- Get link
- X
- Other Apps
Order 27 Suits by or against the Government or Public Officers in their Official Capacity
আদেশ ২৭ সরকার বা পদাধিকার বলে সরকারি অফিসারবৃন্দ দ্বারা মামলা বা তাদের বিরুদ্ধে মামলা
আদেশ ২৭ বিধি ১ সরকার দ্বারা বা তার বিরুদ্ধে মামলা
সরকার দ্বারা বা তার বিরুদ্ধে কোন মামলায় সরকার দ্বারা এতদুদ্দেশ্য সাধারণ বা বিশেষ আদেশ দ্বারা নিযুক্ত লােক দ্বারা আরজি বা লিখিত জবাব স্বাক্ষরিত হবে এবং সরকার দ্বারা এভাবে নিযুক্ত এবং মামলার তথ্যাবলির সঙ্গে পরিচিত কোন লােক দ্বারা সত্যায়িত হবে ।
আদেশ ২৭ বিধি ২ সরকারের পক্ষে কর্ম করতে ক্ষমতাপ্রাপ্ত ব্যক্তিবর্গ
বিচারিক কর্মক্রম সম্পর্কে সরকারের পক্ষে কর্ম করার পদাধিকার বলে বা অন্যভাবে ক্ষমতাপ্রাপ্ত ব্যক্তিবর্গ যাদের দ্বারা এই আইনের অধীনে সরকারের পক্ষে হাজিরা প্রদান, কর্ম এবং দরখাস্ত করা চলে বা করা হয় সে সব ব্যক্তিগণকে স্বীকৃত এজেন্ট রূপে পরিগণিত করা হবে।
আদেশ ২৭ বিধি ৩ সরকার দ্বারা বা সরকারের বিরুদ্ধে মামলায় আরজি
সরকার দ্বারা বা সরকারের বিরুদ্ধে মামলার আরজিতে বাদী বা বিবাদীর নাম, পরিচয় ও ঠিকানা সন্নিবেশ করার পরিবর্তে ৭৯ ধারায় বর্ণিত সঠিক নাম সন্নিবেশ করাই যথেষ্ট হবে।
আদেশ ২৭ বিধি ৪ পরােয়ানা গ্রহণের জন্য সরকারের পক্ষে এজেন্ট
কোন আদালতে সরকারি উকিল উক্ত আদালত দ্বারা সরকারের বিরুদ্ধে প্রেরিত পরােয়ানা গ্রহণ করার উদ্দেশ্যে সরকারের এজেন্ট রূপে গণ্য হবে।
আদেশ ২৭ বিধি ৫ সরকারের পক্ষে হাজির হবার জন্য দিন ধার্য
সরকার দ্বারা আরজির জবাব প্রদান করার জন্য সঠিক পন্থায় সরকারের সঙ্গে যােগাযােগ করার এবং সরকারের পক্ষে হাজির হওয়ার ও জবাব প্রদানের জন্য সরকারি উকিলকে নির্দেশাবলি প্রেরণের জন্য দিন ধার্য করার ব্যাপারে আদালত যুক্তিসম্মত সময় অনুমােদন করবে।
আদেশ ২৭ বিধি ৬ সরকারের বিরুদ্ধে কোন মামলা সম্পর্কে প্রশ্নাবলির উত্তর দিতে সক্ষম লােকের উপস্থিতি
সরকারি কৌশুলীর সঙ্গে সরকার পক্ষীয় অপর কোন লােক হাজির না থাকলে যে লােক মামলা সম্পর্কে গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর দিতে সমর্থ আদালত ঐ লােকের উপস্থিতির জন্য নির্দেশও দিতে পারে।
আদেশ ২৭ বিধি ৭ সরকারি কর্মকর্তা দ্বারা সরকারের জ্ঞাতার্থে প্রেরণের জন্য সময় বৃদ্ধি
১) যে ক্ষেত্রে বিবাদী একজন সরকারি কর্মকর্তা হন এবং সমন গ্রহণের পর সে বিবেচনা করে যে, আরজির জবাব দিবার আগে এটা সরকারের জ্ঞাতার্থে প্রেরণ করা সঙ্গত, সে সব ক্ষেত্রে সে যাতে বিষয়টি যথাযথ কর্তৃপক্ষের দ্বারা সরকারের জ্ঞাতার্থে প্রেরণ করতে এবং এর উপর আদেশ গ্রহণ করতে পারে, তজ্জন্য সমনে নির্ধারিত সময় বৃদ্ধি মঞ্জুরের জন্য আদালতে দরখাস্ত করতে পারে।
২) অনুরূপ দরখাস্তের উপর আদালতের কাছে যে সময়ের দরকার অনুধাবিত হয় আদালত সে সময় অনুমােদন করবে।
আদেশ ২৭ বিধি ৮ সরকারি কর্মকর্তার বিরুদ্ধে মামলার কর্ম পদ্ধতি
১) যেক্ষেত্রে সরকারি কর্মকর্তার বিরুদ্ধে কোন মামলায় সরকার আত্মপক্ষ সমর্থনের দায়িত্ব নেয়, সেক্ষেত্রে সরকারি উকিল হাজির হতে এবং আরজির উত্তর প্রদান করতে ক্ষমতাপ্রাপ্ত হয়ে আদালতে দরখাস্ত করবে, এবং আদালত উক্ত দরখাস্ত পত্রের উপর তার ক্ষমতা সম্পর্কে দেওয়ানী মামলার রেজিস্ট্রারে টিকা লিখিত করাবে।
২) যেক্ষেত্রে উপবিধি (১) এর অধীনে সরকারি উকিল দ্বারা বিবাদী হাজির ও উত্তর প্রদানের জন্য নােটিশে নির্ধারিত দিনে বা তৎপূর্বে কোন দরখাস্ত করা হয় নাই সেক্ষেত্রে বে-সরকারি পক্ষগণের ভিতর কোন মামলার ন্যায় উক্ত মামলা অগ্রসর হবে। তবে শর্ত হল যে, ডিক্রী জারি ছাড়া অপর কোনভাবে বিবাদীকে গ্রেফতার করা যাবে না বা তার সম্পত্তি ক্রোক করা যাবে না।
আদেশ ২৭ বিধি ৮ক কতিপয় ক্ষেত্রে সরকার বা সরকারি কর্মকর্তার কাছ হতে কোন জামানত তলব করা যায় না। সরকারের কাছে হতে বা যেক্ষেত্রে কোন সরকারি কর্মকর্তার বিরুদ্ধে তার পদাধিকার বলে তদ্বারা কোন কর্ম করা সম্পর্কে অভিযােগে বর্ণনা করে মামলা করা হলে সরকার উক্ত মামলায় আত্মপক্ষ সমর্থনের দায়িত্ব গ্রহণ করেছে সেক্ষেত্রে উক্ত সরকারি কর্মকর্তাকে ৪১ আদেশের ৫ ও ৬ বিধিতে বর্ণিত কোন জামানত তলবের প্রদানের নির্দেশ দেয়া যাবে না।
Order 27A Suits Involving any Substantial Question as to the Interpretation of Constitutional Law
আদেশ ২৭ক সংবিধানের ব্যাখ্যা বিষয়ে কোন গুরুত্বপূর্ণ প্রশ্ন সম্বলিত মামলা
আদেশ ২৭ক বিধি ১ অ্যাটর্নি জেনারেলকে নােটিশ প্রদান
যদি কোন মামলায় আদালতের কাছে প্রতীয়মান হয় যে, শাসনতান্ত্রিক আইনের ব্যাখ্যা সম্পর্কে কোন গুরুত্বপূর্ণ প্রশ্ন জড়িত আছে, তা হলে আইনের প্রশ্নটি সরকার সম্পর্কিত হলে বাংলাদেশের অ্যাটর্নি জেনারেলকে নােটিশ না দেয়া পর্যন্ত আদালত প্রশ্নটি নিস্পত্তি করতে অগ্রসর হবে না ।
আদেশ ২৭ক বিধি ২ আদালত সরকারকে পক্ষ হিসেবে যুক্ত করতে পারে
যে মামলায় সংবিধানের ব্যাখ্যা সম্পর্কে গুরুত্বপূর্ণ প্রশ্ন জড়িত আছে সে মামলায় অ্যাটর্নি জেনারেল উপবিধি (১) এর অধীনে নােটিশ প্রাপ্তির পর বা অন্যভাবে যদি সরকারকে উক্ত মামলায় বিবাদী হিসেবে সংযুক্ত করার জন্য দরখাস্ত করে এবং উক্ত প্রশ্নটি সন্তোষজনক সিদ্ধান্তের জন্য অনুরূপ সংযুক্তি দরকারি বা বাঞ্চনীয় হয় তবে মামলার যে কোন পর্যায়ে আদালত সরকারকে বিবাদী হিসেবে সংযুক্ত করার আদেশ প্রদান করতে পারে।
আদেশ ২৭ক বিধি ৩ সরকার পক্ষভুক্ত হলে মামলার খরচ
যেক্ষেত্রে উপবিধি (২) এর অধীনে কোন মামলায় সরকারকে বিবাদী হিসেবে পক্ষভুক্ত করা হয়েছে সেক্ষেত্রে অ্যাটর্নি জেনারেল বা সরকার উক্ত আদালতে মামলার খরচাদি দাবি করার অধিকারী হবে না বা খরচাদির জন্য দায়ী হবে না, যদি না, মামলার সব অবস্থা বিবেচনা করে আদালত বিশেষ কারণে অপর প্রকার আদেশ প্রদান করে।
আদেশ ২৭ক বিধি ৪ আপিলে আদেশের প্রয়ােগ
আপিলে এই আদেশের ক্ষেত্রে ‘বিবাদী' বলতে “উত্তরদায়ক” এবং “মামলা” শব্দটি আপিল অন্তর্ভূক্ত করবে।