয়ারের স্থানীয় সীমারেখায় ট্রাষ্টের বিষয়ের সামগ্রিক বা কোন অংশে অবস্থিত উক্ত স্থানীয় সীমারেখায় অত্র উদ্দেশ্যে সরকার কর্তৃক ক্ষমতায় আসীন হয়ে অপর কোনরূপ আদালতে-
(ক) কোন অছিকে অপসারণ করার;
(খ) নৃতন অছি নিয়ােগ করার;
(গ) অছির অনুকূলে কোন সম্পত্তি অর্পণ করার;
(ঘ) হিসাব দাখিল এবং অনুসন্ধানের নির্দেশ প্রদান;
(ঙ) ট্রাষ্টভুক্ত সম্পত্তির কি পরিমাণ অংশ বা তাতে অবস্থিত স্বার্থ ট্রাষ্টের কোন বিশেষ উদ্দেশ্যে বন্টন করা হবে সে সম্পর্কে ঘােষণা করার;
(চ) ট্রাষ্টভুক্ত সম্পত্তির সামগ্রিক বা কোন আংশিকভাবে ভাড়া প্রদান, বিক্রয় করা, বন্ধক দেওয়া বা বিনিময় করতে ক্ষমতা প্রদান করার;
(ছ) কোন পরিকল্পনার কার্য সম্পাদন করার; বা
(জ) মামলার ধরণ অনুপাতে প্রয়ােজনীয় অনুরূপ আরাে বা অন্য প্রতিকার মধুর জন্য ডিক্রী লাভ করতে প্রতিদ্বন্দ্বিতা কিংবা অ-প্রতিদ্বন্দ্বিতামূলক মামলা দায়ের করতে পারে।
উপরিউক্ত ট্রাস্টের লক্ষ্যেই একটি প্রতিনিধিত্ব মামলা রুজু করা যায়। ট্রাষ্ট সর্বদা সামষ্টিক হতে হবে, ব্যক্তিগত নয়।
ধারা ৯৩। অ্যাটর্নি জেনারেলের ক্ষমতা প্রয়োগ
অ্যাটর্নি জেনারেল এর উপর ৯১ ও ৯২ ধারা মোতাবেক ক্ষমতা সরকারের পূর্ব অনুমতি গ্রহণ পূর্বক কালেক্টর বা সরকার এই ব্যাপারে নিয়োজিত করতে পারে এরূপ কোন কর্মকর্তাও প্রয়োগ করতে পারে।