- Get link
- X
- Other Apps
Section 116 to 120 Special provisions relating to High Court Division Civil Procedure Code
ধারা 116 থেকে 120 বিচারীক কমিশনার নয়, কেবল হাইকোর্ট বিভাগ সম্পর্কে বিশেষ বিধান দেওয়ানী কার্যবিধি আইন
ধারা ১১৬। এই (নবম) খন্ড কেবলমাত্র হাইকোর্ট বিভাগের প্রয়ােগযােগ্য
এই খন্ড কেবলমাত্র হাইকোর্ট বিভাগের ক্ষেত্রে প্রয়ােগযােগ্য ।
ধারা ১১৭। হাইকোর্ট বিভাগের ক্ষেত্রে এই আইনের প্রয়ােগ
এই খন্ড বা ১০ম খন্ড বা বিধিমালায় উল্লেখিত বিধানগুলাে ছাড়া এই আইনের বিধানগুলােও হাইকোর্ট বিভাগগের ক্ষেত্রে প্রয়ােগযােগ্য হবে।
১১৭ ধারার বিশ্লেষণ
এই ধারার সাথে এই কার্যবিধির ধারা ১২০ এবং ২৯ মিলিয়ে পড়তে হবে।
ধারা ১১৮। মামলার খরচ নির্ধারণের পূর্বে ডিক্রী জারি
যেক্ষেত্রে কোন হাইকোর্ট বিভাগ ইহা গুরুত্বপূর্ণ মনে করে যে উহার মূল দেওয়ানি এখতিয়ার প্রয়ােগকালে প্রদত্ত ডিক্রী মামলার দায়মুক্ত খরচ নিরূপণ করার পূর্বেই জারি করা উচিত, সে ক্ষেত্রে আদালত ব্যয়ের সাথে ডিক্রী যতদূর বিষয়ক তা ছাড়া ডিক্রীটি অবিলম্বে জারি করা হবে বলে এবং খরচের সাথে ডিক্রী যতদূর বিষয়ক তা করারােপ দ্বারা খরচের অংক নিরূপণ হওয়ার সঙ্গে সঙ্গেই ডিক্রী জারি হতে পাওে বলে আদেশ দিতে পারে।
১১৮ ধারার বিশ্লেষণ
ডিক্রী হয়ে যাওয়ার পর মােকদ্দমার খরচ নির্ধারণ করার আগে সেই ডিক্রী জারি করার আদেশ প্রদান করার ক্ষমতা হাইকোর্ট বিভাগের রয়েছে।
ধারা ১১৯। অননুমােদিত লােক আদালতে কথা বলতে পারে না
আদালত দ্বারা তার সনদ দ্বারা অর্পিত ক্ষমতাবলে কোন লােককে ক্ষমতা দেয়া ছাড়া উক্ত আইনের কোন নিয়মাবলিই মূল দেওয়ানি এখতিয়ার প্রয়ােগকারী আদালতকে অপরের পক্ষে কথা বলার ক্ষমতা, বা সাক্ষীদের জবানবন্দি গ্রহণ করতে বা অ্যাডভােকেট বিষয়ক নিয়মাবলি তৈরিতে হাইকোর্ট বিভাগের ক্ষমতায় হস্তক্ষেপ করতে ঐ লােককে ক্ষমতা প্রদান করবে বলে ধরা যাবে না।
১২০ ধারার বিশ্লেষণ
এই ধারায় বিধৃত করা হয়েছে, যার অধিকার নেই এমন ব্যাক্তি আদালতকে কোন বিষয়ে আহ্বান করতে বা সাক্ষী দিতে পারবে না।
ধারা ১২০। হাইকোর্ট বিভাগের মূল দেওয়ানি এখতিয়ার প্রয়োগকালে অযোজ্য বিধানগুলাে
১) নিম্নবর্ণিত বিধানগুলাে যথা ১৬. ১৭ এবং ২০ ধারাগুলো হাইকোর্ট বিভাগের মুল এখতিয়ার প্রয়ােগকালে প্রয়ােগযােগ্য হবে না।
২) বিলুপ্ত ।
১২০ ধারার বিশ্লেষণ
এই ধারার সাথে ৫৩ আদেশের ৩ নিয়ম মিলিয়ে পড়তে হবে।