- Get link
- X
- Other Apps
Order 3 Recognized Agents and Pleaders - Civil Procedure Code
আদেশ ৩ স্বীকৃত এজেন্ট এবং আইনজীবীবৃন্দ দেওয়ানী কার্যবিধি আইন
বিধি ১ থেকে বিধি ৬
বিধি ১ উপস্থিতি ইত্যাদি ব্যক্তিগতভাবে, স্বীকৃত প্রতিনিধি বা আইনজীবীর মারফতে হতে পারে
মােকদ্দমার কোন পক্ষের আদালতে হাজিরা দেয়া, দরখাস্ত করা বা আইন অনুযায়ী অপর যা করা কর্তব্য, প্রত্যক্ষভাবে অপর কোন বিপরীত বিধান না থাকলে উক্ত কর্মগুলি সংশ্লিষ্ট পক্ষ ব্যক্তিগতভাবে সম্পন্ন করতে পারে, বা তার স্বীকৃত প্রতিনিধি দ্বারা বা তার পক্ষে কোন আইনজীবীর দ্বারা দরকারি হাজিরা দিতে, দরখাস্ত করতে বা অপর কোন কাজ সমাধান করতে পারে। তবে শর্ত হল যে, আদালত নির্দেশ প্রদান করলে সংশ্লিষ্ট পক্ষের হাজিরা বা উপস্থিতি ব্যক্তিগতভাবেই দিতে হবে।
বিধি ২ স্বীকৃত প্রতিনিধি
নিম্নোক্ত স্বীকৃত প্রতিনিধিগণ পক্ষগণের ভিতর হতে হাজিরা দেয়া, আবেদনপত্র পেশ করা বা অপর কর্ম সম্পন্ন করতে পারে।
ক) পক্ষগণের ভিতর হতে হাজিরা প্রদান করা, আবেদনপত্র পেশ করা বা অপর কর্ম সমাধান করার লক্ষ্যে যাদের পাওয়ার অব অ্যাটর্নি আছে;
খ) সংশ্লিষ্ট আদালতের এখতিয়ারভূক্ত এলাকাধীন বসবাস করে না, এই ধরনের কোন পক্ষের ভিতর হতে হাজিরা প্রদান করা, আবেদপত্র পেশ করা বা অপর কোন কর্ম সমাধান করার উদ্দেশ্যে ক্ষমতাপ্রাপ্ত অপর কোন এজেন্ট না থাকলে, যে লােক সংশ্লিষ্ট পক্ষের ব্যবসা পরিচালনা বা তদারক করে, উক্ত ব্যবসা বিষয়ক মামলায় সে লােক।
২ বিধির বিশ্লেষণ।
যার প্রতিনিধিত্ব করার ক্ষমতা আছে এমন একজন প্রতিনিধি তিনি এই বিধির অধীনে হাজির হতে পারেন কিন্তু বিবাদী এরূপ কর্ম করার ক্ষমতা সম্পর্কে বৈধতার প্রশ্ন তুলতে পারেন। প্রতিনিধিত্বের বৈধতার বিষয়ে উত্থাপিত হলে প্রতিনিধি অবশ্যই তার দরকারি ক্ষমতা পেশ করবেন।
স্বীকৃত প্রতিনিধি প্রসঙ্গে উচ্চ আদালতের সিদ্ধান্তসমূহ
Bodri Vs. District Judge
একটি আমমােক্তারনামা অবশ্যই নির্ভুলভাবে বিশ্লেষণ করতে হবে। দরকারি ভাবার্থ দ্বারা বা যেমনটি এটা প্রকাশ্যভাবে অনুমান করে এটা কেবল সেরূপ ক্ষমতা দেয়।
বিধি ৩ স্বীকৃত প্রতিনিধির প্রতি সমন
১) আদালত কোন বিপরীত নির্দেশ প্রদান না দিলে পক্ষের স্বীকৃত প্রতিনিধির উপর সমন বা পরােয়ানা ইত্যাদি জারি করলে তা পক্ষের উপর ব্যক্তিগতভাবে জারি করার ন্যায়ই কর্মকরী হবে।
২) কোন মামলার পক্ষের উপর সমনাদি জারি করার জন্য যে সকল বিধান আছে, সেগুলি পক্ষের স্বীকৃত প্রতিনিধির উপর সমন জারি করার ক্ষেত্রেও প্রয়ােগযােগ্য হবে।
স্বীকৃত প্রতিনিধির প্রতি সমন প্রসঙ্গে উচ্চ আদালতের সিদ্ধান্তসমূহ
India Union Vs. Abdul Razzak
এই বিধি প্রতিনিধির জ্ঞানকে প্রধানের জ্ঞান হিসেবে অভিযুক্ত করে। কোন পক্ষের উকিল সাহেবের উপর সমন জারি হলে তা পক্ষের উপর যথাযথভাবে জারি হয়েছে গণ্য হবে।
বিধি ৪ আইনজীবী নিয়ােগ
১) কোন লােক দ্বারা বা পাওয়ার অব অ্যাটর্নি অনুযায়ী ক্ষমতাপ্রাপ্ত বা স্বীকৃত প্রতিনিধি দ্বারা লিখিত ও স্বাক্ষরিত নিয়ােগপত্র দ্বারা নিযুক্ত না হলে কোন আইনজীবী কোন লােকের তরফ হতে কোন কর্ম সম্পন্ন করতে পারবে না।
২) উক্তরূপ নিয়ােগপত্র আদালতে পেশ করতে হবে এবং যতক্ষণ পর্যন্ত আদালতের অনুমতিক্রমে মক্কেল বা আইনজীবী দ্বারা লিখিত ও স্বাক্ষরিত পত্র আদালতে পেশ করে উক্ত নিয়ােগ রহিত না হয়, বা যতক্ষণ পর্যন্ত মক্কেল বা আইনজীবীর মৃত্যু না হয় বা যতক্ষণ পর্যন্ত আদালতে মক্কেলের মামলার কর্মক্রম সমাপ্তি না হয়, ততক্ষণ পর্যন্ত উক্ত নিয়ােগ কার্যকর থাকবে।
৩) উপ-বিধি (২) এর উদ্দেশ্যে রায় পুনরীক্ষণের আবেদন, উক্ত আইনের ১৪৪ বা ১৫২ ধারার আওতাধীনে আবেদন, মামলায় কোন ডিক্রী বা আদেশ হতে কোন আপিল ও মামলায় হাজির করা হয়েছে এমন দাখিলকৃত দলিলের নকল পাবার বা দলিল ফেরত নেওয়ার বা মামলা সম্বন্ধীয় আদালতে প্রদান করা হয়েছে এমন টাকা ফেরত নেওয়ার উদ্দেশ্যে কোন দরখাস্ত বা কর্ম মামলায় কর্মধারা বলে গণ্য হবে।
৪) হাইকোর্ট বিভাগ একটি সাধারণ আদেশের দ্বারা এমন ধরণের নির্দেশ প্রদান করতে পারে যে, যেক্ষেত্রে আইনজীবী নিয়ােগকারী কোন লােক নাম স্বাক্ষর করতে অক্ষম, সেক্ষেত্রে নির্দিষ্ট কোন লােক দ্বারা আইনজীবী নিযুক্তির জন্য নিয়ােগপত্রের উপর প্রদত্ত ‘ব' কলম চিহ্ন উক্ত আদেশে সহিমােহরকৃত হতে হবে।
৫) কোন আইনজীবী শুধুমাত্র সাওয়াল জবাব করার উদ্দেশ্যে কোন পক্ষ দ্বারা নিযুক্ত হলে কোন পক্ষের মাধ্যম হতে সওয়াল করতে বা জবাব প্রদান করতে পারবে না যদি না তার নিজের স্বাক্ষরিত, এবং
ক) মামলায় পক্ষগণের নাম;
খ) যে পক্ষে তিনি হাজির হবেন, সে পক্ষের নাম; এবং
গ) যে লােক দ্বারা তিনি হাজিরার ক্ষমতাপ্রাপ্ত হয়েছেন, তার নাম সম্বলিত একটি হাজিরার স্মারক আদালতে পেশ করেন।
তবে শর্ত হল যে, এই উপ-নিয়মের কোন বিধানই অনুরূপ পক্ষের অনুকুলে আদালতে কর্ম সম্পাদন করতে যথারীতি নিযুক্ত হয়েছে এরূপ অপর কোন আইনজীবী দ্বারা কোন পক্ষের পক্ষে ওকালতি করতে নিযুক্ত আইনজীবীর বেলায় অপ্রযােজ্য হবে।
বিধি ৫ আইনজীবীর প্রতি পরােয়ানা জারি
যদি কোন পক্ষের আইনজীবীর উপর কোন সমন জারি করা হয় বা আইনজীবীর চেম্বারে বা বাসগৃহে পাঠানাে হয় এবং তা পক্ষের ব্যক্তিগত হাজিরার জন্য হােক বা না হােক, তা যথাযথ নিয়মের অধীনে প্রদত্ত হয়েছে এবং যে পক্ষের হয়ে সে লােক প্রতিনিধিত্ব করেন, সে পক্ষকে যথাযথ নিয়মে জানানাে হয়েছে বলে ধরা হবে এবং যদি আদালত অপর কোনরূপ নির্দেশ প্রদান না করেন, তবে তা সংশ্লিষ্ট পক্ষের উপর ব্যক্তিগতভাবে জারি করার মতই কার্যকর হবে।
বিধি ৬ প্রতিনিধি সমন গ্রহণ করবে
১) দ্বিতীয় উপ-বিধিতে বিধৃত স্বীকৃত প্রতিনিধি ব্যতীরেকেও আদালতের এখতিয়ারভূক্ত এলাকায় বাস করে, এমন ধরনের যে কোন লােক পরােয়ানা গ্রহণের জন্য এজেন্ট নিযুক্ত হতে পারে।
২) নিয়ােগ লিখিত হবে এবং আদালতে পেশ করতে হবে
উক্তরূপ নিযুক্তি বিশেষ বা সাধারণ হতে পারে এবং লিখিত ও স্বাক্ষরিত নিয়ােগপত্র দ্বারা এইধরনের প্রতিনিধি নিয়ােগ করতে হবে এবং উক্ত নিয়ােগপত্র বা নিযুক্তি যদি সাধারণ হয়, তবে নিয়ােগপত্রের একটি সহিমােহরকৃত নকল আদালতে পেশ করতে হবে।
৬ বিধির বিশ্লেষণ
এই বিধির অধীনে একজন স্বামী স্ত্রীর প্রতিনিধি হিসেবে গণ্য হবেন না যদি না এমন নিয়ােগ লিখিত দলিলের দ্বারা হয়। সমন গ্রহণ করতে প্রতিনিধি এই বিধিতে শুধুমাত্র লিখিত দলিলের মাধ্যমেই প্রতিনিধি নিয়ােগ করা যায়। যেখানে নিয়ােগ মৌখিক এই বিধি মতে তা নিয়ােগ নয় এবং এমন প্রতিনিধির উপর সমন জারি পক্ষের উপর সমন জারি করলে সেক্ষেত্রে সিদ্ধান্ত হয়েছে যে, লিখিত দলিল ছাড়া বিক্রেতা উক্ত প্রতিষ্ঠানের পক্ষে এমন নােটিশ গ্রহণ করতে ক্ষমতাবান নন। এমনও হতে পারে যে, বিক্রেতার উপর নােটিশ জারির ব্যাপারে ব্যবস্থাপক এবং এমনকি অংশীদারেরও জ্ঞান ছিল। কিন্তু এরুপ ক্ষেত্রে করদাতা প্রতিষ্ঠানকে এইরুপ সমন জারির বিরােধীতা করতে বাধা সৃষ্টি করা যায়, যদি প্রকৃতপক্ষে সমনটি যথাযথা জারি না হয়।