- Get link
- X
- Other Apps
Order 25 Security of Costs civil procedure code
আদেশ ২৫ খরচের জন্য জামানত দেওয়ানী কার্যবিধি আইন
আদেশ ২৫ বিধি ১বাদী দ্বারা কখন খরচ বাবদ জামানতের দরকার হতে পারে
১) যেক্ষেত্রে মামলার যে পর্যায়ে আদালতের কাছে এটা প্রতীয়মান হয় যে, একমাত্র বাদী বা (একাধিক বাদী থাকলে) সব বাদী বাংলাদেশের বাহিরে বাস করছে; এবং অনুরূপ বাদী বা তাদের কোন একজন বাদীর মামলার সম্পত্তি ছাড়া বাংলাদেশের অভ্যন্তরে কোন পর্যাপ্ত স্থাবর সম্পত্তি দখল করে না, সেক্ষেত্রে আদালত স্বেচ্ছাপ্রণােদিত হয়ে বা কোন বিবাদীর আবেদনক্রমে তদ্বারা নির্ধারিত সময়ের ভিতর মামলার ব্যয়ের যাবতীয় খরচ এবং কোন বিবাদীর সম্ভাব্য খরচের জন্য জামানত প্রদানের জন্য বাদী বা বাদীগণকে আদেশ প্রদান করতে পারে।
২) বাংলাদেশের বহির্ভাগে বসবাস
যদি কেউ বাংলাদেশ ত্যাগ করে তা হলে উক্ত অবস্থাধীনে এরূপ সম্ভাবনার সৃষ্টি হয় যে, মামলার খরচের জন্য যখন তাকে তলব দেয়া হবে, তখন সে হাজির হতে পারবে না তবে সে উপবিধি (১) এর অর্থানুসারে বাংলাদেশের বহির্ভাগে বসবাসী হিসেবে গণ্য হবে।
৩) টাকা পরিশােধের মামলায় বাদী যদি স্ত্রীলােক হয়, তখন কোন বিবাদীর আবেদনক্রমে আদালত মামলার যেকোন পর্যায়ে যদি এই মর্মে সন্তোষজনক হয় যে, উক্ত বাদী বাংলাদেশের অভ্যন্তরে কোন পর্যাপ্ত স্থাবর সম্পত্তি দখল করেন, তবে অনুরূপ আদেশ প্রদান করতে পারে।
আদেশ ২৫ বিধি ২ জামানত প্রদানের ব্যর্থতার ফল
১) নির্ধারিত সময়ের ভিতর জামানত প্রদান করা না হলে মামলা হতে প্রত্যাহার করতে আদালত একটি আদেশ দিবেন, যদি না বাদী বা বিবাদীগণকে তথা হতে প্রত্যাহারের অনুমতি দেয়া হয়।
২) যেক্ষেত্রে এই বিধির অধীনে কোন মামলা খারিজ হয় সেক্ষেত্রে উক্ত খারিজের আদেশ রদের জন্য বাদী দরখাস্ত করতে পারে, এবং যদি তা আদালতের এর কাছে এটা সন্তোযজনকভাবে প্রমাণিত হয় যে, নির্ধারিত সময়ের ভিতর সে যথাযথ কারণে জামানত প্রদানে বারিত হয়েছিল, তবে এরূপ জামানত, মামলার খরচাদি বা অন্যবিধ শর্তসাপেক্ষে আদালত খারিজের আদেশ রদ করবেন, এবং মামলা চালানাের জন্য অপর একটি দিন ধার্য করবে।
৩) অনুরূপ আবেদনপত্র সম্পর্কে বিবাদীর উপর নােটিশ জারি না করে খারিজ আদেশ রদ করা যাবে না।