- Get link
- X
- Other Apps
Section 60 Attachment - Civil Procedure Code
ধারা ৬০ ডিক্রীজারিতে সম্পত্তি ক্রোক এবং বিক্রির জন্য দায়ী - দেওয়ানী কার্যবিধি আইন
ধারা ৬০ ডিক্রী জারিতে সম্পত্তি ক্রোক এবং বিক্রির জন্য দায়ী
নিম্নবর্ণিত সম্পত্তিগুলাে ক্রোক ও বিক্রির জন্য ডিক্রী জারি করা যাবে, যথা জমি, গৃহ বা অপরাপর দালান কোঠা, মালামাল, টাকা, ব্যাংক নােট, চেক, বিল অব এক্সচেঞ্জ, হুন্ডি, প্রমিসরি নােট, ইমারত, সরকারি ঋণপত্র, বন্ড বা অন্যবিধ সিকিউরিটি, দেনা, কোম্পানির শেয়ার এবং অতঃপর এখানে বর্ণিতগুলাে ছাড়া সাব্যস্ত দেনাদারের অন্য সমস্ত প্রকার স্থাবর অস্থাবর বিক্রয়যােগ্য সম্পত্তি বা এরূপ সম্পত্তি যার উপর বা যা হতে প্রাপ্য আয় সাব্যস্ত দেনাদারের নিজের প্রয়ােজনে ব্যয়ের অধিকার রয়েছে, অনুরূপ সম্পত্তি উক্ত সাব্যস্ত দেনাদারের নিজের নামেই থাকুক বা তার জিম্মাদারীতে বা তার অন্য নামেই থাকুক। তবে শর্ত থাকে যে, নিম্নবর্ণিত অনুরূপ জিনিসগুলাে ক্রোক বা নিলামে বিক্রয় করা যাবে না।
ক) সাব্যস্ত দেনাদার, তার স্ত্রী এবং সন্তানগণের আবশ্যকীয় পরিধেয় বস্ত্রাদি, রান্নার বাসন-পত্রাদি, বিছানা-পত্র এবং এমন গহনা, যা ধর্মীয় বিধান অনুসারে কোন মহিলার পক্ষে হাত ছাড়া ফেলা সম্ভব নয় ।
খ) কারিগরের হাতিয়ার, যদি সাব্যস্ত দেনার একজন কৃষিজীবী হন, তবে তার চাষের হাতিয়ার, ক্ষেত বা চাষীজীবীর গাে-মহিষাদি এবং বীজশস্য যা দেওয়ানি আদালতের বিচারিক বিবেচনায় তার জীবীকা ও চাষাবাদের জন্য দরকার এবং এমনরূপ সব কৃষিজাত পণ্য, যা উক্ত কার্যবিধির পরবর্তী ধারানুযায়ী দায়মুক্ত বলে ঘােষিত;
গ) কোন কৃষক বা চাষীর বাসগৃহ ও অপরাপর গৃহ (উহার সরঞ্জামসহ অবস্থান, তার সাথে সম্পর্কযুক্ত অন্য ভূমি) যা তাদের ব্যবহারের জন্য প্রয়ােজনীয়।
ঘ) হিসেবের খাতাপত্র;
ঙ) ক্ষতিপূরণ এর মামলা দায়েরের অধিকার মাত্র;
চ) ব্যক্তিগত সেবার অধিকার;
ছ) সরকারি পেনশন ভােগীদের প্রাপ্য সমস্ত প্রকার মঞ্জুরীকৃত বৃত্তি ও আনুতােষিক বা সরকার দ্বারা এতদুদ্দেশ্যে সরকারি গেজেটে বিজ্ঞপ্তির দ্বারা যে কোন চাকরিতে পারিবারিক পেনশন তহবিল হতে বৃত্তি বা আনুতােষিক এবং রাজনৈতিক পেনশন;
জ) টাকায় বা প্রকারে প্রদেয় শ্রমিক এবং গৃহ ভৃত্যের বেতন বা পারিশ্রমিক;
ঝ) প্রথম একশত টাকা পরিমাণের বেতন এবং বাদবাকি বেতনাদির টাকার অর্ধেক। তবে শর্ত থাকে যে, রাষ্ট্রের একজন কর্মচারী, রেলওয়ের, বা স্থানীয় কর্তৃপক্ষের একজন কর্মচারীর বেতনের যে অংশ ক্রোকের যােগ্য এবং ক্রমাগত বা একনাগারে সর্বমােট ২৪ মাস যাবত ক্রোক যদি একই ডিক্রীর দরুন হয়ে থাকে, তা হলে উক্ত ডিক্রীর কারণে ক্রোক হতে উহা চূড়ান্তভাবে অব্যাহতি পাবে;
ঞ) যাদের বেতন ও ভাতার উপর ১৯৯২ সনের আর্মি এ্যাক্ট, ১৯৬১ সনের নেভি অর্ডিন্যান্স বা ১৯৫৩ সনের এয়ার ফোর্স এ্যাক্ট এ প্রয়ােগযােগ্য তাদের বেতন এবং ভাতাদি;
ট) সমস্ত ধরণের বাধ্যতামূলক সঞ্চয় এবং ভবিষ্যৎ তহবিল আইন, [১৯২৫] সনের অধীন জমা দেয়া বা তা হতে প্রাপ্ত সমুদয় বা যা আইন অনুযায়ী ক্রোকের যােগ্য নয় বলে ঘােষিত;
ঠ) সরকার সরকারি গেজেটে বিজ্ঞপ্তির দ্বারা ক্রোক হতে মুক্ত বলে ঘােষণা করতে পারে এরূপ রাষ্ট্রের যে কোন কর্মচারীর বা রেলওয়ের যে কোন কর্মচারীর বা স্থানীয় কর্তৃপক্ষের যে কোন কর্মচারীর বেতনের অংশ সংযােজনকারী কোন ভাতা এবং সাময়িক বরখাস্তকালে অনুরূপ যে কোন কর্মচারী যে কোন খোরপােষ মঞ্জুরী বা ভাতা;
ড) ওয়ারিশ সূত্রে যে সকল সম্পত্তি প্রাপ্তির সম্ভাবনা রয়েছে, উহা বা অন্যবিধ ভবিষ্যৎ স্বার্থ বা অধিকার;
ঢ) ভবিষ্যতে খােরপোেষ ভাতা প্রাপ্তির অধিকার;
ণ) বাংলাদেশের কোন আইনের দ্বারা ঘােষিত এবং ডিক্রী জারির কারণে ক্রোক এবং নিলামে বিক্রি থেকে অব্যাহতি প্রাপ্ত কোন ভাতাদি; এবং
ত) বর্তমানে প্রচলিত কোন আইনানুযায়ী বকেয়া ভূমি রাজস্ব পরিশােধের জন্য নীলাম বিক্রি থেকে অব্যাহতি প্রাপ্ত অস্থাবর সম্পত্তি।
ব্যাখ্যা ১- বস্তুতঃ পূর্বে বা পরে প্রদানযােগ্য হােক না কেন উল্লেখিত (ছ), (জ), (ঝ), (ঞ), (ঠ) ও (ণ) দফায় উল্লেখিত বিষয়গুলাে ক্রোক বা বিক্রয় থেকে মুক্ত ও রাষ্ট্রের কর্মচারীর বেতন বা রেলওয়ে কর্মচারীর বেতন বা স্থানীয় কর্তৃপক্ষের কর্মচারীর বেতন ছাড়া বেতনের ক্ষেত্রে উহার ক্রোকযােগ্য অংশ বস্তুতঃ প্রদানযােগ্য না হওয়া পর্যন্ত ক্রোক হতে অব্যাহতি পাবে।
ব্যাখ্যা ২- (জ) ও (ঝ) দফায় বেতন বলতে (ঠ) দফার বিধানগুলির অওতাধীনে ক্রোক থেকে মুক্ত ঘােষিত কোন ভাতা বহির্ভূত কর্তব্যরত বা ছুটিতে থাকাকালীন চাকরি থেকে কোন লােকের দ্বারা প্রাপ্ত মােট মাসিক বেতন ।
ব্যাখ্যা ৩- ১৯৭৩ সনের ৮নং আইন, যা ১৯৭৪ সনের ৫৩তম সংশােধিত আইন দ্বারা ৬০ ধারার আওতাধীন ‘ব্যাখ্যা-৩' বাতিল করা হয়েছে।
২) এই ধারার বর্ণিত কোন বিধান অনুযায়ীকোন বাসগৃহ না অপরাপর ইমারত (ইহার মাল মসলা ও অবস্থান, ভূমি এবং উহার সংযুক্ত যে ভূমি না থাকলে উহা ভােগ-দখল করা সম্ভব নয়, উহাসহ) অনুরূপ গৃহ বা ভূমির বকেয়া খাজনার দরুণ ডিক্রী জারির জন্য ক্রোক ও নিলাম বিক্রয় হতে মুক্ত হবে না।
৬০ ধারার বিশ্লেষণ
কোন্ কোন্ সম্পত্তি ক্রোক ও বিক্রয়যােগ্য
কোন্ কোন্ সম্পত্তি ক্রোক ও বিক্রয়যােগ্য এবং কোন সম্পত্তি বিক্রয়যােগ্য নয় তা এই ধারায় বলা হয়েছে। এই ধারা শুধুমাত্র অর্থ আদায়ের ডিক্রীর বেলায় প্রযােজ্য হয়, সে কারণে রেহেন ডিক্রী জারিতে সম্পত্তি ক্রোক দেওয়া আবশ্যক নয়। দেনাদার বা দায়িকের যে সম্পত্তি ডিক্রীদার ক্রোক করতে চান সে সম্পত্তি এই ধারা মােতাবেক ক্রোকযােগ্য হলে আদালত তাতে কোন আপত্তি করতে পারেন না। আদালত ডিক্রীদারকে বলতে পারেন না, আপনি দেনাদারের গরু ক্রোক না করে মহিষ ক্রোক করুন। ‘ক্রোক’ বলতে ডিক্রী জারির মাধ্যমে সম্পত্তির কার্যকরণকে বুঝায়। দেওয়ানি কার্যবিধির বিধান অনুযায়ী যাতে রায়-দায়িকের ক্রোককৃত সম্পত্তির বিরুদ্ধে ক্রোককারী প্রাপকের অধিকার অক্ষুন্ন থাকে, সেজন্য ক্রোক থাকাকালীন ব্যক্তিগত হস্তান্তর নিষিদ্ধ করণের মাধ্যমে ক্রোক কার্যকরী করা হয়।
ধারা ৬১। কৃষিজ উৎপাদিত দ্রব্যের আংশিক অব্যাহতি
সরকার সরকারি গেজেটে একটি সাধারণ বা বিশেষ আদেশ প্রকাশিত করে ঘােষণা করতে পারে যে, কৃষিজাত দ্রব্যের যে অংশ বা কোন শ্রেণির কৃষিজাত দ্রব্য সাব্যস্ত দেনাদার চাষী বা যে কোন কৃষিজীবী হলে চাষের দ্বারা উৎপাদিত আগামী ফসল না উঠা পর্যন্ত উক্ত দেনাদার ও তার পরিবারের খােরাকী বাবদ প্রয়ােজন হবে, তা ডিক্রী জারির জন্য ক্রোক ও নিলাম বিক্রয় হতে মুক্ত থাকবে।
৬১ ধারার বিশ্লেষণ
এই ধারা ব্যবহার এক প্রকার নাই বললেই চলে। দেওয়ানি কার্যবিধির আদেশ ৩৮ এর ১২ নিয়মে বলা হয়েছে, কৃষকের দখলস্থিত কৃষিজাত দ্রব্য ক্রোকযােগ্য হবে না।
ধারা ৬২। বাসগৃহের সম্পত্তি আটক
১) এই আইন অনুসারে, প্রদত্ত কোন আদেশনামা জারিকারক, কোন লােকের অস্থাবর সম্পত্তি আটক করতে আদিষ্ট হয়ে থাকলে সুর্যাস্তের পর ও সুর্যোদয়ের পূর্বে কোন বাসগৃহে প্রবেশ করবেন না।
২) কোন বাসগৃহ সাব্যস্ত দেনাদারের দখলে না থাকলে এবং সে উহাতে প্রবেশ করতে দিতে অস্বীকার বা বাধা প্রদান না করলে উক্ত বাসগৃহের বহির্ঘার ভেঙ্গে প্রবেশ করা যাবে না; কিন্তু উক্ত আদিষ্ট লােক যথারীতি কক্ষে প্রবেশ করে থাকলে যে কক্ষে অনুরূপ কোন সম্পত্তি রয়েছে বলে তাঁর বিশ্বাস হয়, সে কক্ষের দরজা ভাংগতে পারবে।
৩) যেক্ষেত্রে বাসগৃহের কোন কক্ষে কোন মহিলা থাকেন এবং প্রচলিত দেশাচার অনুসারে তিনি সর্বসমক্ষে বাহির হন না, সেক্ষেত্রে উক্ত প্রসেস জারিকারী লােক মহিলাকে কক্ষটি হতে সরিয়া যাওয়ার জন্য নােটিশ দিবে; এবং মহিলার সরিয়া যাওয়ার জন্য উপযুক্ত সময় ও সুযােগ প্রদানের পর উক্ত সম্পত্তি আটকের জন্য আদিষ্ট লােক সে কক্ষে অনুপ্রবেশ করতে পারবেন, তবে সেই সাথে তাকে এমন সতর্কতা মেনে চলতে হবে যাতে উক্ত সম্পত্তি গােপনে অপসারিত না হয় ।
৬২ ধারার বিশ্লেষণ
বাংলাদেশের নাগরিকের বাসগৃহ আইনের দৃষ্টিতে অতি পবিত্র। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ৪৩ অনুচ্ছেদে বলা হয়েছে, রাষ্ট্রের নিরাপত্তা, জনশৃঙ্খলা, জনসাধারণের নৈতিকতা বা জনস্বাস্থ্যের স্বার্থে আইন দ্বারা আরােপিত যুক্তিসঙ্গত বাধানিষেধ সাপেক্ষে প্রত্যেক নাগরিকঃ
(ক) প্রবেশ, তল্লাশি ও আটক হতে স্বীয় গৃহে নিরাপত্তা লাভের অধিকার থাকবে এবং
(খ) চিঠিপত্রের ও যােগাযােগের অন্যান্য উপায়ে গােপনীয়তা রক্ষার অধিকার থাকবে। এই ধারায় দরজা ভেঙ্গে গৃহে প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে, কিন্তু দেয়াল টপকিয়ে ভিতরে ঢুকে দরজা খুলে দিয়ে জারিকারককে ভিতরে নিয়ে মাল ক্রোক করতে দেয়া নিষিদ্ধ নয়।
যারা ৬৩। কতিপয় আদালতের ডিক্রীজারিতে ক্রোককৃত সম্পত্তি
১) কোন আদালতের জিম্মায় গচ্ছিত নয়, এরূপ সম্পত্তি একাধিক আদালতে ডিক্রীজারির দরুন ক্রোক হয়ে থাকলে উক্ত আদালতগুলাের ভিতর যেই আদালত সর্বোচ্চ পর্যায়ের, সে আদালত উক্ত সম্পত্তি গ্রহণ বা হস্তগত করে উহার উপর অর্পিত সমস্ত দাবিদাওয়া মিটাইবেন বা উহা ক্রোক বিষয়ক আপত্তি বিবেচনা করবেন, কিন্তু যেইক্ষেত্রে আদালতগুলির পর্যায়গত কোন তারতম্য থাকবে না, সেক্ষেত্রে যে আদালত দ্বারা সর্বপ্রথম সম্পত্তি ক্রোক হয়, সে আদালত উহা করবেন।
২) এই ধারার কোন বিধানই অনুরূপ ডিক্রীর কোন একটি ডিক্রী নির্বাহকারী আদালতের দ্বারা গ্রহণকৃত কোন কর্মধারাকে অকার্যকর করে বলে গণ্য হবে না।
৬৩ ধারার বিশ্লেষণ
একাধিক ব্যক্তির একাধিক লােকের কাছে একাধিক দেনা থাকতে পারে ও সেই সকল দেনার জন্য তাদের বিরুদ্ধে একাধিক আদালতে অর্থে ডিক্রী পেতে পারেন। একাধিক ঐ প্রকার ডিক্রী দানকারি আদালত একই সম্পত্তি ক্রোক দিতে পারে। এই ধারায় ঐ অবস্থার প্রতি দৃষ্টি রেখে যেই ব্যবস্থা গ্রহণ করা উচিত তা বলা হয়েছে। এক সম্পত্তির ক্রোক ও বিক্রয় নিয়ে বিভিন্ন আদালতের ভিতর সংঘর্ষ এড়ানাের জন্য এই ধারার প্রবর্তন। আদালত বলতে এই ধারার অধীনে আদালতে এই বিধির শর্তসমূহ প্রযােজ্য হবে সেই আদালতকেই বুঝাবে। সমবায় সমিতিসমূহের রেজিস্ট্রারকে এই ক্ষেত্রে আদালত বলা যাবে না যদিও ইহার ক্রোকাদেশ দেওয়ানি আদালতের ক্রোকাদেশের মত সমান গুরুত্বসম্পন্ন। এই ধারার শর্তাবলি রাজস্ব আদালত ও স্বল্প এখতিয়ারসম্পন্ন আদালতের ক্রোকের ক্ষেত্রেও প্রযােজ্য হবে। সম্পত্তি বলতে ধারা ৬৩ এর অধীন স্থাবর সম্পত্তি বুঝতে হবে । অতএব স্থাবর সম্পত্তি ক্রোকেই এই ধারায় বুঝানাে হয়েছে।
ধারা ৬৪। ক্রোকের পর সম্পত্তির বে-সরকারি হস্তান্তর বাতিল হবে। Effect of Attachment of a Property
যেক্ষেত্রে ক্রোক হয়েছে সেক্ষেত্রে ক্রোকাবদ্ধ সম্পত্তি বা উহার কোন স্বার্থের কোন বে-সরকারি হস্তান্তর বা অৰ্পণ বা উহাতে নিহিত কোন স্বার্থের হস্তান্তর এবং অনুরূপ ক্রোকের বহির্ভূত কোন ঋণের, লভ্যাংশের বা অনুরূপ অর্থ সাব্যস্ত দেনাদারকে প্রদান ক্রোকের আওতাধীনে জারিযােগ্য সমস্ত দাবির বিরুদ্ধে বাতিল বলে পরিগণিত হবে।
ব্যাখ্যাঃ এই ধারার বিধানবলে ডিক্রী জারিকারী আদালত দ্বারা গৃহীত কোন কার্যাবলি অবৈধ হবে বলে ধরে নেওয়া যাবে না।
৬৪ ধারার বিশ্লেষণ
দেওয়ানি কার্যবিধির ৬৪ ধারায় ডিক্রী জারিতে সম্পত্তি ক্রোকের ফলাফল সম্পর্কিত বিধি বিধান সম্পর্কে বর্ণনা করা হয়েছে।এই ধারায় বলা হয়েছে যে, কোন সম্পত্তি ক্রোক করা হয়ে থাকলে বে-সরকারিভাবে উক্ত সম্পত্তির বা উহাতে নিহিত কোন কিছু স্বার্থের হস্তন্তর এবং ক্রোকের বিপরীতে উক্ত সম্পত্তি হতে সাব্যস্ত দেনাদারকে কোন দেনা, লভ্যাংশ বা অনুরূপ অর্থ প্রদান ক্রোক সংক্রান্ত দাবি-দাওয়ার বিরুদ্ধে বে-আইনি বলে গণ্য হবে ।এইভাবে, এই ধারার বিধান মতে, কোন সম্পত্তি ক্রোকাবদ্ধ হওয়ার পর যদি কোন ব্যক্তি কোন বিক্রেতা বা সাব্যস্ত দেনাদারের নিকট হতে কোন ক্রোককৃত সম্পত্তি (attached property) লাভ করে, তবে সে ব্যক্তি ডিক্রীদার (decree holder) বলে বিবেচিত হবে, এবং এরূপ ক্রোক সংক্রান্ত দাবি-দাওয়ার বিরুদ্ধে কোন প্রকার অর্থ প্রদান বা হস্তান্তর অবৈধ বলে বিবেচিত হবে।এই ধারার ব্যাখ্যায় বলা হয়েছে যে, অত্র ধারার উদ্দেশ্যে ক্রোক সংক্রান্ত দাবি-দাওয়া বলতে সম্পত্তি আনুপাতিক হারে বন্টনের দাবিকে বুঝাবে। ক্রোকের পর আদালতের অনুমতি ছাড়া সম্পত্তি বিক্রয় করা হলে তা বাতিল বলে পরিগণিত হবে।